Breaking News
ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...      NIA: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ NIA     

SSC

North Bengal: পাহাড়বাসীর দীর্ঘদিনের দাবিপূরণ, তৈরি হল এসএসসির আঞ্চলিক শাখা

পাহাড়বাসীর জন্য সুখবর। পাহাড়বাসীর দীর্ঘদিনের দাবিপূরণ। রাজ্যের পার্বত্য এলাকার জন্য গঠিত হল স্কুল সার্ভিস কমিশনের আঞ্চলিক শাখা। কালিম্পঙের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক বিজয়কুমার রাইকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। সূত্রের খবর, মোট সাত সদস্যের গঠিত কমিটি কাজ কবরে আগামী ২০২৮ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত, এমনই ঘোষণা রাজ্যের শিক্ষা দফতরের পক্ষ থেকে। 

সূত্রের খবর, কেবলমাত্র পার্বত্য এলাকার স্কুল সার্ভিস কমিশনের আঞ্চলিক শাখা গঠনই নয়, রাজ্যের শিক্ষা দফতরের তরফে বদল করা হয়েছে বেশ কিছু আঞ্চলিক এসএসসির চেয়ারম্যানকেও। এই মর্মে উত্তর রিজিয়নের চেয়ারম্যান বদলি করে সেখানকার এসএসসির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে অধ্যাপক সাধন কুমার সাহাকে। এছাড়াও বদলি পশ্চিম রিজিয়নের চেয়ারম্যানকেও। নতুন করে পশ্চিম রিজিয়নের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে ডঃ দেবপ্রসাদ সাউকে।

রাজ্যজুড়ে এখন শুধু দুর্নীতির মরশুম বলা চলে। দুর্নীতির ক্ষেত্রে ছাড়া হয়নি শিক্ষা জগৎকেও। শিক্ষা নিয়োগে ভয়ানক দুর্নীতি প্রকাশ্যে এসেছে বহুদিন। তার মধ্যে পার্বত্য অঞ্চলের মানুষের দাবিপূরণের এই খবরে কিছুটা খুশির আমেজ পাহাড়বাসীর মনে।

3 months ago
Recruitment Scam: গুরুতর অভিযোগ! এসএসসি-র পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানকে সরিয়ে দিল রাজ্য সরকার

এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও জেলে। তদন্তে উঠে এসেছে একাধিক নাম। চলছে জিজ্ঞাসাবাদ। তার মধ্যে স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে এসএসসি-র পদ থেকে স্মঅরীয়ে দিল রাজ্য সরকার। তাঁর বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। যার ভিত্তিতে সোমবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যকে নির্দেশ দেন, যত দ্রুত সম্ভব সিরাজউদ্দিনের বিরুদ্ধে পদক্ষেপ করার।

জানা গিয়েছে, শেখ সিরাজউদ্দিনের স্ত্রী জাসমিন খাতুন ২০১৯-এর মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছিলেন। যেখানে থেকে ২০১১ সালে পরীক্ষা দেন। আর ২০১৫ সালে সেই প্যানেলের মেয়াদ শেষ হয়। অভিযোগ, নিজের স্ত্রীকে চাকরি পাইয়ে দেন খোদ শেখ সিরাজউদ্দিন। ঘটনা সামনে আসতেই উঠে আসে একাধিক প্রশ্ন।

তবে বিকাশভবন সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কর্তাকে আগেই সরিয়ে ফেলা হয়েছিল পদ থেকে। তবে সোমবার হাইকোর্টে এই বিষয়ে কিছু জানাননি রাজ্যের আইনজীবী। আচার্য সদন থেকে জানানো হয়েছে, চিঠি পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে।

3 months ago
SSC Scam: নিয়োগ দুর্নীতির পর্দাফাঁসে তৎপর ইডি, পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব দে-কে তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতির জাল গোটাতে সক্রিয় ইডি। এই আবহে এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব দে-কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি, পার্থ ঘনিষ্ঠ কলকাতা পুরসভার ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকারকে-ও তলব করা হয়েছে। চলতি সপ্তাহেই সিজিও কমপ্লেক্সে তাঁদের আসতে বলা হয়েছে বলে খবর।

ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ সরকারের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণ কালো টাকা বিনিয়োগ করা হয়েছে বিভিন্ন ব্যবসায়। এর মধ্যে প্রোমোটিং ব্যবসাও রয়েছে। সেই বিষয়টি খতিয়ে দেখতেই পার্থ ঘনিষ্ঠ এই দু'জনকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

এর আগে রাজীব দে-র বাড়ি ও বীরভূমের গেস্ট হাউসে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। আর এবার ইডির স্ক্যানারে পার্থ ঘনিষ্ঠ রাজীব দে। নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণ কালো টাকা কোথায় রয়েছে এবং কোন কোন ব্যবসায় সেই টাকা বিনিয়োগ করা হয়েছে, তা জানার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা।

শিক্ষক নিয়োগ দুর্নীতির পরতে পরতে রহস্য। সেই রহস্যের পর্দাফাঁস করতেই তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির এই তৎপরতায় কি উঠে আসবে নিয়োগ দুর্নীতির মাথাদের নাম? সামনে আসবে কি এই দুর্নীতির কোনও নতুন যোগসূত্র?

3 months ago


High Court: নিয়োগ দুর্নীতি মামলায় মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিল এসএসসি

হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিল এসএসসি। বুধবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির বিশেষ বেঞ্চে রিপোর্ট জমা করে স্কুল সার্ভিস কমিশন। রিপোর্ট খতিয়ে দেখতে সময় নিয়েছে আদালত। যারা এই মামলায় যুক্ত হলেন তাঁরা তাঁদের বক্তব্য হলফনামা আকারে জমা দেবেন আদালতে। পাশাপশি সিবিআই-এর কাছে রিপোর্ট তলব করল ডিভিশন বেঞ্চ। ৯ জানুয়ারি সিবিআইকে রিপোর্ট দিতে নির্দেশ ডিভিশন বেঞ্চের।

এদিন আদালতে এসএসসির আইনজীবী সুতনু পাত্র বলেন, কাদের নামে বিকৃত ওএমআর শিট তৈরী করা হয়েছে,  RANK JUMPING-এর নাম সহ আদালতের নির্দেশ মত রিপোর্ট দেওয়া হয়েছে আদালতে। বিচারপতি বলেন, এগুলো আদালত রেকর্ডে রাখল। এর পরেই বিচারপতি জানতে চান, চাকরিহারাদের কারোর হলফনামা আছে যা আদালতের কাছে জমা দিতে চায়? যারা সংযুক্ত হতে চায় তারা মামলায় সংযুক্ত হতে পারে। মামলার পরবর্তী শুনানি ১৫ জানুয়ারি।

4 months ago
High Court: 'কাউকে আড়াল করার চেষ্টা করছে কি?', হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে এসএসসি

একাধিক দুর্নীতির অভিযোগে যখন বিধ্বস্ত কমিশন, তখন ফের একবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ভর্ৎসনার মুখে পড়ল এসএসসি। প্রত্যেকবারের মত আজ অর্থাৎ সোমবারও তার অন্যথা হল না। সোমবার আদালতে ফের একটি রিপোর্ট জমা দিল এসএসসি। আর এরপরই ডিভিশন বেঞ্চের প্রশ্নের মুখে এসএসসি। এসএসসি-র প্রতি অসন্তোষ প্রকাশ করে এদিন বিচারপতি প্রশ্ন করেন, 'এসএসসি কাউকে আড়াল করার চেষ্টা করছে কি? কী লুকোতে চাইছে এসএসসি?'

নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বর রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চে প্রশ্নের মুখে এসএসসি। আদালতে এসএসসি স্বীকার করল, নবম ও দশমে RANK JUMPING  ও গ্রুপ সি, গ্রুপ ডির ক্ষেত্রে ওএমআর শিট বিকৃত হয়েছে। তবে প্রথমে স্বীকার করলেও পরে জানানো হয়, এক্ষেত্রে রেকমেন্ডেশনই দেয়নি এসএসসি। আদালতের প্রশ্নের মুখে পড়ে সময় চাইলো এসএসসি। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি। সেই দিন এসএসসি জমা দেবে নিয়োগ সংক্রান্ত সব লিস্ট। কাদের RANK JUMPING করা হয়েছে ও কত OMR পরিবর্তন করা হয়েছে, সেদিনই সব তথ্য আদালতে জমা দেবে এসএসসি।

এদিন বিচারপতি প্রশ্ন  করেন, 'এসএসসি কাউকে আড়াল করার চেষ্টা করছে কি? কি লুকোতে চাইছে এসএসসি?' এসএসসির বাছাই প্রক্রিয়া, ওএমআরশিট ম্যানিপুলেশন, গ্রুপ জাম্পিং এবং সুপারিশ ছাড়াই নিয়োগ পাওয়া এই সবকিছু  সম্পর্কে এসএসসির স্ট্যান্ড কী? জানতে চায় আদালত। ২০ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন এই বিষয়গুলির ওপর হলফনামা ও  রিপোর্ট দিয়ে জানাতে হবে এসএসসিকে এমনটাই নির্দেশ বিশেষ বেঞ্চের।

4 months ago


Court: ২৮ নভেম্বরের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করতে হবে, এসএসসিকে নির্দেশ আদালতের

এবার কি তবে চাকরি পাওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছ ২৮ নভেম্বরের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করতে হবে। আপার প্রাইমারি ২০১৬ র প্যানেল ও ওয়েটিং লিস্ট অনুযায়ী কাউন্সেলিং -এর নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে ৯  বছর ধরে লাগাতার লড়াই আন্দোলনের  পর এবার এক ধাপ এগোল ১৩,৩৩৪ জন ভাবি  শিক্ষকের  চাকরির ভবিষ্যত। ২৮ নভেম্বর পরবর্তী শুনানি বলে জানিয়ে দেয় বিচারপতি সোমেন সেন ও বিচারপতি উদয় কুমার - এর ডিভিশন বেঞ্চ।

আদালতের নির্দেশের পর কবে থেকে শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া? আপার প্রাইমারিতে মেধা তালিকায় তালিকাভুক্ত ও অপেক্ষারত চাকরিপ্রার্থীর সংখ্যা ১৩৩৩৪ জন। ঘোষিত শূন্যপদ রয়েছে ১৪৩৪৯। তবুও চাকরি যেন অধরাই থেকে গেছে। স্কুল সার্ভিস কমিশন ও কালীঘাট অভিযান, কালীঘাটে বিক্ষোভ প্রদর্শন করে মুখ্যমন্ত্রী বাস ভবনের অদূরে পৌঁছে যাওয়া। এই সবকিছু করেও কোনও লাভ হয়নি । অবশেষে মঙ্গলবার হাইকোর্টের নির্দেশের পর কিছুটা কি আশার আলো দেখছেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা।

২১ জুন ২০২১। মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সেই বছর পূজো আগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ২০২৩-এর পুজোতেও নিয়োগ অধরা! আপার প্রাইমারির নিয়োগের ক্ষেত্রে মাননীয়া মুখ্যমন্ত্রী একবার নয় তিন তিন বার বার চাকরি দেওয়ার ঘোষণা করেছিলেন। ১৪ সেপ্টেম্বর ২০১৬, ২১ জুন ২০২১, ৩০ মে ২০২৩।  কিন্তু ১৪৩৪৯ শূন্যপদে ১ জন যোগ্য প্রার্থীও এখনও পর্যন্ত স্কুলে যেতে পারেনি।কথা রাখেননি তিনি। এখন দেখার আদালতের এই নির্দেশের পর নড়েচড়ে বসে কিনা স্কুল সার্ভিস কমিশন।দীর্ঘ লড়াইয়ের পর স্কুলে যাওয়ার জন্য দিন গুনছেন যোগ্য চাকরিপ্রার্থীরা।

6 months ago
Murshidabad: মুর্শিদাবাদে কংগ্রেস প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তৃণমুল বিধায়কের বিরুদ্ধে

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে রাজ্যজুড়ে অশান্তি অব্যাহত। আবারও উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদে (Murshidabad)। কংগ্রেস প্রার্থী (Congress Candidate) আনারুল হককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের বিরুদ্ধে। অল্পের জন্য বেঁচে যান ওই প্রার্থী। কিন্তু গুলি লাগে অন্য এক কংগ্রেস কর্মীর। তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাল্টা গুলি চালানোর অভিযোগ তুলেছেন তাঁরা। এদিকে, বিধায়ককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মী ও সমর্থকরা।

জানা গিয়েছে, রবিবার রাতে নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফিরছিলেন কংগ্রেস প্রার্থী আনারুল হক। অভিযোগ সেইসময়, উল্টো দিক থেকে গাড়ি করে এসে তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালান ওই তৃণমূল কংগ্রেস বিধায়ক। কিন্তু, তা লক্ষ্যভ্রষ্ট হয়। গুলি লাগে এক কংগ্রেস কর্মীর গায়ে। তাঁকে উদ্ধার করে প্রথমে ধুলিয়ানের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এদিকে, এই ঘটনার পর থেকে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়িয়েছে। বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। বিধায়ককে গ্রেফতারের দাবিতে ইতিমধ্যে সামশেরগঞ্জ থানা ঘেরাও করেছেন তাঁরা।

10 months ago
Dinhata: রাজ্যপাল সফর চলাকালীন কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমা দিনহাটায়

রাজ্যপালের (Governor) সফরের মধ্যে ফের দিনহাটায় (Dinhata) অশান্তি। ওকরাবাড়িতে কংগ্রেস প্রার্থীর (Congress Candidate) বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বোমা ছোড়ায় একটি ঘরে আগুন লেগে যায় বলে অভিযোগ কংগ্রেস প্রার্থীর পরিবারের। স্থানীয় বাসিন্দা ও দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

শনিবার সকালে সার্কিট হাউজে বিরোধী নেতাদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। শনিবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও। এরপর বেসরকারি হাসপাতালে যান। রাজনৈতিক হিংসা নিয়ে মানুষের অভিযোগও শোনেন তিনি। এরপরই দিনহাটার অশান্ত এলাকা পরিদর্শনের কথা আছে রাজ্যপালের। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর কোচবিহারে ২ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি ৬ বার গুলি চলেছে। অশান্ত দিনহাটা, শীতলখুচি। শনিবার দিনহাটার উপদ্রুত এলাকা ঘুরে দেখতে পারেন রাজ্যপাল।

শুক্রবার রাতে কোচবিহারে এসেই রাজ্যপাল জানিয়ে দেন, হিংসা বরদাস্ত করা হবে না। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার কোচবিহার যাওয়ার পথে ফোনে সরাসরি অভিযোগ শোনেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর সরাসরি নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

10 months ago


Missing: পর্ষদ থেকে উধাও নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইল

পর্ষদ (Board) থেকে উধাও হয়ে গেল এসএসসি (SSC) নিয়োগ (Recruitment) সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ফাইল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই বিষয়ে জানিয়ে দিয়েছে পর্ষদ। বেশ কয়েকমাস ধরেই ওই ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তারা।

নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তে একটি গুরুপূর্ণ ফাইল পর্ষদের কাছ থেকে চেয়ে পাঠিয়েছিল সিবিআই। কিন্তু সিবিআই সূত্রে খবর, তাদের বলা হয়েছে  ফাইলটি আর পর্ষদের কাছে নেই। বিগত কয়েক মাস ধরেই খোঁজ মিলছে না ওই ফাইলের। প্রশ্ন উঠছে, এত গুরুত্বপূর্ণ মামলার ফাইল কীভাবে হঠাৎ করে উধাও হয়ে গেল।

সূত্রের খবর, পর্ষদ জানিয়েছে ওই ফাইলটি হারিয়ে যাওয়ার পর বিধাননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। যদিও সেই ঘটনার তদন্ত কতদূর তা এখনও জানা যায়নি। যে ফাইলটি উধাও হয়ে গেছে সেটি গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত ফাইল। রাজ্যের মাধ্যমিক স্তরের শিক্ষা কর্মী পদে নিয়োগের তথ্য ছিল ওই ফাইলে। কিন্তু বর্তমানে ওই ফাইলটি খুঁজে পাওয়া যাচ্ছে না।

10 months ago
Modi: হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলন প্রধানমন্ত্রী মোদীর, সঙ্গে থাকবেন মার্কিন প্রেসিডেন্টও

অবশেষে সাংবাদিক সম্মেলনের (Press Conference) সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মার্কিন যুক্তরাষ্ট্র (USA) সফরে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী মোদী। ২২ জুন, বৃহস্পতিবার সাংবাদিকদের একেবারে মুখোমুখি হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউস সূত্রে খবর, এদিন সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়ে মার্কিন ও ভারতীয় দুই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী মোদী। আরও জানা গিয়েছে, এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, সাংবাদিক সম্মেলনে এক মার্কিন সাংবাদিক এবং এক ভারতীয় সাংবাদিকের কাছ থেকে একটি প্রশ্ন থাকবে। সেই প্রশ্নেরই উত্তর দেবেন ভারতের প্রধানমন্ত্রী। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি এই যৌথ সম্মেলনকে 'বড় বিষয়' বলে উল্লেখ করেছেন। মার্কিন প্রশাসনের জাতীয় নিরাপত্তার মুখপাত্র এই বিষয়ে জানিয়েছেন, 'হোয়াইট হাউস কৃতজ্ঞ যে সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সাংবাদিক সম্মেলনে অংশ নেবেন।'

তিনদিনের সফরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে বসার পর এটাই তাঁর প্রথম অফিসিয়াল মার্কিন সফর। ফলে এই সফর বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছনোর পরই তাঁকে বিশেষ অভ্যর্থনা জানানো হয়। এরপর আজ হোয়াইট হাউসে পৌঁছতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন তাঁকে হোয়াইট হাউসে স্বাগত জানান।

10 months ago


SSC: দীর্ঘ ৭৬৮ দিন অবস্থান বিক্ষোভের পর এবার রাজভবনে ডেপুটেশন বঞ্চিত চাকরিপ্রার্থীদের

রাজপথে ধরণার পর এবার রাজভবনে (Raj Bhavan) অভিযান। দীর্ঘ ৭৬৮ দিন অবস্থান বিক্ষোভের (Demonstration) পর এবার রাজভবনে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করলেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। সূত্রের খবর, বঞ্চিত চাকরিপ্রার্থীদের মহা ঐক্য মঞ্চের তরফ থেকে আজ অর্থাৎ শুক্রবার রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছেন তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে তাঁদের নিয়োগ করতে হবে। অভিযোগ ভোটের আগে রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি বলে দাবি চাকরী প্রার্থীদের। সূত্রের খবর, ১১ টি চাকরিপ্রার্থীর মঞ্চের দুজন করে চাকরি প্রার্থী যাবেন রাজভবনে, যদিও এখনও অবধি  তাঁদের কাছে অনুমতি নেই রাজ্যপালের সঙ্গে দেখা করার।।

সূত্রের খবর, বঞ্চিত ১১ টি মঞ্চের চাকরি প্রার্থী ও কর্মরত এনএসকিউএফ শিক্ষকদের সমস্যার সমাধানে হস্তক্ষেপ চেয়ে তাঁরা রাজভবনে রাজ্যপালের দ্বারস্থ হবেন, তাঁদের দাবি, অবিলম্বে রাজ্যের অভিভাবক রাজ্যপাল মহাশয়কে উদ্যোগ নিতে হবে এবং রাজভবন দ্বারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এ আলোচনায় বসার জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে।

12 months ago
ED: এবার আড়াই হাজার কোটির পুরসভায় নিয়োগ দুর্নীতি! তদন্তে কোমর বাঁধছে ইডি

শিক্ষায় নিয়োগ দুর্নীতি-কাণ্ডের (Education Scam) পর এবার পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে কোমর বাঁধছে ইডি। সূত্রের খবর, নিয়োগ-কাণ্ডে ধৃত অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন থেকে বাজেয়াপ্ত নথি কেন্দ্রীয় সংস্থার (ED) তুরুপের তাস হতে চলেছে। বাজেয়াপ্ত নথি ঘেঁটে ইডি দক্ষিণবঙ্গের ২২টি পুরসভায় নিয়োগে গরমিল পেয়েছে বলে খবর। তাই এই নিয়োগ-কাণ্ডে (Municipality Recruitment scam) তদন্তের অনুমতি চেয়ে দিল্লির সদর দফতরের দ্বারস্থ হচ্ছে ইডি। জানা গিয়েছে, মোট আড়াই হাজার কোটি টাকার পুর দুর্নীতি-কাণ্ডের প্রাথমিক খোঁজ মিলেছে।

এদিকে, প্রায় চার দিনের মাথায় শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে সিবিআই গ্রেফতার করেছে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। সিবিআই সূত্রে খবর, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সুপারভাইজার পদে নিয়োগেও লক্ষ-লক্ষ টাকা তুলেছেন জীবন। আশাকর্মী নিয়োগের চাকরি বিক্রি করেছেন তৃণমূল বিধায়ক। শুধু প্রাথমিক শিক্ষক বা এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে নয়, তদন্তে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সরকারি স্থায়ী বা অস্থায়ী পদে নিয়োগের নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা তুলেছেন জীবনকৃষ্ণ।

12 months ago
SSC: ফের তৎপর সিবিআই, রাজ্যের ৫ জায়গায় হানা, বিধায়কের বাড়ি থেকে উদ্ধার প্রার্থীতালিকা

এসএসসি (SSC) নবম-দশম মামলায় চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের (CBI) হাতে। শুক্রবার মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ি তল্লাশি চালায় সিবিআই। পাশাপাশি সূত্রের খবর, একই দিনে রাজ্যের আরও ৫ টি জায়গায় হানা দেয় সিবিআইয়ের দল। তদন্তে ফের তৎপর সিবিআই। একই সঙ্গে মুর্শিদাবাদের তিন জায়গা, বীরভূম সহ বিভিন্ন জেলায় শুক্রবার তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। শুক্রবার ভোর ৫টা নাগাদ নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের পাঁচটি টিম বের হয়। তাঁদের সঙ্গে ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী।

সিবিআই সূত্রে খবর, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে নিতাই সাহা নামে একজনের বাড়িতে তল্লাশি চালায় সিবিআইয়ের একটি দল। অভিযোগ, এই নিতাই ছিলেন এসএসসি কাণ্ডের অন্যতম এজেন্ট। পাশাপাশি, এদিন মুর্শিদাবাদে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতেও যায় সিবিআইয়ের দ্বিতীয় দল। সিবিআই সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। জীবনকৃষ্ণের সুপারিশে নাকি দিয়ে চাকরি হয়েছিল একাধিক অযোগ্য প্রার্থীর। প্রসঙ্গত, এই জীবনকৃষ্ণ হলেন এজেন্ট নিতাইয়েই শ্বশুর।

অভিযোগ, এদিন জীবনকৃষ্ণের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি প্রার্থীতালিকা উদ্ধার করেছে সিবিআই৷ এছাড়া, কার কার কাছে কত টাকা পাঠানো হত সেই লিস্টও উদ্ধার হয়েছে৷ এমনকি, বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ও নথিও পেয়েছ সিবিআই৷ সিবিআইয়ের তৃতীয় দল যায় মুর্শিদাবাদের নবগ্রামের বিধায়কের বাড়িতে। কিন্তু উনি চিকিৎসা কারণে কলকাতায় এসেছেন বলে সূত্রের খবর। সিবিআই সূত্রে খবর, এঁর সঙ্গেও নাকি যোগাযোগ ছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের। এছাড়াও, বীরভূমে যায় সিবিআইয়ের একটি দল। তদন্তে অগ্রগতি আনতে কিছু দিন আগেই সাত আধিকারিককে নিয়ে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছিল সিবিআই। তারপরেই এদিন একযোগে এতগুলো অভিযান৷


12 months ago


CBI: নিয়োগ-কাণ্ডে গঠিত সিবিআই সিট কর্তার স্বেচ্ছাবসরের আবেদন, খতিয়ে দেখবে হাইকোর্ট

নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) গঠিত হয়েছিল সিবিআইয়ের (CBI) সিট। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশেই গঠিত হয়েছিল সিট। এবার সেই সিটেরই সদস্য ধরমবীর সিং (Dharambir Singh) অবসর নিতে চেয়ে আবেদন জানালেন কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে এ বিষয়ে শুক্রবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তবে আবেদন নিয়ে এখনই সিদ্ধান্ত নেয়নি বিচারপতি। 

জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছাড়া এই সিটের কোনও সদস্য ছেড়ে যেতে পারেন না। যেহেতু সিট গঠন করেছে কলকাতা হাইকোর্ট, তাই আদালতের অনুমতি ছাড়া ধরমবীরের এই আবেদনে সাড়া দেওয়া সম্ভব নয় সিবিআইয়ের। বিষয়টি দ্রুত খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিটে কয়েকজন বাংলাভাষী অফিসার নিয়োগের চিন্তাভাবনা করা হচ্ছে বলেও এদিন আদালতে জানান সিবিআইয়ের আইনজীবী।

যেহেতু আদালত এই সিট গঠন করেছে, তাই আদালতের অনুমতি ছাড়া ধরমবীর সিংহের এই আবেদনে সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না, আদালতে জানাল সিবিআই। এই বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ সিবিআইয়ের। তাই দ্রুত খতিয়ে দেখার আশ্বাস বিচারপতির। তবে এই সিটে কিছু বাংলাভাষী আধিকারিক নিয়োগের ভাবনা বিচারপতির।

one year ago
Group: গ্রুপ-সি নিয়োগে দুর্নীতি, হাইকোর্টের নির্দেশে শনিবার থেকে চাকরিহারা ৮৪২ জন

গ্রুপ ডি-র পর এবার গ্রুপ সি-তে (Group C) চাকরিরত ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শনিবার বিকেল তিনটের মধ্যে এই নির্দেশ কার্যকর করবে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। এমনটাই এসএসসি-কে (SSC) নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। এই ৮৪২ জনের মধ্যে ৫৭ জনকে কোনও সুপারিশপত্র দেয়নি কমিশন। এমনটাই হাইকোর্টকে (Calcutta High Court) অবগত করেছিল স্কুল সার্ভিস কমিশন। এতে আরও বিস্মিত কলকাতা হাইকোর্ট।

জানা গিয়েছে, ৫৭ জন সুপারিশহীন এবং সুপারিশ পাওয়া ৭৮৫ জনের চাকরি বাতিল করতে হবে। শনিবার বিকেলের মধ্যে এই ৮৪২ জনের সুপারিশপত্র বাতিল করে নিয়োগ বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। শুক্রবার আদালত জানিয়েছে, আগামী দশ দিনের মধ্যে ওয়েটিংলিস্ট থেকে নতুন নিয়োগ করতে হবে।

আগামীকাল থেকেই এই ৮৪২ জন স্কুলে যেতে পারবে না। করতে পারবেন না স্কুলের কোনও কাজ। স্কুলের কাগজপত্র যা তাঁদের কাছে আছে, অবিলম্বে তা স্কুলকে জমা দিতে হবে শনিবারের মধ্যে। এই মর্মেই নির্দেশ আদালতের। জানা গিয়েছে, গ্রুপ সি নিয়োগে ৪০%-র বেশি চাকরি হারালেন হাইকোর্টের নির্দেশে।

one year ago