Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

TVSerial

Bollywood: মাল্টিপল অর্গান ফেলিওরে প্রয়াত নুক্কর খ্যাত অভিনেতা সমীর খাকর

সতীশ কৌশকের মৃত্যুশোক কাটতে না কাটতেই ফের বলিউডে শোকের ছায়া।প্রয়াত প্রবীণ অভিনেতা (Entertainment) সমীর খাকর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। কয়েকদিন ধরেই শ্বাসকষ্ট ও নানা শারীরিক রোগে ভুগছিলেন নুক্কর খ্যাত এই অভিনেতা। মঙ্গলবার বিকেলে হঠাত্ অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

সেখানে যেতেই শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গ বিকল (Paralysis) হতে শুরু করে। চিকিৎসকদের অনেক চেষ্টার পরেও শেষরক্ষা হয়নি। বুধবার ভোরে প্রয়াত হয়েছেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। অভিনেতার মৃত্যুতে তাঁর ছোট ভাই গনেশ খাকর জানান, 'মঙ্গলবার বিকেলে শরীর খারাপ হওয়ায় অজ্ঞান হয়ে পড়েন দাদা। তারপর হাসপাতালে নিয়ে গেলে অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হতে থাকায় মৃত্যু হয় অভিনেতা সমীর খাকরের।' বুধবার অভিনেতার শেষকৃত্য(Last Rites)।

সমীর খাকর দূরদর্শনের জনপ্রিয় নুক্কর ধারাবাহিকের পরিচিত মুখ ছিলেন। সার্কাস ধারাবাহিকেও কাজ করেন সমীর। পাশাপাশি ছোট পর্দায় রাজাবাবু, দিলওয়ালে, শাহেনশার মতো ছবিতেও দেখা গিয়েছে এই অভিনেতাকে। 


one year ago
Mumbai: টিভি ধারাবাহিকের সেটে বিধ্বংসী আগুন, ছাই ২ হাজার বর্গফুটের স্টুডিও

মুম্বইয়ের (Mumbai) ফিল্মসিটির একটি স্টুডিওতে (film city) বিধ্বংসী অগ্নিকাণ্ড (fire)। জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ফিল্মসিটির টিভি সিরিয়াল "গুম হ্যায় কিসিকে পেয়ার মে"-এর সেটে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে এ ঘটনার জেরে শুটিং বন্ধ (Closed Shooting) রাখা হয়েছে সিরিয়ালটির। 

বৃহন্মুম্বই পুর কর্পোরেশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্টুডিওতে সিরিয়ালটির শুটিং হচ্ছিল। বিকেল ৪.৩০টের দিকে আগুনের খবর আসে। কোনও হতাহতের খবর নেই। তবে আগুনে নীচের তলার ২ হাজার বর্গফুটের স্টুডিয়োর ক্ষতি হয়েছে।

প্রায় ২০০০ বর্গফুট এলাকায় প্রথমে আগুন লাগে। এরপর দ্রুত সেই আগুন স্টুডিওর অন্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় পুর এলাকা। সূত্রের খবর, কমপক্ষে ১২টি দমকলের ইঞ্জিন, সাতটি জলের পাইপ, একটি জলের ট্যাঙ্কার এনে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার ব্রিগেড আগুনটিকে লেভেল-৩ বলে দাবি করেছে এবং লেভেল-৪ সবচেয়ে গুরুতর।

one year ago