Breaking News
Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ      High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার      Gardenrech Controversy: গার্ডেনরিচের বহু অবৈধ নির্মাণ প্রশাসনের ঔদাসীন্যতা! উঠছে প্রশ্ন...     

Syria

Israel: ভূমিকম্প বিপর্যয়ের মাঝেই ইজরায়েলি রকেট হানা সিরিয়ায়! মৃত ১৫, ধুলিস্যাত বহুতল

ভূমিকম্পে (EarthQuake) কার্যত মৃত্যুপুরীতে পরিণত সিরিয়া (Syria) ও তুরস্ক। তার মধ্যে ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কিত বাসিন্দারা। ভূমিকম্প বিপর্যয়ের কাটিয়ে ওঠার আগেই এবার সিরিয়ার বুকে আছড়ে পড়ল ইজ়রায়েলি ক্ষেপণাস্ত্র (Israeli missile strikes)। এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, সিরিয়ার দামাস্কাসের (Damascus) এক আবাসিক ভবনে ইজরায়েলি রকেট হামলায় ১৫ জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশি। জানা গিয়েছে, ইরানি প্রতিষ্ঠানের কাছে নিরাপত্তা কমপ্লেক্সে রকেটটি আঘাত হানে।

যে এলাকায় ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়েছে সেখান থেকে একটু দূরেই সিরিয়ার নিরাপত্তারক্ষী ও সেনার একাধিক গুরুত্বপূর্ণ দফতর। গোয়েন্দার সদর দফতর রয়েছে। রয়েছে ইরানের সাংস্কৃতিক কেন্দ্রও। প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় রাজধানীর কেন্দ্রস্থলে ওমাইয়াদ স্কোয়ারের কাছে ঘনবসতিপূর্ণ এলাকায় বেশ কয়েকটি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ ইজ়রায়েলের দখলে থাকা গোলান প্রদেশ থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় দামাস্কাসে। ক্ষেপণাস্ত্রের হানায় ভেঙে পড়েছে দশ তলা বাড়ি। সিরিয়ার প্রশাসনের দাবি, রবিবারের এই হামলা ইজ়রায়েলের করা ভয়াবহ হামলার মধ্যে অন্যতম।

one year ago
Earthquake: মৃত্যুপুরী তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ছাড়াতে পারে ৫০ হাজার! বলছে রাষ্ট্রপুঞ্জ

তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একের পর এক বহুতল। কিছু বুঝে ওঠার আগেই চাপা পড়ে প্রাণ গিয়েছে অসংখ্য মানুষের। তুর্কি যেন এখন এক মৃত্যুপুরী। সোমবার ভয়াবহ ভূমিকম্পের (Earthquake) জেরে তছনছ হয়েছে তুরস্ক (Turkey) ও সিরিয়া (Syria)। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। এছাড়া ৭.৬, ৬ মাত্রায় আরও দু'বার ভূমিকম্প বা আফটার শকে কেঁপেছে এই দুই পড়শি দেশ। ফের মঙ্গলবারও দু'বার কেঁপে ওঠে তুর্কি-সিরিয়া সীমান্ত। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তুর্কি এবং সিরিয়া মিলিয়ে প্রায় ২৮ হাজার জনের মৃত্যু হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বিশেষজ্ঞদের মতে, মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে। আহতের সংখ্যা গণনা করা সম্ভব হয়ে ওঠেনি।

জানা গিয়েছে, তুরস্কে ২৪,৬১৭ জন এবং সিরিয়ায় ৩,৫৭৪জন মারা গিয়েছে। এখনও ধ্বংসস্তূপের তলায় যত দেহ চাপা পড়ে আছে, তা উদ্ধার করা গেলে মৃত্যুর সংখ্যা ছুঁয়ে ফেলতে পারে আধ লক্ষ।

চারিপাশে হাহাকার, কান্নার রোল। বাঁচার জন্য কাতর আর্তি। অসংখ্য ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে শত শত মানুষের লাশ। আবার কেউ কেউ বাঁচার জন্য কাতরাচ্ছেন। প্রসঙ্গত, ১৯৩৯ সালেও ভয়াবহ ভূমিকম্পে কেঁপেছিল তুরস্ক।

one year ago
Turkey: মৃত্যুপুরী তুরস্ক-সিরিয়া! ধ্বংসস্তুপের নিচে কোথাও প্রাণ, কোথাও আবার লাশের হদিশ

প্রবল ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত তুর্কি (Turkey Earthquake) ও সিরিয়া (Syria)। গত চারদিনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১ হাজার। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ। কার্যত মৃত্যু (Death) মিছিল। চারদিকে কেবল হাহাকার, কান্নার শব্দ। ধ্বংসাবশেষের নিচে আটকে থাকাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বাহিনী। মৃতের সংখ্যা যে ক্রমশ বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। আহতের সংখ্যা ৭৫,০০০ ছাড়িয়েছে। এর মধ্যেই প্রাণের সন্ধান পেলেন উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপের নীচে সদ্যোজাতকে উদ্ধার করলেন তাঁরা। উদ্ধার হল একটি পোষ্য।

একজন ভারতীয় নিখোঁজের খবর পাওয়া গিয়েছে। আরও ৭ ভারতীয়ের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তুরস্কে ৬ বছরের এক কিশোরীর জীবন বাঁচিয়েছে এনডিআরএফ দল। ভিডিওটি টুইট করে এনডিআরএফ দলের কাজের প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

একেবারে ধ্বংসস্তূপে পরিণত দেশটি। চারিদিকে শুধু কান্নার রব আর খাবারের জন্য আর্তনাদ। তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। শৈতপ্রবাহের জেরে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজও। যদিও ভারত-সহ বিভিন্ন দেশ ইতিমধ্যে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। ভূমিকম্পে বিধ্বস্তদের জন্য চিকিৎসার পাশাপাশি খাবার, জলও পাঠানো হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, ভূমিকম্পের পর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায়, ধ্বংসস্তূপ থেকে কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করার সম্ভাবনা কম।

one year ago


Earthquake: বিপর্যয়ের চার দিন, তুরস্কে শুধু কান্না-হাহাকার! ঘোষণা ৭ দিনের এমার্জেন্সি

৭.৮, ৭.৬, ৬, পরপর তিন-তিনটে ভূমিকম্পে সোমবার কেঁপে উঠেছিল তুর্কি (Turkey Earthquake)। আর তাতেই কার্যত ধ্বংস হয়ে গেল তুর্কির একাধিক শহর। ক্ষতিগ্রস্ত সিরিয়াও (Syria)। মঙ্গলবারও দু'বার কেঁপে ওঠে তুর্কি-সিরিয়া সীমান্ত। সরকারি হিসেব অনুযায়ী, তুর্কি এবং সিরিয়া মিলিয়ে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আর আহতের সংখ্যা জানা গিয়েছে ৭০ হাজার ছুঁইছুঁই।

তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একের পর এক বহুতল। রাস্তায় সারিবদ্ধ লাশ। তিন মাসের জন্য এমারজেন্সি ঘোষণা করা হয়েছে তুর্কিতে। সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি জানিয়েছেন, ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলিতে ৫৪ হাজার তাবুর বন্দোবস্ত করা হয়েছে। ১ লাখ ২ হাজার শয্যার আয়োজন করা হয়েছে। পাঁচ হাজার বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য উদ্ধারকাজ চালাচ্ছে।

চারিপাশে হাহাকার, কান্নার রোল। বাঁচার জন্য কাতর আর্তি। অসংখ্য ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে শত শত মানুষের লাশ। আবার কেউ কেউ বাঁচার জন্য কাতরাচ্ছেন। এদিকে বিপর্যস্ত দেশের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই ভারতের দু’টি উদ্ধারকারী দল তুরস্কে পৌঁছে গিয়েছে।

one year ago
Syria: ভুমিকম্প কেড়েছে পরিবার-পরিজন! ভাইয়ের মাথা আগলে উদ্ধারের আর্জি ছোট মারিয়ামের

রাখে হরি মারে কে! এই প্রবাদ বাক্যটি চিরন্তন সত্য। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক (Turkey Earthquake) এবং সিরিয়া (Syria)। ধ্বংসাবশেষের নিচে আটকে থাকাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বাহিনী। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। তার মধ্যে একটি ভিডিও মানুষের মনে আলোড়ন সৃষ্টি করেছে। বিপদের আঁচ থেকে ভাইকে আগলে রাখার দৃশ্য সকলের নজর কেড়েছে।

ভিডিওতে দেখা গিয়েছে, সাত বছর বয়সী একটি মেয়ে ভাইকে ধ্বংস্তূপের নিচ থেকে বাঁচানোর জন্য কাতর আর্তনাদ করছে। বাড়ি ভেঙে একেবারে গুড়িয়ে গিয়েছে। তার মধ্যে আটকে রয়েছে দু'জন। আর মেয়েটির মাথা কোনও এক চাপা পড়া দেওয়ালের মাঝে আটকে। তবে নিজের মাথার পরোয়া না করে সে নিজের একটি হাত ভাইয়ের মাথার উপর রেখেছে। যেন ওই খুদে হাত দিয়েই ভেঙে পড়া দেওয়াল আটকে দেবে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, উত্তর সিরিয়ায় তাদের বাড়ির অবশিষ্টাংশের কংক্রিটের স্ল্যাবের নিচে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে ছিল দুই শিশু। বিছানায় শুয়ে থাকা অবস্থায় ঘটনাটি ঘটেছে তা ভিডিও থেকে বোঝা যাচ্ছে। ভিডিয়োতে যে মেয়েটিকে দেখা গিয়েছে তার নাম মারিয়ম। বারবার ভাইয়ের চোখ-মুখ পরিষ্কার করে দিচ্ছিল। যাতে ছোট ভাইয়ের চোখেমুখে ধুলোবালি না ঢোকে। মাঝে মধ্যে ভাইয়ের মাথায় হাত বুলিয়েও দিচ্ছিল সে। শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, তারা দু'জনেই সুস্থ রয়েছে। তাদের চিকিৎসা চলছে। সোমবার ভোররাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। কম্পনের প্রভাব পড়ে প্রতিবেশী দেশ সিরিয়াতেও। উদ্ধারকাজ শুরু হতেই লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা বাড়তে থাকে। বুধবার পর্যন্ত পাওয়া খবর, দুই দেশে মৃতের সংখ্যা প্রায় ১১ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় আগামী ৩ মাসের জন্য জারি হয়েছে জরুরি অবস্থা।

one year ago


Earthquake: কম্পনের জেরে তিন মিটার সরলো তুরস্ক, এখনও ধ্বংসস্তুপের নিচে লাশ

প্রকৃতির রুদ্র রূপের কাছে মানুষ বড্ড অসহায়। জীবন একেবারেই অনিশ্চিত। আর তা আরেকবার প্রমাণ করে দিল তুরস্কের ভয়াবহ ভূমিকম্প (Earthquake)। একের পর এক বিধ্বংসী ভূমিকম্পে কার্যত নিশ্চিহ্ন হওয়ার পথে তুর্কি। চোখের নিমেষে ভেঙে পড়েছে সুউচ্চ অট্টালিকা। তুর্কি যেন এখন এক মৃত্যুপুরী। সোমবার ভূমিকম্পের জেরে তছনছ হয়েছে তুরস্ক (Turkey) ও সিরিয়া (Syria)। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। এছাড়া ৭.৬, ৬ মাত্রায় আরও দু'বার ভূমিকম্প বা আফটার শকে কেঁপেছে এই দুই পড়শি দেশ। মঙ্গলবারও দু'বার কেঁপে ওঠে তুর্কি-সিরিয়া সীমান্ত। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তুর্কি এবং সিরিয়া মিলিয়ে প্রায় ৮ হাজার জনের মৃত্যু হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আর আহতের হিসেব রাখা কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

অন্যদিকে, প্রকৃতির এই ধ্বংলীলার জেরে দেশটির ভৌগলিক অবস্থানগত পরিবর্তন হয়েছে গত কয়েকঘণ্টায় বলে দাবি বিশেষজ্ঞদের। তাঁরা জানিয়েছেন, তিন মিটার সরে গিয়েছে দেশটি। ইটালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স অ্যান্ড ভলক্যানোলজির প্রেসিডেন্ট কার্লো ডগলিনি বলেন, "আনাটোলিয়ান প্লেট থেকে আরব প্লেটের দূরত্ব তিন মিটার বেড়ে গিয়েছে। উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিমে এই আরব প্লেট তিন মিটার পর্যন্ত সরে গিয়েছে।" ফলে বলা যায়, বিশ্ব মানচিত্রে বদল এনে দিল প্রকৃতির এই খেল।

পাশাপাশি বেসামাল তুরস্কর প্রতি সাহায্য়ের হাত বাড়িয়েছে ভারত। বুধবার তুরস্কের আদানা শহরে পৌঁছেছে ভারতের পাঠানো প্রথম দফার ত্রাণসাহায্য। সেই সঙ্গে মেডিকেল টিম, অর্থোপেডিক সার্জিক্যাল টিম, জেনারেল সার্জিক্যাল স্পেশালিস্ট টিম, মেডিকেল স্পেশালিস্ট টিম-সহ ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। একটি ৩০ শয্যা বিশিষ্ট চিকিৎসা সুবিধা স্থাপনের জন্য দলগুলো এক্স-রে মেশিন, ভেন্টিলেটর, অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, কার্ডিয়াক মনিটর এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি দিয়ে সজ্জিত রয়েছে।

one year ago
Earthquake: তুরস্ক-সিরিয়া যেন মৃত্যুপুরী, ধ্বংসস্তুপের নিচে লাশের সারি! মৃত বেড়ে সাড়ে ৪ হাজার

তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একের পর এক বহুতল। কিছু বুঝে ওঠার আগেই চাপা পড়ে প্রাণ গিয়েছে অসংখ্য মানুষের। তুর্কি যেন এখন এক মৃত্যুপুরী। সোমবার ভয়াবহ ভূমিকম্পের (Earthquake) জেরে তছনছ হয়েছে তুরস্ক (Turkey) ও সিরিয়া (Syria)। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। এছাড়া ৭.৬, ৬ মাত্রায় আরও দু'বার ভূমিকম্প বা আফটার শকে কেঁপেছে এই দুই পড়শি দেশ। সেই রেশ কাটতে না কাটতেই ফের মঙ্গলবার সকালে কম্পন অনুভূত হল তুরস্কে। মার্কিন জিওলজিক্যাল সার্ভিস (US Geological Service) জানাচ্ছে, এদিন সকালে ৫.৬ রিখাটার স্কেল মাত্রার একটি কম্পন হয়েছে তুর্কিতে। সরকারি হিসেব অনুযায়ী, সোমবারের ভূমিকম্পে  মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার। আহত ১৮ হাজারেরও বেশি মানুষ।


এদিকে, মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি এবং তুষারপাত। ফলে ব্যাহত উদ্ধারকাজ। পাশাপাশি বেসামাল তুরস্কর প্রতি সাহায্য়ের হাত বাড়িয়েছে ভারত। ভারতীয় দূতাবাসের সঙ্গে সমন্বয় করে পাঠানো হয়েছে খাদ্য-জল। আগ্রা-ভিত্তিক আর্মি ফিল্ড হাসপাতাল ৮৯ সদস্যের একটি মেডিকেল দল পাঠিয়েছে। এই দলে অন্যান্য মেডিকেল টিম ছাড়াও অর্থোপেডিক সার্জিক্যাল টিম, জেনারেল সার্জিক্যাল স্পেশালিস্ট টিম, মেডিকেল স্পেশালিস্ট টিম সহ ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। একটি ৩০ শয্যা বিশিষ্ট চিকিৎসা সুবিধা স্থাপনের জন্য দলগুলো এক্স-রে মেশিন, ভেন্টিলেটর, অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, কার্ডিয়াক মনিটর এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি দিয়ে সজ্জিত রয়েছে।


অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ঘটনায় শোক প্রকাশ করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে ফোন করে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। তিনি টুইটে বলেন, "তুর্কি এবং সিরিয়াতে প্রকৃতির যে ধ্বংসলীলা চলেছে, তাতে বহু মানুষের প্রাণহানি হয়েছে। আমি গভীরভাবে মর্মাহত। তুর্কির পরিস্থিতির উপর নজর রাখছে আমেরিকা। একটি মনিটরিং টিম তৈরি করা হয়েছে এর জন্য।"

প্রসঙ্গত, ১৯৩৯ সালেও ভয়াবহ ভূমিকম্পে কেঁপেছিল তুরস্ক। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় ছড়িয়েছে বিপর্যয়ের দৃশ্য। ভিডিওয় দেখা যাচ্ছে বিল্ডিংগুলির আর কোনও অস্তিত্ব নেই। চারদিকে কেবল ধ্বংসস্তূপ। প্রাণ বাঁচানোর আশায় স্থানীয়দের ছোটাছুটি করতেও দেখা যাচ্ছে। উদ্ধারকাজে এগিয়ে এসেছে দমকলকর্মী এবং বিপর্যয় মোকাবিলা দফতর।


one year ago
Earthquake: প্রাণ বাঁচাতে ছুটছে তুরস্কবাসী, ভূমিকম্পের জেরে মৃত-আহতর সংখ্যা ৫০০ পার!

সোমবার ভয়াবহ ভূমিকম্পের (Earthquake) জেরে তছনছ তুরস্ক (Turkey) ও সিরিয়া (Syria) । রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। মৃতের সংখ্যা ২০০ অতিক্রান্ত। 

তুরস্ক মিডিয়ার পক্ষ থেকে ১০০ জনের মৃত্যু ও ৪৪০ জনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ভূমিকম্পের জেরে একটি ১৬তলা বিল্ডিং-এ ধস নামে। তুরস্কের রাজধানী আনকারা থেকে ৪৬০ কিমি দূরে এই ভূমিকম্পের উৎস বলে জানা গিয়েছে। ভূমিকম্পের তরঙ্গের গতি এতই বেশি ছিল যে, সাইপ্রাস ও লেবাননেও কম্পন অনুভূত হয়। উত্তর সিরিয়ায় মারা গিয়েছেন ৯৯ জন, গুরুতর আহত হয়েছেন প্রায় ৩৩৪ জন।

প্রসঙ্গত, ১৯৩৯ সালেও ভয়াবহ ভূমিকম্পে কেঁপেছিল তুরস্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় ছড়িয়েছে বিপর্যয়ের দৃশ্য। ভিডিওয় দেখা যাচ্ছে বিল্ডিংগুলি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। প্রাণ বাঁচানোর আশায় স্থানীয়দের ছোটাছুটি করতেও দেখা যাচ্ছে। উদ্ধারকাজে এগিয়ে এসেছে দমকলকর্মী এবং বিপর্যয় মোকাবিলা দফতর।

তুরস্কের প্রেসিডেন্ট জানিয়েছেন ইতিমধ্যেই উদ্ধারকারী দল উপস্থিত হয়েছে। বিল্ডংগুলির ধ্বংসস্তুপের নীচে কেউ বেঁচে আছেন কিনা তা খোঁজ নেওয়া হবে।


one year ago