Breaking News
ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষকের বাড়িতে ইডি হানা!      Ragging: যাদবপুরে ফের র‍্যাগিংয়ের অভিযোগ! প্রথম বর্ষের ছাত্রকে ফোন করে দেওয়া হত হুমকি...      Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান      SSKM: বেড নেই এসএসকেএম-এ! দেড় বছরের শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে      BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!     

Solar

Aditya L1: সূর্যের দেশে যাওয়ার পথে সেলফি তুলল আদিত্য-এল১, ক্যামেরাবন্দি হল পৃথিবী-চাঁদও

চন্দ্রযান ৩ সফল হওয়ার পর ২ সেপ্টেম্বর সূর্যের উদ্দেশে পাড়ি দিয়েছে ইসরোর আদিত্য-এল১ (Aditya L1)। এবারে যাওয়ার পথেই সেলফি তুলেছে এই সৌরযান, আবার ক্যামেরাবন্দি করেছে পৃথিবী ও চাঁদকেও। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে ভারতের প্রথম সৌরযান। পিএসএলভি সি৫৭ রকেটে চাপিয়ে এটি সফলভাবে পাড়ি দিয়েছে 'সুয্যিমামার দেশে'। এর আগেই জানা গিয়েছে, আদিত্য-এল১ পৃথিবীর দ্বিতীয় কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছে। আর এর পরই প্রকাশ্যে এল আদিত্য-এল১০-এর তোলা ছবি।

আদিত্য-এল১ যে সব ছবি তুলেছে সেগুলো আজ, বৃহস্পতিবার এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছে ইসরো। একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, আদিত্য-এল১ নিজের ছবি অর্থাৎ একটি সেলফি তুলেছে। এই সেলফিতে দেখা গিয়েছে আদিত্য এল১-এর দুটি পেলোড ভিইএলসি ও এসইউআইটি দেখা গিয়েছে। এছাড়াও ক্যামেরাবন্দি করেছে পৃথিবীকে, ভিডিওতে দেখা গিয়েছে চাঁদকেও। তবে চাঁদমামাকে খুবই ছোট আকারে দেখা যাচ্ছে। ফলে চাঁদকে বোঝানোর জন্য ইসরোরর তরফে একটি তির চিহ্ন ব্যবহার করা হয়েছে। ভিডিওতে পৃথিবীর একভাগ পুরো নীল দেখাচ্ছে ও একভাগে সূর্যের আলো না পৌঁছনোর জন্য পুরো অন্ধকার দেখাচ্ছে। আর এই দৃশ্য দেখে মন জুড়িয়ে যাবে আপনারও।

3 months ago
Aditya L1: রাত পোহালেই সূর্যের দেশে পাড়ি দেবে আদিত্য এল ১, শুরু হল কাউন্টডাউন

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। রাত পৌহালেই সূর্যের উদ্দেশে পাড়ি দেবে ইসরোর (ISRO) আদিত্য এল ১ (Aditya L1) মহাকাশযান। চাঁদে চন্দ্রযান ৩-এর (Chandrayaan 3) সফল অবতরণের পর, দেশের চোখ এখন ইসরোর সূর্য মিশন অর্থাৎ আদিত্য এল ১-এর দিকে। জানা গিয়েছে, ইতিমধ্যেই কাউন্টডাউনও শুরু হয়ে গিয়েছে। ফলে সূর্যজয়ের জন্য ইসরোর প্রস্তুতি তুঙ্গে।

আজ অর্থাৎ ১ সেপ্টেম্বর ইসরো তরফে জানানো হয়েছে, ইসরোর এই মহাকাশযান পিএসএলভি-সি৫৭ রকেটে করে উৎক্ষেপণ করা হবে। আদিত্য এল১ শনিবার, ২ সেপ্টেম্বর সকাল ১১.৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে। ল্যাগ্রেঞ্জ পয়েন্ট এল ১-এ (Lagrange point 1 ) অবস্থান করবে ভারতের প্রথম সৌরযান। পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করবে এই যান। আগেই ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ জানান, মিশনটি সঠিক জায়গায় পৌঁছতে ১২৫ দিন সময় নেবে। এই পয়েন্টে পৌঁছনোর পরে, আদিত্য এল ১ খুব গুরুত্বপূর্ণ ডেটা পাঠাতে শুরু করবে।

ইসরো সূত্রে খবর, শনিবার সকাল ১১.২০ মিনিট থেকে থেকে আদিত্য এল১-এর উৎক্ষেপণের লাইভ স্ট্রিমিং দেখা যাবে। এটি ইসরোর ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউব পেজ থেকে দেখা যাবে। আবার দূরদর্শন থেকেও সরাসরি সম্প্রচার করা হবে।

3 months ago
Sun: প্রবল সৌর ঝড়ের সতর্কতা, প্রভাবিত হতে পারে নেট-মোবাইল সংযোগ

সৌরঝড়ের (solar storm) সতর্কতা জারি করল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা (American space agency)। বুধবার থেকেই সূর্যে নতুন করে ঝড়ের সতর্কতা জারি (Warning issued) করা হয়েছে। সৌরঝড়ের ফলে গরম তাপের হলকা লাগবে পৃথিবীর বুকে। যার ফলে বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কাও করছেন বিজ্ঞানীরা। বৃহস্পতিবার পর্যন্ত পৃথিবীর উপর এর প্রভাব দেখা যাবে, জানিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানান, সৌরঝড়ে সূর্যের কেন্দ্র থেকে প্লাজমা এবং চৌম্বকীয় তরঙ্গের বিরাট বিস্ফোরণ সংঘটিত হয়। আর এর ফলেই কোটি কোটি সৌরপদার্থ চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে যেতে পারে। 

নাসার (NASA) বিজ্ঞানীদের মতে, সৌরঝড়ের ফলে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে ফাটল ধরতে পারে। এর ফলে বেতার যোগাযোগও সাময়িক ভাবে বিচ্ছিন্ন হতে পারে। সৌরঝড়ের প্রভাব ইন্টারনেট সংযোগ এবং মোবাইলের নেটওয়ার্কের উপরেও পড়তে পারে। এমনকি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে কোথাও কোথাও। সপ্তাহখানেক আগেই সৌরঝড়ের সাক্ষী থেকেছিল সৌরজগৎ। কিন্তু এ বারের সৌরঝড় আরও বড় এবং আরও প্রভাবশালী, দাবি বিজ্ঞানীদের।

8 months ago


Solar: বছরের প্রথম সূর্যগ্রহণ, জেনে নিন কোথায়, কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

সূর্যগ্রহণের (Solar eclipse) সময়ে হিরের আংটির বদলে সোনার আংটি দেখা যাবে পৃথিবীর আকাশে। বৃহস্পতিবার, ২০ এপ্রিল এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে পৃথিবী, জানিয়েছে নাসা। ওই বিরল সূর্যগ্রহণের নাম ‘হাইব্রিড’ সূর্যগ্রহণ। এর বিশেষত্ব হল এখানে সূর্যের (Sun) আকৃতির থেকে চাঁদের (Moon) ছায়া হয় ছোট। ফলে চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে না। সূর্যের সোনালি বৃত্ত চাঁদের ছায়াকে ছাপিয়ে দেখা যায় চারপাশ থেকে। মাঝখানে অন্ধকার আর চারপাশে সোনালি বলয়ের সেই সূর্যকে খানিকটা সোনার আংটির মতোই দেখতে লাগে। 

এর আগে এমন গ্রহণ দেখা গিয়েছিল ২০১৩ সালে। তবে দু’টি ‘হাইব্রিড’ সূর্যগ্রহণের মাঝে সাধারণত ১০০ বছরের অন্তর থাকে বলে জানিয়েছেন মহাকাশবিদেরা। তাই এই বিরল ঘটনার সাক্ষী থাকতে উৎসাহ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। নাসা যদিও জানিয়েছে, এই হাইব্রিড সূর্যগ্রহণ দেখা যাবে একটি মাত্র শহর থেকেই। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ দেখে দেখা যাবে ওই সোনার বলয়। এ ছাড়া অস্ট্রেলিয়ার আরও বেশ কিছু এলাকা, নিউজিল্যান্ড, ইস্ট ইন্ডিজ, ফিলিপিন্স এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। নাসা জানিয়েছে, এটিই ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ। 


8 months ago
Solar Eclipse: খণ্ডগ্রাস সূর্যগ্রহণের কারণে বন্ধ থাকছে কেদারনাথ-বদ্রীনাথ মন্দিরের দরজা

মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্তে দেখা যাবে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ (Solar Eclipse)। এরফলে কেদারনাথ (Kedarnath) এবং বদ্রীনাথ (Badrinath) মন্দিরের দরজা বন্ধ (Temple closed)রাখা হচ্ছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এককথায়, ভারত বিরল স্বর্গীয় ঘটনার সাক্ষী হতে প্রস্তুতি নিচ্ছে।

জানা গিয়েছে, সন্ধ্যায় সূর্যগ্রহণ শেষ হওয়ার পর মন্দিরের ভিতরে পুজো শুরু হবে। মন্দিরের দরজা খোলা হবে বিকেল ৫টা ৩২ মিনিটে। শ্রী কেদারনাথ-বদ্রীনাথ মন্দির কমিটির মুখ্য প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, সকাল ৪:১৫-তে সকালের পুজো সেরে মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হয়েছে। বিকেল ৫টা ৩২ মিনিটে আবার মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। এবং সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে পুজো শুরু হবে।

ভারতের বেশ কয়েকটি অংশ আজ, মঙ্গলবার বিরল মহাকাশীয় ঘটনার সাক্ষী হতে চলেছে। যেখানে সূর্য, চাঁদ এবং পৃথিবী ঠিকভাবে একত্রিত হয় না। এবং সূর্য পৃষ্ঠের একটি ছোট অংশে অন্ধকার ছায়া দেখা যায়। একে আংশিক সূর্যগ্রহণ বলা হয়ে থাকে।

‘অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া’-র তরফে জানানো হয়েছে, আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে ভারতের বিভিন্ন স্থানে বিকেল ৪টা ২০ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত। হ্যানলে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের একদল গবেষক সূর্যাস্তের সময় পর্যবেক্ষণ করেছেন এবং গণনা করেছেন যে, এটি বিকেল ৫:০৮ পর্যন্ত দৃশ্যমান হবে। তবে আকাশে মেঘ থাকলে তা সম্ভব হবে না।

one year ago