
চিরঞ্জিত (বিধায়ক/অভিনেতা): হ্যাঁ ঠিকই, বৃহস্পতিবার ২ নভেম্বর আমার জন্মদিন এবং শাহরুখ খানেরও তাই। আমরা দুজনই রঙিন দুনিয়ার মানুষ। একসময় চুটিয়ে অভিনয় করেছি এবং পত্রপত্রিকা আমাকে একেবারে বাংলার সুপারস্টার নায়ক বলতো। উত্তমকুমারের পরে এই খ্যাতি যে পাবো তা কে জানতো । প্রসেনজিৎ নিয়ে আমার কিছু বলার নেই কারণ বুম্বা আমার অনেক পরে ওই খ্যাতি পেয়েছে। আরে বাবা আমার বয়স তো হয়েছে নাকি সুতরাং তুলনা অপ্রয়োজনীয়। যদিও আমার ছবির কাজে আসাটা টিভির দুনিয়ায় খবর পড়া বা সাংবাদিকতা করার পরে। একই দিনে শাহরুখ খানের জন্মদিন কাজেই খবরওয়ালারা নিয়ম করে প্রতি বছরেই আমাকে শাহরুখ নিয়ে প্রশ্ন করে। অনেকটা এই রকম যে, একই দিনে আমাদের জন্মদিন কাজেই আমাদের মধ্যে মিল কতটা?
দেখুন, একটি বিষয়ে আমাদের অসম্ভব মিল, তা হচ্ছে, আমরা দুজনেই সুখী দাম্পত্য জীবন যাপন করছি কোনও গুঞ্জন ছাড়াই। আমাদের দুজনের কাছেই দিনের শেষে পরিবারই আসল। এছাড়া ওর আগমন টিভি থেকে আমারও কিন্তু অমিলটাই বেশি। শাহরুখ হিন্দি ছবির নায়ক। ওদের ব্যাপার স্যাপারই আলাদা। কোটি কোটি টাকার কারবার। ছবি চলুক বা ফ্লপ হোক টাকার পাহাড়ের খরচ থাকবেই। আজকাল তো শুনি শাহরুখ নিজেই তাঁর অধিকাংশ ছবির প্রযোজক। যদিও এখনকার ছবি আর নির্দিষ্ট হাউসে রিলিজ করে না। বেশিরভাগই শপিং মল বা মাল্টিপ্লেক্সে। এক সপ্তাহেই টাকা তুলতে হবে। এখন গ্রামগঞ্জে সিনেমা কোথায়? দেশের সাধারণ নিম্নবিত্ত মানুষ যদি আমার সিনেমা না দেখে তবে লাভ কি?
আমার শুরু কিন্তু সত্যজিৎ রায়ের সহযোগী হিসাবে। তাঁর একটি ডকুমেন্টরি ছবিতে অভিনয় করেওছি। পরিচালনার কাজটি ওনার কাছ থেকেই শেখা যে কারণে পরবর্তী সময়ে নিজেই পরিচালনায় হাত দিয়েছিলাম। এই সুযোগ আজকের দিনে রঞ্জিত মল্লিক আর দীপঙ্কর দে ছাড়া আর কার আছে? আজকে সুপারস্টার বলে কিছুই নেই। কাজেই শাহরুখের মতো যেকোনও চরিত্রে সবাই কাজ করছে।
আর একটি ব্যাপারে শাহরুখের সঙ্গে আমার মিল রয়েছে। আমরা দুজনই খেলার ভক্ত। যদিও শাহরুখ একটি ক্রিকেট দলের মালিক এবং ওই অবধি। আমি খেলতাম নিজে কাজেই খেলার টেকনিকাল দিকটা বুঝি। এই তো জন্মদিনের গপ্পো। (অনুলিখন-প্রসূন গুপ্ত)
২ নভেম্বর, আজ 'কিং খান' শাহরুখ খানের জন্মদিন। ৫৮ বছরে পাড়ি দিলেন বলিউড বাদশা। অনুরাগীরা জন্মদিনের দিন তাঁর এক ঝলক দেখবার জন্য মন্নতের বাইরে দাঁড়িয়ে থাকেন। ফলে তাঁদেরও নিরাশ করেননি শাহরুখ। ঘড়িতে রাত ১২ টা বাজতেই মন্নতের ব্যালকোনিতে এসে ভক্তদের সঙ্গে দেখা করলেন তিনি। তবে সকাল হতেই আরও এক চমক দিলেন শাহরুখ। প্রকাশ্যে আনলেন তাঁর আসন্ন ছবি 'ডাঙ্কি'-এর টিজার। তাঁর জন্মদিনে অনুরাগীদের কাছে এটাই হয়তো সবচেয়ে বড় উপহার ছিল!
২০২৩ সালের বেশির ভাগ সময়ই বক্স অফিসে দাপিয়ে বেড়িয়েছে শাহরুখ খানের 'জওয়ান' ও 'পাঠান'। অবশেষে 'ডাঙ্কি'-এর ঝলক দেখার জন্যই অপেক্ষায় ছিলেন তাঁর ভক্তরা। শাহরুখের জন্মদিনেই সেই অপেক্ষার অবসান হল। টিজার দেখার পরই নতুন নতুন চমক। পাঠান, জওয়ানের লুক ছেড়ে এক নতুন অবতারে ধরা দিলেন বাদশা। টিজারেই দেখা গেল বাদশার অন্যরকম লুক। এই অবতার ৫৮ বছর বয়সকেও যেন তুড়ি মেরে ওড়ালেন কিং খান! এছাড়াও এই ছবিতে তাপসী পান্নুর পাশাপাশি দেখা গেল ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ, পরীক্ষিত সাহনি, ধর্মেন্দ্রকে। এক পরিবারের স্বপ্ন লন্ডন যাওয়া। আর সকলের স্বপ্ন পূরণের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন শাহরুখ। আর সেই স্বপ্নপূরণ করতে গিয়ে কোন কোন ঝুঁকি নিতে চলেছেন তিনি, তা নিয়েই এই ছবি বলে প্রাথমিকভাবে অনুমান করা যায়।
বৃহস্পতিবার সকাল ১১ টা বাজতেই রাজকুমার হিরানি পরিচালিত ছবি 'ডাঙ্কি'-এর টিজার টুইট করে কিং খান লিখেছেন, 'বন্ধুত্ব, ভালোবাসা, একে অপরের পাশে থাকা… সম্পর্কে জড়িয়ে থাকার নামই হল বাড়ি। আমি ভাগ্যবান যে, এই প্রজেক্টের সঙ্গে জুড়তে পেরেছি নিজেকে। আশা করি, আপনারাও আমাদের এই সফরে আমাদের পাশে থাকবেন।' উল্লেখ্য, চলতি বছরের বড়দিনেই মুক্তি পেতে চলেছে শাহরুখের 'ডাঙ্কি'।
শাহরুখের জওয়ান-এর (Shahrukh Khan) বিজয়রথ এখনও অব্যাহত। সিনেমাটি মুক্তির ৩৩ দিন অতিক্রান্ত হওয়ার পর সারা ভারত এবং সারা বিশ্বে সিনেমাটির বক্স অফিস কালেকশন ১১১৭ কোটি টাকা। এখনও জওয়ান দেখতে হলমুখী হচ্ছেন দর্শকেরা। কিন্তু শাহরুখের সাফল্য অনেকটা ঢেকে দিয়েছে অভিনেতা অক্ষয় কুমারকে (Akshay Kumar)। সম্প্রতি তাঁর অভিনীত সিনেমা মিশন রানিগঞ্জ মুক্তি পেয়েছে। বলিউডের খিলাড়ি কুমার এইবার বক্স অফিসে নিজের জায়গা করতে পারলেন না।
৬ অক্টোবর সারা ভারতে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত সিনেমা 'মিশন রানিগঞ্জ'। একেবারে বাস্তব থেকেই অনুপ্রাণিত সিনেমার প্রেক্ষাপট। সিনেমার ট্রেলার দর্শকদের পছন্দ হলেও সিনেমাহলে দর্শকদের ভালোবাসার প্রতিফলন দেখা গেল না। মুক্তির দিন সিনেমাটি উপার্জন করেছিল ২.৮ কোটি টাকা। এরপর সেই সংখ্যা আবারও ঊর্ধ্বমুখী হলেও সোমবার সিনেমার কালেকশন আবারও মুখ থুবড়ে পড়েছে। মঙ্গলবার পর্যন্ত মিশন রানিগঞ্জের উপার্জন ১৪.১০ কোটি টাকা।
অর্থাৎ 'জওয়ান' সিনেমার সামনে যে মাথা তুলে দাঁড়াতেই পারেনি অক্ষয়ের 'মিশন রানিগঞ্জ' তা নিয়ে কোনও সন্দেহ নেই। যদিও নিজেদের মধ্যে কোনও রেষারেষি রাখতে চান না বলিউড তারকারা। এর আগে অক্ষয় একেবারে প্রকাশ্যে জওয়ান-এর প্রশংসা করেছিলেন। বলিউডে 'জওয়ান'-ই একমাত্র সিনেমা যা রেকর্ড ব্রেক করেছে।
জওয়ানের বিজয়রথ থামার নাম করছে না। শাহরুখ খান অভিনীত এই ছবি সারা বিশ্ব জুড়েই কার্যত সাড়া ফেলে দিয়েছে। অ্যাটলির পরিচালনায় ভারতীয় সিনেমার ইতিহাসে এটিই প্রথম হিন্দি ছবি যা বিশ্বব্যাপী ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে।
২০২৩ সালের সর্বোচ্চ আয় হয়েছে এই ছবির হাত ধরেই । শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি 6 অক্টোবর সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করেছেন। পোস্টটিতে উল্লেখ করা হয়েছে যে, অ্যাকশন থ্রিলারটির বিশ্বব্যাপী সংগ্রহ এখন ১১০৩.২৭ কোটি টাকা। এই মুহূর্তে শাহরুখের প্রতিদ্বন্ধী একমাত্র তিনি নিজেই। জওয়ান নিজেই রেকর্ড তৈরী করছে, আর নিজেই তা ভাঙছে নিত্য দিন।
সারা বিশ্বের বক্স অফিসে হাজার কোটি টাকা উপার্জন করে ফেলেছে শাহরুখ খান অভিনীত সিনেমা 'জওয়ান' (Jawan)। হিন্দি সিনেমার ইতিহাসে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে 'জওয়ান'। শাহরুখ (Shahrukh Khan) ভক্তরা তো বটেই সমালোচকরাও সিনেমাটির প্রশংসা করতে বাধ্য হয়েছেন। চিত্রনাট্যের বিষয় খুব পছন্দ হয়েছে সকলের। এই ছবির হিরো যদি শাহরুখ হয়, তবে তাঁকে শক্তিদায়িনী মহিলা চরিত্ররা। এই চরিত্রগুলিরই একটিতে অভিনয় করেছেন রিধি ডোগরা (Ridhi Dogra)।
ছবিতে আজাদ-এর (সিনেমায় ছেলে শাহরুখ-এর চরিত্র) সৎ মা 'কাবেরী'-এর ভূমিকায় অভিনয় করেছেন রিধি ডোগরা। স্বল্প পরিসরেও নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন অভিনেত্রী। সিনেমা মুক্তি পাওয়ার পর একাধিক সাক্ষাৎকারের সম্মুখীন হন রিধি। তেমনই এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়, সিনেমায় এত চরিত্র থাকতে কেন বয়ষ্ক মহিলার চরিত্রে অভিনয় করলেন তিনি?
উত্তরে রিধি বলেন, তিনি আসলে 'কাবেরী'-এর চরিত্রটি করতে চাননি। চেয়েছিলেন অন্য একটি চরিত্রে অভিনয় করতে। রিধি বলেন, 'আমি সিনেমার সেটে বসে মাঝেমধ্যেই ভাবতাম আমি যদি নয়নতারার চরিত্রে অভিনয় করতে পারতাম। এই কারণে নয় যে আমি নয়নতারার থেকে ভালো অভিনয় করতাম। তবে আমি চরিত্রটিকে নিজের সেরাটুকু দেওয়ার চেষ্টা করতাম।'
'পাঠান' ঝড়ের পর 'জওয়ান' (Jawan) জ্বরে কাবু সারা বিশ্ববাসী। ছবি মুক্তির প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও জওয়ান ঝড় অব্যাহত। ১০০০ কোটির গন্ডি ছাপিয়ে গিয়েছে শাহরুখ খানের এই ছবি। কিন্তু এখানেই থেমে নেই বাদশাহ, আরও বেশি ব্যবসা করার জন্য এক ফন্দি এঁটেছেন তিনি। চলতি বছর বড়দিনে মুক্তি পেতে চলেছে 'ডাঙ্কি'। এ বার বাদশার পাখির চোখ রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি। আগের সমস্ত রেকর্ডকে ভেঙে ফেলতে এক নতুন উপায় বের করেছেন শাহরুখ ও পরিচালক রাজকুমার হিরানি।
সূত্রের খবর, শাহরুখ খানের আসন্ন ছবি 'ডাঙ্কি' চলতি বছরের ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। কিন্তু আরও বড় ব্যবসা করার লক্ষ্যে ডাঙ্কি ভারতে মুক্তির এক দিন আগেই নাকি মুক্তি পাবে আন্তর্জাতিক বাজারে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে ডাঙ্কি মুক্তি পাবে ২১ ডিসেম্বর। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
ফলে ডাঙ্কিকে সারা বিশ্বজুড়ে ব্লকবাস্টার হিট করার জন্য এমনটাই কৌশল বের করেছেন স্বয়ং অভিনেতা ও পরিচালক। পাঠান, জওয়ান-এর পর এবারে ডাঙ্কি-র জন্য মুখিয়ে রয়েছেন বাদশাহপ্রেমীরা। তবে 'ডাঙ্কি,' 'জওয়ান'-কে ছাপিয়ে যেতে পারবে কিনা, সেটাই এখন দেখার।
সারা দেশ তথা বিশ্বে এখনও জারি রয়েছে 'জওয়ান' (Jawan) ঝড়। ভারত এবং ভারতের বাইরের দেশগুলি মিলিয়ে ১০০০ কোটি টাকা পেরিয়েছে সিনেমার বক্স অফিস কালেকশন। সিনেমার চিত্রনাট্যের প্রশংসা করতে বাধ্য হয়েছেন সমালোচকরা। ভক্তরা ভালোবাসা উজাড় করে দিচ্ছেন অভিনেতা শাহরুখ খানের জন্য। এই প্রথম কিং খানের (Shahrukh Khan) সঙ্গে এক পর্দায় দেখা গিয়েছে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে (Nayanthara)। কিন্তু অভিযোগ, সিনেমা থেকে তাঁর দৃশ্য বাদ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় না কি বেশি প্রাধান্য পেয়েছেন দীপিকা।
এবার এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ শাহরুখ। তিনি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। এক্স হ্যান্ডেলে (টুইটার) অভিনেতা তাঁর ভক্তদের মন্তব্যের জবাব দিয়ে থাকেন প্রায়ই। সেই সূত্রেই নয়নতারার চরিত্র নিয়ে কথা বললেন অভিনেতা। ছবি থেকে একটি দৃশ্যের ছবি শেয়ার করে এক নেটিজেন লিখেছেন, 'আজাদের সঙ্গে সুজির রসায়ন আমার খুব ভালো লেগেছে। সিঙ্গেল মায়ের চরিত্রটি খুব চতুরতার সঙ্গে দেখানো হয়েছে। ধন্যবাদ শাহরুখ খান সবরকম মহিলার চরিত্রে সিনেমার পর্দায় তুলে ধরার জন্য।'
I also felt that the story of Narmada as a single mom was amazing. Unfortunately in the scheme of things couldn’t find more screen time but as is was also wonderful. #Jawan https://t.co/QStZVAOMxC
— Shah Rukh Khan (@iamsrk) September 22, 2023
এই পোস্টের উত্তরে শাহরুখের উত্তর বেশ ইঙ্গিতবহ। অভিনেতা লিখেছেন, 'আমিও মনে সিঙ্গেল মা হিসেবে নর্মদার গল্প খুবই সুন্দর। দুঃখের বিষয় চিত্রনাট্যের জন্য এই দিকটি পর্দায় বিশেষ জায়গা পায়নি। কিন্তু অসাধারণ এই গল্প।' প্রসঙ্গত, উত্তর দেওয়ার ক্ষেত্রে শাহরুখ খানের জুড়ি মেলা ভার। তিনি কোনও কথাই অকারণে বলেন না। নয়নতারাকে নিয়ে আলোচনার মধ্যে আতান্তরে নিজের অবস্থান কি স্পষ্ট করে দিলেন বাদশা!
২০২৩ এর পাশে শাহরুখ খানের (Shahrukh Khan) নাম লিখে রাখা উচিত। এই বছরটি তাঁর বললে খুব একটা ভুল বলা যাবে না। চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল তাঁর সিনেমা 'পাঠান'। মাত্র ৯ মাসের ব্যবধানে ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে 'জওয়ান'। ব্যবধান আরও কমিয়ে চলতি বছরে ভক্তদের আরও একটি সারপ্রাইজ দিতে চলেছেন বলিউডের বাদশা। তাঁর আসন্ন সিনেমা 'ডানকি'(Dunki) মুক্তি পাবে চলতি বছরেই।
রাজকুমার হিরানি পরিচালিত 'ডানকি' সিনেমায় অভিনয় করবেন শাহরুখ, একথা আগেই প্রকাশ্যে এসেছিল। তবে মাঝে জল্পনা শুরু হয়েছিল, সিনেমার শ্যুটিং পিছিয়ে গিয়েছে। ফলে 'ডানকি' মুক্তির দিন নিয়েও তৈরী হয়েছিল অনিশ্চয়তা। সেই সব জল্পনা নিয়ে মুখ খুললেন শাহরুখ। তিনি নিজেই জানালেন চলতি বছরে মুক্তি পাবে সিনেমাটি।
বাদশা বলেছেন, 'আমি দেখনদারি করার চেষ্টা করছি না। ঈশ্বর খুব দয়ালু যে আমরা পাঠান আনতে পেরেছি। ঈশ্বর আরও দয়ালু হয়েছেন তাই জওয়ান এসেছে। আমরা প্রজাতন্ত্র দিবসে শুরু করেছিলাম। তারপর জন্মাষ্টমীতে কৃষ্ণর জন্মদিনে আমরা জওয়ান এনেছি। এবারে বড়দিনে আসব।'
'ডানকি' সিনেমাতেই প্রথমবার শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে। সিনেমাটি প্রযোজনার দায়িত্ব নিয়েছে রেড চিলিজ ইন্টারটেইনমেন্ট। চলতি বছরের ডিসেম্বরের ২২ তারিকেই নাকি আরও একবার বড় পর্দায় ঝড় তুলতে পারেন শাহরুখ।
ভারত তথা বিশ্বে হিন্দি সিনেমার জগতে একপ্রকার ইতিহাস তৈরী করে ফেলেছে শাহরুখ খান (Shahrukh Khan) অভিনীত 'জওয়ান' (Jawan)। মুক্তির পর ১২ দিন পেরিয়ে ভারতে জওয়ান-এর বক্স অফিস কালেকশন ৪৪০.৫৬ কোটি টাকা। অন্যদিকে ভারত সহ সারা বিশ্বে সিনেমার আয় ৭৩৫.৮০ কোটি। এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে হাজার কোটি ছুঁয়ে ফেলা বিশেষ কঠিন হবে না জওয়ানের। শুধুমাত্র শাহরুখ ভক্তরা নয়, সমালোচকরাও এই সিনেমার প্রশংসা করতে বাধ্য হয়েছেন।
সিনেমার পরিচালক অ্যাটলি এবার জওয়ান-কে এবার বিশ্ব দরবারে সমাদৃত করতে চান। সম্প্রতি পরিচালক এই প্রসঙ্গে বলেন, 'সব যদি ঠিকঠাক থাকে তাহলে জওয়ানের অস্কারে যাওয়া উচিৎ। আমি ভালোবেসে জওয়ানকে অস্কারে নিয়ে যেতে চাই। দেখা যাক। আমার মনে হয় খান স্যার এই সাক্ষাৎকার দেখছেন এবং পড়ছেন। আমি তাঁকে ফোন করে এই বিষয়ে আলোচনা করব।'
অন্যদিকে ২০২৪ অস্কারের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া, চেন্নাইতে বেশ কিছু সিনেমা প্রদর্শনী করছেন। ভারতে তৈরী হওয়া কোন সিনেমাগুলি অস্কারের মঞ্চে যাবে, তা ঠিক করবে ফেডারেশন। শোনা যাচ্ছে, দ্যা কেরালা স্টোরি', 'ঘুমড়' বিচারকদের বিবেচনার তালিকায় রয়েছে। সে তালিকায় কী জায়গা করে নিতে পারবে শাহরুখের 'জওয়ান'? তা ভবিষ্যৎ বলবে।
সারা দেশেজুড়েই রবিবার বেশ ধুমধামের সঙ্গে উদযাপন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিন। দেশ-বিদেশ থেকে আসছে শুভেচ্ছাবার্তা। রাজনৈতিক সতীর্থ থেকে বিপক্ষ, সবাই অভিবাদন জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রীকে। ফলে শুভেচ্ছা জানাতে পিছিয়ে থাকেননি বলি পাড়ার তারকারাও। শাহরুখ থেকে শুরু করে কঙ্গনা, সলমন, অক্ষয় অনেকেই মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে নজর কেড়েছে শাহরুখের বার্তা।
রবিবার এক্স হ্যান্ডলে মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন ‘জওয়ান’ শাহরুখ। তিনি লেখেন, 'শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী! সুস্থ থাকুন, দিনটা আনন্দে ভরে উঠুক। প্রার্থনা করি, আপনি যেন কাজ থেকে একটু ছুটি পান এবং একটু আনন্দ করার সময় পান। অনেক শুভেচ্ছা।' দেশের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরামর্শও দিয়েছেন যে, যাতে তিনিও ছুটি নিয়ে বিশেষ দিনটি উদযাপন করতে পারেন।
Happy Birthday to Hon. PM Shri @narendramodi ji!!! Have a healthy and joyful day. May u get some time off from work and have a bit of fun too. Best wishes.
— Shah Rukh Khan (@iamsrk) September 17, 2023
শাহরুখের পাশাপাশি অক্ষয় কুমার, সলমন খান, কমল হাসান, সোনু সুদ, রাজকুমার রাও, হেমা মালিনি-সহ বলিপাড়ার একাধিক তারকা শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। কঙ্গনা রানাউত আবার প্রধানমন্ত্রীকে নতুন ভারতের বিশ্বকর্মা বলেও আখ্যা দেন।
শাহরুখ যে আসলেই বলিউডের 'কিং খান' তা প্রমান করেছেন বারবার। সম্প্রতি তাঁর 'জওয়ান' মুক্তি পেতেই তা আরও ভালো করে বুঝতে পেরেছেন ভারতবাসী। সারা ভারতে, এমনকি ভিনদেশের বেশ কিছু সিনেমাহলে ঝড় তুলেছে 'জওয়ান'। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দর্শক-সমালোচকরা। এমনকি বলিউডের তারকারাও খোলা মনে প্রশংসা করছেন শাহরুখের (Shahrukh Khan)। এর আগে অক্ষয় কুমার 'জওয়ান'-এর তারিফ করেছিলেন। এইবার সোনু সুদ (Sonu Sood), জন সমক্ষে কিং খানের প্রশংসায় মগ্ন হলেন।
সামাজিক মাধ্যমে সোনু লিখেছেন, 'ভাগ্য একেবারেই ভালো বিষয় নয়, যেকোনও সময় পাল্টি খেয়ে যায়। কিন্তু জওয়ান নিজের ভাগ্য নিজে লেখে। অভিনন্দন দাদা। রাজত্ব করতে থাকুন।' অভিনেতার সামাজিক মাধ্যমে, লেখা হিন্দিতে পোস্টের বাংলা তর্জমা করলে, তার মানে এমনই দাঁড়ায়। শাহরুখও এই পোস্টের প্রত্যুত্তর দিতে ভোলেননি।
সামাজিক মাধ্যমে সোনুর এই পোস্ট শেয়ার করে শাহরুখ লিখেছেন, 'ধন্যবাদ সোনু। তোমার শুভেচ্ছা আমার কাছে দুনিয়ার মতো। ভাগ্য বদলাক বা না বদলাক, শুনে ভালো লাগল আমি তোমার মত একজন ভাইকে জীবনে গণ্য করতে পারি। ভালোবাসি।' কিং খান' অভিনয়ের পাশাপাশি তাঁর মন্তব্যের জন্য জনপ্রিয়। তাঁর সব লেখার মতো সোনুকে দেওয়া উত্তরও মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের।
ভারতে এখন কি চলছে? একেবারে স্পষ্ট কথায় বললে, শাহরুখের 'জওয়ান' (jawan)। গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছিল শাহরুখ অভিনীত সিনেমাটি। এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সারা বিশ্বে ৬০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সিনেমাটি। কিং খানের ভক্তরা তো সিনেমার প্রশংসা করেছেন, তাঁর সমালোচকরাও শাহরুখের প্রশংসা করতে বাধ্য হয়েছেন। দেশজুড়ে আপাতত চর্চার বিষয় হয়ে রয়েছে সিনেমাটি। কিন্তু একেবারে বিপরীত চিত্র দেখা গেল ইংল্যান্ডে। 'জওয়ান' দেখে দর্শকেরা রীতিমত টিকিটের অর্থ ফেরত চাইলেন।
সম্প্রতি ইংল্যান্ডের এক ভ্লগারের ভিডিও থেকে বিষয়টি প্রকাশ্যে এসেছে। ইংল্যান্ডে শাহরুখ ভক্ত কম নেই। তাই সেখানে বড় পর্দায় 'জওয়ান' মুক্তি পেতেই, তাঁরা হামলে পড়েছিলেন সিনেমাহলে। টিকিট কেটে, সিনেমাহলে গিয়ে বসলেন। নির্ধারিত সময়ে সিনেমা শুরুও হল। কিন্তু পর্দায় যা দেখলেন, তাতে মন খারাপ হয়ে গিয়েছে দর্শকদের। একইসঙ্গে তাঁরা এর বিরক্ত হয়ে যান, যে হল থেকে বেরিয়ে টিকিটের অর্থ দাবি করেন।
'জওয়ান'এর মতো সিনেমা ভক্তরা যা পছন্দ করেননি তা কিন্তু নয়। সিনেমা শুরুর সময় দর্শকদের আগ্রহ ছিল কিন্তু বিরতির সময়েই বিপত্তি ঘটে। দর্শকেরা দেখতে পান, 'ইন্টারভেল'-এর জায়গায় পর্দায় লেখা 'দি এন্ড'। অচিরেই বুঝতে পারেন, তাঁরা আসলে সিনেমার প্রথম পর্বই দেখেননি। যা দেখেছেন তা সিনেমার দ্বিতীয় পর্ব। অবশেষে ব্যর্থ মনোরথ হয়ে বাড়ি ফেরেন ইংল্যান্ডবাসী কিং খান ভক্তরা।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা দম্পতি অনন্ত জলিল এবং বর্ষা (Barsha)। বেশ কিছু ছবি রয়েছে তাঁদের ঝুলিতে। অবশ্য তাঁদের নিয়ে যত না আলোচনা হয়, তার থেকেও বেশি হয় সমালোচনা। সামাজিক মাধ্যমে তাঁরা রীতিমতো ভাইরাল। কখনও ব্র্যান্ডের নাম ভুল উচ্চারণ করে, কখনও এক পোশাক একবারের বেশি ব্যবহার করেন না এমন মন্তব্য করে জনপ্রিয়তা পেয়েছেন। এবারে নিজের আসন্ন সিনেমা নিয়ে মন্তব্য করলেন বর্ষা। এমনকি তুলনা টানলেন জওয়ান (Jawan) সিনেমার।
বর্ষা এবং অনন্ত জলিল অভিনীত পরবর্তী সিনেমা 'নেত্রী; দ্যা লিডার', মুক্তির অপেক্ষায়। চলতি বছরের ডিসেম্বরের দিকে কিংবা জানুয়ারি মাসের প্রথম দিকে মুক্তি পেতে চলেছে ছবিটি। তার আগেই সতর্কীকরণ দিলেন অভিনেত্রী। বাংলাদেশী সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারের অভিনেত্রী জানিয়েছেন, 'যখন নেত্রী; দ্যা লিডার মুক্তি পাবে, তখন বেশিরভাগ রিভিউতে দাবি করা হবে, যে আমরা জওয়ান থেকে নকল করেছি। যদিও আমরা দু বছর আগেই হায়দরাবাদে শ্যুটিং করে ফেলেছি। বেশিরভাগ দৃশ্য শাহরুখ খানের সিনেমার সঙ্গে মিলে গিয়েছে।'
গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত জওয়ান। চলতি সপ্তাহের বুধবারে সিনেমাটির বক্স অফিস কালেকশন ৩৪৫. ৫৮ কোটি টাকা। মুক্তি পেয়েই একাধিক সিনেমার রেকর্ড ভেঙেছে জওয়ান। সেই জ্বরে কাবু গোটা ভারত। কিং খানের প্রভাব যে বর্ষা ও অনন্তর সিনেমাতেও পড়েছে তা স্পষ্ট।
৯ মাসের ব্যবধান, পাঠান আর জওয়ানের ব্যাক টু ব্যাক হিটে শাহরুখ খান একপ্রকার বুঝিয়ে দিয়েছেন, বাদশা তো বাদশাই। গত বৃহস্পতিবার সারা ভারতের সিনেমাহলে মুক্তি পেয়েছে 'জওয়ান' (Jawan)। কথায় আছে না, 'সকাল দেখেই বোঝা যায় পুরো দিন কেমন কাটবে'। ঠিক একইভাবে শাহরুখের সিনেমা প্রথম দিনেই বক্স অফিসে ১০০ কোটি টাকার ব্যবসা করতেই, বোঝা গিয়েছিল আগামী কেমন হতে চলেছে।
দর্শকেরা এখন শাহরুখ জ্বরে কাবু হয়েছেন, সিনেমা সমালোচকরাও শাহরুখের প্রশংসা না করে পারছেন না। তালিকায় যুক্ত হল ইন্ডাস্ট্রির খিলাড়ি কুমার। কোনও রাখঢাক না রেখে, একেবারে খুল্লাম খুল্লা প্রশংসা করলেন তিনি। সামাজিক মাধ্যমে অক্ষয় লিখেছেন, 'কত বড় সাফল্য! অভিনন্দন আমার জওয়ান পাঠান শাহরুখ খান। আমাদের সিনেমা ফিরে এসেছে।' সিনেমা জগতের এত বছরের সহকর্মী- বন্ধু অক্ষয়ের পোস্টের উত্তর দিয়েছেন, খোদ কিং খান।
শাহরুখ অক্ষয়ের উদ্দেশে লিখেছেন, 'তুমি সবার জন্য দোয়া করেছিলে না, কিভাবে খালি যাবে। শুভেচ্ছা এবং ভালো থেকো খিলাড়ি। ভালোবাসা নিও।' প্রসঙ্গত অক্ষয়ের সিনেমা ওহ মাই গড-২ মুক্তি পেয়েছিল কিছুদিন আগেই। মোটের উপর ভালোই ব্যবসা করেছিল সিনেমাটি। তবে ঈর্ষা না রেখে যে বন্ধুর সাফল্যেও আনন্দ পাওয়া যায়, তা প্রমান করলেন খিলাড়ি কুমার।
প্রসূন গুপ্তঃ যুগে যুগে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিজে বহু নায়ক বা অভিনেতারা এসেছেন এবং জনমানসে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। একেবারে গোড়ার দিকে অশোককুমার শুরু করেছিলেন রোমান্টিক নায়ক হিসাবে, কিন্তু কালে কালে খলনায়কের চরিত্রেও অভিনয় করেছেন যথা জুয়েল থিফ। দিলীপকুমার দেব আনন্দ কিন্তু রোমান্টিক অভিনয় করেও চরিত্রাভিনয়ও করেছিলেন। পরবর্তীতে রাজেন্দ্রকুমার থেকে রাজেশ খান্না সকলেই জনতার মনের দাবি মেটানো ফর্মুলা ফিল্মই করেছেন। ব্যতিক্রম হওয়া শুরু অমিতাভ বচ্চন থেকে। অমিতাভ একেবারে গোড়ার দিকেই সৌদাগর বলে একটি ছবিতে একেবারে সুবিধাবাদী এক গুড় ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছিলেন এরপর পরওয়ানা নামে এক গোয়েন্দা ছবিতে মূল খুনির চরিতে অভিনয় করেছেন। অমিতাভ তাঁর সুবর্ণ সময়ে যে সমস্ত ছবিতে অভিনয় করে মেগাস্টার হয়েছিলেন তার অধিকাংশ চরিত্র নেতিবাচক হিরো। আইন ভাঙা অথবা 'বদলা' নেওয়ার চরিত্র।
গত ২৫ বছরে ওই রোমান্টিক হিরো বা ভালোমানুষের ধারণা পাল্টে আজকের হিরোরা যে কোনও চরিত্রে অভিনয় করছেন। একেবারে শাহরুখ, অক্ষয়, অজয় দেবগন, আমির ইত্যাদি প্রায় সকলেই নেতিবাচক বা খারাপ লোকের ভূমিকায় অভিনয় করেছেন বা করছেন। ব্যতিক্রম সলমন খান, নেতিবাচক চরিত্র থাকলেও চরিত্রটি ইতিবাচকই হয়েছে এখনও।
শাহরুখ কিন্তু সেরা সময়ে নেতিবাচক চরিত্র এবং খারাপ লোকের চরিত্রে অভিনয় করেও দর্শকের সেন্টিমেন্ট আদায় করেছেন। তবে এটা বাস্তব রাজেশ খান্নার পরে রোমান্টিক হিরো বলতে প্রথমেই শাহরুখের নাম করতেই হয়। দুই অভিনেতার মধ্যে ম্যানারিজমের ধারা বজায় ছিল। সব ক্ষেত্রে ভালো না হলেও দর্শক কিন্তু গ্রহণ করেছে।
এখন শাহরুখের বয়স ৬০ এর দোরগোড়ায়। তিনি জানেন যে, তথাকথিত রোমান্টিক নায়ক হিসাবে তাঁর গ্রহণযোগ্যতা কমছে। তিনি নিজেকে পাল্টিয়ে ফেলেছেন। ডন ১ থেকে পাঠান ছবিগুলিতে তার বিপক্ষে কম বয়সী নায়িকারা কাজ করেছেন ঠিকই কিন্তু কোনওটাই রোমান্টিক ছবি বরং সাসপেন্স থ্ৰীলারে সমৃদ্ধ। অন্য শাহ্রুখকেও দর্শক গ্রহণ করছে। আজকের মাল্টিপ্লেক্স যুগে কোটি কোটি টাকার ব্যবসা করছে শাহরুখের ছবি। সদ্য রিলিজ করা জওয়ান ছবিটি দর্শক মতে 'সুপার'। বোধহয় শাহরুখের প্রযোজিত এই ছবি বলিউডের সেরা ব্যবসার মধ্যে পড়বে।