Breaking News
Garden Reach: সাতসকালে ভয়াবহ আগুন গার্ডেনরিচ রেলের হাসপাতালে, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...      NIA: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ NIA      ED: অবশেষে ইডির স্ক্যানারে চন্দ্রনাথের 'মোবাইল-হিস্ট্রি', খুলতে পারে নিয়োগ দুর্নীতি রহস্যের জট      PM Modi: তৃণমূল মানেই দুর্নীতি-লুট! ভোট প্রচারে সন্দেশখালির পর ভূপতিনগর নিয়ে সরব মোদী     

SouthKolkata

Election: দক্ষিণ কলকাতায় কে কোথায়?

প্রসূন গুপ্তঃ পশ্চিমবঙ্গে বাম জমানাতেও দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র কংগ্রেস বা তৃণমূলকে ঢেলে ভোট দিয়েছে। ১৯৮৪/৮৫ থেকে আজ অবধি এই কেন্দ্রে না সিপিএম না বিজেপি তাদের সাংসদের জেতাতে পারে নি। এর অবিশ্যি অন্য একটা কারণ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯১ থেকে এখানে টানা সাংসদ। এর মধ্যে ২০০৪-এ বাংলায় তৃণমূল মাত্র একটি আসনই জিতেছিল তা এই দক্ষিণ কলকাতায়। ২০০৯-এ শেষবারের মতো যেতেন মমতা নিজে কিন্তু আর দাঁড়ান নি কেননা এরপরেই রাজ্যে পরিবর্তন এবং তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে উপনির্বাচনে এই কেন্দ্রে জেতেন সুব্রত বক্সী। ২০১৪-তেও বক্সী জিতেছিলেন। ২০১৯-এ ভরা বিজেপি হাওয়াতেও এই কেন্দ্রে জিতে আসেন তৃণমূলের মালা রায়। দক্ষিণ কলকাতাকে তৃণমূলের গড় বলা হয়ে থাকে।

এবারে এই কেন্দ্রে মূল তিন প্রার্থী। তৃণমূলের মালা রায়, সিপিএমের সায়েরা শাহ হালিম এবং বিজেপির প্রাক্তন রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। দেবশ্রী কলকাতার কাছেই থাকেন, আরএসএসের ঘনিষ্ঠ এবং বিজেপির দীর্ঘদিনের প্রচারক। মোদী সরকারের মন্ত্রী থাকলেও একসময় তাঁর মন্ত্রীত্ব চলে যায়। তিনি রায়গঞ্জেও নিয়মিত ছিলেন না। এবারে তাঁর টিকিট পাওয়া এক প্রকার অসম্ভব ছিল কিন্তু শোনা যায় সংঘ পরিবারের চাপেই নাকি দক্ষিণ কলকাতার টিকিট পান তিনি কিন্তু বড্ডো কঠিন জমিতে লড়াই তাঁর।

অন্যদিকে সায়েরা কিন্তু প্রাক্তন বাম স্পিকার আব্দুল হালিমের পুত্রবধূ এবং অভিনেতা নাসিরুদ্দিন শাহের ভাইঝি। বালিগঞ্জ কেন্দ্রে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে উপনির্বাচনে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে দাঁড়িয়ে বেশ ভালো লড়াই দিয়েছিলেন কাজেই এবারেও তাঁর উপর ভরসা রেখেছে সিপিএম। এই লোকসভা কেন্দ্রে প্রায় ৩৬ শতাংশ সংখ্যালঘু ভোট, সেখানেই ভরসা বামেদের। তা যাই হোক না কেন এই অঞ্চলে এক ডজন তৃণমূলের বড় নেতাদের বসবাস এবং সংগঠন। বাংলার সবথেকে সেফ সিটে তৃণমূলকে হারানো ভয়ঙ্কর কঠিন কাজ।

a week ago
STF: বালিগঞ্জের পর গড়িয়াহাট, এবার গাড়িতে উদ্ধার কোটি টাকা নগদ! গ্রেফতার ২

বালিগঞ্জের পর গড়িয়াহাট, ফের দক্ষিণ কলকাতায় নগদ উদ্ধার (cash Seize)। এবার গড়িয়াহাট রোডে (Gariahat) একটি গাড়ি থেকে উদ্ধার এক কোটি টাকা (One Crore Rupees)! এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিস। জানা গিয়েছে, কলকাতা পুলিসের (Kolkata Police) ডিটেকটিভ ডিপার্টমেন্ট, গুণ্ডা দমন শাখা এবং এসটিএফ-র অভিযানে এই নগদ উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান। আটকদের গড়িয়াহাট থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

কলকাতা পুলিস সূত্রে খবর, ধৃত একজনের নাম দুলাল মণ্ডল, তাঁর বাড়ি বেলগাছিয়া রোডে। অপরজনের নাম মুকেশ সারস্বত তাঁর বাড়ি রাজস্থানে। মুকেশের থেকে কলকাতার যমুনালাল বাজাজ স্ট্রিটের একটি ঠিকানা মিলেছে। এত টাকা কী কারণে গাড়িতে রাখা ছিল, সেই সংক্রান্ত বৈধ নথি দেখাতে ব্যর্থ এই দু'জন। তাই গড়িয়াহাট থানায় তাঁদের গ্রেফতার করে সিআরপিসির একাধিক ধারায় মামলা রুজু করেছে।

বুধবার বালিগঞ্জের এক রিয়াল এস্টেট সংস্থায় অভিযান চালিয়ে এক কোটির বেশি নগদ উদ্ধার করেছে ইডি। কয়লা-কাণ্ডের তদন্তের সূত্র ধরে অর্থ উদ্ধার। সেই নগদ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই খাস কলকাতায় এক গাড়িতে কোটি টাকা উদ্ধারে চাঞ্চল্য। 

one year ago
Mamata: বিজয়া সম্মিলনীতেও সিবিআই-ইডি প্রসঙ্গে সরব মমতা, 'আয়নায় মুখ দেখুন', পাল্টা শুভেন্দু

ভবানীপুর উত্তীর্ণ মুক্তমঞ্চে আয়োজিত বিজয়া সম্মিলনী (Bijoya Meet) অনুষ্ঠানে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সরব ছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata)। বৃহস্পতিবার নাম না করে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, 'আন্দোলন কি পুলিসকে মেরে, ঘরে বসে এজেন্সি (CBI-ED) ব্যবহার করে হয়? এখন তোমরা ক্ষমতায় আছো তাই এজেন্সি ব্যবহার করছো, কাল যখন থাকবে না, তখন তোমার ঘরে এজেন্সি গিয়ে কান মুলে দেব। সেদিনের জন্য তৈরি থাকুন, একদিন জনগণ, জনতার দরবারে গণতন্ত্রের কান এঁদের মুলে দেবে।'

এদিনের অনুষ্ঠানে তিনি দক্ষিণ কলকাতার এক পুজোয় গান্ধীজিকে অসুর সাজিয়ে বসানো প্রসঙ্গে সমালোচনায় সরব ছিলেন। তাঁর প্রশ্ন, 'শিখদের ধর্মগুরু, জৈনদের ধর্মগুরু বা যিশুখ্রিস্টকে অপমান করলে কেউ ছেড়ে কথা বলবে? তোমরা মহাত্মা গান্ধীকে অসুর বানিয়ে ছেড়ে দিলে, মা দুর্গা বধ করবে! আমি তো পুলিসকে ধন্যবাদ দেব, ওরা তাড়াতাড়ি পদক্ষেপ করেছে। গান্ধীজিকে সরিয়ে আসল অসুর এনে বসিয়েছে।'

উত্তীর্ণর অনুষ্ঠানে তিনি দুর্গা পুজো অনুদানের ইতিবাচক দিক নিয়ে সরব ছিলেন। তিনি জানান, পুজোয় ৫০ হাজার কোটি টাকা আয় হয়েছে। যারা প্রশ্ন করেন কেন ক্লাবকে টাকা দিলেন, তাঁরা কি প্রশ্ন করেন ফুচকাওয়ালার ফুচকা কেমন খেলেন? ঝালমুড়ি কেমন খেলেন? সারারাত ঘুরলে সঙ্গে টুকটাক কিছু না থাকলে হয়! পুজোয় সবচেয়ে বেশি গরিব লোকের আয় হয়, কর্মসংস্থান হয়।

এদিকে, এজেন্সি প্রশ্নে মুখ্যমন্ত্রীর খোঁচাকে পাল্টা বিঁধেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, এজেন্সি-এজন্সি করে কোন লাভ নেই। পার্থ চট্টোপাধ্যায়, তাঁর বান্ধবীদের বাড়িতে যে টাকা রেখেছিলেন, সেটা কোন এজেন্সি বা রাজনৈতিক দল এনে রেখেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখ আয়নায় দেখুক। গত কয়েক মাসে যেভাবে টাকা উদ্ধার হয়েছে, সেটা অন ক্যামেরা প্রমাণ-সহ বাজেয়াপ্ত হয়েছে। তাছাড়া কোর্টের নির্দেশেই কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছেন।'

2 years ago


Chetla: একাদশীতে চা খেতে বেড়িয়ে প্রাণঘাতী হামলার শিকার, আক্রান্তর হাসপাতালে মৃত্যু

একাদশীর সকালে চেতলা (South Kolkata Incident) এলাকায় প্রকাশ্য দিবালোকে পেশায় গাড়ি চালক এক ব্যক্তিকে পিটিয়ে খুনের (beaten to death) অভিযোগ। পরিবারের অভিযোগ ছিনতাইয়ের লক্ষে এই খুন। তবে আরও একটি সূত্র বলছে পুরনো বিবাদকে কেন্দ্র করে ঝামেলা। আর তাতেই বিশ্বজিৎ চৌধুরী নামে এক ব্যক্তিকে রাস্তায় ফেলে পেটানো হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকে এসএসকেএম-এ চিকিৎসাধীন ছিলেন বিশ্বজিৎবাবু। বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যুর খবর পায় পরিবার। 

এই ঘটনায় পুলিসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব মৃতের পরিবার। তাঁদের দাবি, রক্তাক্ত অবস্থায় পুলিস বিশ্বজিৎ চৌধুরীকে পড়ে থাকতে দেখেও হাসপাতালে না নিয়ে গিয়ে উলটে পরিবারকে খবর দেয়। পরিবার গিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করে। যদিও সব অভিযোগ অস্বীকার করে পুলিসের দাবি, ঘটনার সঙ্গে সঙ্গে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে সৌরভ দাসকে গ্রেফতার করা হয়েছে। এদিন আক্রান্ত ব্যক্তির মৃত্যু হলে খুনের চেষ্টার ধারা বদলে খুনের ধারা দেওয়া হয়েছে। সৌরভের সঙ্গে মৃত ব্যক্তির কোনও সম্পর্ক নেই। এই দাবি ক্যামেরার সামনে করেছেন বিশ্বজিৎবাবুর স্ত্রী।

তিনি নির্বিবাদী লোক ছিলেন। প্রতিদিন সকালেই চা খেতে বেরোতেন। ঘটনার দিনেও বেড়িয়েছিলেন। ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হামলা। কারণ পরে ওর থেকে কোনও টাকার ব্যাগ আমরা পায়নি। জানা গিয়েছে, এই হামলার ঘটনা ধরা পড়েছে স্থানীয় এক আবাসনের সিসি ক্যামেরায়। সেই ফুটেজ দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিস। এদিকে, চেতলার যে এলাকায় এই ঘটনা, সেখান থেকে এক কিমির মধ্যে মেয়র ফিরহাদ হাকিমের বাড়ি। কিন্তু রাস্তায় নেই কোনও সিসিটিভি ক্যামেরা। এর আগেও এই এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অভিযোগ স্থানীয়দের।   


2 years ago
Puja: মনোবাঞ্ছা পূরণ করতে চান, এবার পুজোয় আসতেই পারেন শিব মন্দিরের মণ্ডপে

কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই দেশের ঐতিহ্যই  বিশ্বাস।  জীবনের সুখে দুঃখে ভগবানের প্রতি বিশ্বাস রাখে এ দেশের আপামর জনতা। কেন এবং কি জন্য ঈশ্বরের উপর তারা বিশ্বাস করে তাই ধাপে ধাপে তুলে ধরা হয়েছে এবারে ৮৬ তম বর্ষে শিবমন্দির সর্বজনীনের এবারের দুর্গোৎসবে।


মণ্ডপসজ্জার জন্য বেছে নেওয়া হয়েছে পরিবেশ বান্ধব উপকরণ। বিপদ দূর করতে লাল রঙের যে তাগা আমরা হাতে বাঁধি অথবা মনস্কামনা পূরণ করতে যেভাবে ঠাকুরবাড়ির গাছে সুতো, ঢিল বা হাঁড়ি বাঁধা হয়, সেই সকল ছবিই ফুটে উঠবে এই মণ্ডপে।

প্রতিমা নির্মাণেও রয়েছে বিশেষত্ব। বহু বছর আগে যে ভাবে তৈরি হত মা দুর্গার মূর্তি এবারে শীবমন্দির সার্বজনীননেও মায়ের আদি রূপকেই তুলে ধরা হবে।


2 years ago


Durga: ৮৮তম বর্ষে দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবের পুজো, মা-কে এবার 'প্রতীক্ষা' ভাবনায় বরণ

গোটা একটা বছর বাঙালী অপেক্ষা করে থাকে মা দুর্গার (Durga Puja 2020) আগমনে। কিন্তু আগের দুটো বছর করোনার প্রভাবে বঙালী তেমনভাবে মায়ের আরাধনায় ব্রতী হতে পারেনি। মনের মধ্যে দুঃখ চেপে কাটিয়েছে এই দুটো বছর। তবে এবার বোধহয় প্রতীক্ষার অবসান হতে চলেছে। ৮৮তম বর্ষে সেই বার্তাই দর্শনার্থীদের দিতে চলেছে দক্ষিণ কলকাতার বিখ্যাত মুদিয়ালি ক্লাব (Mudiali Club)। তাদের থিমের নাম প্রতীক্ষা। দর্শকের ভিড়ে, আনন্দে আবার মুখরিত হয়ে উঠবে মুদিয়ালির পুজা প্রাঙ্গন।

প্রতিবারের মত মা এখানে সনাতনী। লাল বেনারসি পরিহিতা মুদিয়ালি ক্লাবের দুগ্গা ঠাকুর তাই কলকাতার পুজোর অন্যতম আকর্ষণ।

শিল্পী গৌরাঙ্গ কুইলার ভাবনা ও নির্মানে এক অন্য মাত্রা পেতে চলেছে এবারের মুদিয়ালি ক্লাবের দুরগোৎসব। তার উপর আলোর ক্ষেত্রে থাকছে  নতুন চমক। ইলেকট্রিকে নয়  পরিবেশ বান্ধব সৌরচালিত আলোয় সেজে উঠবে মুদিয়ালি ক্লাবের আলোকসজ্জা। যা সত্যই অভিনব। পুজোর একদিন যদি আপনার গন্তব্য হয় দক্ষিণ কলকাতা, তাহলে রবীন্দ্র সরোবর মেট্রোর ঢিল ছোড়া দূরত্বে এই পুজো ঘুরে আসতেই পারেন।


2 years ago
Poster: 'পুরাতনই ভিত্তি, নতুনরাই ভবিষ্যৎ', এবার উত্তর কলকাতায় তৃণমূলের নামে পোস্টার

দক্ষিণ কলকাতার (South Kolkata) পর এবার উত্তর কলকাতায় তৃণমূলের (TMC) অভিনব পোস্টার ঘিরে বিতর্ক। সেই পোস্টারে তৃণমূল মানে পুরাতন এবং নতুনের মিশেল। এমনটাই উল্লেখ কড়া হয়েছে। কলকাতা পুরসভার (KMC) ২৮ নম্বর ওয়ার্ড অর্থাৎ রাজা রামমোহন রায় সরণি সংলগ্ন এলাকায় বসেছে এই হোর্ডিং। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো এই হোর্ডিংয়ে (Poster Campaign) লেখা, 'পুরাতনই ভিত্তি, নতুনরাই ভবিষ্যৎ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল ছিল, আছে, থাকবে।' নিচে লেখা প্রচারে ২৮ নম্বরে বাংলা সিটিজেনস ফোরাম।

এই হোর্ডিং প্রসঙ্গে সিটিজেনস ফোরামের এক কর্তা জানান, ২০১০ থেকে আমাদের সংগঠন সমাজসেবামূলক কাজ করছে। আর ২০১১ সালে রাজ্যে পরিবর্তন হয়েছে। সেই থেকে ১১ বছর আমরা বাংলাকে ভালোই দেখছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রশাসন ভালোই কাজ করছে। পাশাপাশি আমরা দেখছি নতুন নিয়ে অভিষেক এগনোর চেষ্টা করছে। এই পরিকল্পনাও আমাদের ভালো লেগেছে। তাই এই প্রচার।

ইতিমধ্যে দক্ষিণ কলকাতায় শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে 'নতুন তৃণমূল' তৈরির প্রচার ঘিরে একটা বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা বলছেন পুরাতন বনাম নব্য তৃণমূলের দ্বন্দ্ব। সেই প্রসঙ্গে সিটিজেনস ফোরামের ওই কর্তা বলেন, 'দক্ষিণ কলকাতায় কী পোস্টার পড়েছে, সেটা যারা প্রচারের দায়িত্বে তাঁরা বলতে পারবেন। কিন্তু সেই পোস্টারের পাল্টা হিসেবে আমাদের এই পোস্টার নয়।'

2 years ago
Gym: জিমে গিয়ে অসুস্থ হয়ে অজ্ঞান, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা বাঁশদ্রোণীর তরুণীকে

জিমে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু এক তরুণীর। জানা গিয়েছে, নিরঞ্জনপল্লির বাসিন্দা মৃত তরুণীর নাম ঋত্বিকা দাস। মৃত্যুর আগে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।  মঙ্গলবার সন্ধ্যায় বাঁশদ্রোণীর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। এই ঘটনা প্রসঙ্গে মৃতার এক বান্ধবী বলেন, 'সাড়ে ৪টা নাগাদ আমার সঙ্গেই ছিল। তাহলে কীভাবে এই ঘটনা ঘটল। চিকিৎসকরা বলেছে ময়না তদন্ত করে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।' যদিও তাঁর সঙ্গে সেই সময় জিমে থাকা এক ব্যক্তি বলেছেন, 'জিম করতে গিয়ে বুকে ব্যথা অনুভব করে ঋত্বিকা। তারপরেই অজ্ঞান হয়ে যান।'

স্থানীয় কাউন্সিলর জানান, কী ঘটনা ঘটেছে পুলিস দেখবে। সেই জিমের লাইসেন্স রয়েছে কিনা সেটাও দেখা হবে। জানা গিয়েছে, ছ'মাস আগে ঋত্বিকা ওই জিমে ভর্তি হয়েছিল। সেই জিমে ট্রেনার থাকলেও, ছিল না সঠিক চিকিৎসা। যদি অসুস্থ হয়ে যাওয়ার পর ওই তরুণীকে চিকিৎসা করানো হত, তাহলে এই ঘটনা ঘটত না। এমনটাই মনে করছেন মৃত তরুণীর পরিবার। এমনকি তাঁর ক্রনিক কোনও সমস্যা ছিল না। এমনটাও পুলিসকে জানিয়েছে পরিবার। 

হাসপাতাল সূত্রে খবর, এমআর বাঙ্গুর হাসপাতালে আনার একঘণ্টা আগে অবধি জীবিত ছিল ঋত্বিকা।

2 years ago