Breaking News
Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ      High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার      Gardenrech Controversy: গার্ডেনরিচের বহু অবৈধ নির্মাণ প্রশাসনের ঔদাসীন্যতা! উঠছে প্রশ্ন...     

Suffering

Train: ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, বিকেল থেকে যাত্রী ভোগান্তি বর্ধমান লাইনে

ট্রেনের (Train) প্যান্টোগ্রাফ ভেঙে ব্যাহত ট্রেন পরিষেবা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রচণ্ড ঝড়-বৃষ্টির জেরেই ভাঙল আপ সরাইঘাট এক্সপ্রেস (Saraighat Express) ট্রেনের প্যান্টোগ্রাফ। যার জেরে নওয়াদা-গুসকরা (Nawada-Guskara) স্টেশনের মাঝে থমকে গিয়েছে ট্রেনটি।  মাঝপথে সরাইঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ায় বর্ধমান-রামপুরহাট লুপলাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। ফলে চরম বিপাকে পড়েছেন আপ সরাইঘাট এক্সপ্রেসের যাত্রী সহ বর্ধমান-রামপুরহাট লুপলাইনের নিত্যযাত্রীরা।

জানা গিয়েছে, এদিন বিকেল ৫ টা ৪০ মিনিট নাগাদ আপ সরাইঘাট এক্সপ্রেস বর্ধমান-রামপুরহাট লুপলাইনে নওয়াদা স্টেশন ছাড়িয়ে গুসকরা স্টেশনে ঢুকছে। হঠাৎ করেই প্রচণ্ড ঝড়-বৃষ্টির জেরে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। তারপরই ট্রেনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং থমকে যায় ১২৩৪৫ আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসটি। এর ফলে ওই লাইনে অন্যান্য ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে। বনপাস স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। আপ হাওড়া- রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন আটকে পড়ে ঝাপটের ঢাল স্টেশনে। এছাড়া কতগুলি লোকাল ট্রেনও দাঁড়িয়ে পড়ার খবর রয়েছে। ফলে চরম সমস্যায় পড়েন এই সমস্ত ট্রেনের যাত্রীরা।

যদিও রেলের তরফে জানা গিয়েছে, আপ সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে পড়ার খবর পেয়েই সেটি মেরামতির জন্য বোলপুর ও বর্ধমান থেকে টাওয়ার ভ্যান ঘটনাস্থলে যায়। শেষ পাওয়া খবর পর্যন্ত,  মেরামতির কাজ চলছে। সরাইঘাট এক্সপ্রেসটি না এগোনো পর্যন্ত বাকি ট্রেনগুলি এগোনো সম্ভব নয়।

10 months ago