Breaking News
ED: শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের নামে লুকআউট নোটিস জারি ইডির, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি     

Tet

High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার

২০২২ সালের টেটে ১৫ প্রশ্ন ভুলের মামলায় পর্ষদের কাছে হলফনামা তলব কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার। আদালতের নির্দেশ মত, পরবর্তী শুনানিতে পর্ষদকে দিতে হবে রিপোর্ট। আগামী ২ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।

চাকুরী প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম এদিন আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ১৫ প্রশ্ন ভুল মামলার প্রশ্নগুলো বিশেষজ্ঞদের মাধ্যমে করা হয়ছে বলে জানিয়েছে পর্ষদ।তাই বিশেষজ্ঞদের মতামত পর্ষদকে দিতে হবে। তা না হলে পর্ষদের যুক্তি গ্রাহ্য হবে না।

পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় জানান, বিশেষজ্ঞদের মতামত প্রকাশ্যে আনতে হলে বিশেষজ্ঞদের নাম প্রকাশ করতে পারবে না পর্ষদ।

বিচারপতি রাজা শেখর মান্থা জানান, প্রয়োজনে বিশেষজ্ঞদের নাম প্রকাশ না করেও মতামত দেওয়া যায়। তবে পর্ষদের বক্তব্য জানতে চায় আদালত। টেটে প্রশ্নপত্র ভুলের অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে পরীক্ষার্থীরা। বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে আবেদন করেন ৫০০ পরীক্ষার্থী। ২০২২ সালের টেটের প্রশ্নপত্রে ১৫ টি প্রশ্ন ভুল ছিল বলে, অভিযোগ পরীক্ষার্থীদের। যার ফলে বিভ্রান্তি ছড়ায়। প্রশ্ন ভুল নিয়ে পর্ষদকে স্থায়ী সমাধান বের করতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি রাজা শেখর মান্থা।

তিনি আরও জানিয়েছিলেন, যদি পর্যদ কোনও সমাধান সূত্র বের করাতে না পারে তাহলে হাইকোর্টই এই বিষয়ে পদক্ষেপ নেবে। অবশ্য এই প্রথম নয় আর আগেও হাইকোর্টে টেটের প্রশ্ন ভুলের মামলায় নিজেদের ভুলের কথা স্বীকার করেছিল পর্ষদ। এখন দেখার বিশেষজ্ঞদের মতামত আদালতে দেওয়ার ক্ষেত্রে পর্ষদ কী পদক্ষেপ গ্রহণ করে।

a month ago
TET: মুখে কালি, হাতে থালা নিয়ে প্রতিবাদ ২০২২ টেট উত্তীর্ণদের, দাবি ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশের

এবার মঙ্গলবার শহরের রাজপথে প্রতিবাদ মিছিলে সামিল হলেন ২০২২ প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীরা। রীতিমত মুখে কালি মেখে, থালা বাজিয়ে, প্রতীকী মুখ্যমন্ত্রী সেজে প্রতিবাদ জানালেন চাকরিপ্রার্থীরা। এছাড়াও শঙ্খ বাজিয়ে, ফুটবল খেলে, প্রতীকী টেট সার্টিফিকেট ছিঁড়ে ফেলে তীব্র প্রতিবাদে সামিল হলেন রাজ্যের চাকরিপ্রার্থীরা।

প্রসঙ্গত, দীর্ঘ ৫ বছর পর গত ২০২২-এর ডিসেম্বরে হয়েছিল প্রাথমিক টেট পরীক্ষা। কিন্তু পরীক্ষা হলেও এখনও ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি এবং প্যানেল প্রকাশ হয়নি। ঠিক এই কারণেই ইন্টারভিউর বিজ্ঞপ্তি এবং প্যানেল প্রকাশের দাবিতে প্রতিবাদ আন্দোলনে নেমেছেন চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার তাঁদের এই মিছিল শিয়ালদহ থেকে শুরু হয়ে ধর্মতলার ওয়াই চ্যানেল অবধি যায়। এরপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি থাকলেও যেহেতু তাঁদের জানানো হয়েছে শিক্ষামন্ত্রী এখানে নেই তাই তাঁর দফতরের আধিকারিক এর কাছে এই ডেপুটেশন দেওয়ার মাধ্যমে শেষ হয় কর্মসূচি।  

মঙ্গলবার নিয়োগের দাবিতে আন্দোলনের এক অভিনব পন্থাও বেছে নিয়েছেন এক চাকরিপ্রার্থী। প্রতীকী মুখ্যমন্ত্রী সেজে প্রতিবাদ জানালেন তিনি, যাঁর হাতে একটি থালা এবং সেখানে লেখা লক্ষীর ভাণ্ডার চাই না, ২০২২ টেটের ইন্টারভিউর নোটিস চাই। প্রতিশ্রুতি দেওয়ার পরেও মুখ্যমন্ত্রীর এ বিষয়ে কোনও হেলদোল না থাকাতেই এমন অভিনব পন্থা বেছে নিয়েছেন বলে জানালেন এই চাকরিপ্রার্থী।

পাশাপাশি এদিন প্রতীকী মুখ্যমন্ত্রী সাজা চাকরিপ্রার্থীর মতে, তাঁদের লক্ষীর ভাণ্ডার নয়, কোনও ভাতা নয়, চাই কেবল স্বচ্ছতার সাথে নিয়োগ।

তবে চাকরিপ্রার্থীদের জানান তাদের ইন্টারভিউ প্যানেল যদি জানুয়ারি মাসের মধ্যে প্রকাশ করা না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন তাঁরা। এছাড়াও চাকরিপ্রার্থীদের মতে পাশের রাজ্য বিহারে যদি সাড়ে ৪ লক্ষ জনের চাকরির ব্যবস্থা করা যায়, যদি অসমে স্বচ্ছভাবে নিয়োগ হয় তাহলে বাংলায় কেন নয়? মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৫০০ টাকা করে ভাতা দিয়ে প্রধানমন্ত্রী হতে চাইছেন, এমনটাই জানালেন আন্দোলনরত ২০২২ প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।

শিক্ষাক্ষেত্রে ইতিমধ্যেই একাধিক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। নিয়োগ দুর্নীতি মামলায় শাসকদলের বহু নেতা-মন্ত্রী বর্তমানে রয়েছেন জেলে। তার মধ্যেই নিয়োগের দাবিতে রাজপথে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন রাজ্যের বহু বঞ্চিত যোগ্য চাকরিপ্রার্থী। কিন্তু আন্দোলনই সার। দীর্ঘ আন্দোলন, একাধিক বৈঠকেও সুরাহা তো মেলেইনি উল্টে বহুবার মুখ্যমন্ত্রীর নির্দেশে বহু চাকরিপ্রার্থীকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেছে পুলিস। এতো দুর্নীতি, এতো অন্যায়, এতো বঞ্চনা শেষে বছর ঘুরলেও নিয়োগ কিন্তু সেই তিমিরেই। আর কতদিনই বা রাজ্যের যোগ্য শিক্ষিত প্রজন্মকে হকের দাবিতে রাস্তায় আন্দোলন করতে হবে? এ লজ্জার দায় কার? প্রশ্ন উঠলেও উত্তর কিন্তু অজানাই থেকে যাচ্ছে।

4 months ago
Arrest: প্রশ্নপত্রের পর ফোন-কেলেঙ্কারি! মোবাইল সহ পরীক্ষাকেন্দ্র থেকেই গ্রেফতার দুই বন্ধু

টেট পরীক্ষায় মোবাইল নিয়ে পরীক্ষা। কেন্দ্রে প্রবেশ করায় গ্রেফতার দুই। জানা গিয়েছে, ধৃত একজন পরীক্ষার্থী, অপরজন তার বন্ধু। বন্ধুকে সহযোগিতা করতে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করেছিল অভিযুক্ত ওই যুবক। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কালিনগর উচ্চ বিদ্যালয়ে। সোমবার ধৃতদের কৃষ্ণনগর আদালতে তোলা হয়। 

অভিযোগ, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ করেছিল ওই দুজন অভিযুক্ত। তারপর তাদের আটক করে পরীক্ষকরা তাদের কাছ থেকে মোবাইল দুটি উদ্ধার হয়। এরপর দুজনকে আটক করে মোবাইল সহ তাদের পুলিসের হাতে তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ। 

পুলিস সূত্রে খবর, ধৃতরা হল সন্দীপ কুটি ও দেবাশীষ মৃধা। দুই জনের বাড়ি ধানতলা থানা বহিরগাছি এলাকায়। তাদের পরীক্ষার সিট পড়েছিল কৃষ্ণনগর কালিনগর উচ্চ বিদ্যালয়ে। দুই বন্ধুই পরীক্ষা দিতে ঢুকেছিল। কিন্তু এক বন্ধুকে সাহায্য করবে বলেই আর এক বন্ধু ঢুকেছিল। তারপর দুজনকেই ধরে ফেলে স্কুল শিক্ষকরা। মোবাইলসহ পুলিসের হাতে তুলে দেয় তাদের দুজনকে। 

4 months ago


Bankura: সদ্য়োজাত অসুস্থ হওয়ায় হাসপাতালেই আত্মহত্যা প্রসূতির, প্রশ্নের মুখে বাঁকুড়া হাসপাতাল

সদ্যোজাত কন্য়াসন্তান জন্মের পর থেকেই গুরুতর অসুস্থ। মানসিক অবসাদে হাসপাতালেই গলায় শাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা প্রসূতির। ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে বাঁকুড়ার সম্মিলনী মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত প্রসূতির নাম পায়েল সিং। এরপর হাসপাতাল সূত্রে খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২০ ডিসেম্বর প্রসব যন্ত্রণা নিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে ভর্তি হন পুরুলিয়ার আদ্রা শহর লাগোয়া বেঁকো গ্রামের পায়েল সিং। সেদিন রাতে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। জন্মের পর সদ্যোজাতের শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাকে ওই হাসপাতালেই ভেন্টিলেশানে রাখা হয়। সন্তানের অসুস্থতায় রীতিমত ভেঙে পড়েন মা পায়েল। বারংবার সেই কথা নিজের মা কেও জানিয়েছিলেন পায়েল। 

এরপর এদিন সকালে মা কে বাইরে পাঠিয়ে হাসপাতালে বেড থেকে উঠে প্রসূতি বিভাগের তিনতলায় চলে যান পায়েল। সেখানে রেলিংয়ের সঙ্গে গলায় নিজের শাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন পায়েল সিং সর্দার। হাসপাতালের ভিতরে রোগীর আত্মহত্যার ঘটনায় স্বাভাবিকভাবেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

4 months ago
Tet: টেট পরীক্ষা ঘিরে একাধিক জায়গায় উত্তেজনা, নাজেহাল পরীক্ষার্থীরা

প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য় একবছর পর রাজ্যে আয়োজিত হয় টেট পরীক্ষা। রবিবার দুপুর ১২ টা থেকে বেলা ২ টো ৩০ মিনিট পর্যন্ত চলে পরীক্ষা। টেট পরীক্ষা দিয়ে বেরিয়েই নিয়োগের দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ পরীক্ষার্থীদের। প্ল্যাকার্ডে লেখা, মিথ্যে প্রতিশ্রুতি মানছি না, অবিলম্বে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চাই। পরীক্ষা শেষ হওয়া মাত্রই নিয়োগের দাবি তুলেছে পরীক্ষার্থীরা। 

প্রাথমিক শিক্ষা পর্ষদ জানাচ্ছে এবছর পরীক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন। মোট ৭৭৩ টি সেন্টারে পরীক্ষা হবে। ২০২৩ নতুন টেটের আগে ২০২২-এর প্রাথমিক টেট পাশেদের অবিলম্বে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চাই বলে দাবি পরিক্ষার্থীদের। নিয়োগ ছাড়া নিয়ম করে প্রতিবছর চলছে টেট। নিয়োগের আশা ছেড়েই দিয়েছে অনেকে। এছাড়াও পরীক্ষা কেন্দ্র নিয়ে একাধিক সমস্য়া সৃষ্টি হয়েছে। যা নিয়ে রাজ্য়ের বিভিন্ন জেলাতে দেখা গিয়েছে বিক্ষোভের ছবি।

দেরি করে পরীক্ষা কেন্দ্রে আসায় পরীক্ষা দিতে পারলো না এক বাঁকুড়ার পরীক্ষার্থী। ঘটনাটি তালডাংরা ফুলমতী হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রের। পরীক্ষার্থীর নাম তারা সুন্দর হেঁস। বাড়ি বাঁকুড়ার জয়পুর থানার হেতিয়া এলাকায়।

শিলিগুড়িতে নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু হলেও বহু পরীক্ষার্থী এবার ঢুকতে পারলেন না কেন্দ্রে। নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রের সামনে পৌঁছলেও সামান্য ভুলের জন্য পরীক্ষা কেন্দ্রে ঢুকতে ১১টা পার হয়ে যায়। সেই পরিস্থিতিতে পরীক্ষা কেন্দ্রে ঢোকা হল না তাঁদের৷ পরীক্ষার্থীদের দাবি পরীক্ষা শুরুর প্রায় এক ঘন্টা আগেই কেন্দ্রের সামনে পৌঁছলেও তাঁদের ঢুকতে দেওয়া হয়নি।

বাগবাজার মাল্টিপারপাস স্কুলে উত্তেজনা টেট প্রার্থী এবং অভিভাবকদের। কারণ ১১ টা ৩০ মিনিট থেকে অনেক প্রার্থীদের স্কুলের ভিতরে প্রবেশ করতে দেয়নি পুলিস। অভিযোগ, টেট প্রার্থীদের কাছে কোনও নোটিফিকেশন বা কোনও নির্দিষ্ট সময়ে বেধে দেওয়া হয়নি। ১১ টা বেজে গেলে স্কুলের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। অনেক টেট পরীক্ষার্থীরা স্কুলের বাইরে দাঁড়িয়ে তাঁরা দরজা ঠক ঠক করছেন। যাতে স্কুলের কর্তৃপক্ষ ভিতরে পরীক্ষার জন্য প্রবেশ করতে দেন। 

পরীক্ষার্থীদের দাবি, অ্যাডমিট কার্ডে ঢোকার শেষ সময়সীমা উল্লেখ করা নেই। শুধুমাত্র দশটা থেকে প্রবেশ করা যাবে তাই লেখা ছিল। ফলে এগারোটায় গেট বন্ধ হয়ে যাওয়ায় চাকরিপ্রার্থীরা গেটের বাইরে দাঁড়িয়ে থাকে। সিএনএ খবর সম্প্রচার হওয়ার পর ১১ টার পরে আসা পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের প্রবেশ করতে দেওয়া হয়। অনেক পরীক্ষার্থীর দাবি রাস্তা জ্যাম ছিল, আবার অনেকে বলেছেন সদ্য মা হয়েছেন ৪০ দিন হয়েছে। তাই আসতে কিছুটা সমস্যা হয়েছে। অ্যাডমিট কার্ডে প্রবেশের শেষ সময়সীমা উল্লেখ না করায় তারা কিছুটা বিভ্রান্তিতে পড়ে।

4 months ago


TET Exam: রাজ্যে ফের প্রাথমিক টেট 'উৎসব', পরীক্ষার্থীদের ঢুকতে বাধা

রবিবার ফের একবার রাজ্যে অনুষ্ঠিত হল প্রাথমিক টেট। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবারের প্রাথমিক টেটে পরীক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন। পরীক্ষা হয়েছে মোট ৭৭৩টি কেন্দ্রে। এরমধ্যে শহর কলকাতার পাঁচটি কেন্দ্রে চলল টেট পরীক্ষা। তার মধ্যে রয়েছে- চেতলা গার্লস, বাগবাজার মাল্টিপারপাস, শিয়ালদহ টাকি বয়েজ, যাদবপুর বিদ্যাপীঠ এবং দমদমের কুমার আশুতোষ ইনস্টিটিউশন। দুপুর ১২টা থেকে ২:৩০ পর্যন্ত সময় নির্ধারিত ছিল পরীক্ষার জন্য। কিন্তু বেশ কিছু কেন্দ্রে পরীক্ষা হলে ঢুকতে বাধার সম্মুখীন হন পরীক্ষার্থীরা। এমনকি অ্যাডমিট কার্ডে প্রবেশের শেষ সময়সীমা উল্লেখ না থাকায় কিছুটা বিভ্রান্তির মুখেও পড়তে হয় টেট পরীক্ষার্থীদের। যদিও পরবর্তীতে সিএনের খবরের জেরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা।

রবিবারের প্রাথমিক টেট নিয়ে যথেষ্ট কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল পরীক্ষাকেন্দ্রগুলিতে। এদিন সরেজমিনে সমস্ত দিক খতিয়ে দেখতে টেট পরীক্ষা কেন্দ্র সল্টলেকের এর ভগবতী দেবী বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল। পাশাপশি প্রতিটি পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তার বিষয়গুলো খুঁটিয়ে দেখা হয়েছে বলে জানালেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার।

গত ২০২২ ডিসেম্বরেও হয়েছিল প্রাথমিক টেট পরীক্ষা।  যদিও সেই নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। পাশাপাশি শহরের বুকে দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। নিয়োগ না হলেও ২০২৩-এও ফের একবার সম্পন্ন হল প্রাথমিক টেট।  পরীক্ষার্থীরা জানাচ্ছেন, চাকরি না হলেও আপাতত এক বুক আশা নিয়েই পরীক্ষা দিতে এসেছেন তাঁরা।

এমনকি রবিবার রীতিমত নিরাশ হয়ে এক পরীক্ষার্থীর অভিভাবকও জানালেন তাঁরা কোনওরকম নিয়োগের আশা রাখছেন না এই টেট পরীক্ষা থেকেও। ২৪ ডিসেম্বর রাজ্যে ফের একবার প্রাথমিক টেট হলেও নিয়োগ কবে হবে জানেন না কেউই। এখনও পর্যন্ত শহরের বুকে নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা।এমনকি গত ২০২২ টেটের নিয়োগ অবধি এখনও হয়নি।  তার মধ্যেই ফের একবার টেট সম্পন্ন হল রবিবার।  আর এই নিয়েই প্রশ্নের মুখে থেকে যাচ্ছে মধ্যে শিক্ষা পর্ষদ সহ প্রশাসনের ভূমিকা। একবুক আশা নিয়েই যে ৩ লক্ষ পরীক্ষার্থীরা পরীক্ষা দিলেন আদৌ কি তাঁরা কখনও নিয়োগপত্র পাবেন? না কি তাঁদেরও ভবিষৎ রাজপথের আন্দোলনে কেটে যাবে ? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।

4 months ago
Metro: টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর, রবিবার থাকছে অতিরিক্ত মেট্রো পরিষো

টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা দেওয়ার ঘোষণা কলকাতা মেট্রো রেলের। জানা গিয়েছে, রবিবার হওয়া সত্ত্বেও ওইদিন অতিরিক্ত মেট্রো চালানো হবে। কলকাতা মেট্রোর তরফে একটি প্রেস বিবৃতি জারি করে এবিষয়ে জানানো হয়েছে। ওইদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মোট ২৩৪ টি মেট্রো চালানো হবে।

২৪ ডিসেম্বর রয়েছে টেট পরীক্ষা। পাশাপাশি ওইদিন লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানও রয়েছে। ফলে কলকাতায় ভিড়ের বিষয়টি মাথায় রেখেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। মেট্রো রেল সূত্রে খবর, রবিবার ২৪ তারিখ মোট ২৩৪ টি মেট্রো চলবে আপ ও ডাউন মিলিয়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। তারমধ্যে ১১৭টি আপ এবং ১১৭টি ডাউন রেক চলবে। অন্যান্য দিনের মতোই এই পরিষেবা থাকবে বলেই মেট্রো রেল সূত্রে খবর। প্রথম মেট্রো সকাল ৬:৫০ মিনিটে দমদম থেকে কবি সুভাষের দিকে এবং সকাল ৬:৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকে।

অন্য সপ্তাহের রবিবার প্রথম মেট্রো চলে সকাল ৯টা থেকে। ছুটির দিন থাকায় মেট্রো চলাচল শুরু হয় কিছুটা দেরিতে। কিন্তু যেহেতু এই সপ্তাহে একই দিনে টেট এবং গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে, সেকারণে অতিরিক্ত সময়ে চলবে মেট্রো।

4 months ago
TET: নির্দিষ্ট দিনই টেট পরীক্ষা, দিলীপ ঘোষের আবেদন খারিজ করল হাইকোর্ট

আগামী ২৪ ডিসেম্বরই হবে টেট পরীক্ষা। ওই দিনই কলকাতার ব্রিগেড ময়দানে লক্ষ কণ্ঠে গীতাপাঠের ডাক দিয়েছে কয়েকটি সংস্থা। আর সেকারণেই প্রাথমিকের চাকরির টেট পরীক্ষা পিছনোর আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। মঙ্গলবার সেই মামলার শুনানিতে দিলীপ ঘোষের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পরীক্ষার দিন পরিবর্তন করা হবে না। ২৪ ডিসেম্বরই হবে টেট পরীক্ষা। রাজ্য প্রশাসনকে নিশ্চিত করতে হবে যাতে প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে। এ ব্যাপারে পরিবহন দফতরকে উপযুক্ত পরিবহন ব্যবস্থা রাখতে হবে। যারা পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখাবে সেই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

4 months ago


Primary TET 2023: বদলে গেল প্রাইমারি টেটের দিন, কবে হবে পরীক্ষা, জানাল পর্ষদ

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজ্য যখন তোলপাড়, সেসময়ই আরও এক বড় খবর ঘোষণা করা হল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। আজ অর্থাৎ সোমবার ঘোষণা করা হল প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে। ২০২৩-এর প্রাথমিকের টেট হওয়ার কথা ছিল চলতি মাসের ১০ তারিখ। কিন্তু এই তারিখই কিছুটা পিছিয়ে দেওয়া হল।

৪ ডিসেম্বর বিজ্ঞপ্তি দিয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, ২৪ ডিসেম্বর, রবিবার হবে প্রাইমারির টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট। তবে পরীক্ষার সময়ের কোনও পরিবর্তন হচ্ছে না। বেলা ১২টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা দেবেন চাকরিপ্রার্থীরা। তবে ঠিক কী কারণে টেটের দিনবদল করা হয়েছে, তা স্পষ্টভাবে জানা যায়নি।

5 months ago
Tet: টেট ছাড়াই চাকরি! ৯৪ জন শিক্ষকের নিয়োগপত্র বাতিল করল পর্ষদ

রাজ্যে ফের বেকার হলেন ৯৪ জন প্রাথমিক শিক্ষক। তাঁদের নিয়োগপত্র বাতিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। অভিযোগ, এই ৯৪ জন এতদিন টেট ছাড়াই চাকরি করেছেন। পর্ষদ সূত্রে খবর, আদালতের নির্দেশ মেনেই ওই শিক্ষকদের নিয়োগ বাতিল করা হয়েছে। তাঁরা সকলেই ২০১৪ সালে টেট পরীক্ষার্থী ছিলেন বলেই দাবি। চাকরি হয়েছিল দু বছর পর।

সম্প্রতি আদালতের নির্দেশে ৯৬ জন প্রাথমিক শিক্ষককে তথ্য যাচাইয়ের জন্য ডাকা হয়েছিল। তাঁদের তথ্য যাচাই করে পর্ষদের রিপোর্ট, এরমধ্যে ৯৪ জন বেআইনি ভাবে চাকরি পেয়েছেন। এমনকী, ওই শিক্ষকরা স্বীকার করেছেন, তাঁদের নিয়োগে অনিয়ম ছিল।

পর্ষদের বক্তব্য, নথি খতিয়ে দেখে জানা গিয়েছে, ওই ৯৪ জন শিক্ষক টেট উত্তীর্ণ না হয়েই চাকরি পেয়েছেন। হাই কোর্টের নির্দেশ, তাঁদের নিয়োগ বাতিল নিয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে পর্ষদকে।

6 months ago


Nadia: চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ, উত্তেজনা ছড়িয়েছে নদিয়ায় নবদ্বীপে

চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ তুলে উত্তপ্ত নবদ্বীপ। অভিযোগ নদিয়ার নবদ্বীপের এক বেসরকারী নার্সিংহোমের বিরুদ্ধে। বুধবার রাতে নবদ্বীপ থানার অন্তর্গত ওই বেসরকারী নার্সিংহোমে মৃতদেহ নিয়ে বিক্ষোভ মৃতার পরিজনেরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিস। পুলিস সূত্রে খবর, মৃত মহিলার নাম দীপা মিশ্র (২৩)। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, ১ অক্টোবর নবদ্বীপের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল ওই প্রসূতি মহিলাকে। সেখানে একটি পুত্র সন্তানের জন্ম দেয় তিনি। পুত্র সন্তান জন্ম দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নদিয়ার রানাঘাটের একটি বেসরকারি নাসিংহোমে ভর্তি করা হয়। তারপর ৩ অক্টোবর আনুমানিক ভোর ৪ টে নাগাদ মৃত্যু হয় ওই প্রসূতি মহিলার। ওই মৃত মহিলার পরিবারের পক্ষ থেকে অভিযোগ, অপারেশানের সময় শরীরের কোনও অংশ কাটা পড়েছে। যার কারণেই মৃত্য়ু হয়েছে ওই মহিলার। মৃতার পরিবারের আরও অভিযোগ, নবদ্বীপের ওই বেসরকারি নার্সিংহোমের চিকিৎসকের ভুল চিকিৎসার জন্য়ই মৃত্যু হয়েছে ওই প্রসূতির। 

মৃতার পরিবারের দাবি অবিলম্বে নার্সিংহোম কর্তৃপক্ষ এবং অভিযুক্ত ওই চিকিৎসককে সামনে এসে জবাব দিতে হবে কেন ভুল চিকিৎসা করা হল। এছাড়াও মৃতের পরিবারের আরও দাবি, সঠিক তদন্ত করে অভিযুক্তদের যথাযথ শাস্তি দিক প্রশাসন। 

7 months ago
Delhi: অনুমতি পায়নি তৃণমূল, কিন্তু যন্তর মন্তরে প্রাথমিক চাকরিপ্রার্থীদের ধরনায় সায় দিল দিল্লি পুলিস

'কেন্দ্রীয় বঞ্চনা'র অভিযোগে দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) ধরনা দিতে চেয়েছিল রাজ্যের তৃণমূল সরকার। ধরনার জন্য লিখিত আবেদনও দেওয়া হয়েছিল দিল্লি পুলিসের কাছে। শেষ পর্যন্ত তৃণমূলের ধরনার জন্য অনুমতি দেয়নি দিল্লি পুলিস। কিন্তু সেই জায়গাতেই ২০০৯-এর প্রাথমিক চাকরিপ্রার্থীদের আধ ঘণ্টা ধরনা করার ক্ষেত্রে সায় দিয়েছে দিল্লি পুলিস। ফলে সোমবার যন্তর মন্তরে ধরনায় বসেন দক্ষিণ ২৪ পরগনার ২০০৯ সালের প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।

কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে মোদী সরকারের বিরুদ্ধে দিল্লিতে রাজঘাটে আন্দোলনে বসেছে তৃণমূল। ফলে তৃণমূল সাংসদ-বিধায়করা যখন দিল্লির রাজঘাটে ধরনা-বিক্ষোভে সামিল হয়েছে, সেসময় রাজ্য সরকারের বিরুদ্ধে নিয়োগে বঞ্চনার অভিযোগে মোদী সরকারের দ্বারস্থ হয়ে দিল্লির যন্তর মন্তরে ধরনায় বসেন দক্ষিণ ২৪ পরগনার ২০০৯ সালের প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। তাঁরা এদিন হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান। তাঁরা জানিয়েছেন, তাঁরা ১৪ বছরের বঞ্চনার কথা বলতে এসেছেন দিল্লিতে।

চাকরিপ্রার্থীরা আরও জানিয়েছেন, তাঁরা চাকরির দাবিতে এখানে ধরনায় বসেছেন। বাংলায় একাধিক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করতে গেলেও তাঁদের লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে। ফলে তাঁরা এবারে দিল্লি এসেছেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে ধরনায় বসবেন, সেখানেই তাঁরা বিক্ষোভ দেখাবেন বলে জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে লিখিত ভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন তাঁরা।

7 months ago
Tet: নিয়োগ দুর্নীতির আবহেই ফের টেট রাজ্য, জানুন কবে!

২০২৩ সালে ডিসেম্বর মাসে প্রাথমিকের টেট পরীক্ষা হবে। আগেই জানিয়েছিল পর্ষদ। বুধবার সাংবাদিক বৈঠক করেন পর্ষদের সভাপতি গৌতম পাল। তিনি জানান, আগামী ১০ ডিসেম্বর টেট পরীক্ষা হবে। বুধবার সন্ধ্যায় পর্ষদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বৃহস্পতিবার থেকেই রেজিস্ট্রেশন করতে পারবেন পরীক্ষার্থীরা।

এনসিটিই-এর গাইডলাইন অনুযায়ী, গতবছর ডিসেম্বরেই টেট পরীক্ষা হয়। এক বছরের মধ্যেই ফের টেট পরীক্ষার ঘোষণা পর্ষদের। পর্ষদ সভাপতি এদিন জানিয়েছেন। এই বছর ওএমআর শিটের আসল কপি পর্ষদ নিয়ে নেবে, পরীক্ষার্থীরা কপি তাঁদের বাড়িতে নিয়ে যেতে পারবেন।

গতবছর টেটে প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। তবে সেই নিয়োগ প্রক্রিয়াও আইনি জটিলতায় আটকে আছে। ফের টেট পরীক্ষা ঘোষণা করল পর্ষদ।

7 months ago


Tet: এক বছরের ব্যবধানে ফের প্রাথমিক টেট! জল্পনা তুঙ্গে

এক বছরের ব্যবধানে ফের প্রাথমিক টেট হতে চলেছে। সব ঠিক থাকলে ডিসেম্বরেই ফের টেট পরীক্ষা হতে পারে। পরীক্ষা নেবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।

২০২২ সালের ডিসেম্বরে টেট পরীক্ষা হয়। এনসিটিই গাইডলাইন অনুযায়ী, প্রত্যেক বছর প্রাথমিকের টেট পরীক্ষা নিতে হবে। সেই অনুযায়ী ফের পরীক্ষা নিতে পারে পর্ষদ। তবে ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়া এখনও এগোয়নি। প্রায় দেড়় লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এরই মধ্যে ফের টেট পরীক্ষার সিদ্ধান্ত নিতে পারে পর্ষদ।

সূত্রের খবর, আগামী ডিসেম্বরেই প্রাথমিক টেট হতে পারে। ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে রবিবার এই টেট পরীক্ষা হবে। জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে পর্ষদ।

8 months ago
Woman: বিনা চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, কাঠগড়ায় হাসপাতাল

বিনা চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ। অভিযোগ উঠেছে বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। জানা গিয়েছে, মৃত ওই প্রসূতির নাম শাহিদা খাতুন। দ্বিতীয়বার সন্তানসম্ভবা হয়েছিলেন তিনি। কিন্তু সেই সন্তান জন্ম দেওয়ার আগেই গর্ভবতী অবস্থায় প্রাণ হারালেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র বেশ চাঞ্চল্য় ছড়িয়েছে গোটা হাসপাতাল চত্বরে। 

মৃতের পরিবারের অভিযোগ, রবিবার চার মাসের অন্তঃসত্ত্বা শাহিদা খাতুন পেটে ব্যথা নিয়ে প্রথমে স্থানীয় মুরারই গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। এরপর সোমবার, সকালে সেখান থেকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থানান্তরিত করা হয় ওই প্রসূতিকে। অভিযোগ, সকাল থেকে দুপুর পর্যন্ত ওই প্রসূতির কোনও চিকিৎসা হয়নি। বারংবার বলা সত্ত্বেও কোনও চিকিৎসক পর্যন্ত দেখতে আসেনি তাঁকে। চিকিৎসার অভাবে ওই প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। 

এরপর প্রসূতির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্ত করানোর কথা বলেছেন চিকিৎসকরা। যদিও মৃত প্রসূতির পরিবার ময়না তদন্ত করতে রাজি নয়। অভিযোগ পেলে পুরো ঘটনার তদন্ত করে দেখা হবে বলে জানান এমএসভিপি পলাশ দাস। পাশাপাশি ময়না তদন্ত করে সঠিক মৃত্যুর কারণ জানা যাবে বলেন তিনি। 

9 months ago