Breaking News
Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি     

Satellites

ISRO: ফের সাফল্য! ৭টি বিদেশি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর রকেট

ফের এক সাফল্যের পালক ইসরোর (ISRO) মুকুটে। ৭ টি বিদেশি স্যাটেলাইট (Foreigh Satellites) বা কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর পিসএসভি-সি৫৬ রকেট (PSLV-C56)। রবিবার ভোর ৬ টা ৩০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় ইসরোর পিএসএলভি-সি৫৬ রকেটটি। সূত্রের খবর, সিঙ্গাপুরের (Singapore) কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে ইসরোর রকেট।

সূত্রের খবর, ১৯৯৯ থেকে এখনও পর্যন্ত সফল ভাবে ৪৩১ বিদেশি স্যাটেলাইট মহাকাশে পৌঁছে দিয়েছে ইসরো। আর আজ একসঙ্গে ৭টি সিঙ্গাপুরের স্যাটেলাইটকে মহাকাশের ঠিকানায় পৌঁছে দিতে পাড়ি দিল ভারতের রকেট। আজ উৎক্ষেপণ করা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল রকেটে রয়েছে ভেলোক্স-এএম, আর্কেড, নুলিয়ন স্যাটেলাইট, ওআরবি-১২ স্ট্রিডার, স্কুব ২ থ্রি ইউ ন্যানো স্যাটেলাইট, গালাসিয়া ২ এবং ডিএস-সার স্যাটেলাইট। এই স্য়াটেলাইটগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা কাজ রয়েছে।

জানা গিয়েছে, এই কৃত্রিম উপগ্রহগুলো সিঙ্গাপুরের বিভিন্ন সংস্থার জন্য ছবি সংগ্রহ করবে। আবার কিছু স্যাটেলাইট আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে, আবার কিছু প্রযুক্তি গত কাজের জন্য ব্যবহার করা হবে, আবার কিছু স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে অবস্থান করবে।

9 months ago
ISRO: ফের সফল উৎক্ষেপণ ইসরোর, ৩৬ টি বিদেশি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি

ফের ইতিহাল সৃষ্টি ইসরোর (ISRO)। ওয়ান ইন্ডিয়া মিশন-২-এর (One India Mission-2) সবচেয়ে বড় রকেট সফলভাবে উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। ৩৬ টি বিদেশি উপগ্রহ নিয়ে ভারতের সবচেয়ে বড় রকেট LVM3 মহাকাশে উৎক্ষেপণ করা হল। রবিবার সকাল ৯ টা নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই রকেট পৃথিবীর লোয়ার অরবিটের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

ওয়ানওয়েব মিশনের দ্বিতীয় রকেট এটি ও এই নিয়ে দু'বার বাণিজ্যিক উৎক্ষেপণ করা হয়েছে এলভিএম-থ্রি রকেটের। এর আগে ২০২২ সালে অক্টোবর মাসে ৩৬ টি বিদেশি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল ইসরোর রকেট। এবার ফের সফল উৎক্ষেপণ। ৪৩.৫ মিটার লম্বা ও ৬৪৩ টন ওজনবিশিষ্ট রকেটটি ৫হাজার ৮০৫ কেজি ওজনের উপগ্রহ নিয়ে পৃথিবীর কক্ষপথের উদ্দেশে পাড়ি দিয়েছে।


উল্লেখ্য, ওয়ানওয়েব ইংল্যান্ডের একটি সংস্থা। যারা সরকারি এবং বাণিজ্যিক কাজে ইন্টারনেট পরিষেবা সরবরাহ করে থাকে। ইংল্যান্ডের এই কোম্পানি পৃথিবীর নিম্ন কক্ষপথে কৃত্রিম উপগ্রহের একটি নক্ষত্রমণ্ডল তৈরি করতে চলেছে। তাই ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে একটি চুক্তি হয়। তাতে মোট ৭২টি উপগ্রহ পৃথিবীর কক্ষপথে নিয়ে যাওয়ার বরাত পায় নিউ স্পেস। সেই চুক্তি অনুযায়ীই রবিবারের উৎক্ষেপণ। ২০২২-এর ২৩ অক্টোবর প্রথম দফায় ওয়ানওয়েবের ৩৬টি উপগ্রহ উৎক্ষেপণ করেছিল ইসরো। ফলে এই মিশনের নাম দেওয়া হয়েছে ওয়ানওয়েব ইন্ডিয়া মিশন ২।

one year ago