Breaking News
Abhishek: দিল্লির থানা থেকে বেরিয়ে কলকাতায় রাজভবন অভিযানের ডাক অভিষেকের      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক      Delhi: তৃণমূলের বিশেষ ট্রেনের আবেদন খারিজ, বাসেই দিল্লি যাওয়ার ঘোষণা অভিষেকের     

UK

Raktabeej: 'রক্তবীজ'-এর জন্য শুভেচ্ছা পাঠালেন স্বয়ং বিগ-বি, উচ্ছ্বসিত শিবপ্রসাদ

আর মাত্র কিছুদিনের অপেক্ষা, দুর্গাপুজোর প্রাক্কালে মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় (Nandita Roy) এবং শিবপ্রসাদ মুখার্জী (Shiboprasad Mukherjee) পরিচালিত সিনেমা 'রক্তবীজ' (Raktabeej)। ইতিমধ্যেই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। চারদিক থেকে ভেসে আসছে শুভেচ্ছা। তার মধ্যেই শুভেচ্ছা পাঠালেন শাহেনশা।

সামাজিক মাধ্যমে একেবারে প্রকাশ্যে 'রক্তবীজ'-এর জন্য শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন। এই প্রথম নয়, এর আগে 'বেলাশুরু'র জন্য পরিচালক জুটিকে শুভেচ্ছা পাঠিয়েছিলেন তিনি। এমন মহীরুহর শুভেচ্ছা পেয়ে কার না ভালো লাগে! তাই বেশ উচ্ছ্বসিত শিবপ্রসাদ।

প্রসঙ্গত বাংলা সিনেমাকে বহু ভালো মানের সিনেমা উপহার দিয়েছেন শিবপ্রসাদ নন্দিতা জুটি। মাঝে বেশ কিছুদিন তাদের কেবলমাত্র প্রযোজনাতেই দেখা গিয়েছিল। চলতি বছর পুজোয় আবারও পরিচালনায় ফিরেছেন তারা।

'রক্তবীজ' সিনেমার কাস্টিং-এও রয়েছে চমক। বেশ কিছু বছর পর আবারও  সিনেমার পর্দায় ফিরছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার ও অন্যান্যরা। সিনেমা ট্রেলার বেশ প্রশংসনীয়।

এতদিন ভিন্ন ধারার ছবি উপহার দিয়েছিলেন পরিচালক জুটি। এই প্রথম ক্রাইম থ্রিলার নিয়ে আসছেন তারা। ফ্যামিলি ড্রামা ছেড়ে ক্রাইম থ্রিলারে কতটা প্রশংসা পান তারা, এখন সেইটাই দেখার। তবে বিগ বি-র প্রশংসা, তাদের যে বাড়তি যোগান দিল তা নিয়ে কোন সন্দেহ নেই।

2 days ago
Dwoshom Awbotaar: সৃজিত-অনুপম ম্যাজিক, 'দশম অবতার'-এর প্ৰথম গান মুক্তি পেল

এবার পুজোয় বাংলা সিনেমায় গ্র্যান্ড এন্ট্রি নিতে অপেক্ষা করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পরিচালনা জীবনের একেবারে গোড়াতেই ক্রাইম থ্রিলার সিনেমার সঙ্গে পরিচয় করিয়েছিলেন বাঙালি দর্শককে। 'বাইশে শ্রাবণ' এখনও দর্শকদের মনে লেগে রয়েছে, তারপর আরও ক্রাইম থ্রিলার সিনেমা পরিচালনা করেছেন সৃজিত, তবে কোনওটাই যেন লেটার মার্কস নিয়ে পাশ করতে পারেনি। তবে তাঁর আসন্ন সিনেমা 'দশম অবতার' (Dwoshom Awbotaar) নিয়ে আশাবাদী দর্শক।

সৃজিতের সিনেমার ইউএসপি, চিত্রনাট্য-কাস্টিং-গান। সিনেমা হিট করানোর আগেই গান হিট করানো পরিচালকের পুরোনো স্বভাব। সৃজিতচিত মেজাজেই ফিরলেন পরিচালক। ৩০ সেপ্টেম্বর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে মুক্তি পেয়েছে দশম অবতার সিনেমার প্রথম গান, 'আমি সেই মানুষটা আর নেই'। অনুপম রায়ের লেখায় ও সুরে নস্টালজিয়ায় ভাসছেন দর্শকেরা।

চলতি বছরের ১৯ অক্টোবর সিনেমাহলে মুক্তি পেতে চলেছে ছবিটি। 'দশম অবতার', বাইশে শ্রাবণ-এর প্রিক্যুয়েল। ফলে পর্দায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ইন্সপেক্টর বিজয় পোদ্দারের ভূমিকায় থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেতা যীশু সেনগুপ্তকে। অভিনেত্রী জয়া এহসান থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

3 days ago
Ridhi Dogra: 'জওয়ান' সিনেমায় নয়নতারার চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন রিধি ডোগরা!

সারা বিশ্বের বক্স অফিসে হাজার কোটি টাকা উপার্জন করে ফেলেছে শাহরুখ খান অভিনীত সিনেমা 'জওয়ান' (Jawan)। হিন্দি সিনেমার ইতিহাসে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে 'জওয়ান'। শাহরুখ (Shahrukh Khan) ভক্তরা তো বটেই সমালোচকরাও সিনেমাটির প্রশংসা করতে বাধ্য হয়েছেন। চিত্রনাট্যের বিষয় খুব পছন্দ হয়েছে সকলের। এই ছবির হিরো যদি শাহরুখ হয়, তবে তাঁকে শক্তিদায়িনী মহিলা চরিত্ররা। এই চরিত্রগুলিরই একটিতে অভিনয় করেছেন রিধি ডোগরা (Ridhi Dogra)।

ছবিতে আজাদ-এর (সিনেমায় ছেলে শাহরুখ-এর চরিত্র) সৎ মা 'কাবেরী'-এর ভূমিকায় অভিনয় করেছেন রিধি ডোগরা। স্বল্প পরিসরেও নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন অভিনেত্রী। সিনেমা মুক্তি পাওয়ার পর একাধিক সাক্ষাৎকারের সম্মুখীন হন রিধি। তেমনই এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়, সিনেমায় এত চরিত্র থাকতে কেন বয়ষ্ক মহিলার চরিত্রে অভিনয় করলেন তিনি?

উত্তরে রিধি বলেন, তিনি আসলে 'কাবেরী'-এর চরিত্রটি করতে চাননি। চেয়েছিলেন অন্য একটি চরিত্রে অভিনয় করতে। রিধি বলেন, 'আমি সিনেমার সেটে বসে মাঝেমধ্যেই ভাবতাম আমি যদি নয়নতারার চরিত্রে অভিনয় করতে পারতাম। এই কারণে নয় যে আমি নয়নতারার থেকে ভালো অভিনয় করতাম। তবে আমি চরিত্রটিকে নিজের সেরাটুকু দেওয়ার চেষ্টা করতাম।'

4 days ago


Congress MLA: মাদক মামলায় গ্রেফতার কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খইরা

মাদক মামলায় (Drug Case) গ্রেফতার কংগ্রেস বিধায়ক (Congress MLA) সুখপাল সিং খইরা (Sukhpal Singh Khaira)। বৃহস্পতিবার সকালে চণ্ডিগড়ের সেক্টর ৫-এর বাংলোতে তল্লাশি অভিযান চালানোর পর তাঁকে আজ গ্রেফতার করে পঞ্জাব পুলিস। জানা গিয়েছে, পুরনো এক মাদক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রের খবর, কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে আগেই নারকোটিক্স অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইনে মামলা ছিল। ওই পুরনো মামলার সূত্র ধরেই এ দিন সকালে জালালাবাদ পুলিস তাঁর বাংলোতে তল্লাশি অভিযান চালায়। তল্লাশির পর তাঁকে গ্রেফতার করা হয়।

এদিন সুখপাল সিং খইরার বাড়িতে অভিযান চালানোর সময় ফেসবুকে লাইভ করেন তিনি। সেই ভিডিও-তে দেখা যায়, তিনি পুলিস আধিকারিকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। তিনি ও তাঁর পরিবারের সদস্যরা গ্রেফতারির কারণ জিজ্ঞাসা করেন। তখন জালালাবাদের ডিএসপিকে বলতে শোনা যায়, মাদক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সুখপাল দাবি করেন, এই মামলা অনেকদিন আগেই সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। তাহলে গ্রেফতারি কীভাবে সম্ভব? এর পর তাঁকে প্রিজন ভ্যানে তোলার সময় তিনি আরও জানান, তাঁর এই গ্রেফতারির পিছনে 'রাজনৈতিক স্বার্থ' জড়িয়ে রয়েছে।

6 days ago
Dunki: 'ডাঙ্কি' নিয়ে বড় সিদ্ধান্ত, বিশ্ববাজারে সাফল্য দিতে নতুন 'ফন্দি' আঁটলেন বাদশাহ

'পাঠান' ঝড়ের পর 'জওয়ান' (Jawan) জ্বরে কাবু সারা বিশ্ববাসী। ছবি মুক্তির প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও জওয়ান ঝড় অব্যাহত। ১০০০ কোটির গন্ডি ছাপিয়ে গিয়েছে শাহরুখ খানের এই ছবি। কিন্তু এখানেই থেমে নেই বাদশাহ, আরও বেশি ব্যবসা করার জন্য এক ফন্দি এঁটেছেন তিনি। চলতি বছর বড়দিনে মুক্তি পেতে চলেছে 'ডাঙ্কি'। এ বার বাদশার পাখির চোখ রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি। আগের সমস্ত রেকর্ডকে ভেঙে ফেলতে এক নতুন উপায় বের করেছেন শাহরুখ ও পরিচালক রাজকুমার হিরানি।

সূত্রের খবর, শাহরুখ খানের আসন্ন ছবি 'ডাঙ্কি' চলতি বছরের ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। কিন্তু আরও বড় ব্যবসা করার লক্ষ্যে ডাঙ্কি ভারতে মুক্তির এক দিন আগেই নাকি মুক্তি পাবে আন্তর্জাতিক বাজারে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে ডাঙ্কি মুক্তি পাবে ২১ ডিসেম্বর। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

ফলে ডাঙ্কিকে সারা বিশ্বজুড়ে ব্লকবাস্টার হিট করার জন্য এমনটাই কৌশল বের করেছেন স্বয়ং অভিনেতা ও পরিচালক। পাঠান, জওয়ান-এর পর এবারে ডাঙ্কি-র জন্য মুখিয়ে রয়েছেন বাদশাহপ্রেমীরা।  তবে 'ডাঙ্কি,' 'জওয়ান'-কে ছাপিয়ে যেতে পারবে কিনা, সেটাই এখন দেখার।

7 days ago


Duttapukur: পুলিশের জালে দত্তপুকুর বাজি বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত রমজান

দত্তপুকুরে বাজি বিস্ফোরণ কাণ্ড। অন্যতম অভিযুক্ত রমজান আলিকে গ্রেফতার করল দত্তপুকুর থানার পুলিশ। সোমবার তাঁকে বারাসত আদালতে পেশ করা হয়। বিচারক তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

মাসখানেক আগে দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ৯ জন প্রাণ হারান। ঘটনার দিনই রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ দাবি করেন, বাজি কারবারিদের আশ্রয় দিয়েছিল আইএসএফ নেতা রমজান। বারাসত পুলিশ সুপারও জানান, তাঁর খোঁজ চালানো হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কদম্বগাছি থেকে গ্রেফতার করা হয়েছে রমজানকে।

আদালতে রমজান আলির আইনজীবী সাইদুজ্জামান দাবি করেন, বিস্ফোরণের ঘটনার সঙ্গে তাঁর মক্কেলের কোনও সম্পর্ক নেই। মিথ্যা অভিযোগে তাঁকে ফাঁসানো হচ্ছে।

a week ago
Raghav Chadha: 'এরা আম আদমি, তবে খাস কারা?', বিয়ের খরচ নিয়ে রাঘবকে বিঁধলেন কংগ্রেস নেতা

দেশজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) ও পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) হাইপ্রোফাইল বিয়ে। বিবাহ সুসম্পন্ন করে ইতিমধ্যেই তাঁরা বিয়ের মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। কিন্তু বিয়ে শেষ হলেও বিতর্ক পিছু ছাড়ছে না রাঘবের। সাংসদ হয়ে কীভাবে এমন 'গ্র্যান্ড ওয়েডিং'-এর আয়োজন করেছেন তা নিয়েই শুরু বিতর্ক। রাঘবের বিয়ে নিয়ে ইন্ডিয়া জোটের মধ্যেই অস্বস্তিতে পড়তে হল আম আদমি পার্টিকে। বিয়ের বিপুল খরচ ঘিরে রাঘবকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেসের বিধায়ক সুখপাল সিং খইরা (Sukhpal Singh Khaira)। রাঘবকে কটাক্ষ করে তিনি বলেছেন, 'এটা যদি আম আদমির নমুনা হয়, তাহলে খাস (ভিভিআইপি) কারা?'

রাঘব-পরিণীতির বিয়ে ঘিরে শুক্রবার থেকেই সাজ সাজ রব রাজস্থানে। সেখানকার সাত তারা হোটেল লীলা প্যালেসে তাঁদের বিয়ের আসর বসে। জানা গিয়েছে, সেই হোটেলের যে স্যুটে থাকার কথা ছিল, তার প্রতি রাতের খরচ ১০ লক্ষ টাকা।  সোশ্যাল মিডিয়ায় রাঘব চাড্ডার প্যান এবং আয়কর রিটার্নের তথ্য তুলে ধরেন ও কোথা থেকে এই বিপুল অর্থ খরচ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন পঞ্জাবের কংগ্রেস নেতা। সেই তথ্য অনুসারে ২০২০-২১ অর্থবর্ষে আয়কর রিটার্ন ফাইল করার সময়, তাঁর বার্ষিক আয় ২ লক্ষ ৪৪ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছিলেন আপ সাংসদ। ফলে তিনি প্রশ্ন করেছেন, রাঘব কীভাবে একরাতের জন্য ১০ লক্ষ টাকার স্যুটের আয়োজন করেছেন। এমনকী তাঁর 'বস' অরবিন্দ কেজিরওয়াল এবং ভগবন্ত মানের কাছেও জবাবদিহি চেয়েছেন তিনি। এর পর সুখপাল বলেছেন, 'এরা যদি আম আদমি পার্টি হয়, তবে খাস কারা?'

মোদী সরকারের বিরোধী ইন্ডিয়া জোটে হাতে-হাত দিয়ে রয়েছেন রাহুল-কেজরিওয়ালরা। কিন্তু তাঁদের মধ্যের বিরোধিতাই এবারে এল প্রকাশ্যে। বিবাহের খরচ নিয়ে পঞ্জাবের কংগ্রেস নেতার এই অভিযোগের ফলে ইন্ডিয়া জোটে কোনও আঁচ আসে কিনা, বা কতটা কী প্রভাব পড়ে, সেটাই এখন দেখার।

a week ago
Duttapukur: চিকিৎসার জন্য এসে খুন দত্তপুকুরের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মা, চাঞ্চল্য এলাকায়

চিকিৎসার জন্য মেয়ের বাড়িতে এসে খুন হলেন তৃণমূল সমস্যার মা৷ রবিবার ভোররাতে দত্তপুকুর থানা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম বেবি রানি সর্দার। পুলিশ আরও জানিয়েছে, মৃতার মেয়ে অর্থাৎ দেবযানী সর্দার দত্তপুকুর ১ নম্বর গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধান। স্বভাবতই এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

সূত্রের খবর, শনিবার রাতে দেবযানী সর্দারের মা বেবি রানি সর্দার রাতের খাওয়া সেরে শুতে যান ৷ এরপর রবিবার ভোরে বাড়ির লোকজনেরা দেখেন তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তিনি কলকাতা থেকে চিকিৎসার জন্য মেয়ে দেবযানী সর্দারের কাছে এসে থাকছিলেন৷ রবিবার এ বিষয়ে প্রাক্তন পঞ্চায়েত প্রধান দেবযানী সর্দার বলেন, 'এটা একেবারে অপ্রত্যাশিত৷ আমি কোনওদিন কারও ক্ষতি করিনি৷' তিনি জানান, এই ঘটনার সময় তিনি ও তাঁর স্বামী পাশের ঘরে ঘুমিয়েছিলেন৷ তাঁরা কিছু টের পাননি। দেবযানী সন্দেহ করছেন, হয়তো তাঁকেই খুন করতে এসে তাঁর মাকে হত্যা করে চলে গিয়েছেন দুষ্কৃতীরা৷ তবে তিনি জানিয়েছেন, পুরোটাই তদন্তসাপেক্ষ৷

তিনি আরও বলেন, 'মেয়ে মায়ের পাশে শুয়েছিল৷ ও ভয়ে চোখ বন্ধ করেছিল৷ মেয়ের বয়ান অনুযায়ী ভোর সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে ঘটনাটি ঘটেছিল।' দেবযানী সর্দারের অনুমান, দুষ্কৃতীরা সিঁড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকেছিল৷ তাঁর মা যে ঘরে শুয়েছিলেন, সেই ঘরের দরজাটি ভেজানো ছিল। এই ঘটনায় হতবাক পঞ্চায়েত সদস্য অমলকুমার বিষ্ণু বলেন,  'দত্তপুকুরের মানুষের কাছে এটা আশ্চর্যের ব্যাপার৷ তিনি ৭-৮ মাস এখানে এসেছেন চিকিৎসার জন্য৷ এই ঘটনা কীভাবে হল, কেন হল তা প্রশাসনই বলতে পারবে৷ তাঁর পাশে মেয়ের মেয়ে শুয়েছিল৷ তাঁর বক্তব্য, রাত ৩টে থেকে সাড়ে ৩টে নাগাদ এই খুন হয়েছে। সে ভয়ে চোখ বুজে ছিল।' পঞ্চায়েত সদস্যেরও প্রশ্ন, কোনও রাজনৈতিক কারণে খুন কিনা, তা বোঝা যাচ্ছে না।

ঘটনাস্থলে পৌঁছেছে দত্তপুকুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, প্রৌঢ়ার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে৷ দত্তপুকুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যায়। বাড়িটি সিল করে দিয়েছে পুলিশ৷

a week ago


Dwoshom Awbotaar: প্রবীরের পাতে এবার বিরিয়ানি, 'দশম অবতার'-এ 'শ্রাবণ'-এর গর্জন নিয়ে ফিরছেন সৃজিত

'বাইশে শ্রাবণ' দিয়েই বাংলা ক্রাইম-থ্রিলার সিনেমা জগতে খ্যাতি পেয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। যেমন সংলাপ, তেমনই চিত্রনাট্যের বুনন, বাংলা সিনেমা-প্রেমীদের মনে ছাপ রেখে দিয়েছে। মাঝে বেশ জনপ্রিয় হয়েছিল সৃজিত পরিচালিত সিনেমা 'ভিঞ্চি দা'। এই দুটি সিনেমার চরিত্রদের নিয়ে, সিক্যুয়েল-প্রিক্যুয়েলের ছাপ রেখে এবার পুজোয় বাঙালি দর্শকদের জন্য সৃজিতের উপহার 'দশম অবতার'(Dwoshom Awbotaar)। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার।

৩ মিনিট ১৪ সেকেন্ডের ট্রেলার এক নিঃশ্বাসে দেখে ফেলা যায়। সিনেমায় ভিলেনের চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। তিনটি সিরিয়াল কিলিং ঘটে যাবে শহরের বুকে। সেই খুনগুলির কিনারা করতেই ময়দানে নামবেন প্রবীর রায় চৌধুরী এবং বিজয় পোদ্দার। এই চরিত্র দুটি দর্শক আগে দেখেছেন বাইশে শ্রাবন এবং ভিঞ্চি দা সিনেমায়। দুটি চরিত্রে যথারীতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে।

যদিও চরিত্রদুটিকে এবার একটু অন্য মেজাজেই দেখা যাবে। ডাল-ভাত খেয়ে বিরক্ত হয়ে প্রবীর রায়চৌধুরী এবার বিরিয়ানি খাবেন। অন্যদিকে বিজয় পোদ্দারের পছন্দ চিকেন চাউমিন চিলিফিস। এই সংলাপ শুনে মনে পড়বে সৃজিতের 'দ্বিতীয় পুরুষ'-এর 'পল্টন' চরিত্রটির। প্রসঙ্গত সেই চরিত্রে অভিনয় করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য খোদ। দশম অবতার'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জয়া এহসান।

সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়। রূপম ইসলামের কণ্ঠেও গান শোনা যাবে। সব মিলিয়ে বোধহয় 'দশম অবতার'-এ আরও একবার বাঙালির মনে ঝড় তুলবেন সৃজিত? বোঝা যাবে সিনেমা মুক্তি পেলে। ১৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে সিনেমাটি। দর্শক আশাবাদী সিনেমাটি নিয়ে।

a week ago
Shahrukh Khan: 'জওয়ান' থেকে বাদ গিয়েছে নয়নতারার দৃশ্য, স্বীকার খোদ কিং খানের!

সারা দেশ তথা বিশ্বে এখনও জারি রয়েছে 'জওয়ান' (Jawan) ঝড়। ভারত এবং ভারতের বাইরের দেশগুলি মিলিয়ে ১০০০ কোটি টাকা পেরিয়েছে সিনেমার বক্স অফিস কালেকশন। সিনেমার চিত্রনাট্যের প্রশংসা করতে বাধ্য হয়েছেন সমালোচকরা। ভক্তরা ভালোবাসা উজাড় করে দিচ্ছেন অভিনেতা শাহরুখ খানের জন্য। এই প্রথম কিং খানের (Shahrukh Khan) সঙ্গে এক পর্দায় দেখা গিয়েছে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে (Nayanthara)। কিন্তু অভিযোগ, সিনেমা থেকে তাঁর দৃশ্য বাদ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় না কি বেশি প্রাধান্য পেয়েছেন দীপিকা।

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ শাহরুখ। তিনি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। এক্স হ্যান্ডেলে (টুইটার) অভিনেতা তাঁর ভক্তদের মন্তব্যের জবাব দিয়ে থাকেন প্রায়ই। সেই সূত্রেই নয়নতারার চরিত্র নিয়ে কথা বললেন অভিনেতা।  ছবি থেকে একটি দৃশ্যের ছবি শেয়ার করে এক নেটিজেন লিখেছেন, 'আজাদের সঙ্গে সুজির রসায়ন আমার খুব ভালো লেগেছে।  সিঙ্গেল মায়ের চরিত্রটি খুব চতুরতার সঙ্গে দেখানো হয়েছে। ধন্যবাদ শাহরুখ খান সবরকম মহিলার চরিত্রে সিনেমার পর্দায় তুলে ধরার জন্য।'

এই পোস্টের উত্তরে শাহরুখের উত্তর বেশ ইঙ্গিতবহ। অভিনেতা লিখেছেন, 'আমিও মনে সিঙ্গেল মা হিসেবে নর্মদার গল্প খুবই সুন্দর। দুঃখের বিষয় চিত্রনাট্যের জন্য এই দিকটি পর্দায় বিশেষ জায়গা পায়নি। কিন্তু অসাধারণ এই গল্প।' প্রসঙ্গত, উত্তর দেওয়ার ক্ষেত্রে শাহরুখ খানের জুড়ি মেলা ভার। তিনি কোনও কথাই অকারণে বলেন না। নয়নতারাকে নিয়ে আলোচনার মধ্যে আতান্তরে নিজের অবস্থান কি স্পষ্ট করে দিলেন বাদশা!

2 weeks ago


Cigarette: ধূমপানহীন দেশ গড়ার লক্ষ্য, বিক্রি বন্ধ হতে পারে সিগারেট!

এক বড় সিদ্ধান্ত নিতে চলেছে ব্রিটেন সরকার। সিগারেট (Cigarette) নিষিদ্ধ করতে চলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। এমনটাই আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, ঋষি সুনক এমন সিদ্ধান্ত খুব শীঘ্রই নিতে চলেছেন যাতে পরবর্তী প্রজন্ম থেকে ব্রিটেনে আর কেউ সিগারেট পেতে না পারেন।

গতবছর নিউজিল্যান্ডে সিগারেট বন্ধ করার এক নতুন নিয়ম জারি করা হয়েছে। নিউজিল্যান্ড সরকার ঘোষণা করেছে, ২০০৯ সালের ১ জানুয়ারির পর যারা জন্মগ্রহণ করেছে, তাদের কাউকে সিগারেট বিক্রি করা যাবে না। আর এর অনুরকণেই ব্রিটেন প্রধানমন্ত্রী ব্রিটেনে সিগারেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। ব্রিটেন সরকারের মুখপাত্র জানিয়েছেন, 'আমরা চাই সাধারণ মানুষ যেন সিগারেট পান ছেড়ে দেন। ২০৩০ সালের মধ্যে আমরা ব্রিটেনকে ধূমপানমুক্ত করতে চাই। ধূমপান কমানোর জন্য এখন থেকেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।'

আরও জানা গিয়েছে, ব্রিটেনে ধূমপান বন্ধ করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিনামূল্যে ভেপ কিট দেওয়া হচ্ছে। পাশাপাশি গর্ভবতী মহিলাদের ধূমপান ছাড়ার জন্য ভাউচার স্কিম দেওয়া হচ্ছে। সিগারেট প্য়াকেটের ভিতরেও বাধ্যতামূলক সতর্কতাবিধি যোগ করা হয়েছে। তবে সিগারেট নিষিদ্ধ করার পরিকল্পনা কতটা সফল হবে, সেটাই এখন দেখার।

2 weeks ago
Neetu Kapoor: ছেলে রণবীর বা মেয়ে ঋদ্ধিমার সঙ্গে থাকেন না নীতু কাপুর, জানেন কেন?

বলিউড জগতে জনপ্রিয় কাপুর পরিবার। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই পরিবার থেকে উঠে এসেছে সুপারস্টার। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে প্রায়ই একসঙ্গে দেখা যায় পুরো পরিবারকে। অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিয়ে হওয়ার পর আলিয়া ভাট বলেছিলেন, 'বাড়িতে আরতি হলেও পুরো কাপুর পরিবার একসঙ্গে থাকে। বিয়ের পর আমি বুঝেছি পরিবার কি।' কিন্তু ভিতরের গল্পটা কেমন? অভিনেতা ঋষি কাপুরের প্রয়ানের পর ছেলে-মেয়ের সঙ্গে এক ছাদের তলায় থাকেন না নীতু কাপুর (Neetu Kapoor)।

বয়সকালে যখন ছেলে মেয়েরাই হাতের লাঠি, তখন কেন আলাদা থাকেন নীতু? তাহলে কী কাপুর পরিবারে মিল নেই? অভিনেত্রী নিজেই এর উত্তর দিয়েছেন। নীতু বলেছেন, 'আমি চাই তারা জীবন নিয়ে ব্যস্ত থাকুক। আমি ওদের বলি, আমার হৃদয়ে থাকতে, মাথায় চড়ে না বসতে। প্যান্ডেমিকের সময় ঋদ্ধিমা যখন আমার সঙ্গে ছিল, আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমি রীতিমতো তাকে ঠেলে পাঠিয়েছিলাম। আমি আমার গোপনীয়তা বজায় রাখতে ভালোবাসি। আমি সেইভাবেই অভ্যস্ত।' 

অভিনেত্রী আরও বলেছেন, 'ওরা যখন আমার বাড়িতে আসে, আমি খুশি হই। কিন্তু আমি চাই তারা নিজের বাড়িতে ফিরে যাক, এবং নিজের জীবনে স্থিত থাকুক। আমি চাই না আমরা রোজ দেখা করি, কিন্তু যোগাযোগটুকু যেন থাকে। আমি চাই না ওরা সারাক্ষণ আমার পাশে থাকে। আমি ভীষণ স্বতন্ত্র। যেমন আছে, সেইভাবেই আমি আমার জীবনকে ভালোবাসি।'

2 weeks ago
Shahrukh: বড়দিনে সারপ্রাইজ, চলতি বছরেই মুক্তি পাবে শাহরুখের 'ডানকি'

২০২৩ এর পাশে শাহরুখ খানের (Shahrukh Khan) নাম লিখে রাখা উচিত। এই বছরটি তাঁর বললে খুব একটা ভুল বলা যাবে না। চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল তাঁর সিনেমা 'পাঠান'। মাত্র ৯ মাসের ব্যবধানে ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে 'জওয়ান'। ব্যবধান আরও কমিয়ে চলতি বছরে ভক্তদের আরও একটি সারপ্রাইজ দিতে চলেছেন বলিউডের বাদশা। তাঁর আসন্ন সিনেমা 'ডানকি'(Dunki) মুক্তি পাবে চলতি বছরেই।

রাজকুমার হিরানি পরিচালিত 'ডানকি' সিনেমায় অভিনয় করবেন শাহরুখ, একথা আগেই প্রকাশ্যে এসেছিল। তবে মাঝে জল্পনা শুরু হয়েছিল, সিনেমার শ্যুটিং পিছিয়ে গিয়েছে। ফলে 'ডানকি' মুক্তির দিন নিয়েও তৈরী হয়েছিল অনিশ্চয়তা। সেই সব জল্পনা নিয়ে মুখ খুললেন শাহরুখ। তিনি নিজেই জানালেন চলতি বছরে মুক্তি পাবে সিনেমাটি।

বাদশা বলেছেন, 'আমি দেখনদারি করার চেষ্টা করছি না। ঈশ্বর খুব দয়ালু যে আমরা পাঠান আনতে পেরেছি। ঈশ্বর আরও দয়ালু হয়েছেন তাই জওয়ান এসেছে। আমরা প্রজাতন্ত্র দিবসে শুরু করেছিলাম। তারপর জন্মাষ্টমীতে কৃষ্ণর জন্মদিনে আমরা জওয়ান এনেছি। এবারে বড়দিনে আসব।'

 'ডানকি' সিনেমাতেই প্রথমবার শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে। সিনেমাটি প্রযোজনার দায়িত্ব নিয়েছে রেড চিলিজ ইন্টারটেইনমেন্ট। চলতি বছরের ডিসেম্বরের ২২ তারিকেই নাকি আরও একবার বড় পর্দায় ঝড় তুলতে পারেন শাহরুখ।

2 weeks ago


Jawan: 'জওয়ান-এর অস্কারে যাওয়া উচিৎ' মন্তব্য সিনেমার পরিচালক অ্যাটলির

ভারত তথা বিশ্বে হিন্দি সিনেমার জগতে একপ্রকার ইতিহাস তৈরী করে ফেলেছে শাহরুখ খান (Shahrukh Khan) অভিনীত 'জওয়ান' (Jawan)। মুক্তির পর ১২ দিন পেরিয়ে ভারতে জওয়ান-এর বক্স অফিস কালেকশন ৪৪০.৫৬ কোটি টাকা। অন্যদিকে ভারত সহ সারা বিশ্বে সিনেমার আয় ৭৩৫.৮০ কোটি। এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে হাজার কোটি ছুঁয়ে ফেলা বিশেষ কঠিন হবে না জওয়ানের। শুধুমাত্র শাহরুখ ভক্তরা নয়, সমালোচকরাও এই সিনেমার প্রশংসা করতে বাধ্য হয়েছেন।

সিনেমার পরিচালক অ্যাটলি এবার জওয়ান-কে এবার বিশ্ব দরবারে সমাদৃত করতে চান। সম্প্রতি পরিচালক এই প্রসঙ্গে বলেন, 'সব যদি ঠিকঠাক থাকে তাহলে জওয়ানের অস্কারে যাওয়া উচিৎ। আমি ভালোবেসে জওয়ানকে অস্কারে নিয়ে যেতে চাই। দেখা যাক। আমার মনে হয় খান স্যার এই সাক্ষাৎকার দেখছেন এবং পড়ছেন। আমি তাঁকে ফোন করে এই বিষয়ে আলোচনা করব।'

অন্যদিকে ২০২৪ অস্কারের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া, চেন্নাইতে বেশ কিছু সিনেমা প্রদর্শনী করছেন। ভারতে তৈরী হওয়া কোন সিনেমাগুলি অস্কারের মঞ্চে যাবে, তা ঠিক করবে ফেডারেশন। শোনা যাচ্ছে, দ্যা কেরালা স্টোরি', 'ঘুমড়' বিচারকদের বিবেচনার তালিকায় রয়েছে। সে তালিকায় কী জায়গা করে নিতে পারবে শাহরুখের 'জওয়ান'? তা ভবিষ্যৎ বলবে।

2 weeks ago
SRK-Modi: 'কাজ থেকে একটু ছুটি নিয়ে...', প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা শাহরুখের

সারা দেশেজুড়েই রবিবার বেশ ধুমধামের সঙ্গে উদযাপন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিন। দেশ-বিদেশ থেকে আসছে শুভেচ্ছাবার্তা। রাজনৈতিক সতীর্থ থেকে বিপক্ষ, সবাই অভিবাদন জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রীকে। ফলে শুভেচ্ছা জানাতে পিছিয়ে থাকেননি বলি পাড়ার তারকারাও।  শাহরুখ থেকে শুরু করে কঙ্গনা, সলমন, অক্ষয় অনেকেই মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে নজর কেড়েছে শাহরুখের বার্তা।

রবিবার এক্স হ্যান্ডলে মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন ‘জওয়ান’ শাহরুখ। তিনি লেখেন, 'শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী! সুস্থ থাকুন, দিনটা আনন্দে ভরে উঠুক। প্রার্থনা করি, আপনি যেন কাজ থেকে একটু ছুটি পান এবং একটু আনন্দ করার সময় পান। অনেক শুভেচ্ছা।' দেশের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরামর্শও দিয়েছেন যে, যাতে তিনিও ছুটি নিয়ে বিশেষ দিনটি উদযাপন করতে পারেন।

শাহরুখের পাশাপাশি অক্ষয় কুমার, সলমন খান, কমল হাসান, সোনু সুদ, রাজকুমার রাও, হেমা মালিনি-সহ বলিপাড়ার একাধিক তারকা শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। কঙ্গনা রানাউত আবার প্রধানমন্ত্রীকে নতুন ভারতের বিশ্বকর্মা বলেও আখ্যা দেন।

2 weeks ago