Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

SaraighatExpress

Train: ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, বিকেল থেকে যাত্রী ভোগান্তি বর্ধমান লাইনে

ট্রেনের (Train) প্যান্টোগ্রাফ ভেঙে ব্যাহত ট্রেন পরিষেবা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রচণ্ড ঝড়-বৃষ্টির জেরেই ভাঙল আপ সরাইঘাট এক্সপ্রেস (Saraighat Express) ট্রেনের প্যান্টোগ্রাফ। যার জেরে নওয়াদা-গুসকরা (Nawada-Guskara) স্টেশনের মাঝে থমকে গিয়েছে ট্রেনটি।  মাঝপথে সরাইঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ায় বর্ধমান-রামপুরহাট লুপলাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। ফলে চরম বিপাকে পড়েছেন আপ সরাইঘাট এক্সপ্রেসের যাত্রী সহ বর্ধমান-রামপুরহাট লুপলাইনের নিত্যযাত্রীরা।

জানা গিয়েছে, এদিন বিকেল ৫ টা ৪০ মিনিট নাগাদ আপ সরাইঘাট এক্সপ্রেস বর্ধমান-রামপুরহাট লুপলাইনে নওয়াদা স্টেশন ছাড়িয়ে গুসকরা স্টেশনে ঢুকছে। হঠাৎ করেই প্রচণ্ড ঝড়-বৃষ্টির জেরে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। তারপরই ট্রেনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং থমকে যায় ১২৩৪৫ আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসটি। এর ফলে ওই লাইনে অন্যান্য ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে। বনপাস স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। আপ হাওড়া- রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন আটকে পড়ে ঝাপটের ঢাল স্টেশনে। এছাড়া কতগুলি লোকাল ট্রেনও দাঁড়িয়ে পড়ার খবর রয়েছে। ফলে চরম সমস্যায় পড়েন এই সমস্ত ট্রেনের যাত্রীরা।

যদিও রেলের তরফে জানা গিয়েছে, আপ সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে পড়ার খবর পেয়েই সেটি মেরামতির জন্য বোলপুর ও বর্ধমান থেকে টাওয়ার ভ্যান ঘটনাস্থলে যায়। শেষ পাওয়া খবর পর্যন্ত,  মেরামতির কাজ চলছে। সরাইঘাট এক্সপ্রেসটি না এগোনো পর্যন্ত বাকি ট্রেনগুলি এগোনো সম্ভব নয়।

11 months ago