Breaking News
Weather: বজ্রবিদুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গে, জানুন ভিজতে চলছে কোন কোন জেলা...      Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ      High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার     

TeamIndia

WC: স্বপ্নের ভেলায় চড়ে ফাইনালে টিম ইন্ডিয়া

চিরঞ্জিত চক্রবর্তী (বিধায়ক/অভিনেতা ): প্রায় ২০ ঘন্টা হয়ে গেলো এখনও বুধবারের ভারত নিউজিল্যান্ডের খেলাটা চোখে ভাসছে। কি ভীষণ টেনশন হচ্ছিলো যখন উইলিয়ামসন আর মিচেলের জুটি দাঁড়িয়ে গিয়েছিলো। তবে কি জানেন একদিবসীয় ক্রিকেটটা তো দীর্ঘদিন ধরে দেখছি, এই ৩৯৭ রান তোলা অসম্ভব ছিল। পারা যায় না। দেখবেন ভালো দল হলে দুএকটা জুটি কিছু রান তুলে নেবে ঠিকই কিন্তু শেষ পর্যন্ত পরাস্ত হতেই হয়ে থাকে। এর উপর বিশ্বকাপ বলে কথা। আমি তো অবাক হলাম নিউজিল্যান্ডের দুই বিখ্যাত ওপেনার কনওয়ে এবং রাচিনের দ্রুত বিদায় নেওয়া দেখে।সাংঘাতিক এই দুই খেলোয়াড়।

আসি ভারতের খেলা নিয়ে। আমি আগেও সিএন সংবাদে লিখেছিলাম যে, এই ভারত সাংঘাতিক শক্তিশালী। সর্বকালের সেরা, বিশ্বেও বোধকরি। ২০১৯-এ নিউজিল্যান্ডের কাছে বিলেতের বিশ্বকাপে আমরা জঘন্য হেরেছিলাম। ২৩৯ রান তুলতে পারিনি। সেই ক্ষোভ আজকেও আমাদের ক্রীড়াপ্রেমীদের কাছে দগদগে ঘা হয়ে ছিল, বুধবার তার সংগঠিত সুমিষ্ট প্রতিশোধ নেওয়া গেলো। দেখুন এই ম্যাচে কাকে খারাপ বলবেন? সূর্য্য যাদবের হাতে বল ছিল না কাজেই তাঁকে চালিয়ে খেলতে হয়েছে এবং আউটও হয়েছেন, এটাতে আমি কোনও দোষ দেখি না। এ ছাড়া  একেবারে পাকা উইকেট, বোলারদের বদ্ধভূমি। এই পিচ ঠিকই আছে। যদি ভারত পরে ব্যাট করতো তবে আরামসে খেলতে পারতো। দ্বিতীয়ত মুম্বইয়ের মাঠে শিশির পরে না কাজেই পেসাররা পরে বল করে সুবিধা পায় নি।

কোহলির ইনিংস অনবদ্য। ৫০টি একদিবসীয়তে সেঞ্চুরি হয়ে গেলো, আমি মনে করি ও আরও একডজন করতে পারবে। প্রথমেই বলেছিলাম এই মাঠ একেবারেই ব্যাটটারদের কাজেই বোলাররা সুবিধা পাবে না, কিন্তু নিউজিল্যান্ডকে ৩২৭ রানে শেষ করার অন্যতম অস্ত্র বাংলার ম.শামি। ওকে যতই দেখছি অবাক হচ্ছি। ৭টি উইকেট তাও বিশ্বকাপে? ওকে দলের বাইরে রাখা হয়েছিল কেন স্বাভাবিক প্রশ্ন জাগে। তবে কি এখানেও রাজনীতি। কোহলি ঘনিষ্ঠ শামি দেখিয়ে দিলো ধংসাত্বক বোলিং কাকে বলে? এটাই টিম ইন্ডিয়া।চলুন রোববারের মাঠে। আহমেদাবাদ না যাই টেলিভিশনে তো চোখ রাখতে পারি। রোহিতকে অনুরোধ টস জিতলে ব্যাট। পরে ব্যাট হলেও ক্ষতি নেই। শামি তো আছে। (অনুলিখন-প্রসূন গুপ্ত)

4 months ago
WC: এই টিম ইন্ডিয়া সর্বকালের সেরা

প্রসূন গুপ্ত: রবিবাসরীয় ইডেন ছিল সত্যিকারের স্বর্গ। অসাধারণ রূপে রূপসী হয়ে রয়েছিল সে।  আজকেও বলতে দ্বিধা নেই দেশের সেরা দর্শক কিন্তু ইডেনেই। বঙ্গবাসীরা চেয়েছিলো কঠিন দল দক্ষিণ আফ্রিকা হারুক, বিরাট একটি সেঞ্চুরি করুক এবং বোলাররা ফের জাদু দেখাক। সবকটিই ফলেছে কিন্তু তাই বলে অন্যতম সেরা দক্ষিণ আফ্রিকা মাত্র ৮৩?

বর্তমানে টিম ইন্ডিয়া ১ নম্বর স্থানে আছে এবং সেমিফাইনালে হয় নিউজিল্যান্ড অথবা পাকিস্তানের সাথে ফের মোলাকাত হবে। কেউ কেউ  (পড়ুন রবি শাস্ত্রী ) বলছে ল অফ এভারেজ হবে নাতো অর্থাৎ তীরে গিয়ে তরী ডুববে না তো? দেখুন, এ যা ভারতীয় দল তাতে ওসব তুকতাক খাটা উচিত নয়। এই দল সর্বকালের সেরা একদিবসীয় দল, বিশ্বকাপে তো বটেই। ৭জন ব্যাটার এবং প্রত্যেকের বাটে রান এসেছে। দলনায়ক রোহিত নিয়মিত ওপেন করতে নেমে দুরমুশ করছে বিপক্ষের পেসারদের। বিরাট কোহলির কথা কি আর বলার। রবিবারের পরে বিশ্বের সর্বকালে শ্রেষ্ঠ ব্যাটার একদিবসীয়তে। জীবনের সেরা ফর্মে রয়েছে। ধীরস্থির ভাবে খেলা ধরছে এবং অন্তত ৪০ ওভার ব্যাট করছে। দুমদাম ছক্কা না হাঁকড়ালেও প্রচুর মাটিচেরা বাউন্ডারি এবং শেষ দিকে কিছু ওভার বাউন্ডারি। ভালো খেলেছেন শ্রেয়স, রাহুল। গিল বা সূর্য্যের উপরেও ভরসা করা যায়। জাদেজা তো শেষে নেমে অন্তত ৩০/৪০ রানের ঝোড়ো ইনিংস খেলছে কাজেই এমন পোক্ত ব্যাটিং সাইট নেই কোনও দলে।

বোলিং যেন স্বপ্ন জগতের। ৫ জন বোলার, ষষ্ঠ বোলার নেই , দরকারও হচ্ছে না। ৫০ ওভার অবধি খেলাই গড়াচ্ছে না। শামি এসে যাওয়াতে আরও চমৎকার হয়েছে। ওকে প্রথমে খেলানো হচ্ছিলো না কেন রহস্য। বরং হার্দিক না থাকায় শাপে বর হয়েছে। দুই স্পিনার লাট্টুর মতো বল ঘোরাচ্ছে। এই মুহূর্তে এই বোলাররাই চ্যাম্পিয়নের ট্রফি আনার পক্ষে যথেষ্ট। সবথেকে বড় কথা রোহিতের নেতৃত্ব অসাধারণ। লোকে বলে রোহিত নাকি লাকি ক্যাপ্টেন। মুম্বই ইন্ডিয়ানদের কতবার চ্যাম্পিয়ন করেছে ওর নেতৃত্ব। এবারে ভারতকে করার পালা কারণ এটাতে ইন্ডিয়া কথাটাতো আছে।

5 months ago
India: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতেও অস্বস্তি! আইসিসির বড় জরিমানার মুখে রোহিত ব্রিগেড

বিরাট শাস্তি পেল ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team)। হাড্ডাহাড্ডি প্রথম ওয়ান ডে ম্যাচে নিউজিল্যান্ডকে (New Zealand) পরাস্ত করেছে ভারত। এই ম্য়াচে ভারতের কাছে বড় পাওনা ওপেনার হিসেবে দ্বিশতরান করা শুভমান গিল। সব আনন্দের মাঝেও বড় জরিমানার মুখে রোহিত শর্মা (Rohit Sharma) ব্রিগেড। স্লো-ওভার রেটের (Slow Over Rate) কারণে জরিমানার কবলে টিম ইন্ডিয়া। ফলে শনিবার দ্বিতীয় ম্যাচে নামার আগে বিপাকে ভারতীয় শিবির।

প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ভারত ৩৪৯ রান করে। ৮ উইকেটে হারিয়ে এই রান তোলে। এই ম্যাচে ভারত জিতলেও বিপুল জরিমানা। ভারতকে তাদের ম্যাচ ফি-র ৬০ শতাংশ টাকা কেটে নেওয়া হয়েছে। স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে। তিন ওভার দেরিতে করার জন্য এই জরিমানা। জাভাগাল শ্রীনাথের নেতৃত্বাধীন ম্যাচ রেফারির কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি সময় নিয়ে কড়াকড়ি করছে আইসিসি।

উল্লেখ্য, আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা পূর্ণ করতে না পারলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি'র ২০ শতাংশ হারে জরিমানা করা হয় সংশ্লিষ্ট দলকে। এক্ষেত্রে দল ৩ ওভার পিছিয়ে থাকার জন্য ২০ শতাংশ হারে মোট ৬০ শতাংশ করে ম্যাচ ফি কেটে নেওয়া হয় ভারতীয় ক্রিকেটারদের।

one year ago


Australia: মধ্যহ্নভোজ থেকে হোটেল! অস্ট্রেলিয়ায় অব্যবস্থার শিকার টিম ইন্ডিয়া

অস্ট্রেলিয়া (Australia) যাওয়া ইস্তক খুব একটা ভালো আপ্যায়ন পাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team)। শুধু সিডনিতে মধ্যাহ্নভোজ নয়, অস্ট্রেলিয়ায় (Australia) নামার পর থেকেই নানাভাবে অপদস্থ টিম ইন্ডিয়া। এর আগে ব্রিসবেনে অব্যবস্থার শিকার হয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামিরা। সেখানে ভারতীয় দলকে থাকতে হয়েছে নিম্নমানের হোটেলে।

বিশ্বকাপের দিন কয়েক আগে অস্ট্রেলিয়া এবং নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে ব্রিসবেনে যায় ভারত। সেখানেও আয়োজকদের ব্যবস্থায় খুশি হয়নি টিম ম্যানেজমেন্ট। আইসিসির প্রতিযোগিতায় বিভিন্ন দলকে যে মানের হোটেলে রাখার কথা, ব্রিসবেনে ভারতীয় দলের হোটেল সেই মানের ছিল না। আয়োজক অস্ট্রেলিয়াকে প্রত্যাশিত মানের হোটেলে রাখা হলেও, ভারতীয় দলকে থাকতে হয়েছে তুলনায় নিম্ন মানের হোটেলে। অথচ অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নারদের পড়শি করা হয়েছিল পাকিস্তান দলকে। অর্থাৎ, শুধু সিডনির খারাপ মধ্যহ্নভোজ নয়, ব্রিসবেনে খারাপ হোটেলে থাকতে বাধ্য করা হয় ভারতীয় দলকে। এমনটাই অভিযোগ করছে বিসিসিআইয়ের একটি সূত্র।

জানা গিয়েছে, ব্রিসবেনে বিরাট কোহলিরা হোটেলে ছিলেন, ঘরগুলি ছোট। হোটেলে জিম, সুইমিং পুল থাকলেও বিশ্বকাপের মতো টুর্নামেন্ট খেলতে যাওয়া একটি দলের উপযোগী নয়। আসবাব পত্র, খাবারের মানও যথাযথ নয়। এমনকি রুম সার্ভিস থেকে হাউস কিপিং জাতীয় পরিষেবাও প্রত্যাশিত মানের নয়। হোটেলটি ব্রিসবেনের যে জায়গায়, সেই অবস্থান পছন্দ হয়নি রোহিত, কোহলি, পান্ড্যদের। ব্রিসবেনের হোটেল নিয়ে অপছন্দের কথা ভারতীয় দলের পক্ষ থেকে আইসিসিকে জানানো হয়েছিল। তাও হোটেল পরিবর্তন করে দেওয়া হয়নি বলে অভিযোগ।

one year ago