Breaking News
Weather: কলকাতার পারদ চড়ল ৪২ ডিগ্রি! তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে, কবে মিলবে স্বস্তি?      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের     

Tonnes

Cocaine: দুই মহাদেশের যৌথ অভিযান, জাহাজে উদ্ধার ৫ হাজার ৫০০ কোটির মাদক

আন্তর্জাতিক মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল অস্ট্রেলিয়া (Australia) এবং আমেরিকার পুলিস (American Police)। চার মাস ধরে যৌথ অভিযানের পর অবশেষে সাফল্য। দক্ষিণ আমেরিকার উপকূলে অস্ট্রেলিয়াগামী একটি জাহাজ থেকে ২.৪ টন কোকেন (Cocaine) আটক করা হয়েছিল। সূত্রের খবর, ওই কোকেন একটি মেক্সিকান ড্রাগ কার্টেলের সঙ্গে যুক্ত ছিল। যার বাজারমূল্য ৬৬৭ কোটি আমেরিকান ডলার। আর ভারতীয় মুদ্রায় তা প্রায় ৫ হাজার ৫৩২ কোটি টাকা।

পশ্চিম অস্ট্রেলিয়ান পুলিস শনিবার একটি বিবৃতি প্রকাশ করেছে এবং ঘোষণা করেছে যে, ১২ সন্দেহভাজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। পুলিসের দাবি, ফি বছরে অস্ট্রেলিয়ায় যে পরিমাণ মাদক সেবন করা হয়, ওই জাহাজে উদ্ধার মাদকের পরিমাণ তার অর্ধেক।

শনিবার ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, গত নভেম্বর থেকে এই জাহাজটিকে পাকড়াও করার চেষ্টা শুরু হয়। নকল মাদকের প্যাকেটের সঙ্গে আসল কোকেনভর্তি প্যাকেট অদলবদল করার উদ্দেশ্য ছিল ধৃতদের। ৩০ ডিসেম্বর ১.২ টনের নকল কোকেন-সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। ১৩ জানুয়ারির মধ্যে আরও নয়জনকে গ্রেফতার করা হয়েছিল। পুলিস জানিয়েছে, ১২ জনের মধ্যে একজন ৩৯ বছর বয়সী মার্কিন নাগরিক ছিলেন।

পশ্চিম অস্ট্রেলিয়ার পুলিস কমিশনার কর্নেল ব্লাঞ্চ "অপারেশন বিচ"-এর সাফল্যের প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে, এটি আন্তর্জাতিক মাদক পাচারকারীদের কাছে এর মাধ্যমে এই বার্তা পাঠানো হয়েছে যে, তাঁদের দেশে মাদকের কোনও প্রয়োজনীয়তা নেই।

one year ago