Breaking News
ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষকের বাড়িতে ইডি হানা!      Ragging: যাদবপুরে ফের র‍্যাগিংয়ের অভিযোগ! প্রথম বর্ষের ছাত্রকে ফোন করে দেওয়া হত হুমকি...      Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান      SSKM: বেড নেই এসএসকেএম-এ! দেড় বছরের শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে      BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!     

ShraddhaKapoor

ED: অভিনেতা রণবীর কাপুরের পর 'মহাদেব বেটিং অ্যাপ' কেসে শ্রদ্ধা কাপুরকে তলব ইডির

'মহাদেব বেটিং অ্যাপ' (Mahadev Betting App) কেসে এবার অভিনেত্রী শ্রদ্ধা কাপুর-কে (Shraddha Kapoor) তলব করলেন ইডি (ED)। জিজ্ঞাসাবাদ করার জন্য অভিনেত্রীকে ইডি দফতরে যাওয়ার আবেদন করেছেন ভারতীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার অর্থাৎ ৬ অক্টোবর অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা ইডির। 

অভিনেতা রণবীর কাপুরকেও সমন পাঠিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৬ অক্টোবর, শুক্রবারই অভিনেতাকে ইডি দপ্তরে যেতে আবেদন জানানো হয়েছিল। যদিও রণবীরের তরফে এদিকে আবেদন করা হয়েছে, হাজিরার দিন যেন আরও দু'সপ্তাহ বাড়ানো হয়। অভিনেতা কাজে ব্যস্ত তাই এই মুহূর্তে নাকি যেতে পারবেন না জিজ্ঞাসাবাদের জন্য। 

অন্যদিকে বৃহস্পতিবার হুমা কুরেশী, হিনা খান, কমেডিয়ান কপিল শর্মা কেও সমন পাঠিয়েছেন ইডি। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, মহাদেব বেটিং অ্যাপের হয়ে প্রচার করা। জানা যাচ্ছে, এই ব্যাটিং অ্যাপ-এর সঙ্গে কম বেশি অনেক তারকায় জড়িত রয়েছে। কেউ অর্থ নিয়ে প্রচার করেছেন, কেউ আবার এই অ্যাপের প্রতিষ্ঠাতার বিয়েতে অর্থের বিনিময়ে অংশ নিয়েছেন। এই বেটিং অ্যাপের দ্বারা হওয়া আর্থিক তছরুপের জট পর্যন্ত পৌঁছতেই এক এক করে তারকাদের সমন পাঠাচ্ছেন তদন্তকারী সংস্থা। 

মূলত দারিদ্র সীমার নিচে মানুষদের একপ্রকার ঠকিয়ে অর্থ আদায় করা হত এই অ্যাপের দ্বারা। জুয়ার মতো বেশ কিছু খেলা রাখা হয়েছিল সেই অ্যাপে। বিশেষ সিস্টেমের দ্বারা খেলার মাধ্যমে সাধারণ মানুষের টাকা একপ্রকার লুট করে নিয়েছে এই সংস্থা। অর্থ তছরুপ মামলার জট পর্যন্ত পৌঁছাতে উদ্যত তদন্তকারী সংস্থা। হাওয়ালার মাধ্যমে প্রচুর অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলে ধারণা ইডির। ইতিমধ্যে কলকাতা ভোপাল ও মুম্বাইতে অর্থ খুঁজতে অভিযান চালিয়েছিলেন তদন্তকারী সংস্থা। এবার সেই মামলার জট পর্যন্ত যেতে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তারা ।

2 months ago
Shraddha: আইপিএল ফাইনালে বৃষ্টির নেপথ্যে রয়েছেন শ্রদ্ধা! কেন এমন দাবি নেটিজেনদের

২৮ মে, রবিবার অঝোরে বৃষ্টি পড়ে, আর এর জন্য একেবারে লন্ডভন্ড হয়ে যায় আইপিএলের (IPL) ফাইনাল ম্যাচ। আহমেদাবাদ মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ ছিল, আর সেই দিনটার জন্যে ভক্তরা কয়েক মাস ধরে মুখিয়ে বসেছিলেন। কিন্তু প্রাকৃতিক কারণে সবকিছুই ভেস্তে যায়। ফলে স্বাভাবিকভাবেই ম্যাচ বাতিল করা হয়। কিন্তু এই বৃষ্টি হওয়ার পিছনে নাকি হাত রয়েছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor)? শুনতে অবাক লাগলেও এমনটাই দাবি করছেন আইপিএল ফ্যানরা। কিন্তু কী এমন কারণ রয়েছে, যার জন্য শ্রদ্ধাকে দোষারোপ করা হচ্ছে ম্যাচ বাতিল হওয়ার জন্য?

দেখা গিয়েছে, রবিবার খেলা শুরু হওয়ার আগে জিও সিনেমা-র স্টুডিয়োতে এসেছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বিজ্ঞাপনের জন্যই বলিউড অভিনেত্রীকে আনা হয়েছিল আইপিএলের অনুষ্ঠানে। আর এই শ্রদ্ধারই একাধিক গান রয়েছে, যা তিনি বৃষ্টিতে ভিজে ভিজে করেছেন। তাঁর জনপ্রিয় কিছু ছবি 'আশিকি টু', 'বাঘি', 'হাফ গার্লফ্রেন্ড', 'এক ভিলেন'। এই ছবির কিছু বিখ্যাত গান রয়েছে যেমন- 'তুম হি হো', 'ছম ছম', 'বারিশ' এগুলোতে শ্রদ্ধা বৃষ্টিতে ভিজে শ্যুট করেছেন। অর্থাৎ প্রতিটি গানেরই কমন ফ্যাক্টর হল বৃষ্টি ও শ্রদ্ধা। ঠিক এই কারণেই নেটিজেনরা শ্রদ্ধাকে দায়ী করেছেন। সমাজমাধ্যমে মিমে ছড়াছড়ি যে, 'ম্যাচের আগে শ্রদ্ধাকে নিয়ে আসলে বৃষ্টি তো হবেই।'

তবে শ্রদ্ধাও বিষয়টি মজার ছলেই দেখছেন। শ্রদ্ধা নিজেই তাঁর ইনস্টা স্টোরিতে হাসির ইমোজি দিয়ে ফ্যানের কমেন্ট পোস্ট করেছেন।


6 months ago