Breaking News
Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ      High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার      Gardenrech Controversy: গার্ডেনরিচের বহু অবৈধ নির্মাণ প্রশাসনের ঔদাসীন্যতা! উঠছে প্রশ্ন...     

Souravganguly

Dhoni: বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় দলকে ধোনির পরামর্শ নেওয়ার প্রস্তাব গাঙ্গুলির

বিশ্বকাপ জেতার জন্য ধোনির পরামর্শ নেওয়ার প্রস্তাব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। আর শেষ মুহূর্তে কঠোর লড়াই করেও হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। বিশ্বকাপ ফাইনালে ভারতের হার নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতায় একটি অনুষ্ঠানে হাজির হয়ে এবিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি।

প্রতিক্রিয়া দিতে গিয়ে বিরাট ও রোহিতের প্রসঙ্গে টেনে আনেন তিনি। তাঁর বক্তব্য, একজনের ঝুলিতে ৫০টি ODI সেঞ্চুরি অন্যজনের ৩০টি সেঞ্চুরি। সুতরাং কী ভাবে খেললে বিশ্বকাপ আসবে সেই রাস্তা খুঁজে বের করুক বর্তমান প্লেয়াররা। একই সঙ্গে ধোনির পরামর্শ নেওয়ারও প্রস্তাব দিয়েছেন তিনি। তবে তাঁর বক্তব্য, হার-জিত খেলারই অঙ্গ। ভারতীয় টিম ভালো খেলেছে বলেও মন্তব্য করেন তিনি।

4 months ago
Bengal Global Business Summit: কেন আম্বানি, কেন সৌরভ!

প্রসূন গুপ্ত: মঙ্গলবার ছিল বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। অর্থাৎ কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আয়োজিত বাণিজ্য সম্মেলন। এটি সপ্তম বর্ষ। এই সামিট শেষ হলেই নানান জল্পনা ও সমালোচনা শুরু হয়। বিরোধীদের বক্তব্য, শিল্প কোথায় রাজ্যে? কিন্তু বাস্তব সত্যিটা হলো ব্যবসা বা বাণিজ্য শুরু হলে বা প্রতিশ্রুতি দেওয়া ব্যবসায়ীদের কাজ শুরু হলে তা দেখা যায় না, বোঝা যায়। আসলে আমাদের একটি ধারণা আছে এই বাংলায় যে, বাণিজ্য মানেই ঢাউস একটি কারখানা হবে এবং কর্মী সংখ্যা হবে হাজার হাজার। আজকের ভারতে নতুন প্রজেক্ট সেই অর্থে কোথায়? মোদ্দা কথা আজকের ব্যবসার মূল মন্ত্র তুমি বানাও আমি কিনি। মঙ্গলবার কিন্তু দেশ বিদেশের বহু বাণিজ্য প্রতিনিধি কলকাতার বিশ্ব বাণিজ্য অনুষ্ঠানে এসেছিলেন এবং তাঁরা প্রতিশ্রুতিও দিলেন লক্ষ কোটি টাকার। এত সত্ত্বেও সভার সব আলো কেড়ে নিলেন মুকেশ আম্বানি এবং সৌরভ গাঙ্গুলি। বলতে দ্বিধা নেই আম্বানিরা এখনও অর্থ ভাণ্ডারে দেশের প্রথম নম্বরে, কাজেই যে কোনও অনুষ্ঠানে তাঁদের উপস্থিতির আলাদা যুক্তি আছে।

এই মুহূর্তে কেন্দ্রের প্রেরণায় দ্রুত আম্বানিদের কাছে এগিয়ে আসছেন আর এক শিল্পপতি গৌতম আদানি। শোনা যায় তিনি গুজরাতের মধ্য মানের ব্যবসা থেকে আজ ভারতে আগামীর অধিকাংশ বাণিজ্যে এগিয়ে চলেছেন। বিরোধী কংগ্রেসের মতে, মোদির কৃপায়। এই নিয়ে বিতর্ক বিস্তর। মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট বুদ্ধিমতী এবং এখন বিরোধী রাজনীতির অন্যতম মুখ। তাঁর মুখমন্ত্রীত্বের ১২ বছর কেটে গিয়েছে কাজেই আরও ধারালো হয়েছে তাঁর রাজনৈতিক এবং অর্থনৈতিক অভিজ্ঞতা। তিনি জানেন আদানিরা এখন বিরোধীদের ব্যাড বুকে রয়েছে। দেরি না করে এবারের বাণিজ্য সম্মেলনে তিনি অম্বানিকে 'মুখ' করলেন। আগামীতে মুকেশ এই রাজ্যে আরও বেশি প্রকল্প করবেন তা তাঁর বক্তব্যে উঠেও এলো। রাজ্যের হতে পারতো এমন শিল্প থেকে আদানি থাকবেন কিনা প্রশ্ন তুলে দিলেন। দিনের শেষে দেশের পয়লা নম্বর বণিক তাঁর বন্ধনে আবদ্ধ হলেন।

একই সাথে হঠাৎই ঘোষণা করলেন পশ্চিমবঙ্গে জনপ্রিয় সৌরভ গাঙ্গুলি এখন থেকে বাংলার ব্র্যান্ড এম্বাসেডর। কিন্তু শাহরুখকে বাদ দিয়ে সৌরভ কেন? প্রথমত, শাহরুখ তো নামেই ব্র্যান্ড ছিলেন। আদতে তাঁকে দিয়ে কোনও কাজ হচ্ছিলো না। দ্বিতীয়ত শাহরুখ পেশাদার। কেকেআর ছাড়া সত্যিই তাঁর কলকাতা নিয়ে আদৌ কোনও ভাবনা নেই। সে ক্ষেত্রে সৌরভ বর্তমানে ক্রিকেট বোর্ড থেকে অসম্মানিত (পড়ুন বিজেপি থেকেও ) | তাঁর হাতে দাদাগিরি ছাড়া মানুষের জন্য কোনও ভূমিকা নেই। সম্প্রতি বিশ্বকাপ ফাইনালে শেষ মুহূর্তে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল যা অপমানের। দেরি না করে মমতা খেলা দুদিনের মধ্যে তাঁকে দায়িত্ব দিলেন। এ ক্ষেত্রে সৌরভ কাজটা করতে পারবেন এবং আগামী নির্বাচনে কি হয় তা তো সময়েই বলবে।

4 months ago
Sourav Ganguly: বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

শাহরুখ খানের পর এবারে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে হাজির হন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। যেখানে 'মানুষ' মমতাকে প্রশংসায় ভরিয়ে দেন তিনি। এর পরই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তৃণমূল ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার দায়িত্ব দিয়েছিলেন শাহরুখের কাঁধে। তবে এবারে এই দায়িত্ব তুলে দিলেন প্রাক্তন ভারত অধিনায়কের কাঁধে। এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে নিয়োগপত্র তুলে দেন মমতা। নতুন দায়িত্ব হাসিমুখেই গ্রহণ করতে দেখা যায় সৌরভকেও।

4 months ago


Sourav: 'যা ইচ্ছে করব, কারোর কাছে জবাব দিহি নয়,' স্পেন সফর শেষে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি

রাজ্যে লগ্নি টানতে স্পেন (Spain) সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তা নিয়েই শুরু হয় সমালোচনা। এবার সেই সমালোচনার জবাব দিলেন সৌরভ। জানিয়ে দিলেন, তাঁর কোনও রাজনৈতিক আনুগত্য নেই। যেখানে ইচ্ছে, সেখানে যেতে পারেন। কাউকে জবাব দেবেন না।

সৌরভ জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে কোনও রাজনৈতিক দলের অনুগত নয়। কিন্তু দেশ-বিদেশ থেকে একাধিক আমন্ত্রণ আসে। কিন্তু তিনি কারও কাছে জবাবদিহি করতে বাধ্য নন। স্পেনে মুখ্যমন্ত্রীর সফরে কারখানার নাম ঘোষণা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। এবার দেশে ফিরেই সমালোচক ও নিন্দুকদের কড়া জবাব দিলেন মহারাজ।

বৃহস্পতিবার নিজের বায়োপিক রিলিজ করতে কলকাতায় আসেন মুথাইয়া মুরলিধরন। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ। বিশ্বকাপ কেমন হবে, তা নিয়েও কথা বলেন তিনি।

6 months ago
Sourav: 'আগেই বলেছিলাম টিম ইন্ডিয়া খুবই শক্তিশালী,' জয়ের পর টুইট প্রাক্তন অধিনায়কের

এশিয়া কাপের ফাইনালে শুরু থেকেই অন্য মেজাজে ছিল ভারত। টসে জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসায় কার্যত ছোট গল্প তৈরি করেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। দুঘণ্টাও ক্রিজে দাঁড়াতে পারেননি না শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা।

ম্যাচের পরেই টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানান মাস্টার ব্লাস্টার, তিনি পিঠ চাপড়ে দিয়েছেন সিরাজের। শুভেচ্ছা জানতে ভোলেননি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়-ও। সৌরভ তাঁর এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘শুরুতেই বলেছিলাম, এই টিম ইন্ডিয়া খুবই শক্তিশালী। রোহিতের নেতৃত্বে দ্বিতীয় এশিয়া কাপ। সকলকে শুভেচ্ছা’

উল্লেখ্য, এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। ভারত অধিনায়ক রোহিতও চেয়েছিলেন, প্রথমে ব্যাট করুক ভারত। কিন্তু টস হারে ভারত। প্রথম ওভার থেকেই বিধ্বংসী বোলিং করেন ভারতের পেসাররা। পাঁচ শ্রীলঙ্কার ব্যাটসম্যান খাতাই খুলতে পারেননি।

6 months ago


Mamata: রোনাল্ডোর মাঠ পরিদর্শন, স্পেনে গিয়ে সৌরভকে ফুটবল উপহার মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় যে স্পেনে গিয়েছেন তা নয়, কখনও রাস্তায় দাঁড়িয়ে থাকা সংগীতশিল্পীর বাদ্যযন্ত্র বাজালেন, কিংবা কখনও মর্নিং ওয়ার্ক। ইতিমধ্যেই বইমেলা, খেলাধুলা সহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে 'মউ' চুক্তি স্বাক্ষর হয়েছে। এরই মধ্যে মাদ্রিদে রোনাল্ডোর ক্লাব ঘুরে দেখলেন তিনি। সঙ্গী সৌরভকে উপহার দিলেন ফুটবল। ভাইরাল হল সেসব কীর্তিও।

সফরসূচিতে ছিল না তবুও শনিবার স্পেন সফরে 'হলিডে মুডে' মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে বেড়ালেন রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে। ছুঁয়ে দেখলেন ১২১ বছরের ইতিহাস। সঙ্গী প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু যে ঘুরে দেখলেন তাই-ই নয়, নবনির্মিত গ্যালারিতে বসেও থাকলেন বেশ কিছুক্ষণ।

এক স্পেনীয় তরুণী মিউজিয়াম ঘুরিয়ে দেখাতে গাইডের ভূমিকায় ছিলেন। দেওয়ালে ঝোলানো রিয়াল দলের নানা বছরের ছবি। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা ক্লাব চ্যাম্পিয়নশিপের থরে থরে ট্রফি সাজানো। রিয়ালের বিপণি থেকে সৌরভকে একটি ফুটবল কিনে উপহার দেন মমতা।

6 months ago
Football: ফুটবলের হয়ে গলা ফাটালেন মহারাজ, লা লিগার সঙ্গে মউ স্বাক্ষর পশ্চিমবঙ্গের

খাতায় কলমে তিনি ক্রিকেটের (Cricket) মহারাজ। কিন্তু তাঁর হদয়জুড়ে অনেকটাই ফুটবলের (Football) রাজত্ব। মাদ্রিদে লা লিগার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের মউ সাক্ষর অনুষ্ঠানে সে কথা গোপন করলেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

বৃহস্পতিবার মাদ্রিদের মঞ্চে মহারাজ গলা ফাটালেন কলকাতার ফুটবলের হয়ে। কলকাতা ময়দানের জন্য রীতিমতো আর্তিই ঝরে পড়ল তাঁর গলায়।

লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে বাংলা ফুটবল অ্যাকাডেমি নিয়ে একটি মৌ-ও স্বাক্ষরিত হয়েছে। নতুন প্রতিভা খুঁজে আনতে সব উদ্যোগ লা লিগার তরফ থেকেই নেওয়া হবে বলে জানা গিয়েছে। লা লিগা কলকাতায় অ্যাকাডেমি করলে তিন প্রধান ক্লাবের হয়ে লিগে খেলতে পারবে বাংলার তরুণ প্রতিভারা, একরকম অনুনয়ের সুরেই বলেন মহারাজ। স্প্যানিশ ফুটবলের ঐতিহ্যেরও তারিফ করতে ভোলেননি সৌরভ। দাদা-দিদির মিলিত চেষ্টায় কলকাতা ফুটবলের জন্য একটা সম্ভাবনার দরজা সত্যিই খুলল কিনা, তা বলবে সময়।

6 months ago
Sana: অর্থনীতিতে স্নাতক হলেন সৌরভ কন্যা সানা, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা গাঙ্গুলির

গঙ্গোপাধ্যায় পরিবারে খুশির খবর। অর্থনীতিতে স্নাতক হলেন সৌরভ কন্যা সানা। ইউসিএল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। ২০১৯ সাল থেকে লন্ডনেই থাকতেন। কনভোকেশনে যোগ দিতে লন্ডন পাড়ি দেন সৌরভ। এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের মেয়ের সাফল্যের কথা শেয়ার করলেন মহারাজ।

গত বুধবার সকালে ইংল্যান্ড যান সৌরভ। সানার বিশ্ববিদ্যালয়ে সস্ত্রীক উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপরই সোশ্যাল মিডিয়া মেয়ে ও তাঁর পরিবারের ছবি শেয়ার করেন সৌরভ। লেখেন, "অভিনন্দন সানা, আরও অনেক দূর যাওয়া বাকি।"

সম্প্রতি জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে আমন্ত্রণ পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইংল্যান্ড থেকেই সরাসরি যোগ দিতে পারেন সেই সফরে।

7 months ago


Biopic: রণবীর নয়, বাংলার দাদার বায়োপিকে আয়ুষ্মান, প্রশিক্ষণ শুরু হবে শীঘ্রই

বাংলার 'মহারাজ' সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) জীবনী নিয়ে বায়োপিক (Biopic) তৈরী হবে, এই নিয়ে আলোচনা সেই কবে থেকে। কিন্তু মূল চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে দর্শকদের আলোচনার অন্ত ছিল না। পরিচালক এবং সৌরভ গাঙ্গুলি নাকি নিজেই এই চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে তৎপর ছিলেন। কানাঘুঁষো শোনা গিয়েছিল, অভিনেতা রণবীর কাপুর এই চরিত্রে অভিনয় করতে পারেন। তবে কলকাতায় ইডেনের মাঠে এসেই রণবীর পরিষ্কার করেন, এমন কোনও প্রস্তাব তাঁর কাছে যায়নি। এখন শোনা যাচ্ছে, অভিনেতা আয়ুষ্মান খুরানাকেই (Ayushmann Khurrana) এই চরিত্রে নির্বাচন করা হয়েছে।

তাই আয়ুষ্মান নাকি এই মুহূর্তে ক্রিকেটের প্রশিক্ষণ নেওয়া শুরু করবেন। সৌরভ গাঙ্গুলি বাঁ-হাতি ব্যাটসম্যান। তাই এই চরিত্র আত্মস্থ করতে হলে খাটতেই হবে আয়ুষ্মানকে। সৌরভের সূক্ষ্ম সূক্ষ্ম কায়দাগুলিও শিক্ষণীয়। পরিচালক ঐশ্বর্য রজনীকান্ত নাকি, চলতি বছরের ডিসেম্বর থেকেই 'দাদা'র বায়োপিক নিয়ে কাজ শুরু করতে চাইছেন। তাই এই সময়টুকু এই চরিত্রকেই দেবেন অভিনেতা।

আয়ুষ্মান অভিনেতা হিসেবে প্রশংসনীয়। 'ভিকি ডোনর'-এর মতো ছবি যেমন তাঁর ঝুলিতে রয়েছে, 'আর্টিক্যাল ফিফটিন'-এর মতো সিনেমাও তাঁর ঝুলিতে রয়েছে। তাই চরিত্রের প্রয়োজনে আয়ুষ্মান নিজের সেরাটুকু দেবেন এটাই প্রত্যাশিত। এদিকে নেটিজেনরা এই খবরে বিশেষ খুশি হননি। তাই নিজেকে সৌরভ গাঙ্গুলির চরিত্রে প্রমাণ করতে হলে খাটতে হবে আয়ুষ্মানকে।

7 months ago
Mamata: স্পেনে মমতার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সৌরভ-সুনীল!

চলতি মাসেই স্পেন ও দুবাই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেপ্টেম্বরের ১২ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত বিদেশের মাটিতে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এর মধ্যে বার্সালোনা শহরেও একটি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। ওই অনুষ্ঠানে অংশ নেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গিয়েছে। শুধু সৌরভই নন, ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও থাকবেন ওই অনুষ্ঠানে।

বর্তমানে লন্ডনে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখান থেকেই সরাসরি বার্সালোনা যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। অন্যদিকে বেঙ্গালুরুতে নিজের বাড়িতে রয়েছেন সুনীল ছেত্রী। সদ্য বাবা হয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে সরাসরি বেঙ্গালুরু থেকেই যাবেন বার্সালোনায়। 

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে লগ্নি আনার লক্ষ্যেই বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দুবাই ও স্পেনের একাধিক শিল্পপতি ও শিল্প সংস্থার সঙ্গে আলোচনা করবেন তিনি। পাশাপাশি দুই দেশের একাধিক বাঙালি কমিউনিটির সঙ্গেও দেখা করবেন তিনি।

7 months ago


Sourav: 'র‌্যাগিং রুখতে নতুন আইন আনা প্রয়োজন,' যাদবপুর কাণ্ডে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে প্রথম বর্ষের পড়ুয়ার 'অস্বাভাবিক মৃত্যু'-র পর এবার প্রতিক্রিয়া দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার একটি অনুষ্ঠানে তিনি বলেন, "এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। র‌্যাগিং বন্ধ করার জন্য যত দ্রুত সম্ভব নতুন আইন আনার প্রয়োজন।" তিনি আরও বলেন, "কী হয়েছে তা বিস্তারিত জানি না। তবে, বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা। সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত।"

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে কার্যত অগ্নিগর্ভ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। যাদবপুর-কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার নয়। কিন্তু ধৃতদের বয়ান শুনে ঠিক মনে হচ্ছে না তদন্তকারীদের। তাই লালবাজারের ইঙ্গিত, গত নয় অগাস্টের ঘটনা সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে সব ধৃতদের মুখোমুখি বসানো হতে পারে। প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু ঘটনায় এখন পর্যন্ত ভিন রাজ্যের এক পড়ুয়া-সহ মোট নয় জনকে গ্রেফতার করা হয়েছে।

7 months ago
Sourav: ৫১-তে পা দাদার, ভক্তদের শুভেচ্ছা সৌরভ গঙ্গোপাধ্যায়কে

হাফসেঞ্চুরি আগেই পার করেছেন। শনিবার ৫১ বছরে পা রাখলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ১৯৯২ সালে দেশের হয়ে অভিষেক। টেস্ট ক্রিকেটে সুযোগ পেতে লেগেছিল আরও চার বছর। ম্যাচ ফিক্সিংয়ে টিম ইন্ডিয়া যখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে, সেই সময় টিমের হাল ধরেছিলেন। ক্রিকেটবিশ্বে চোখে চোখ রেখে লড়তে শিখিয়েছিলেন। ক্রিকেটে শুরু হয়েছিল দাদাগিরি।

জাতীয় দল থেকে বাদ, প্রত্যাবর্তন ও অবসর। গ্রেগ চ্যাপেল বিতর্ক, কেরিয়ারে একের পর উত্থান-পতন। সৌরভ মানে দেশের কাছে আবেগ। বিদেশের মাটিতে জিততে শিখিয়েছিলেন। তৈরি করেছিলেন নতুন টিম ইন্ডিয়া। ধোনি, সেহওয়াগ, জাহির খান, হরভজন সিংরা দাদার আমলেই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন।

দীর্ঘদিন ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখলেও, ক্রিকেট ছাড়েনি সৌরভকে। ২০১৯ সালে বোর্ডের সভাপতি হন সৌরভ। বিরাট কোহলির সঙ্গে সৌরভের সংঘাত এখন সর্বজনবিদিত। তবু সৌরভের প্রতি ভালবাসা এতটুকু কমেনি। বাঙালির আবেগ এখনও অক্ষত। শুভ জন্মদিন মহারাজ।

9 months ago
Sourav: জন্মদিনে বড় ঘোষণা! টুইটে জানালেন কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়

শনিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জন্মদিন (Birth Day)। আর জন্মদিনেই কি চমক দিচ্ছেন মহারাজ। রহস্যময় টুইট করে এমনই ইঙ্গিত দিলেন সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়ক (Captain) জানালেন, জন্মদিনে বিশেষ ঘোষণা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার রাতে সৌরভ টুইট করেন। তিনি লেখেন, '৮ জুলাই, আমার জন্মদিনে বিশেষ ঘোষণা করতে চলেছি। পাশে থাকুন।' কী ঘোষণা তা জানাননি সৌরভ। এবার কলকাতাতেই নিজের জন্মদিন কাটাতে চলেছেন সৌরভ। তাই জন্মদিনে কী ঘোষণা করবেন, তা নিয়ে জল্পনা বাড়ছে। টুইটের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন তিনি। সাদা কাগজে লেখা, 'লিডিং উইথ'। বায়োপিকে তাঁর চরিত্রে কে অভিনয় করবেন, তা জানাবেন! নাকি রাজনীতিতে যোগ দেওয়ার বিষয় ঘোষণা করবেন! এসব নিয়েই জল্পনা বাড়ছে।

দীর্ঘদিন ধরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে জট চলছে। প্রধান চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। নাম উঠেছে রণবীর কাপুর, আয়ুষ্মান খুরানার মতো তারকাদের। সৌরভ নিজে যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

9 months ago


Dadagiri: শুরু হতে চলেছে সৌরভ গাঙ্গুলির 'দাদাগিরি', জানুন বিস্তারিত

প্রাক্তন ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) পশ্চিম-বঙ্গবাসীর পছন্দের। তাঁকে আজকাল খেলার ময়দানে দেখা যায় না। তবে মাঝেমধ্যেই খেলাতে দেখা যায় টেলিভিশনের পর্দায়। জনপ্রিয় একটি টেলিভিশন চ্যানেলের ততোধিক জনপ্রিয় অনুষ্ঠান 'দাদাগিরি' (Dadagiri)। বাংলার দাদা সৌরভ গাঙ্গুলি সেই অনুষ্ঠানের সঞ্চালক বিগত বেশ কিছু বছর ধরে। যদিও একটি সিজনে সেই জায়গায় দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। কিন্তু তারপর থেকে দাদাগিরির সঞ্চালনার ব্যাটন সৌরভ গাঙ্গুলির হাতেই থেকেছে।

আবার কবে নতুন সিজন শুরু হবে, সেই অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। এবার তাঁদের জন্য সুখবর। টলি পাড়ায় গুঞ্জন, আর কয়েক মাস বাদেই শুরু হতে চলেছে দাদাগিরি। বর্তমানে রাত সাড়ে নটায় সম্প্রচারিত হচ্ছে, 'ডান্স বাংলা ডান্স'। এই সিজনটি শেষ হলেই নাকি শুরু হবে দাদাগিরির শ্যুটিং। সব ঠিক থাকলে অক্টোবর মাস থেকেই টেলিভিশনের পর্দায় দেখা যেতে চলেছে জনপ্রিয় এই রিয়েলিটি শো।

তবে সৌরভ গাঙ্গুলি বর্তমানে কলকাতায় নেই। মহারাজ বর্তমানে রয়েছেন লন্ডনে। তাঁর ভালো সময় আরও ভালো হতে চলেছে দাদাগিরি শুরু হওয়ার খবরে। অন্যদিকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়েও তোড়জোড় তুঙ্গে। ইতিমধ্যেই নাকি সিনেমার স্ক্রিপ্ট পড়ে শোনানো হয়েছে দাদাকে। দক্ষিণী তারকা রজনীকান্তের কন্যা ঐশ্বর্য দাদার বায়োপিকের পরিচালনা করতে চলেছেন। যদিও এই নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

9 months ago
Sourav: হঠাৎ রাজভবনে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায়, কারন কি!

মঙ্গলবার বিকালে রাজভবনে (Raj Vaban) গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিকাল ৫টা নাগাদ রাজভবনে ঢুকতে দেখা যায় তাঁকে। তবে কী কারণে সৌরভ রাজভবনে গিয়েছেন তা জানা যায়নি। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

সূত্রের খবর, বাটানগরে সৌরভের জমির দখলদারি নিয়ে বিতর্ক চলছে। অভিযোগ, স্থানীয় নেতাদের মদতে কয়েকজন দুষ্কৃতী ওই জমি দখল নেওয়ার চেষ্টা করছে। সেই বিষয়ে সমাধানের জন্যই রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন বলে খবর।

এদিকে আজই রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন রাজ্যপাল। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের উপস্থিতিতে এনসিসি প্রতিনিধিরা প্যারেড করে ওই অনুষ্ঠানের সূচনা করেন। যদিও রাজভবনে ওই অনুষ্ঠানে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

9 months ago