
অভিনেতা আশীষ বিদ্যার্থী (Ashish Vidyarthi) জীবনের নতুন ইনিংস শুরু করেছেন রূপালী বড়ুয়ার সঙ্গে। চলতি বছরের ২৫ মে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং আত্মীয়দের উপস্থিতিতে একে অপরকে বিয়ে করেন তাঁরা। একসময়ে টলিউড-বলিউড থেকে শুরু করে দক্ষিণী সিনেমার জগতে দাপিয়ে অভিনয় করেছেন আশীষ। তবে বর্তমানে অভিনয় জীবনে একটু লাগাম কষেছেন তিনি। অভিনেতা এখন ভ্লগার। একইসঙ্গে ঘুরে দেখতে চান দেশের আনাচে কানাচে। সেই সফরেই তাঁর সঙ্গী হয়েছেন স্ত্রী রূপালী (Rupali Barua)।
বিয়ের পর স্ত্রীকে নিয়ে ইন্দোনেশিয়ার বালি ঘুরতে গিয়েছেন তিনি। এর আগেও ছবি দিয়েছেন সেই সফরের। এইবার আরও একটি ছবি দিয়ে স্ত্রীয়ের সঙ্গে সংসার যাপনের ইঙ্গিত দিলেন অভিনেতা। সামাজিক মাধ্যমে একটি ছবি দিয়ে আশীষ লিখেছেন, 'নিজের জীবনকে বেছে নাও বন্ধু এবং এর মধ্যে যা কিছু সুন্দর তা আবিষ্কার কর। এর মধ্যে আনন্দ আছে, ভালোবাসা আছে। নিজেকে দিয়ে এবং অন্যকে দিয়ে এই অনুসন্ধান শুরু কর।'
প্রসঙ্গত এর আগে অভিনেত্রী পিলু ওরফে রাজষি বড়ুয়াকে বিয়ে করেছিলেন আশীষ। সুখেই দাম্পত্য জীবন কাটিয়েছেন অনেক বছর। কিন্তু কিছু বছর আগে তাঁরা জানতে পারেন, জীবনের এই পর্যায়ে এসে তাঁদের চাওয়া পাওয়া গুলো আলাদা। তাই বিচ্ছেদ করেছেন একে অপরের সঙ্গে। এরপরেই তাঁর জীবনে এসেছেন রূপালী। বন্ধুত্ব দিয়ে প্রেম শুরু করে এখন তাঁরা বিবাহিত।
জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন অভিনেতা আশীষ বিদ্যার্থী (Ashish Vidyarthi)। চলতি বছরের মে মাসে বিয়ে করেছেন রূপালী বড়ুয়াকে (Rupali Barua)। হিসেবে করলে এই তাঁর জীবনের দ্বিতীয় বিয়ে। ৫৭ বছর বয়সে জীবনের ছক ভেঙেছেন, তাই অবধারিত সমালোচনা বিদ্ধ করেছিল তাঁকে। কিন্তু সেসবকে বিশেষ পাত্তা না দিয়ে স্ত্রীয়ের সঙ্গে চুটিয়ে জীবন কাটাচ্ছেন আশীষ। এবার তাঁদের অবসর যাপনের এক টুকরো ঝলক দিলেন সামাজিক মাধ্যমে।
অভিনেতা স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন ইন্দোনেশিয়ার বালিতে। সেই যাত্রার একটি ছবি আপলোড করেছেন সামাজিক মাধ্যমে। আশীষের সঙ্গে নিজস্বীতে ধরা দিয়েছেন রূপালী। ছবিতে স্পষ্ট বালির প্রাকৃতিক সৌন্দর্য। দুজনেই এই ছবি শেয়ার করে লিখেছেন, 'যৌথযাপনের সৌন্দর্যে আলোকিত।' এই ছবির নিচে ভক্তরা নিজের ভালোলাগার কথা জানিয়েছেন।
স্ত্রী রূপালীকে বিয়ে করার পর, প্রথম স্ত্রী রাজষি অর্থাৎ পিলু বিদ্যার্থীর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে অনেক কথা হয়েছিল। পরে অভিনেতা সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, তাঁর সঙ্গে প্রাক্তন স্ত্রীয়ের পার্থক্যের কথা। কীভাবে রূপালীর সঙ্গে সম্পর্কের সূত্রপাত, সেকথাও জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে। জীবনের নতুন শুরুয়াতে যে অভিনেতা ভালোই আছে, এই ছবি তারই প্রমাণ দিচ্ছে।
৫৭ বছরে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন বলিউড অভিনেতা আশিষ বিদ্যার্থী (Ashish Vidyarthi)। প্রথম স্ত্রী পিলু বিদ্যার্থীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কিছু সময় পরেই দ্বিতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। রূপালি বড়ুয়াকে (Rupali Barua) নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন তিনি। আর এই খবর প্রকশ্যে আসতেই যেমন নেটিজেনরা প্রশংসা করেছেন, তেমনি একাধিক কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। আর এবারে নিজেই বিয়ে নিয়ে মুখ খুললেন। তিনি জানালেন, তাঁর সমস্ত সিদ্ধান্তই যন্ত্রণাদায়ক ছিল। বিয়ের পরই তাঁর মুখে এমন কথা শুনে স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন তাঁর অনুরাগীরা। কিন্তু প্রশ্ন জাগছে, 'কেন এমন বললেন তিনি?'
সম্প্রতি এক সাক্ষাৎকারে আশিষ বিদ্যার্থী জানিয়েছেন, তাঁর বিচ্ছেদের সিদ্ধান্তের জন্য তাঁকে, পিলু ও তাঁদের সন্তান মোগলিকে অনেক কষ্ট পেতে হয়েছে। তিনি বলেন,'পিলু আমার স্ত্রী ছিলেন, তবে এখন তিনি বন্ধু। এভাবেই তিনি আমার পাশে রয়েছেন। তবে দয়া করে ভাববেন না, বিচ্ছেদের জন্য আমাদের কোনও কষ্ট হয়নি। বিচ্ছেদ সত্যিই কষ্টকর ও খুব কঠিনও ছিল। তবে আমাদের কাছে বিকল্প ছিল যে, আমরা এটিকে বেছে নেব নাকি জীবনে এগিয়ে যাব। এরপরই আমরা জীবেন এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।'
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের জন্য সবাইকেই কষ্ট পেতে হয়েছে, এমনটা বলার পর তিনি এও জানিয়েছেন যে, তাঁর দ্বিতীয় স্ত্রী রূপালিকে কোন কোন যন্ত্রনার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তিনি জানিয়েছেন, কলকাতায় ভ্লগিং করার সময় রূপালির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। পাঁচ বছর আগে রূপালি তাঁর স্বামীকে হারিয়েছেন। ফলে এই বিয়ের পরিকল্পনা আগের থেকে ঠিক করা ছিল না। একে অপরের সঙ্গে কথা বলার পরই তাঁদের মনে হয়েছে যে, তাঁরা জীবনে ফের নতুন করে একসঙ্গে পথ চলা শুরু করতে পারেন।
গত ২৫ মে বিবাহবন্দনে আবদ্ধ হয়েছিলেন বলিউড তথা টলিউডের খ্যাতনামা অভিনেতা আশীষ বিদ্যার্থী (Ashish Vidyarthi)। ৫৭ বছরের আশীষ বিয়ে করেছেন ৫০ বছরের রূপালী বড়ুয়াকে (Rupali Barua)। বেশি বয়সে বিয়ে, তাও আবার দ্বিতীয়। সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই রেগে গিয়েছেন নীতি পুলিশেরা। নেট মাধ্যমে এই বিয়ে নিয়ে চর্চা হয়ে গিয়েছে অনেক। এমনকি আশীষের প্রাক্তন স্ত্রী পিলু ওরফে রাজশী বড়ুয়ার (Rajashi Barua) প্রসঙ্গও বারংবার উঠে এসেছে। এইবার অভিনেতা খোদ সামাজিক মাধ্যমে নিজের বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন।
নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ভিডিও আপলোড করেছেন আশীষ বিদ্যার্থী। শুরু করেছেন প্রাক্তন স্ত্রীর প্রসঙ্গ দিয়ে। আশীষ বলেছেন, 'আমার জীবনে প্রায় ২২ বছর আগে পিলু অর্থাৎ রাজশী এসেছিল। আমরা খুব ভালো বন্ধু হয়েছিলাম, একসঙ্গে জীবনের পথ হেঁটেছিলাম স্বামী-স্ত্রীর মতো। সেই পথে খুব সুন্দর আদুরে ছেলে অর্থ, মোঘলি (ডাক নাম) জন্ম নিল। এখন পড়াশোনা করে চাকরি করছে সে। কিন্তু এই ২২ সালের দারুণ জার্নির পরে আমরা এই দু-আড়াই বছর আগে বুঝলাম আমরা অন্যভাবে নিজেদের ভবিষ্যৎ দেখি।'
প্রাক্তন স্ত্রী প্রসঙ্গে আশীষ আরও বলেছেন, 'আমরা দুজনেই চেষ্টা করেছিলাম সেই পার্থক্যগুলোকে দূর করার। চাইলে হয়তো দূর করতেও পারতাম, কিন্তু তাতে একজনের ইচ্ছের নীচে আরেকজনের ইচ্ছে চাপা দিতে হত। ২২ বছর আমরা যেভাবে আনন্দে কাটিয়েছি, পরবর্তীতে হয়তো দুঃখ পেতাম। হয়তো লোক দেখাতে একসঙ্গে থাকতাম, কিন্তু ভালো থাকতাম না। তাই আমরা ঠিক করেছিলাম আমরা সুন্দরভাবে, সম্মানের সঙ্গে আলাদা পথে হাঁটব।
রূপালী বড়ুয়া অর্থাৎ দ্বিতীয় স্ত্রী প্রসঙ্গে আশীষ বলেন, 'আমি প্রথম থেকেই নিশ্চিত ছিলাম, আমার সঙ্গীর প্রয়োজন। এক বছর আগে থেকে আমার রূপালীর সঙ্গে কথা শুরু হয়। এক বছর ধরে কথা বলে, দেখা করে আমি নিশ্চিত হই যে ওঁর সঙ্গেই আমি আমার বাকি জীবন কাটাতে চায়। তবে আমি প্রথম থেকেই এমনি সম্পর্কে নয়, বিয়ে করতে চেয়েছিলাম। রূপালীকে সেই প্রস্তাব দিলে সেও রাজি হন।'
সবাইকে চমকে দিয়ে জামাইষষ্ঠীর দিন ফের বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেতা আশিষ বিদ্যার্থী (Ashish Vidyarthi)। ৬০ বছর বয়সে এসে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। সিঁদুর তুলে দেন ফ্যাশন ডিজাইনার রূপালি বড়ুয়ার (Rupali Barua) সিঁথিতে। বৃহস্পতিবার একেবারে ছিমছাম বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁরা। ঘনিষ্ঠ মানুষজনদের উপস্থিতিতেই বৃহস্পতিবার কোর্ট ম্যারেজ সারেন আশিষ ও রূপালি। তবে তাঁদের কিছু ছবি সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যা দেখে বোঝাই যাচ্ছে, হাতেগোনা কয়েকজন থাকলেও নাচে-গানে বেশ জমজমাট হয়ে উঠেছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। কলকাতা শহরেরই এক অভিজাত ক্লাবে তাঁদের বিয়ের আসর বসেছিল বলে খবর।
ভাইরাল ছবিতে বরের বেশে দেখা গিয়েছে অভিনেতাকে। কেরলের ট্র্যাডিশনাল ধুতিতে দেখা গিয়েছে তাঁকে। গলায় ছিল তাঁর অসমের ঐতিহ্যবাহী গামছা। পাশে অসমের সোনালি ও সাদা মেখলায় দেখা মিলল রূপালির। সঙ্গে পরেছিলেন দক্ষিণ ভারতীয় ডিজাইনে সোনার গয়না।
সম্প্রতি প্রকাশ্যে আসা ছবিতে দেখা গিয়েছে, রূপালি কোমরে ও মাথায় হাত দিয়ে বিহু নাচ করছেন, সেই দেখে আশিষও কোমরে হাত দিয়ে নাচছেন। কোথাও দেখা যাচ্ছে আশিষ তাঁর স্ত্রীর গলার মালা ঠিক করে দিচ্ছেন। আবার এক ছবিতে রূপালির মেয়ের সঙ্গেও ছবি তুলতে দেখা গিয়েছে তাঁদের। আশিষের মতো রূপালিরও এক সন্তান রয়েছে। মায়ের বিয়েতে আনন্দের সঙ্গে উপস্থিত হয়েছিল মেয়ে। সবমিলিয়ে আনন্দে আত্মহারা ছিলেন আশিষ-রূপালি।
৬০ বছর বয়সে ফের বিয়ের (Marriage) পিঁড়িতে বসলেন বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেতা আশিষ বিদ্যার্থী (Ashsish Vidyarthi)। বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন কলকাতায় দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা। পাত্রী, রূপালি বড়ুয়া অসমের মেয়ে, কলকাতার এক নামী ফ্যাশন হাউসে কর্মরতা। শহরের একটি ক্লাবে রূপালী বড়ুয়ার গলায় মালা পরালেন এই বর্ষীয়ান অভিনেতা। বিয়ের এই অনুষ্ঠানে পরিবার এবং কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, ঘনিষ্ঠ মানুষজনদের উপস্থিতিতেই আজ কোর্ট ম্যারেজ সারেন আশিষ ও রূপালি। জানা গিয়েছে, রূপালি বৃহস্পতিবার সকাল ৬ টা ৩০ মিনিট থেকে সাজগোজ শুরু করেন। তাঁর পরনে রয়েছে, সাদা রংয়ের মেখলা, আর আশিষের পরনে রয়েছে ধুতি ও পাঞ্জাবি। উল্লেখ্য, এর আগে আশিষ বিদ্যার্থী অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্য়া রাজসী বড়ুয়ার সঙ্গে বিয়ে করেছিলেন। তবে তাঁদের সম্পর্কটি টেকেনি। তাঁদের একটি সন্তানও রয়েছে। কয়েকবছর আগেই আলাদা হয়ে যান দু'জনে। জানা গিয়েছে, এরপরই কলকাতায় রূপালির সঙ্গে আলাপ হয় আশিষের এবং সেখান থেকেই তাঁদের বন্ধুত্বের যাত্রা শুরু।
আশিষ বিদ্যার্থী বলেন, 'জীবনের এই পর্যায়ে রূপালির সঙ্গে বিয়েটা একটা অসাধারণ অনুভূতি। সকালে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে, তারপর সন্ধ্যায় গেট-টুগেদার।'