Breaking News
Garden Reach: সাতসকালে ভয়াবহ আগুন গার্ডেনরিচ রেলের হাসপাতালে, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...      NIA: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ NIA      ED: অবশেষে ইডির স্ক্যানারে চন্দ্রনাথের 'মোবাইল-হিস্ট্রি', খুলতে পারে নিয়োগ দুর্নীতি রহস্যের জট      PM Modi: তৃণমূল মানেই দুর্নীতি-লুট! ভোট প্রচারে সন্দেশখালির পর ভূপতিনগর নিয়ে সরব মোদী     

State

Sandeshkhali: শিশুকে ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলার অভিযোগ! সন্দেশখালিতে রাজ্য শিশু সুরক্ষা কমিশন

এবার সন্দেশখালিতে রাজ্য় শিশু সুরক্ষা কমিশন। শনিবার সকালে সন্দেশখালিতে প্রবেশ করেছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস, উপদেষ্ঠা সুদেষ্ণা রায় সহ ছয় জনের একটি প্রতিনিধি দল। সন্দেশখালি থানার অন্তর্গত খুলনা দ্বীপের সিতুলিয়ায় যাচ্ছে শিশু সুরক্ষা কমিশন। জানা গিয়েছে, এদিন গোটা সন্দেশখালি গ্রাম খতিয়ে দেখবে শিশু সুরক্ষা কমিশন।

সুদেষ্ণা রায় জানিয়েছেন, 'আমরা শুনেছি একটি শিশুকে তাঁর মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলা হয়েছে। এখন সেই শিশুটা কেমন আছে এবং গ্রামের অন্যান্য শিশুরা কেমন আছে, সেই সমস্ত খোঁজ খবর নিচ্ছি আমরা। উচ্চমাধ্য়মিক পরীক্ষা চলছে। পরাক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে কোনওরকম অসুবিধা হচ্ছে কিনা? সেই বিষয়েও খতিয়ে দেখতে চাই।'  

সন্দেশখালি ঘটনা ১০ দিন পার। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। এখনও পর্যন্ত এই ঘটনায় ১৫ টা মামলা রুজু আছে সন্দেশখালি থানায়। সন্দেশখালিতে রাজ্য় মহিলা কমিশনের প্রতিনিধি দল যাওয়ার পর উঠেছিল মহিলাদের উপর অত্য়াচারের অভিযোগ। তারপরেই শাহজাহান এবং শিবু হাজারার গ্রেফতারির দাবিতে বিক্ষোভে সামিল হয়েছিল গ্রামের মহিলা সদস্য়রা। 

অন্য়দিকে চার দিনের পুলিসি হেফাজত শেষ হওয়ার পর শনিবার ফের আদালতে পেশ করা হবে বিকাশ সিংহ ও উত্তম সর্দারকে। গত কয়েকদিনের ঘটনার কথা মাথায় রেখে, এদিন এই দুই নেতার জামিনের বিরোধিতা করার জন্য প্রস্তুত পুলিস।

2 months ago
Sandeshkhali: সন্দেশখালিতে রাজ্য মহিলা কমিশন, রিপোর্ট নিলেন লীনা গঙ্গোপাধ্যায়

অশান্ত সন্দেশাখালি, উত্তপ্তের আঁচ খুজতে উঠে এসেছে মহিলাদের বিরুদ্ধে অকথ্য অত্যাচার, সম্ভ্রমহানির হাজারো অভিযোগ। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের নামে কান পাতা দায় সন্দেশখালিতে। এমন পরিস্থিতিতে অশান্তির প্রায় ৭ দিনের মাথায় সোমবার সকালে সন্দেশখালিতে গেলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়।

১৪৪ ধারার মধ্যেও প্রত্যন্ত গ্রামীণ এলাকায় পৌঁছন লীনা গঙ্গোপাধ্যায়। ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন, অভিযোগ শোনেন।

মহিলাদের অভিযোগ, রাত ১২ টায় তুলে নিয়ে যাওয়া হতো পার্টি অফিসে। কখনও ছাড়া হতো রাত পেরলো, কখনও ছাড়া হতো ৩-৪ দিন পর। সুন্দরী মেয়ে হোক বা বউ, টার্গেট হতো শাহজাহান ঘনিষ্ঠদের। লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,'মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ ওঠায় কথা বলার জন্য আসা'। এদিন মহিলা কমিশনের প্রতিনিধিদের সঙ্গে কথা বললেন স্থানীয় মহিলারা।

2 months ago
BJP: দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির প্রার্থী

প্রসূন গুপ্তঃ যে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে এবং একক শক্তিতে সেখানে আসন ছাড়তে নারাজ কাউকে কেন্দ্রীয় বিজেপি সংগঠন। যথা উত্তরপ্রদেশ। এখানে যদিও দু'একটি ছোট দল তাদের সহযোগী রয়েছে, কিন্তু আদৌ তাদের একটিও আসন ছাড়া হবে কিনা সন্দেহের। গো-বলয়ে তাদের সহযোগীর দরকার হবে না পরিষ্কার বার্তা একমাত্র হরিয়ানা বাদে। এই রাজ্য জোটসঙ্গীদের দু'একটি আসন ছাড়তে পারে। পঞ্জাবে তাদের প্রাক্তন জোটসঙ্গী অকালি দল।

আপাতত যা খবর, জোট হচ্ছেন না। বিহারে তাদের জোট প্রয়াত রামবিলাস পাসোয়ানের দলের সঙ্গে। হয়তো একটি আসন ছাড়তে পারে। বাকি মহারাষ্ট্রে কিন্তু সংকটে বিজেপি। ৪৮টি আসন রয়েছে এ রাজ্যে। বর্তমানে মহারাষ্ট্রের ক্ষমতায় রয়েছে বিজেপি, ভাঙা এনসিপি, ভাঙা শিবসেনা। শেষ দুটি দলের দাবি ২৪টি আসন ছাড়তে হবে তাদের। বিজেপি কোনও ভাবেই ১৬টির বেশি আসন ছাড়তে নারাজ। উত্তর, পূর্ব, পশ্চিম ভারতে বিজেপি চাইছে যে কোনও ভাবেই হোক ২৪০/২৫০ টি আসন একক শক্তিতে জেতার। ২০১৯-এ কিন্তু তা পেরেছিলো তারা। কিন্তু এবারে এনডিএর বহু জোটসঙ্গী বিজেপির সঙ্গে নেই কাজেই কাজটি কঠিন। বিজেপিকে তাকিয়ে থাকতে হবে 'ইন্ডিয়া' জোটের ভাঙ্গনের দিকেই।

দক্ষিণে এক কর্ণাটক ছাড়া বিজেপির কোনও সংগঠন খুব সুবিধাজনক অবস্থায় নেই। বিজেপির সমস্যা হচ্ছে তারা মূলত হিন্দি ভাষার উপর জোর দিয়েছে। দক্ষিণ ভারত একেবারেই হিন্দি বিরোধী। তেলেঙ্গানা বা কর্ণাটকের কিছু জায়গায় তবু হিন্দি চললেও, বাকি অংশে একদম অচল। বিজেপির বর্তমান নেতাদের বেশিরভাগই হিন্দি ভাষায় অভ্যস্ত। ইংরেজি বলে না। অমিত শাহ তো যে কোনও রাজ্যে গিয়ে হিন্দিতেই ভাষণ দেন এবং তাঁর সঙ্গে স্থানীয় কেউ সেই ভাষণ নিজেদের ভাষায় অনুবাদ করে শোনায়। রাজনীতিতে বারবার এই ফর্মুলা চলে না। কারুর এতো সময় নেই যে একই ভাষণ দুবার করে শুনবে। অন্যদিকে বিপাক বুঝেই কর্নাটকে তারা জনতা দল (এস) এর সঙ্গী হয়েছে কিন্তু একই সাথে হারিয়েছে এআইডিএমকে দলকে। তাই বিজেপি চাইছে পশ্চিমবঙ্গ থেকে অন্তত ৩০টি আসন যদি জয় করা যায়। ৩২ শতাংশ মুসলিম রাজ্যে এ এক কঠিনতম কাজ।

3 months ago


State Anthem: রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠানের শুরু ও শেষে গাইতে হবে 'রাজ্য সঙ্গীত', নির্দেশিকা নবান্নের

রাজ্যের সমস্ত সরকারি অনুষ্ঠান ও কর্মসূচির প্রথমে 'রাজ্য সঙ্গীত' গাইতে হবে। এমনটা নির্দেশিকা দিয়ে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু...', এই গানটিকে 'রাজ্য সঙ্গীত' করার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাব পাশ হয় বিধানসভাতে। এই মর্মেই শনিবার নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফে। শুধু তাই নয়, নির্দেশিকায় প্রতি বছর পয়লা বৈশাখ 'শ্রদ্ধা এবং মর্যাদা'-র সঙ্গে 'রাজ্য দিবস' পালনের কথাও বলা হয়েছে।

রাজ্য সরকারের প্রতিটি অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে ১ মিনিট ৫৯ সেকেন্ডের 'রাজ্য সঙ্গীত' গাইতে হবে। অনুষ্ঠান শেষে জাতীয় সঙ্গীত গাওয়ার কথাও বলা হয়েছে নির্দেশিকায়। জাতীয় সঙ্গীতের পাশাপাশি 'রাজ্য সঙ্গীত' গাওয়ার সময়ও উঠে দাঁড়াতে হবে। অর্থাৎ 'জাতীয় সঙ্গীত'কে যেভাবে দেশবাসী শ্রদ্ধা ও সম্মান জানায়, সেভাবেই রাজ্যবাসীকে 'রাজ্য সঙ্গীত'-কেও করতে বলা হয়েছে।  মুখ্যমন্ত্রী এ ব্যাপারে আগেই নির্দেশ দিয়েছিলেন। এবার সেই নির্দেশই বাস্তবায়িত করল নবান্ন।

নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের গরিমা, সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের 'রাজ্য দিবস' ও 'রাজ্য সঙ্গীত'-এর প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছে। প্রতিবছর সম্মানের সঙ্গে প্রতিটি রাজ্যবাসীকে 'রাজ্য দিবস' (যাকে 'বাংলা দিবস' বলা হবে) পালন করতে হবে।

4 months ago
Weather: শীতের কাটা নিম্নচাপ! কবে জাকিয়ে শীত! কি বলছে আবহাওয়া দফতর

শীতেও গরম বাতাস। কারণে সাগরের নিম্নচাপ। গত কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরে ঘণীভূত হচ্ছে নিম্নচাপ। যা নাকি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আর তার জেরেই শীতহারা বাংলা। হাওয়া অফিস জানিয়েছে, যতক্ষণ না অভিমুখ স্থির হচ্ছে, ততক্ষণ বলা সম্ভব নয় এই ঘূর্ণিঝড়ের অবস্থান ঠিক কী ?

কিন্তু এরজন্য কতদিন বঙ্গের সঙ্গে লুকোচুরি খেলবে শীত ? সেই উত্তরও স্পষ্ট হচ্ছে না। গত কয়েকদিন বেশ একটা শীত শীত ভাব এসেছিল। কিন্তু হঠাৎ তা হারিয়ে গেল। কলকাতা তো বটেই, এমনকী পশ্চিমের জেলাগুলিতেও রাতের দিকে বাড়ছে তাপমাত্রা। উঠছে স্বাভাবিকের উপরে।

ফলে, একটা অদ্ভূত পরিস্থিতির মধ্যেই থমকে রয়েছে শীত। এবার বর্ষা সময়ে এসে আগে চলে গিয়েছে। কিন্তু বাংলার বাইরে লাল সিগন্যালে আটকে ঠান্ডা। হাওয়া অফিসের মতে, ঘূর্ণিঝড় পাক না খেলে হিমালয়ের উত্তুরে হাওয়া আসবে না। আর এই ঘূর্ণিঝড় কবে বাঁক খাবে, তা আপাতত বোঝা দায়।

5 months ago


Zareen Khan: 'জারিন খান প্রতারক নয়, বরং তাঁকেই ঠকিয়েছেন আয়োজকরা', মন্তব্য আইনজীবীর

সলমান খানের ছবি 'ভীর' থেকেই অভিনেত্রী জারিন খান (Zareen Khan)-এর উত্তরণ। নতুন কোনও সিনেমার কারণে না হলেও বর্তমানে অভিনেত্রী বেশ চর্চায়। কারণ, তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। কলকাতায় একটি কালী পুজোর অনুষ্ঠানে উদ্বোধন করতে আসার কথা ছিল অভিনেত্রীর। ১২ লক্ষ টাকা নিয়েও নাকি অভিনেত্রী আসেননি। অনুষ্ঠানের আয়োজকরা ২০১৮ সালে একটি প্রতারণার মামলা দায়ের করেছিলেন জারিনের বিরুদ্ধে। এই মর্মে শিয়ালদহ আদালত জারিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই অভিযোগের মাঝে অভিনেত্রীর আইনজীবী সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিক মন্তব্য করলেন।

জারিনের আইনজীবী রিজওয়ান সিদ্দিকী সামাজিক মাধ্যমে লিখেছেন, কলকাতায় একটি কালীপুজো উদ্বোধন করতে আসার কথা ছিল তাঁর মক্কেল জারিন খানের, একথা ঠিক। কিন্তু অনুষ্ঠানের আয়োজকরা তাঁকে ঠকিয়েছেন। আইনজীবীর দাবি, জারিনকে আয়োজকরা বুঝিয়েছিলেন সেই পুজোর অনুষ্ঠান রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্রীড়া মন্রী এবং প্রাক্তন ক্রীড়া মন্ত্রী আয়োজন করেছিলেন। এমনকি জারিন নাকি, বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন কলকাতা আসার জন্য, তবে শেষ মুহূর্তে তিনি বুঝতে পারেন তাঁকে ঠকানো হচ্ছে। তাই কলকাতার বিমানে ওঠেননি অভিনেত্রী।

আইনজীবী আরও জানিয়েছেন, আদালত তাঁর মক্কেল জারিনের বিরুদ্ধে 'অসাবধানতাবশত' এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তিনি আরও জানিয়েছেন, যোগ্যতার ভিত্তিতে এই মামলার বিচার করে দেখবেন আদালত।

7 months ago
Tet: নিয়োগ দুর্নীতির আবহেই ফের টেট রাজ্য, জানুন কবে!

২০২৩ সালে ডিসেম্বর মাসে প্রাথমিকের টেট পরীক্ষা হবে। আগেই জানিয়েছিল পর্ষদ। বুধবার সাংবাদিক বৈঠক করেন পর্ষদের সভাপতি গৌতম পাল। তিনি জানান, আগামী ১০ ডিসেম্বর টেট পরীক্ষা হবে। বুধবার সন্ধ্যায় পর্ষদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বৃহস্পতিবার থেকেই রেজিস্ট্রেশন করতে পারবেন পরীক্ষার্থীরা।

এনসিটিই-এর গাইডলাইন অনুযায়ী, গতবছর ডিসেম্বরেই টেট পরীক্ষা হয়। এক বছরের মধ্যেই ফের টেট পরীক্ষার ঘোষণা পর্ষদের। পর্ষদ সভাপতি এদিন জানিয়েছেন। এই বছর ওএমআর শিটের আসল কপি পর্ষদ নিয়ে নেবে, পরীক্ষার্থীরা কপি তাঁদের বাড়িতে নিয়ে যেতে পারবেন।

গতবছর টেটে প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। তবে সেই নিয়োগ প্রক্রিয়াও আইনি জটিলতায় আটকে আছে। ফের টেট পরীক্ষা ঘোষণা করল পর্ষদ।

7 months ago
Education policy: শিক্ষাক্ষেত্রে নতুন 'রাজ্য-শিক্ষানীতি' চালু করল রাজ্য, থাকছে মাধ্যমিক পরীক্ষাও

এক পথে না হেঁটে, একই মানের অন্য পথে হাটল বাংলা। ফলে জাতীয় শিক্ষানীতি সম্পূর্ণ না মানলেও জাতীয় শিক্ষানীতির ‘বেস্ট প্র্যাকটিসেস’ টুকু নিয়ে, রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে নতুন শিক্ষানীতি চালু করল রাজ্য। ১৬৩ পাতার রাজ্য শিক্ষানীতি বলবৎ হবে এ রাজ্যের শিক্ষা ক্ষেত্রে। গ্যাজেট নোটিফিকেশন করে আজ থেকেই রাজ্য শিক্ষানীতি বলবৎ শুরু করে দিচ্ছে শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছিলেন, জাতীয় শিক্ষানীতি থেকে ‘বেস্ট প্র্যাকটিসেস’ বেছে নিয়ে তৈরি হয়েছে এই রাজ্য শিক্ষানীতি।

এক বছরের প্রি-প্রাইমারি ক্লাস এবং চার বছরের প্রাথমিকের ক্লাসের কথা বলা হয়েছে। এরপর পঞ্চম থেকে অষ্টম শ্রেণি এবং নবম-দশম শ্রেণি শেষে মাধ্যমিক পরীক্ষা। তারপর একাদশ-দ্বাদশ শ্রেণির শেষে উচ্চমাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে সেমেস্টার পদ্ধতি এবং এমসিকিউ ধাঁচে। প্রত্যেক পড়ুয়ার তিন বছর বয়স থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অ্যাকাডেমিক রেকর্ড জমা থাকবে ক্লাউডে।

একেবারে শুরুর পড়াশোনার জন্য মুখ্যসচিবের নেতৃত্বে একাধিক দফতর মিলিয়ে তৈরি হবে একটি সমন্বয় কমিটি। এর পাশাপাশি প্রত্যেক স্কুলে এবার থেকে ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’-ও আয়োজন করা হবে। পড়ুয়া ও শিক্ষকের অনুপাতে যাতে কোনও সমস্যা না হয়, তার দিকেও নজর দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী শিক্ষকদের গ্রামে বদলি করা হবে। পড়ুয়াদের জন্য নিয়মিত কাউন্সেলিং-এর ব্যবস্থার কথাও বলা হয়েছে রাজ্যের শিক্ষানীতিতে।

উচ্চমাধ্যমিক শেষে স্কুলের গন্ডি পেরনোর পরই শুরু কলেজ জীবন। সেক্ষেত্রে পড়ুয়াদের সুবিধার্ধে স্কুলগুলির সঙ্গে বিভিন্ন মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের সমন্বয় তৈরির কথাও বলা হয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীদের কাছ থেকে অনুদানের নীতি নির্ধারণ করার দিকেও জোর দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষানীতিতে।

একই ক্যাম্পাসে যাতে নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স করানো যায় এবং এর পাশাপাশি আইনের পাঠের জন্য বিশেষ কোর্স চালু করার কথাও বলা হয়েছে সেখানে। এছাড়া ভিন রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যাতে রাজ্যে আসে, সেদিকেও নজর দেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি নীতি নির্ধারণের কথাও বলা হয়েছে রাজ্যের শিক্ষানীতিতে। গুরুত্ব দেওয়া হয়েছে মাতৃভাষা ও আঞ্চলিক ভাষাকে। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব মাধ্যমের পড়ুয়াদের জন্য বাংলা বিষয় পড়ার সুযোগের কথাও বলা হয়েছে।

7 months ago


ACT: বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ টাকা সরাসরি পাবে না রাজ্য, নিয়ম আনছে কেন্দ্র

বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ টাকা আর সরাসরি পাবে না রাজ্য। এবার থেকে সেই টাকা থাকবে রিজার্ভ ব্যাঙ্কে। অর্থাৎ, এতদিন যে বাণিজ্যিক ব্যাঙ্কে কিংবা রাজ্য সরকারের বিভিন্ন দফতরের অ্যাকাউন্টে টাকা মজুত থাকত, তা আর হবে না।

নতুন নিয়মে কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে প্রকল্পের প্রতিটি পর্বে বরাদ্দ টাকা নেওয়ার সময় হিসাব বুঝিয়ে দিতে হবে। খুব শীঘ্রই এই নতুন নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। অনেকে মনে করছেন, এই নতুন নিয়ম চালু হলে, কেন্দ্রীয় বরাদ্দ আর অন্য কাজে ব্যবহার করতে পারবে না রাজ্য।

অর্থমন্ত্রক সূত্রে খবর, পশ্চিমবঙ্গ-সহ প্রতিটি রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে। একটি করে নোডাল এজেন্সি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তারা রিজার্ভ ব্যাঙ্কে একটি করে অ্যাকাউন্ট খুলবে। বরাদ্দের পর ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস’-এর মাধ্যমে টাকা পাঠাবে অর্থ মন্ত্রক। এরপর প্রকল্পের অগ্রগতির উপরে নির্ভর করে টাকা দেবে রিজার্ভ ব্যাঙ্ক। এখন এই নিয়ম আপাতত সীমাবদ্ধ থাকবে পুরোপুরি কেন্দ্রীয় অর্থে পরিচালিত প্রকল্পগুলিতে। পরে কেন্দ্রীয় অনুদান প্রকল্পগুলিতেও একই নিয়ম আনা হবে।

বারবার অভিযোগ উঠেছে, এক খাতে কেন্দ্রীয় বরাদ্দের টাকা অন্য খাতে ব্যবহার করছে রাজ্য। পশ্চিমবঙ্গেই সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন বিরোধীরা। শুধু তা-ই নয়, অব্যবহৃত টাকা শুধু অ্যাকাউন্টে রেখে দেওয়ায় সুদও ‘অনৈতিক ভাবে’ ব্যবহার করেছে রাজ্য সরকার। এমনই গুরুতর অভিযোগ উঠেছে। নতুন নিয়ম চালু হলে এ কাজগুলি করা সব রাজ্যের পক্ষেই কঠিন হবে বলে জানাচ্ছেন তাঁরা।

8 months ago
Bengali: সব স্কুলেই বাংলা বাধ্যতামূলক, রাজ্য মন্ত্রিসভার বড় সিদ্ধান্তে খুশি রাজ্যবাসী

বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলগুলিতে বাংলা বাধ্যতামূলক করল রাজ্য। প্রথম ভাষা হিসেবে বাংলা নিতেই হবে। রাজ্য মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত। একইসঙ্গে বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণের জন্য রাজ্য তৈরি হচ্ছে শিক্ষা কমিশন।

বেসরকারি স্কুলের বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগ ওঠে, সেগুলি শুনবে কমিশন। কমিশনের মাধ্যমে বিশেষ গাইডলাইনও প্রকাশ করা হবে। কমিশনের সদস্যদের নামও শীঘ্রই জানানো হবে।

জানা গিয়েছে, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত রাজ্যের শিক্ষানীতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় বাংলা এবং ইংরেজি পড়াতেই হবে। বেসরকারি ইংরেজি মাধ্যমের ক্ষেত্রেও একই নিয়ম।

এছাড়া, বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণের জন্য একটি শিক্ষা কমিশন গঠন করছে রাজ্য। উল্লেখ্য, প্রায়ই বেসরকারি স্কুলগুলিতে কখনও ফি বৃদ্ধি কখনও আবার সিলেবাস-পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। এবার এদিকটা দেখবে শিক্ষা কমিশন। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি কমিশনের চেয়ারম্যান হবেন। তবে এই কমিশনে বেসরকারি স্কুলগুলিরও প্রতিনিধি থাকবে বলে জানা গিয়েছে।

8 months ago


Dengue: ডেঙ্গি সংক্রমণ বাড়লেও অসচেতনতা ছবি প্রকাশ্যে সরকারি হাসপাতালগুলিতে

দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের (infected) সংখ্য়া। এখনও পর্যন্ত গোটা রাজ্যে (State) ৫০০০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। রিপোর্ট অনুসারে,  উত্তর ২৪ পরগণা জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৪০০ জন, নদীয়াতে ৩০০ জন এবং হুগলীতে ৯৫ জন। তবে স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সব মিলিয়ে এখনও ২৫০ জন ডেঙ্গি আক্রান্ত হাসপাতালে ভর্তি রয়েছে।  

তবে দিন দিন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও সরকারি হাসপাতাল গুলির বিরুদ্ধেই অসচেতনতার অভিযোগ উঠে আসছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্কার পরিচ্ছন্নের উদ্যোগে নেওয়ার কথা বলা হলেও হাসপাতালের চিত্র অনেক ক্ষেত্রেই আলাদা৷ অভিযোগ, হাসপাতালের আশপাশের ড্রেনগুলিতে জল জমে রয়েছে। ময়লা আবর্জনার মধ্যে মাছি-মশা উড়ে বেড়াচ্ছে। এরকমই বেহাল চিত্র দেখা গিয়েছে বনগাঁ মহকুমা হাসপাতাল, কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতাল, ইসলামপুর মহকুমা হাসপাতাল ও ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।   

ইসলামপুর মহকুমা হাসপাতাল ও ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের মেইন গেটের সামনেই দেখা যাচ্ছে নোংরা জমা জল। আর সেই নোংরা জলেই মশার লার্ভা ভেসে বেড়াচ্ছে। যার ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সাধারণ মানুষ চিকিৎসা করাতে এসে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে না তো?

8 months ago
Governer: রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে, রাজ্যপাল বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য

রাজ্য-রাজ্যপাল সংঘাতে নজিরবিহীন ঘটনা। রাজ্যেপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। রাজ্যে বিশ্ববিদ্যালয়গুলিতে এক্রিয়ারের বাইরে গিয়ে উপাচার্য নিয়োগের অভিযোগ করা হয়েছে রাজ্যপালের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ব্যাপারে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এবার একই অভিযোগে রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল রাজ্য।

রাজনৈতিক মহলের দাবি, রাজ্য-রাজনীতিতে রাজভবন বনাম রাজ্যের সংঘাতে এই ঘটনা নয়া মোড়। ইতিমধ্যেই রাজ্যপালের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি অভিযোগ করেছেন, উপাচার্য নিয়োগে কোনও আইন মানছেন না সিভি আনন্দ বোস। সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন গৃহীত হয়েছে। এ নিয়ে দেশের শীর্ষ আদালত কী বলে সে দিকেই আগামী দিনে নজর থাকবে রাজনৈতিক মহলের।

এদিকে, তাঁর নিয়োগ করা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরে যেতে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মাস খানেক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অমিতাভ দত্ত। কিন্তু তিনি প্রাপ্য সমস্ত সুবিধা নিচ্ছিলেন না বলেই জানা গিয়েছে। একই দাবি করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারপর শুক্রবার তাঁকে আচমকা উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হল। তবে কী কারণে এই সিদ্ধান্ত তা জানা যায়নি।

8 months ago
Corrupction: রকেট ছোড়ার মত ছড়িয়ে পড়েছে দুর্নীতি

সৌমেন সুর: মানুষ যাবে কোথায়! কাকে বিশ্বাস করবে! বিশ্বাস তো কখনো কাউকে করতেই হবে, নইলে বেঁচে থাকার মানে কি! সমাজ বদলায়। বদলায় মানুষ। পরিবর্তন হয় সমাজ-মানসিকতার। আজ একদিকে কিছু মানুষের বিপুল ঐশ্বর্য বিলাস, অন্যদিকে অসংখ্য মানুষের দারিদ্র্য, বঞ্চনা ও শোষণের জ্বালা। একদিকে সভ্যতার উজ্জ্বল চিত্র, অন্যদিকে দূর বিস্তৃত জমাট অন্ধকার। আজও মানুষের প্রতিকার হীন বিচারের বাণী, নীরবে নিভৃতে কাঁদে। আজ ধর্মে ধর্মে বিভেদের প্রাচীর। সম্প্রদায়িকতার বিষ নিঃশ্বাসে, জাত-পাতের বজ্জাতি, যুদ্ধের মহড়া, অশুভ বুদ্ধিরই আজ আধিক্য। এইরকম ডামাডোলে সমাজের কোনায় কোনায় ছেয়ে গেছে দুর্নীতি।

দুর্নীতির সমাজ বললে অত্যুক্তি হয় না। আর বলব নাই বা কেন! শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, প্রাণীতে দুর্নীতি, কয়লায় দুর্নীতি, রেশনের দুর্নীতি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে দুর্নীতি, আর কত বলব! এরপর ভেজাল আর দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বললে তো সামান্য এইটুকু অংশে ফুরোবে না। এরকম অন্ধকার সময় সমাজে আগে ছিল না। কম্বলের লোম বাছলে যেমন 

কম্বলের অস্তিত্ব থাকে না, তেমনই সমস্ত রাজনৈতিক ও ব্যবসায়ীদের মহলকে যদি ধরা হয় তাহলে মানুষের অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ। তবুও বলব মানুষ আজ জীবনে বিশ্বাস হারায়নি, এখনও বিশ্বাস করে হিংসায় উন্মক্ত পৃথিবীর বুকে প্রেমের দেবতার অভিষেক হবে। মনুষ্যত্বের মহিমাকে  হারালে তার যে আর কিছুই থাকেনা। তাই এখন মানুষকে প্রকৃত সৎ হতে হবে, দেশের মানুষের দিকে তাকিয়ে। আপামর মানুষ তাকিয়ে থাকে প্রতিনিধিত্বকারী মানুষের দিকে, তাই যতদিন না পর্যন্ত নির্লোভ ও সৎ মানসিকতায় কেউ না ফিরছেন, ততদিন দুর্নীতি সমাজ থেকে মুছবে না। মনে রাখা উচিত, দেশবাসী নির্বাচিত করে আপনাদের পাঠিয়েছেন, তাই মানুষের প্রতি একটু দয়াশীল হোন নইলে সব ধ্বংস হয়ে যাবে।

9 months ago


Airport: রাজ্যের দুই প্রান্তে দুটি বিমানবন্দর করার ঘোষণা মুখ্যমন্ত্রীর, জানুন কোথায়

রাজ্যে দুই প্রান্তে নতুন দুটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। সোমবার বিধানসভায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, উত্তরবঙ্গের হাসিমারা এবং পুরুলিয়ায় দুটি বিমানবন্দর তৈরি করা হবে। এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিজেপি বিধায়ক মনোজ ওঁরায়ের প্রশ্নের জবাবে একথা জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, বালুরঘাটে বিমানবন্দর তৈরির কাজ শেষ হয়েছে। মালদহে কাজ শেষ পর্যায়ে রয়েছে।

আগেই ঠিক হয়ে গিয়েছিল, এবার থেকে শুক্রবারের বদলে সোমবার বিধানসভায় আসবেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি যোগ দিয়েছিলেন প্রশ্নোত্তর পর্বে। মূলত উত্তরবঙ্গের উন্নয়ন এবং বিমানবন্দর প্রকল্প নিয়েই বিরোধী বেঞ্চ থেকে প্রশ্ন করা হয়েছিল। তার জবাবেই তিনি হাসিমারা এবং পুরুলিয়ায় নতুন দুটি বিমানবন্দর তৈরির কথা জানান।

একইসঙ্গে পূর্ব বর্ধমানের অন্ডালে একটি কার্গো বিমানবন্দর তৈরির ভাবনা রয়েছে বলেও এদিন বিধানসভাকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে নতুন পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য বিজেপি বিধায়কদেরই উদ্যোগ নিতে বলেছেন মমতা। তিনি জানিয়েছেন, এই ব্যাপারে বিজেপি বিধায়কদের এগিয়ে আসতে হবে। এবং দিল্লি গিয়ে কেন্দ্রের কাছে ছাড়পত্রে তদ্বির করতে হবে। কারণ, ইতিমধ্যেই ৩০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

9 months ago
Dengue: রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, বাড়ছে উদ্বেগ! জেলায় জেলায় ডেঙ্গি আক্রান্ত শতাধিক

যত দিন যাচ্ছে ততই ডেঙ্গি (Dengue) আক্রান্তের (infected) সংখ্যা বাড়ছে বাংলায়। আগে শুধুমাত্র পুরসভা এলাকাগুলিতেই ডেঙ্গির প্রকোপ বেশি দেখা যেত। তবে এবার পুরসভা এলাকাগুলির পাশাপাশি শহরতলি এলাকা সহ গোটা রাজ্য (State) জুড়েই ডেঙ্গির প্রকোপ বেড়েছে। ডেঙ্গিতে মৃতের সংখ্যা স্থিতিশীল হলেও হু হু করে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। তবে কিছু কিছু জায়গায় এই ডেঙ্গি সচেতনতার জন্য ব্লিংচিং পাউডার ছড়িয়ে, জমা জল ফেলে এবং ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে। ডেঙ্গি সংক্রমণ নিয়ে প্রশাসন সচেতন হলেও, সচেতনতায় গাফিলতির অভিযোগ উঠেছে সরকারি হাসপাতাল গুলির বিরুদ্ধে। অভিযোগ, হাসপাতালের একাধিক জায়গায় জল জমে রয়েছে যা পরিষ্কার করা হচ্ছে না। এমনকি হাসপাতালগুলিতে যত্রতত্র পড়ে থাকতে দেখা গিয়েছে নোংরা প্লাস্টিক। যার ভিতরে জল জমে থাকায় ডেঙ্গির প্রকোপ হাসপাতাল গুলিতেই বেশি দেখা গিয়েছে।  

বাঁকুড়া, পূর্ব বর্ধমানের কাটোয়া, নদীয়ার হরিণঘাটা, উত্তর ২৪ পরগনার বনগাঁ, মধ্যমগ্রাম, অশোকনগর সহ কলকাতার বেশ কিছু জায়গায় ডেঙ্গি সংক্রমণের হার বেড়ে চলেছে। শনিবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জেসমিরা বিবি (৩১)। কয়েকদিন আগেই জ্বর হওয়ায় তাঁকে শনিবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর রক্ত পরীক্ষা করার পর ডেঙ্গি ধরা পড়ে। ডেঙ্গি ধরা পড়ার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়। কিন্তু তাতেও আর শেষ রক্ষা হয়নি। একই ভাবে ডেঙ্গি আক্রান্ত হয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছে শতাধিক রোগী। সবমিলিয়ে প্রায় ৭০ জনের উপরে ডেঙ্গি আক্রান্ত রোগীরা ভর্তি রয়েছে হাসপাতালে।

অন্যদিকে, নদীয়ার কল্যাণী মেডিসিন এন্ড জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে শনিবার পর্যন্ত প্রায় ৯৯ জন অজানা জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তাঁদের সবার ডেঙ্গি পরীক্ষা করা হলে তাদের মধ্যে ৩৭ জনের শরীরে ডেঙ্গি সংক্রমণ পাওয়া যায়। সবমিলিয়ে এক ভয়াবহ রূপ নিয়েছে এই ডেঙ্গি। 

9 months ago