Breaking News
Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ      High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার      Gardenrech Controversy: গার্ডেনরিচের বহু অবৈধ নির্মাণ প্রশাসনের ঔদাসীন্যতা! উঠছে প্রশ্ন...     

ShubhmanGill

Gill: ডেঙ্গি আক্রান্ত শুভমান, বিশ্বকাপে প্রথম ম্যাচে কি পাওয়া যাবে গিলকে!

রবিবার বিশ্বকাপ খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেই ম্যাচে কি মাঠে নামবেন শুভমন গিল? এই প্রশ্নই ঘুরছে সকলের মনে। আশার আলো দেখছিলেন অনেকেই। কারণ কোচ রাহুল জনিয়েছিলেন, শুভমনকে মাঠে নামানোর জন্য তিনি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে প্রস্তুত। এবার সেই আশায় জল ঢাললেন বোর্ডের এক কর্তা। তিনি জানিয়ে দিলেন, একেবারেই খেলার মতো অবস্থায় নেই শুভমন। এমনকি প্রথম দুটি ম্যাচে তাঁকে পাওয়ার কোনও সম্ভবনাই নেই।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, ডেঙ্গি আক্রান্ত শুভমন রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারবেনই না, এমনকি আফগানিস্তানের বিরুদ্ধে ১১ অক্টোবরও তাঁকে মাঠে পাওয়ার সম্ভাবনা কম। তবে, বোর্ডের পক্ষ থেকে সরকারি ভাবে এখনও শুভমন সম্পর্কে কিছুই জানানো হয়নি।

6 months ago
Gill: কিউইদের বিরুদ্ধে ১৪৫ বলে ২০০ শুভমানের, হায়দরাবাদ ওডিআইতে একাধিক নজির তরুণ তুর্কির

নিউজ়িল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রথম ওডিআই (ODI Match) ম্যাচে দ্বিশতরান শুভমন গিলের। ১৪৫ বলে ওভার বাউন্ডারি মেরে করা এই দ্বিশতরানের সঙ্গে তিনি (Shubman Gill) গড়লেন আরও একাধিক নজির। একদিনের ক্রিকেটে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে হায়দরাবাদে দ্বিশতরান করেন শুভমন। ভাঙলেন আরও দুই ভারতীয়র ব্যাটারের নজির। ১০ ডিসেম্বরের আগে পর্যন্ত কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরানের তালিকায় এক নম্বরে ছিলেন রোহিত শর্মা। ২০১৩-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিশতরান করার সময় রোহিতের বয়স ছিল ২৬ বছর ৬ মাস।

২০২২ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান করে সেই নজির ভাঙেন দেন ঈশান কিষাণ। ঈশান ২৪ বছর ৫ মাসে দ্বিশতরান করেন। সেই নজির এবার দেন  শুভমন। ২৩ বছর ৫ মাস বয়সে দ্বিশতরান করলেন তিনি।

এখানেই থামেননি ভারতীয় ক্রিকেটের এই তরুণ তুর্কি। কিউইদের বিরুদ্ধে হায়দরাবাদে আরও একটি নজির গড়েন শুভমন। এতদিন নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে এক ইনিংসে সব থেকে বেশি রান সচিন তেন্ডুলকরের (১৮৬) ঝুলিতে ছিল। সেই রেকর্ড ভেঙে দিলেন শুভমন। এদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করে একাধিক লেজেন্ডদের সঙ্গে রেকর্ড খাতায় নাম তুললেন শুভমন গিল। সেই তালিকায় রয়েছেন রোহিত শর্মা, সচিন তেন্ডুলকর, মার্টিন গাপ্টিল, বীরেন্দ্র শেহবাগের মতো তাবড় ব্যাটাররা।


one year ago
Shubman: নবাবিয়ানায় মেতেছেন ভারতীয় ক্রিকেটার? মুম্বই রেস্তোরাঁয় দেখা গেল শুভমন গিল আর সারা আলিকে

সারাতেই মগ্ন ভারতের তরুণ ক্রিকেটার শুভমন গিল (Shubman Gill)। 'সারা' থেকে কিছুতেই যেন বেরোতে পারছেন না তিনি! এতদিন সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কন্যা সারাকে ডেট করছিলেন শুভমন, এমনই গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও দুজনের কেউ এই সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু এবার নবাব কন্যা সারা আলি খানে (Sara Ali Khan) মজেছেন শুভমন।

সম্প্রতি সইফ-কন্যা ও শুভমনকে একসঙ্গে দেখা দিয়েছে মুম্বইয়ের এক রেস্তোরাঁয়। ব্যস, সেই থেকে গুজব তাঁরা ডেট করছেন। ইতিমধ্যে সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাতে নেট নাগরিকরা লিখেছেন, ‘সচিনের মেয়ে থেকে পতৌদির নাতনি, অনেক এগিয়ে গিয়েছেন শুভমন।’ অন্য এক জন লেখেন, 'সারা নামের প্রতি আকৃষ্ট শুভমন।'


উল্লেখ্য, কিছুদিন আগে সারা তেন্ডুলকর এবং শুভমন গিল ইনস্টাগ্রামে একে-অন্যকে আনফলো করেন। তারপর থেকে তাঁদের ব্রেকআপের খবর রটে যায়। সম্প্রতি জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্যান্স করেন শুভমন। সেই সফরেই তিনি তাঁর ওয়ান ডে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেন। এই পারফরম্যান্সের ভিত্তিতে, তিনি জিম্বাবোয়ে সফরে প্লেয়ার অফ দ্য সিরিজও হন। এবং কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতেও সক্ষম হন।

2 years ago