Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

USPresident

Trump: গ্রেফতার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আবার ৩০ মিনিটের মধ্যে পেলেন জামিন

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট (Former US President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) গ্রেফতার (Arrested) হলেন। আবার ৩০ মিনিটের মধ্যে জামিনও পেয়ে গেলেন। জানা গিয়েছে, গ্রেফতারির পর আধঘণ্টা জর্জিয়া জেলে ছিলেন তিনি। তারপরই জামিনে মুক্তি পান ট্রাম্প। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই গ্রেফতারি ট্রাম্পের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

গ্রেফতারির ঠিক আগেই ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখেন,'কারচুপি ও ভোট চুরির নির্বাচনকে চ্যালেঞ্জ করার সাহস থাকার জন্য আমায় গ্রেফতার করা হচ্ছে। এটা আমেরিকার জন্য আরও একটি দুঃখের দিন!'

জানা গিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ১৩টি অভিযোগ রয়েছে। তার মধ্যে অন্যতম হল ২০২০ সালের নির্বাচনের ফলাফল বদলে দেওয়া, কারচুপি, ভোটচুরির অভিযোগ। দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সব মিলিয়ে এই ১৩টি অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হন ট্রাম্প।

8 months ago
Biden: ক্যান্সারমুক্ত মার্কিন প্রেসিডেন্ট, ফেব্রুয়ারিতে বিডেনের সফল অস্ত্রোপচার

মারণ রোগ ক্যান্সারকে (Cancer Survivor) হারালেন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন। জানা গিয়েছে, ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার হয়েছিল মার্কিন প্রেসিডেন্টের (Joe Biden)। তারপরেই ঘোষণা ক্যান্সারমুক্ত ইউএস প্রেসিডেন্ট (US President)। শুক্রবার একথা জানান বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক কেভিন ও কোনর। তিনি জানান, বুকের ভিতর একটি মাংসপিন্ডের বায়োপসি রিপোর্ট পরীক্ষা করে দেখা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট কর্কটরোগে আক্রান্ত। তারপরই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

জানা গিয়েছে, অশীতিপর প্রেসিডেন্টের বুক থেকে চামড়ার একাংশ অস্ত্রোপচারের মাধ্যমে তুলে ফেলা হয়েছে। এখনও চিকিৎসকদের একটি দল তাঁকে নিয়মিত পর্যবেক্ষণে রাখেন। বাইডেনের চিকিৎসক এ-ও জানান, অন্য প্রাণঘাতী ক্যানসারের মতো প্রেসিডেন্টের শরীরে থাকা ক্যান্সারের কোষ ততটা ভয়ঙ্কর নয়। কিন্তু চিকিৎসকদের চিন্তায় রেখেছিল, বাইডেনের বয়স।

one year ago
Modi Biden: বাইডেনের আমন্ত্রণে চলতি বছরেই মার্কিন সফরে নরেন্দ্র মোদী, কবে দ্বিপাক্ষিক বৈঠক?

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) আসন্ন গ্রীষ্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) আমেরিকা (America) সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এমনটাই খবর এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে। সেই সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অফিস সেই আমন্ত্রণ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী মোদীর প্রত্যাশিত আমেরিকা সফর নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। উভয় দেশের আমলারা দুই বিশ্ব নেতার সাক্ষাতের জন্য সুবিধাজনক তারিখ স্থির করবে বলে প্রতিবেদনে উল্লেখ।

প্রধানমন্ত্রীর জন্য হোয়াইট হাউসের আমন্ত্রণটি এমন সময় এসেছে যখন ভারতের সভাপতিত্বে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলন। সেই সম্মেলনে আমন্ত্রিতদের তালিকায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন অন্যতম। এই আবহে বাইডেনের তরফে মোদীকে আমেরিকায় আমন্ত্রণ জানানো বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, দুই পক্ষের আধিকারিকরা জুন এবং জুলাইয়ের উপযুক্ত তারিখগুলি খুঁজছেন যখন মার্কিন প্রতিনিধি পরিষদ এবং সেনেট উভয় অধিবেশনে থাকবে না। ২০২২ সালের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রপতি বাইডেনের সঙ্গে শেষ দেখা করেছিলেন। বৈঠকে, দুই নেতা ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বের অবস্থা পর্যালোচনা করেছিলেন এবং আঞ্চলিক-সার্বিক উন্নয়ন নিয়েও আলোচনা করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী চলতি বছরে আমেরিকা সফরে গেলে সেটি হবে বাইডেনের শাসনকালে তাঁর দ্বিতীয় আমেরিকা সফর। এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে আমেরিকা সফরে গিয়েছিলেন মোদী।

one year ago