Breaking News
Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ      High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার      Gardenrech Controversy: গার্ডেনরিচের বহু অবৈধ নির্মাণ প্রশাসনের ঔদাসীন্যতা! উঠছে প্রশ্ন...     

SikharDhawan

Dhawan: এশিয়ান গেমসে কি ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের অধিনায়ক ধাওয়ান!

ফের ভারতের অধিনায়ক (Captain) হচ্ছেন শিখর ধাওয়ান (Sikhar Dhawan)? এশিয়ান গেমসে (Asian Games) ছেলেদের যে ভারতীয় দল পাঠানো হবে, তার অধিনায়ক করা হতে পারে ধাওয়ানকে। সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৭ জুলাই অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে। এছাড়া একইসঙ্গে কোন ক্রিকেটারদের এশিয়ান গেমসে পাঠানো হবে, তাও ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।

সূত্রের খবর, রোহিত শর্মা বা বিরাট কোহলিদের মতো ক্রিকেটারদের এশিয়ান গেমসে পাঠানো হবে না। বিশ্বকাপ, এশিয়া কাপের মাঝে এশিয়ান গেমস খেলতে গিয়ে বিশ্রাম হবে না তাঁদের। তাই যাঁরা মূলত বিশ্বকাপ বা এশিয়া কাপে খেলছে না, সেরকম ক্রিকেটারদের পাঠানো হবে এশিয়ান গেমসে। তবে, মেয়েদের ক্ষেত্রে সেরা দলই পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এছাড়া, অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে বিসিসিআইয়ের স্পনসরশিপ এবং মিডিয়া স্বত্ব নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, চিনের হাংঝৌ শহরে এ বারের এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে।

9 months ago
Dhawan: 'প্রথম বিয়ের সময় অনভিজ্ঞ ছিলেন ধাওয়ান', ডিভোর্স নিয়ে অকপট ক্রিকেটার

বেশ কিছুটা সময় পেরিয়েছে ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান (Sikhar Dhawan) এবং তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ্যায় (Ayesha Mukherjee) জীবনে। দুজনেই পথ আলাদা করেছেন। তাঁদের সম্পর্কে চিড় ধরেছে, এই গুজব উঠেছিল আগেই। যদিও তাঁরা দু'জন জনসমক্ষে কিছু বলেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে নীরবতা ভাঙলেন ধাওয়ান। তিনি বলেছেন, কীভাবে তিনি এবং তাঁর স্ত্রী বিচ্ছেদের পথ বেছেছেন। আবারও কী বিবাহবন্ধনে (Remarriage) আবদ্ধ হবেন শিখর? এই প্রশ্নের উত্তরও দিয়েছেন।

সাক্ষাৎকারে শিখর ধাওয়ান বলেছেন, তিনি বিবাহে 'ব্যর্থ' হয়েছেন। যদিও এই বিচ্ছেদে তিনি কারও দিকে আঙ্গুল তুলতে চান না, কারণ বিচ্ছেদের সিদ্ধান্ত তাঁর নিজের। তিনি বলেন 'আমি ব্যর্থ হয়েছি কারণ বিয়ের ময়দান আমার পরিচিত ছিল না। ২০ বছর আগে আমি বিয়ে সম্বন্ধে কিছুই জানতাম না। অভিজ্ঞতার সঙ্গে এই শিক্ষা আসে।' শিখর এবং আয়েশার বিবাহবিচ্ছেদ এখনও সম্পূর্ণ হয়নি। জীবনের এই পর্যায়ে এসে তিনি কতটা প্রস্তুত আরও একবার ছাদনাতলায় যেতে? সেই বিষয়ে জানিয়েছেন।

ধাওয়ান ইন্টারভিউতে বলেছেন, 'বর্তমানে আমার বিচ্ছেদ মামলা চলছে। আগামীকাল যদি আমাকে আরও একবার বিয়ে করতে হয়, আমি সেই বিয়েতে আরও বেশি অভিজ্ঞ হয়ে যাব। আমি বুঝে যাব আমার কেমন জীবনসঙ্গী প্রয়োজন, যার সঙ্গে আমি সারা জীবন কাটাতে পারব।' তিনি আরও বলেন, 'আগে যখন আমি প্রেমে পড়েছিলাম তখন লাল পতাকাগুলো দেখতে পায়নি। কিন্তু আজ যদি আমি প্রেমে পড়ি তাহলে অবশ্যই সেই লাল পতাকাগুলো দেখতে পাব।' 

এখানেই শেষ নয়, ধাওয়ান নিজের অভিজ্ঞতা থেকে সকলকে বার্তা দিয়েছেন, 'সম্পর্কে গেলে অভিজ্ঞতা অর্জন করতে হবে। বুঝতে হবে, সে সঙ্গীর সান্নিধ্য উপভোগ করছে কিনা।'

12 months ago
Dhawan: শিখার ধাওয়ানের ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে চান তাঁর প্রাক্তন স্ত্রী! নেপথ্যে কী কারন জানুন

গত বছরেই বিবাহবিচ্ছেদ ঘটেছে শিখর ধাওয়ান ও আয়েশা মুখোপাধ্যায়ের। আর এর মধ্যেই শিখর ধাওয়ানের ক্রিকেট ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী আয়েশার। এই অভিযোগ তুলে আদালতের কাছে আবেদন শিখরের। ভারতীয় ক্রিকেটার আদালতে জানিয়েছেন, 'তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রাক্তন স্ত্রী যাতে কুৎসা না ছড়াতে পারে সে বিষয়ে নির্দেশ দিতে হবে। বিচ্ছেদের পর থেকেই তাঁর বিরুদ্ধে লাগাতার অপপ্রচার করছেন প্রবাসি বাঙালী তথা প্রাক্তন স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়।' 

দিল্লির পাটিয়ালা হাউস আদালতে শিখরের আরও অভিযোগ, আয়েশা তাঁর কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছেন। এতে তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন শিখর। দলের মধ্যেও শিখরের নামে কুৎসা রটিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী। শিখরের আবেদনে সাড়া দিয়ে দিল্লির আদালতের বিচারক হরিশ কুমার বলেন,‘আয়েশার নির্দিষ্ট কোনও অভিযোগ থাকতেই পারে। সেই অভিযোগ জানানোর পদ্ধতি রয়েছে। আয়েশা চাইলে আদালতে আসতে পারেন। কিন্তু এভাবে কারও সম্মানহানি করা যায় না।’

শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাঁকে না দেখা গেলেও কিছুদিন পরে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা যাবে শিখরকে।


one year ago