Breaking News
ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...      NIA: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ NIA     

Tufanganj

Gold: জুতোর সোলে লুকিয়ে সোনা পাচারের ছক বানচাল! গ্রেফতার দুই পাচারকারী

অভিনব কায়দায় সোনা পাচার করতে গিয়ে রাজস্ব গোয়েন্দা অধিদফতরের (DRI) হাতে গ্রেফতার পাচারকারী। পুলিস এবং গোয়েন্দাদের নজর এড়াতে জুতোর সোলের ভেতর লুকিয়ে সোনা পাচারের (Gold Smuggling) চেষ্টা। যদিও শেষ মুহূর্তে সেই পরিকল্পনা ভেস্তে দিল ডিআরআই (রাজস্ব গোয়েন্দা অধিদফতর)। অভিযানে উদ্ধার হয়েছে কোটি টাকা মূল্যের সোনা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। পুলিস জানিয়েছে, ধৃতরা অসমের ধূবরির বাসিন্দা সোনাউল্লা সিকদার এবং বিহারের কাটিহারের বাসিন্দা দিবাকর দাস। ধৃতদের বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে ডিআরআই। 

গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার কোচবিহার জেলার তুফানগঞ্জে (Tufanganj) অভিযান চালায় ডিআরআই। সেখান থেকে সোনাউল্লাকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সোনাউল্লা বাইকে করে রওনা হয়েছিল শিলিগুড়ির পথে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, এই ঘটনার মূল পাণ্ডা দিবাকর। এরপরই ধৃতের বয়ান অনুসারে অভিযান চালানো হয় নিউ জলপাইগুড়ি রেল স্টেশন চত্বর এলাকায়। তল্লাশির সময় আপ ডিব্রুগর রাজধানী এক্সপ্রেস থেকে পাকড়াও করা হয় দিবাকরকে। দু'জনের হেফাজত থেকে মোট ১৬টি সোনার বিস্কুট সহ একটি সোনার বার বাজেয়াপ্ত করা হয়। যেগুলি জুতোর সোলের ভেতর লুকিয়ে রাখা ছিল বলেই খবর। বাজেয়াপ্ত করা সোনার মোট ওজন ২ কেজি ৪৮১.৫ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৮ লক্ষ ৩৯ হাজার ৩৭০ টাকা। 

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা বিপুল পরিমাণ সোনাগুলি বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছিল এদেশে। এরপর সেগুলি সুপরিকল্পিতভাবে পাচারের ছক কষা হয়েছিল। এই পাচার চক্রের পিছনে বড় কোনও চক্র সক্রিয় রয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

11 months ago
Tufanganj: অভিষেকের সভার আগেই তুফানগঞ্জের তৃণমূলে ভাঙন, ৩২ নেতার ইস্তফা

কোচবিহারে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির শুরুতেই বিশৃঙ্খলার ছবি দেখা গিয়েছে। নিজের প্রার্থী নিজে বেছে নেওয়ার অভিযানে ব্যালট বাক্স নিয়ে মারামারি, একে অন্যের বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ করছে তৃণমূলের দুই গোষ্ঠী। এ বার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandopadhyay) জনসংযোগ যাত্রার আগে, মঙ্গলবার দল বেঁধে ইস্তফার কথা ঘোষণা করলেন তুফানগঞ্জের (Tufanganj) কয়েক জন নেতা। ওই নেতাদের অভিযোগ, তাঁরা উচ্চ নেতৃত্বের কাছে অবহেলিত। তাঁদের কোনও দাবিই মানা হয়নি। কোনও আবেদনও শোনা হয়নি।

বুধবার তুফানগঞ্জে সভা রয়েছে অভিষেকের। তার আগে এই ইস্তফা নিয়ে অস্বস্তিতে শাসক শিবির। যদিও স্থানীয় নেতৃত্ব দাবি করেছেন কেউই দল ছাড়েননি। তবে তাঁরা ব্যাপারটা দেখছেন। ‘তৃণমূলে নবজোয়ার’ জনসংযোগ কর্মসূচিকোচবিহারে (Cooch Behar) ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির শুরুতেই বিশৃঙ্খলার ছবি দেখা গিয়েছে। নিজের প্রার্থী নিজে বেছে নেওয়ার অভিযানে ব্যালট বাক্স নিয়ে মারামারি, একে অন্যের বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ করছে তৃণমূলের (TMC) দুই গোষ্ঠী। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসংযোগ যাত্রার আগে, মঙ্গলবার দল বেঁধে ইস্তফার কথা ঘোষণা করলেন তুফানগঞ্জের (Tufanganj) কয়েক জন নেতা। ওই নেতাদের অভিযোগ, তাঁরা উচ্চ নেতৃত্বের কাছে অবহেলিত। তাঁদের কোনও দাবিই মানা হয়নি। কোনও আবেদনও শোনা হয়নি।

বুধবার তুফানগঞ্জে সভা রয়েছে অভিষেকের। তার আগে এই ইস্তফা নিয়ে অস্বস্তিতে শাসক শিবির। যদিও স্থানীয় নেতৃত্ব দাবি করেছেন কেউই দল ছাড়েননি। তবে তাঁরা ব্যাপারটা দেখছেন। ‘তৃণমূলে নবজোয়ার’ জনসংযোগ কর্মসূচির অংশ হিসাবে তুফানগঞ্জের চিলাখানা এবং ক্রীড়া সংস্থার মাঠে সভা রয়েছে অভিষেকের। সেখানেই রাত্রিযাপন করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার আগে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে ৩২ জন তৃণমূল নেতা দল ছাড়ছেন বলে জানালেন। মঙ্গলবার বিকেলে তুফানগঞ্জের ১ নম্বর ব্লকের ধলপল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ওই তৃণমূল নেতারা জানান, তাঁরা অনেক দিন থেকে দল করছেন। কিন্তু দলে আর পুরনো নেতা-কর্মীরা গুরুত্ব পাচ্ছেন না। বিভিন্ন অসন্তোষের কারণে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এর মধ্যে রয়েছেন স্থানীয় বুথ সভাপতি, অঞ্চল সম্পাদক এবং ব্লক কমিটির সদস্যেরা। ইস্তফাপত্র হাতে নিয়ে তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য নিজামউদ্দিন মণ্ডল বলেন, ‘দলের সাফল্যের সময় যেমন কোনও কাজ পাইনি, ব্যর্থতারও কোনও দায় নেব না। আমরা আলোচনা করে মোট ৩২ জন ইস্তফা দিয়েছি।’

অভিষেকের কোচবিহার সফরের মধ্যে এই ইস্তফা ঘিরে শোরগোল শুরু হয়েছে। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন স্থানীয় বিজেপি মণ্ডল সভাপতি যুগল কিশোর দাস। তাঁর কথায়, ‘তৃণমূল জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্যালট বাক্স নিয়ে মারামারি, ইস্তফা তারই প্রমাণ।’র অংশ হিসাবে তুফানগঞ্জের চিলাখানা এবং ক্রীড়া সংস্থার মাঠে সভা রয়েছে অভিষেকের। সেখানেই রাত্রিযাপন করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার আগে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে ৩২ জন তৃণমূল নেতা দল ছাড়ছেন বলে জানালেন। মঙ্গলবার বিকেলে তুফানগঞ্জের ১ নম্বর ব্লকের ধলপল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ওই তৃণমূল নেতারা জানান, তাঁরা অনেক দিন থেকে দল করছেন। কিন্তু দলে আর পুরনো নেতা-কর্মীরা গুরুত্ব পাচ্ছেন না। বিভিন্ন অসন্তোষের কারণে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এর মধ্যে রয়েছেন স্থানীয় বুথ সভাপতি, অঞ্চল সম্পাদক এবং ব্লক কমিটির সদস্যেরা। ইস্তফাপত্র হাতে নিয়ে তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য নিজামউদ্দিন মণ্ডল বলেন, ‘দলের সাফল্যের সময় যেমন কোনও কাজ পাইনি, ব্যর্থতারও কোনও দায় নেব না। আমরা আলোচনা করে মোট ৩২ জন ইস্তফা দিয়েছি।’

অভিষেকের কোচবিহার সফরের মধ্যে এই ইস্তফা ঘিরে শোরগোল শুরু হয়েছে। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন স্থানীয় বিজেপি মণ্ডল সভাপতি যুগল কিশোর দাস। তাঁর কথায়, ‘তৃণমূল জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্যালট বাক্স নিয়ে মারামারি, ইস্তফা তারই প্রমাণ।’

12 months ago
Suicide: আতশবাজি কিনে না দেওয়ায় কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা এক নাবালকের

দীপাবলির আগেই মর্মান্তির ঘটনা! আতশবাজি না কিনে দেওয়ার ফলে কীটনাশক খেয়ে আত্মহত্যার (suicide) চেষ্টা এক নাবালকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো তুফানগঞ্জ (Tufanganj) বড়ইতলা এলাকায়। ঘটনার পর ওই নাবালকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে (hospital) নিয়ে আসে পরিবারের লোকজন। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন (under treatment) রয়েছে।

স্থানীয় সূত্রে খবর, দীপাবলি (Diwali) উপলক্ষে বন্ধুদের বাজি ফাটাতে দেখে আতশবাজি কেনার জন্য মায়ের কাছে বায়না ধরে তুফানগঞ্জের বড়ইতলার সপ্তম শ্রেণীর পড়ুয়া উজ্জ্বল বসাক। মা বকাঝকা করায় চাষের জন্য ঘরে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই নাবালক। স্কুল পড়ুয়ার এমন কাণ্ড দেখে তাজ্জব কর্তব্যরত চিকিৎসকরাও। মায়ের চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ওই স্কুল পড়ুয়াকে উদ্ধার করে নিয়ে যায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার।

নাবালকের মা সন্ধ্যা বিশ্বাস জানান, দীপাবলি উপলক্ষে আতশবাজি কেনার জন্য সকাল থেকেই বায়না ধরেছিল ছেলে উজ্জ্বল। আতশবাজি কিনে না দেওয়ায়, চাষের জমির জন্য রাখা বিষ সে খেয়ে নেয়। এরপরই মাটিতে লুটিয়ে পড়ে তাঁর ছেলে। ঘরে এসে ছেলেকে এই অবস্থায় দেখতে পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন তিনি। পরে স্থানীয়দের চেষ্টায় তাঁকে উদ্ধার করে। ঘটনায় রীতিমত ভীত পরিবার। 


2 years ago