Breaking News
Abhishek: অভিষেককে ইডির হাজিরা দিতেই হবে! ডিভিশন বেঞ্চে জোর ধাক্কা তৃণমূল সাংসদের      ED: লিপস এন্ড বাউন্ডস প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ফের অভিষেককে তলব ইডির      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক     

Team

Rohit: ফোকাসে এখন বিশ্বকাপ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরজি জিতে আরও কড়া রোহিত ব্রিগেড

অস্ট্রেলিয়া অতীত। ফোকাসে এখন বিশ্বকাপ। আগামী বৃহস্পতিবার থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। তার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তাঁর দল তৈরি। তাঁর দলের ১৫ জন ক্রিকেটার কী করবেন, তাও ঠিক হয়ে গিয়েছে। অপেক্ষা এখন মাঠে নামার।

আট তারিখ থেকে বিশ্বকাপে শুরু ভারতের অভিযান। চেন্নাই টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের আগে সিরিজ জিতে রোহিত জানিয়েছেন, যা হয়েছে ভালই হয়েছে। তাদের হাতে প্রস্তুতির সময় আছে।

বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তার আগে ব্যাটে রান ফিরে পেয়ে খুশি ভারত অধিনায়ক। রোহিতের মতে, তাড়াহুড়ো না করলে রাজকোটে একটা শতরান আসতে পারত।

6 days ago
Asain Games: এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেটের সোনার স্বপ্ন পূরণ

স্মৃতির ব্যাট আর তিতাসের বল। এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেটের সোনার স্বপ্ন পূরণ। এই প্রথমবার এশিয়ান গেমসে ক্রিকেট খেলতে এসে সোনা জিতলেন ভারতীয় মেয়েরা। সোমবার মেয়েদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতলেন হরমনপ্রীত কৌররা। প্রথম ব্যাট করে ২০ ওভারে সাত উইকেট ১১৬ রান করে ভারত। ৪৫ বলে ৪৬ রান করে স্মৃতি মান্ধানা

রানা তাড়া করতে নেমে বাংলার পেসার তিতাস সাধুর পেসের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে শ্রীলঙ্কার টপ অর্ডার। ম্যাচে ৬ রান দিতে তিন উইকেট নেন তিতাস। গত কয়েক দিন আগে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-শ্রীলঙ্কা। সেই ম্যাচে দাপট দেখিয়েছিলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। সেই আবহে এদিন চিনের মাটিতে সোনার ম্যাচে মুখোমুখি হয় ভারত ও শ্রীলঙ্কা। দু ম্যাচের নির্বাসন কাটিয়ে ফাইনাল খেলতে নামেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

এদিকে চিনের মাটিতে সোনা জয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। টুইট করে, বিশেষ ভাবে প্রশংসা করেছেন বাংলার ১৮ বছরের বোলার তিতাস সাধুর।

a week ago
Team: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে বিশ্রামে ৫ ভারতীয় ক্রিকেটার

ইন্দোরে সিরিজ জেতা সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না হলেও বিশ্বকাপের আগে ক্রিকেটের সব ফরম্যাটে এক নম্বর টিম ইন্ডিয়া। এবার রাজকোটে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। এই পাঁচ ক্রিকেটার হলেন, রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শার্দূল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণ ও তিলক ভার্মা।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাজকোট ভারতীয় দলে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা, সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি এবং কুলদীপ যাদব। ইন্দোর ম্যাচে ছিলেন না যশপ্রীত বুমরা। তিনি ফিরবেন রাজকোট ম্যাচে। ফলে তাঁর বদলি হিসাবে দলে জায়গা পাওয়া মুকেশ কুমারকে আপাতত আর কোনও প্রয়োজন হচ্ছে না।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, এটা রুটিন পরিবর্তন। বিশ্বকাপের আগে দলের উপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্রামের বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত ভারতীয় কোচ ও জাতীয় নির্বাচকদের।

a week ago


ICC: অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি, জানুন কে কোন গ্রুপে

আগামী বছর অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে শ্রীলঙ্কার মাটিতে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) আসন্ন এই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। টুর্নামেন্ট শুরু হবে ১৩ জানুয়ারি ২০২৪ সালে। ভারত প্রথম ম্যাচেই বাংলাদেশের মুখোমুখি হবে।

আসন্ন মরশুমের প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নিলেও ফরম্যাটে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে। এই ফরম্যাট অনুযায়ী, যে ১৬টি দল রয়েছে তাদের মোট চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে। যে চারটি দলের মধ্যে এক একটি গ্রুপ থেকে সেরা তিনটি দল পৌঁছে যাবে সুপার সিক্স পর্বে। সেরা তিন দল সুপার সিক্সে যাওয়ার পর যে দলটি পড়ে থাকবে তারা অপর টিমের চতুর্থ স্থানাধিকারিদের সঙ্গে লড়াই করবে। এরপর গ্রুপ পর্ব শেষে মোট ১২টি দল সুপার সিক্সে পৌঁছবে।

এরপর ১২টি দলকে ভাগ করে ছয়টি দলের দুটি গ্রুপ তৈরি করা হবে। এই ছয়টি দলের আবার দুটি গ্রুপ হবে। গ্রুপ 'এ' ও 'ডি' থেকে সেরা তিনটি দল একটি গ্রুপ গঠন করবে। গ্রুপ 'বি' ও 'সি' থেকে সেরা তিনটি দল আরেকটি গ্রুপ গঠন করবে। অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপের গ্রুপ 'এ'-তে রয়েছে ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। গ্রুপ 'বি' তে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। 'সি' এবং ' তে রয়েছে অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে, নামিবিয়া, আয়োজক শ্রীলঙ্কা রয়েছে এবং পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।

2 weeks ago
Pakistan: ডান কাঁধে চোট, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাক পেসার নাসিম শাহ

আশঙ্কাই সত্যি হল। এশিয়া কাপে ডান কাঁধে চোট বিশ্বকাপ থেকে ছিটকে দিল পাক পেসার নাসিম শাহকে। শুক্রবার বিশ্বকাপের জন্য পাকিস্তান দল ঘোষণা করতে বসে নির্বাচক কমিটির প্রধান ইনজামাম উল হক জানিয়েছেন, শাহিনশা আফ্রিদি নন, বিশ্বকাপে বাবরের ডেপুটি শাদাব খান।

ফলে, আপাতত ডামাডোল কাটিয়েই ভারতে বিশ্বকাপ খেলতে আসছে পাকিস্তান। ১৪ অক্টবর আমেদাবাদে তাঁদের প্রতিপক্ষ ভারত। মূলত চার পেসার নিয়ে ভারতে আসছেন বাবর। আহত নাসিম শাহের বদলি হিসেবে পাক দলে ফিরেছেন হাসান আলি।

দলে রইলেন কারা!

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ব্যাটিং বিভাগে ফখর জমন, ইমাম উল হক,আবদুল্লা শফিক, আঘা সলমন, ইফতিখর আহমেদ, উইকেট সামলাবেন মহম্মদ রিজওয়ান।

স্পিন বিভাগ সামলাবেন  সাউদ শাকিল, মহম্মদ নওয়াজ, উসামা মির,পেসার রয়েছেন হ্যারিস রউফ, হাসান আলি, শাহিন আফ্রিদি এবং মহম্মদ ওয়াসিম জুনিয়র। রিজার্ভ দলে থাকবেন  মহম্মদ হ্যারিস, আবরার আহমেদ এবং জমন খানকে

2 weeks ago


Australia: অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই, নতুন কারা এল দলে!

অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে দুটি ভাগে দল ঘোষণা করা হয়েছ। প্রথম দুটি ম্যাচের জন্য এবং তৃতীয় ম্যাচের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করা হল।

সামনেই বিশ্বকাপ। তার আগে চোটের সমস্যা রয়েছে অনেকেরই। সেকারণে প্রথম দুই ম্যাচে বাদ রাখা হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা সহ একাধিক ক্রিকেটারকে। যদিও তৃতীয় ম্যাচে তাঁদের প্রত্যেককেই দলে রাখা হয়েছে। মূলত এশিয়া কাপের প্রথম ম্যাচ থেকেই যাঁরা খেলেছেন তাঁদের প্রথম দুটি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। প্রথম দুটি ম্যাচের অধিনায়ক থাকছেন কে এল রাহুল এবং তৃতীয় ম্যাচের জন্য রোহিত শর্মাকে অধিনায়ক করা হয়েছে।

প্রথম দুই ম্যাচের দল- কেএল রাহুল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ঈশান কিশান, শার্দূল ঠাকুর, রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শ্রেয়স আয়ার,মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, এবং প্রসিদ্ধ কৃষ্ণ।

তৃতীয় ম্যাচের দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), কেএল রাহুল , শার্দূল ঠাকুর, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা,    কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ।

2 weeks ago
Australia:-অজিদের-বিশ্বকাপের-দল-ঘোষণা!-ক্যামন-হল-৫-বারের-বিশ্ব-চ্যাম্পিয়নদের-দল

প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হয়েছিল টেস্টে ক্রিকেটের এক নম্বর ব্যাটার মানস লাবুশেনকে। বিশ্বকাপের চূড়ান্ত দলেও তাঁকে রাখা হল না। এই টুকু বাদ দিয়ে প্রায় পূর্ণ শক্তি নিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বুধবার তাদের ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে।

স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের সঙ্গে এই দলে রাখা হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে। যদিও তাঁর খেলা নিয়ে এখনও সংশয় রয়েছে। তবে ভারতের মাটিতে অ্যাডাম জাম্পার বদলে দলে রাখা হয়েছে স্পিনার অ্যাস্টন আগরকে। রয়েছেন মিচেল মার্শ, ক্যামরন গ্রিনের মতো অলরাউন্ডার।

বিশ্বকাপ খেলার আগে ভারতের মাটিতে তিনটি একদিনের ম্যাচ খেলবেন অজিরা। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে এই সিরিজ হবে। আট অক্টোবর, চেন্নাই থেকে বিশ্বকাপ শুরু করবে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ ভারত

4 weeks ago
India: এশিয়া কাপ থেকেই বিশ্বকাপের দল গঠন ভারতীয় বোর্ডের, নেই নতুন চমক

শ্রীলঙ্কার মাটি থেকেই ঘরের মাঠে বিশ্বকাপের জন্য দল তৈরি করে ফেলল টিম ইন্ডিয়া। চমকহীন এই দল থেকে বাদ গিয়েছেন সঞ্জু স্যামসন, প্রসিদ্ধ কৃষ্ণা এবং তিলক ভার্মা। আইসিসি-র নিয়ম অনুযায়ী, মঙ্গলবারের মধ্যে ক্রিকেটারদের নাম জানতে হবে। সেই মতো ১৫ জনের তালিকা তৈরি করে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও সরকারি ভাবে এখন দলের ঘোষণা করা হয়নি।

ফিটনেস পরীক্ষায় পাস করিয়ে বিশ্বকাপের দলে রাখা হয়েছে লোকেশ রাহুলকে। দ্বিতীয় উইকেট কিপার হিসাবে থাকছেন ইশান কিশান। মিডল অর্ডারে বিরাটের সঙ্গে থাকবেন শ্রেয়স আইয়ার, সূর্য যাদবরা।তবে এই দলে সূর্য কতটা উদয় হবেন, তা নিয়ে সন্দেহ থাকছে। কারণ, রাহুল খেললে ইশানের খেলা হবে না। আর চার নম্বরে নামবেন শ্রেয়স।

রোহিতের পার্টনার শুভমন গিল। চার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেদা, শার্দুল ঠাকুর এবং অক্ষর প্যাটেল। তিন পেসার বুমরা, সামি এবং সিরাজ। একজন স্পিনার কুলদীপ যাদব। মনে করা হচ্ছে চার তারিখ ভারত-নেপাল ম্যাচের পরেই সরকারি ভাবে বিশ্বকাপে ভারতীয় দলের ঘোষণা করা হবে। ইতিমধ্যে অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করে নিয়েছেন জাতীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগরকর।

ভারতের ১৫ সদস্যের দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ইশান কিশন, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।

4 weeks ago


Team: পাকিস্তানের বিরুদ্ধে ওপেন করবে শুভমন গিল, প্রথম একাদশে আর কারা!

ক্যান্ডি ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে নিজেদের প্রথম একাদশ জানিয়ে দিয়েছে পাকিস্তান। কিন্তু সবার আগ্রহ এখন টিম ইন্ডিয়াকে নিয়ে। এটা ঠিক যে বহু দিন পর পূর্ণ শক্তি নিয়ে কোনও টুর্নামেন্টে মাঠে নামছে ভারত। আর তাতেই প্রথম একাদশ ঠিক করতে হিমসিম খাচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা।

ভারত ছাড়ার আগে কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, ওপেন করবেন শুভমন গিল আর চার নম্বরে আসবেন শ্রেয়স আইয়ার। এই কম্বিনেশন বজায় থাকবে কীনা, সেটাই এখন দেখতে চাইছেন বিশেষজ্ঞরা। প্রথম দুটি ম্যাচে কেএল রাহুল নেই। অর্থাৎ উইকেটকিপার হিসাবে ইশানের জায়গা পাকা। ফলে অনিশ্চিত সূর্য যাদব।

পাঁচ বোলারে খেললে হার্দিক, জাডেজার পার্টনার অবশ্যই সামি, বুমরা, সিরাজ। ফলে এই ম্যাচে জায়গা হচ্ছে না শার্দুল ঠাকুরের। যদিও শার্দুল খেললে একজন অতিরিক্ত ব্যাটসম্যান থাকবে দলে। তবে সবটাই নির্ভর করছে ক্যান্ডির আবহাওয়ার উপর। কারণ, পূর্বাভাসে শুধুই বৃষ্টি।

a month ago
India: এগিয়ে আসছে বিশ্বকাপ, ভারতের দল ঘোষণা কবে

দিন এগিয়ে আসছে। বিশ্বকাপের দল ঘোষণা কবে ? ইঙ্গিত যা পাওয়া যাচ্ছে, তাতে রোহিত শর্মাদের দল ঘোষণা হতে পারে সেপ্টেম্বর মাসের তিন তারিখে।  আসছে শনিবার এশিয়া কাপের সবচেয়ে বড় ম্যাচ। ক্যান্ডিতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। মনে করা হচ্ছে, ওই ম্যাচ দেখেই বিশ্বকাপের দল ঘোষণা করে দিতে পারেন অজিত আগারকর।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ২১ থেকে ২৭ সেপ্টেম্বর এই সিরিজ হবে। তাতেই পরখ করা হতে পারে বিশ্বকাপের দলকেই। তবে ১৮ নয়, ঘোষণা করা হতে পারে ১৫ জনের দল। কারণ, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই অভিযান শুরু করবে ভারত। তাই, একই টিম রাখার ব্যাপারে পক্ষপাতী নির্বাচকরা।

লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ারকে কী বিশ্বকাপের দলে রাখা হবে ? কারণ, এশিয়া কাপের দলে আধা-ফিট রাহুল নিয়ে অনেক কথা উঠেছে। এই পরিস্থিতিতে রাহুল এবং শ্রেয়স দু জনকেই এশিয়া কাপে একবার হয়তো দেখে নেওয়া হবে। তারপরেই তাঁদের দু জনকে নিয়ে বিশ্বকাপের দলে সিদ্ধান্ত নেওয়া হবে।

a month ago


Rinku Singh: অবশেষে স্বপ্ন সত্যি, দেশের নীল জার্সিতে নাইট বাহিনীর হিরো রিঙ্কু

অবশেষে স্বপ্ন সত্যি হল রিঙ্কু সিং-এর (Rinku Singh) ! প্রত্যেক ভারতীয় ক্রিকেটারের যে স্বপ্ন থাকে, টিম ইন্ডিয়ার সেই নীল জার্সি এবার গায়ে উঠল রিঙ্কু সিং-এর। চলতি বছরের আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে দুর্ধর্ষ ফর্মে ছিলেন ২৫ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার। ঘরে ঘরে ছড়িয়ে পড়েছিল তাঁর নাম।

উল্লেখ্য, আয়ারল্যান্ডের মাঠে শুক্রবার ক্যাপ্টেন বুমরার ভারত। কলকাতা কিন্তু তাকিয়ে একজনের দিকে। তিনি রিঙ্কু সিং। এশিয়ান গেমসের আগে এই সিরিজেই তাঁর গায়ে উঠতে পারে ভারতের জার্সি। বুমরার যুবদলে অন্যতম ভরসার নাম উত্তরপ্রদেশের এই বাঁ-হাতি।

আয়ারল্যান্ড যাওয়ার পথেই মুখোমুখি হয়েছিল দুই নবাগত রিঙ্কু এবং উইকেট-কিপার ব্যাটার জিতেশ শর্মা। টুইটারে সেই ভিডিও শেয়ার করেছে বিসিসিআই। তাতে রিঙ্কু জানিয়েছেন, ভারতীয় দলের ডাক পাওয়ার খবর শুনে তিনি বেশ অবাক হয়েছিলেন।

2 months ago
WI vs IND: ৬ বছর পর ক্যারাবিয়ানদের মাটিতে লজ্জার হার ভারতের

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কার্যত গুটিয়ে গেল ভারত। প্রাথমিক ভাবে মনে হয়েছিল দ্বিতীয় একদিনের ম্যাচ ও হাসতে হাসতে বের করে দেবে ঈশান কিশন, হার্দিক পান্ডিয়ারা। দ্বিতীয় দিনের ম্যাচে, কিন্তু ৬ উইকেটে ভারতকে হারিয়ে সিরিজের সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। ১৮২ রান তাড়া করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। বাকিদের কাঁধে দায়িত্ব দিয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দিয়েছিল ভারত। সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন ও অক্ষর পটেল। কিন্তু ঈশানের অর্ধ শতরানের পরেই নামে বিপর্যয়।

৩৪ রানের মাথায় স্পিনার গুডাকেশ মোতির বলে ছক্কা মারতে গিয়ে লং অফে আউট হন শুভমন। ৫ রান পরেই আউট হন ঈশান। বল হাতে ক্রমেই বাড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজের দাপট। ৪০.৫ ওভারে ১৮১ রানে অল আউট হয়ে যায় ভারত।

2 months ago
Shami: সুপ্রিম রায়ে অস্বস্তি, বিশ্বকাপের আগেই গ্রেফতার হতে পারেন ভারতীয় পেসার শামি

বিশ্বকাপের (World Cup) আগেই গ্রেফতার (Arrest) হতে পারেন ভারতীয় ক্রিকেট (India Cricket Team) দলের তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি। আদালতের সাম্প্রতিকতম নির্দেশের পর অন্তত আইনি দিক থেকে এমন সম্ভাবনা থাকছেই।

মহম্মদ শামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা-সহ একাধিক অভিযোগ করেছিলেন স্ত্রী হাসিন জাহান। আলিপুর সেশন কোর্টকে এই বিষয়টি আগামী এক মাসের মধ্যে মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, যদি তার মধ্যে মিটিয়ে ফেলা সম্ভব না হয়, তা হলে স্থগিতাদেশের ব্যাপারে নতুন করে ভাবতে হবে। অর্থাৎ সে ক্ষেত্রে আলিপুর সেশন কোর্ট মহম্মদ শামির গ্রেফতারির বিরুদ্ধে স্থগিতাদেশ তুলে নিতে পারে এবং শামি বিশ্বকাপের আগেই গ্রেফতার হতে পারেন।

বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ। সেই বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি পিভি নরসীমা এবং বিচারপতি মনোজ মিশ্র।

ঘটনাটি প্রায় ৫ বছরের পুরনো। ২০১৮-র ৮ মার্চ যাদবপুর থানায় শামির বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ করেন হাসিন। মামলাটি ওঠে আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের অধীনে। তিনি ২০১৯-এর ২৯ অগস্ট শামিকে গ্রেফতারির নির্দেশ দেন।

3 months ago


Cricket: সদ্য শেষ আইপিএল, ক্রিকেটারদের ১ মাস ছুটি দিলো বোর্ড

সদ্য শেষ হল আইপিএল (IPL)। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (Test Championship) ফাইনাল। টানা খেলা চলছে, বিশ্রামই পাচ্ছেন না ভারতীয় দলের (Indian Team) ক্রিকেটাররা। তবে, কোহলি, রোহিত শর্মাদের জন্য একটাই স্বস্তির খবর যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন তাঁরা। ১১ জুনের পর থেকে টানা একমাস ছুটি ভারতীয় দলের। তারপর আগামী কয়েকমাস আবার টানা খেলতে হবে।

বিসিসিআই-এর তরফে ভারতীয় দলের যে সূচি, তাতে জানা গিয়েছে, টেস্ট বিশ্বকাপের ফাইনাল শেষ হচ্ছে ১১ জুন। তারপর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত কোনও খেলা নেই। একমাসের অবসর পাবে ভারতীয় দল। ১২ জুলাই আবার ওয়েস্ট ইন্ডিজ সফর। সেখানে দু’টি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।

অগস্টে আবার রয়েছে এশিয়া কাপ। তারপর ৫ অক্টোবর থেকে শুরু হবে এক দিনের বিশ্বকাপ। এরপর দক্ষিণ আফ্রিকা সফর। অর্থাৎ জানুয়ারি পর্যন্ত পর পর ম্যাচ রয়েছে ভারতীয় দলের।

4 months ago
Cheetah: চিতার মৃত্যুতে উদ্বিগ্ন প্রশাসন, নামিবিয়ায় প্রশিক্ষণ নিতে সরকারি দল পাঠাচ্ছে কেন্দ্র

দেশে চিতার (Cheetah) বংশবৃদ্ধি করতে নামিবিয়া (Namibia) ও দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে আনা হয়েছিল মোট ২০ টি চিতা। কিন্তু মধ্য়প্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) চিতাগুলোকে ছাড়তেই মৃত্যু হয়েছে একাধিক চিতার। ৩ মাসের মধ্যেই পূর্ণবয়স্ক ও শাবক চিতা মিলিয়ে মোট চিতার মৃত্যু হয়েছে ৬টি। ফলে কুনোতে বর্তমানে চিতা রয়েছে ১৪টি। কিন্তু একের পর এক চিতার মৃত্যুতে উদ্বিগ্ন হয়ে পড়েছে প্রশাসন। তাই এই মৃত্যু মিছিল ঠেকাতে এক বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বনমন্ত্রী ভুপেন্দর যাদব জানিয়েছেন, দেশে চিতা ফেরানোর প্রকল্পের সঙ্গে যুক্ত সরকারি কর্মীদের নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকায় পাঠানো হবে প্রশিক্ষণের জন্য। সেই সফরে তাঁরা চিতা সংক্রান্ত অধ্যয়ন করবেন।

কেন্দ্রীয় বনমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী ৬ জুন চিতাগুলির অবস্থা পর্যবেক্ষণের জন্য তিনি নিজে কুনো জাতীয় উদ্যানে যাবেন। চিতাগুলির সুরক্ষা, সংরক্ষণ এবং পুনরুজ্জীবনের জন্য আর্থিক এবং সমস্ত লজিস্টিক সহায়তা প্রদান করা হবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় বনমন্ত্রী। এই ঘোষণা তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সোমবার বৈঠক করেই নিয়েছেন বলে জানিয়েছেন ভুপেন্দর যাদব।

4 months ago