Breaking News
Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে     

RoadAccident

Burdwan: বাস-পুলিস জিপের সংঘর্ষে মৃত এক, আহত এক পুলিসকর্তা-সহ তিন

পথদুর্ঘটনার(Road Accident) কবলে পুলিসের গাড়ি। বাসের সঙ্গে পুলিস জিপের সংঘর্ষে মৃত পুলিস গাড়ির চালক। আহত এক পুলিস অফিসার-সহ এক কনস্টেবল ও এক সিভিক ভলান্টিয়ার। আহত তিনজনকে বর্ধমানের এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি আউশগ্রাম থানার(Ausgram police)বাগরাই ব্রিজ এলাকার। ইতিমধ্যেই বাসটিকে আটক করেছে আউশগ্রাম থানার পুলিস। তবে বাসের চালক পলাতক।

জানা গিয়েছে, পুলিস গাড়ির মৃত চালকের নাম বিশ্বনাথ মুর্মু (৩৮)। পুলিস সূত্রে জানা গিয়েছে, বাগরাই ব্রিজের কাছে পুলিস গাড়িকে ধাক্কা মারে একটি বাস। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বননবগ্রাম হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসকরা চালককে মৃত ঘোষণা করেন। বাকি তিন আহতকে বর্ধমানের এক নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই বাসটিকে আটক করেছে আউশগ্রাম থানার পুলিস। 

one year ago
Accident: কলকাতায় ডাক্তার দেখাতে যাওয়ার পথে সস্ত্রীক দুর্ঘটনা, বসিরহাটে মৃত এক

ভয়াবহ পথদুর্ঘটনা(Accident)। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ১ জন। ঘটনার জেরে গুরুতর আহত ৪ জন। বসিরহাটের বাদুড়িয়া থানার হুগলি এলাকার ঘটনা। ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিস(Baduria Police)। আহত দুজনকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। ইতিমধ্যেই পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, মৃতের নাম রফিকুল ইসলাম। রবিবার সকালে হাসনাবাদের ভেভিয়া রাজাপুর এলাকা থেকে রফিকুল ইসলাম ও তার স্ত্রী মনোয়ারা খাতুন মারুতি গাড়িতে করে কলকাতায় ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। বাদুড়িয়া মসলন্দপুর রোডের হুগলি এলাকায় উল্টো দিক থেকে একটি পিকআপ ভ্যান এসে সজোরে ধাক্কা মারে ওই মারুতিকে। এরপরই চালক রফিকুল ইসলাম ও তার স্ত্রী গুরুতরভাবে আহত হয়। 

স্থানীয় এলাকাবাসী আহত দুজনকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, পথচলতি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়েই এই দুটি গাড়ির সংঘর্ষ হয়।

one year ago
Accident: বিহার-শিলিগুড়ি যাওয়ার পথে দুর্ঘটনা, রাস্তায় গাড়ি উলটে আহত ১

নিয়ন্ত্রণ হারিয়ে পথদুর্ঘটনা(Road accident)। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই উল্টে গেল একটি ছোট গাড়ি। শিলিগুড়ি(Siliguri) মহকুমার অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ এলাকার ঘটনায় আহত গাড়ির চালক। ঘটনাস্থলে বিধাননগর থানার পুলিস(Bidhannagar police)। আহত ব্যক্তিকে উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় পুলিস।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ওই গাড়িটি বিহার থেকে শিলিগুড়ির উদ্দেশে যাচ্ছিল। ঠিক সেই সময় শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ এলাকায় ঘটেছে এই ঘটনা। গাড়িটি আচমকাই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনায় গাড়ির চালক আহত হয়। এই ঘটনার জেরে স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় পুলিসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিধাননগর থানার পুলিস। এরপর পুলিস আহতকে উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। দুর্ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিস। 

one year ago


Cow: টিএমসি পতাকা লাগানো গাড়িতে গরু পাচারের চেষ্টা সোদপুরে! পুলিসের তাড়া, দুর্ঘটনা

তৃণমূলের পতাকা লাগানো গাড়ি করে গরু পাচারের(Cow smuggling) সময় দুর্ঘটনা। সোদপুর দত্ত রোডের এই ঘটনায় ঘটনাস্থল থেকে গাড়ির চালক পলাতক। গরু-সহ ঘাতক গাড়িকে আটক করেছে খড়দহ থানার পুলিস। জানা গিয়েছে, তৃণমূলের পতাকা লাগানো গাড়ি করে গরু পাচারের সময় সোদপুর ট্রাফিক মোড়ে দায়িত্বে থাকা ট্রাফিক আধিকারিকরা বাধা দেয়। তখনই গাড়িটি দ্রুত গতিতে বিটি রোড ধরে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সোদপুর দত্ত রোডের কাছে ডিভাইডারে ধাক্কা(accident) মারে। ঘটনার পর গাড়ির চালক-সহ অন্য ব্যক্তিরা পালিয়ে যায়। ঘাতক গাড়িকে গরু-সহ আটক করে খড়দহ থানার পুলিস (khardah Police)। পরে গাড়ির মধ্যে থাকা গরুকে উদ্ধার করে পুলিস।

তবে গাড়িতে তৃণমূলের পতাকা থাকা নিয়ে উঠছে নানা প্রশ্ন? আর এই ঘটনার জেরেই তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। খড়দহ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু চৌধুরী জানান, 'এটি খুব দুর্ভাগ্যজনক ঘটনা। তবে গাড়ির সামনে তৃণমূলের পতাকা লাগিয়ে তৃণমূল দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিরোধীরা।'

তবে শাসক দলের এরূপ মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া বিজেপির। রাজ্য বিজেপি নেতা কিশোর কর বলেন, 'গরু পাচারের ঘটনা তৃণমূলের সংস্কৃতি। পাচার করতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় এখন দোষ ঢাকার জন্য বিরোধীদের দিকে আঙুল তুলছে তৃণমূল।'

one year ago
Accident: পিকআপ ভ্যানে ধাক্কা ট্রাকের, ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু এক শিশু সহ ১১ জনের

মর্মান্তিক পথ দুর্ঘটনা (Road Accident)! ঘটনাস্থলেই মৃত্যু (Death) হয় এক শিশু সহ একই পরিবারের ১১ জনের। গুরুতর জখম হয়েছেন ১০ জনেরও বেশি। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পারিবারিক অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন তাঁরা। ঘটনার সময় পিকআপ ভ্যানে ছিলেন ৩০ জন। উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা মারে ওই পিকআপ ভ্যানটিকে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) লৌদা বাজার-ভাটপাড়া জেলায়।

পুলিস সূত্রে খবর, এদিন গভীর রাতে খিলোরা গ্রাম থেকে পারিবারিক অনুষ্ঠান সেরে  অর্জুনিতে ফিরছিলেন তাঁরা। সেই সময় ভাটপাড়া থানা এলাকার খমরিয়া গ্রামের কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক পিকআপ ভ্যানে ধাক্কা মারে। যার জেরে পিকআপ ভ্যানে থাকা সকলেই আহত হন। আর ১১ জনের ঘটনাস্থলে মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, মৃতেরা সকলেই একই পরিবারের।

খমরিয়া গ্রামের এক বাসিন্দা জানান, ঘুমের মধ্যে আচমকা বিশাল আওয়াজ শুনতে পান। ঘুম ভেঙে যায় স্বাভাবিকভাবে। বাড়ি থেকে বাইরে বেরিয়ে দেখেন রাস্তার মধ্যে পড়ে রয়েছেন বেশ কয়েক জন। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। খবর দেওয়া হয় থানায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিস। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

one year ago


Pakistan: পাকিস্তানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ৩০ জন

পাকিস্তানে (Pakistan) ফের পথদুর্ঘটনা (Road Accident)। বুধবার খাইবার পাখতুনখোয়ার কোহিস্তান জেলায় একটি যাত্রীবাহী বাস (Bus) এবং একটি গাড়ি একে অপরের সঙ্গে সংঘর্ষের পর গভীর খাদে পড়ে যায়। যার জেরে মৃত্যু (Death) হয়েছে অন্তত ৩০ জনের, আহত ১৫ জন। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যাত্রীবাহী বাসটি গিলগিট থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। সে সময় শিতিয়াল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। তারপর বাস ও গাড়িটি গিয়ে পড়ে খাদে।

পুলিস ও উদ্ধারকারী কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের ও মৃতদেহ উদ্ধার করে আরএইচসি হাসপাতালে পাঠায়। পুলিস জানিয়েছে, দুর্ঘটনাস্থলে অন্ধকারের কারণে উদ্ধারকারীরা ত্রাণ কার্যক্রম চালাতে সমস্যায় পড়ছেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিজনদের পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছেন তিনি। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং গিলগিট বাল্টিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশেদও ঘটনায় শোক ব্যক্ত করেছেন। আহতদের সব ধরনের চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

উল্লেখ্য, পাকিস্তানের পাহাড়ি পথে দুর্ঘটনা নতুন কোনও ব্যাপার নয়। গত মাসে বালুচিস্তানের লাসবেলায় একটি যাত্রীবাহী কোচ খাদে পড়ে অন্তত ৪১ জন নিহত হয়েছিল।

one year ago
Rishabh Pant: দুর্ঘটনা পর্ব পেরিয়ে ক্রমেই সুস্থ জীবন, কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন ঋষভ

মৃত্যুমুখ থেকে বেঁচে ফিরেছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Panth Accident)। ৩০ ডিসেম্বর ভোরে দিল্লি থেকে উত্তরাখণ্ডে (Delhi to Uttarakhand) নিজের বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মুম্বইয়ের হাসপাতালে (Mumbai Hospital) ভারতীয় ব্যাটার-উইকেট রক্ষকের হাঁটুর লিগামেন্টের অস্ত্রোপচার হয়েছে। আর প্রায় দশ দিন হয়ে গিয়েছে। এবার ঋষভ ভক্তদের জন্য সুখবর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি। বাড়িতেই বাকি চিকিৎসা চলবে।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, বাড়িতে থাকলেও কড়া পর্যবেক্ষণের মধ্যে থাকতে হবে  পন্থকে। হাসপাতালের সূত্রের খবর, ডাক্তার দীনশ পার্দিওয়ালা ও তাঁর দল এই সার্জারি করেছেন। প্রায় ৩ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয় ব্যাটার-উইকেট রক্ষকের। কোল্যাটেরাল লিগামেন্টে (এমসিএল) বড়সড় অস্ত্রোপচার হয়েছে। জানা গিয়েছে, ডাক্তার পার্দিওয়ালা সরাসরি বোর্ডের সঙ্গে যুক্ত চিকিৎসক এবং ক্রিকেটারদের ফিটনেস সম্বন্ধে অবগত। তাঁর অধীনেই চিকিৎসাধীন পন্থ।

ডাক্তার জানিয়েছেন, বাকি যে লিগামেন্টগুলিতে চোট লেগেছে, সেগুলি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দুর্ঘটনার দিন নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। গাড়িতে আগুন ধরে যায়। কোনওভাবে প্রাণে রক্ষা পান ঋষভ। প্রথমে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন হয়েছিলেন পন্থ। সেখান থেকে মুম্বইতে স্থানান্তরিত করা হয়েছিল।

one year ago
Bankura: যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ১৫ জন

ফের সড়ক দুর্ঘটনা (Road Accident)। বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন ১৫ জন বাস যাত্রী। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) কোতুলপুর থানার জয়রামবাটি এলাকায়। ঘটনায় আহত বাস যাত্রীদের উদ্ধার করে কামারপুকুর হাসপাতালে (Hospital) পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান থেকে একটি যাত্রী বোঝাই বাস বাঁকুড়ার দিকে যাচ্ছিল। জয়রামবাটির কাছে রাস্তার একটি বাঁক ঘুরতেই আচমকা উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনায় বাসের সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রাথমিক ভাবে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায়, আহতদের উদ্ধার করে বিভিন্ন যানবাহনে করে নিয়ে যাওয়া হয় কামারপুকুর হাসপাতালে। স্থানীয়দের দাবি, রাস্তায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না থাকায় ওই বাঁকের মুখে বারবার দুর্ঘটনা ঘটছে। বহুবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। প্রশাসনের তরফে রাস্তার অবস্থা দেখে গেলেও কোনওরকম ব্যবস্থা নেয়নি। ঘটনার পর ওই রস্তায় যান বাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।

one year ago


Accident: গাড়িতে নদিয়া থেকে শিলিগুড়ি যাওয়ার পথে লরির পিছনে ধাক্কা, মৃত দুই

সয়দাবাদে ছোট চার চাকা গাড়ি-ট্রাকের সংঘর্ষ। এই ঘটনায় মৃত দু'জন, আহত আরও ৫। জানা গিয়েছে, মৃত দু'জনের নাম গণেশ সরকার(৪৪) ও রানা চক্রবর্তী (৩২), এঁরা নদিয়ার বাসিন্দা। চালক-সহ সাত জন চার চাকা গাড়িতে শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় সয়দাবাদে একটি মালবাহী লড়ির রাস্তায় দাড়িয়ে চাকা বদল করছিল। তখনই দ্রুত গতিতে চার চাকা গাড়িটি দাড়িয়ে থাকা লড়ির পিছনে  ধাক্কা মারে।

ধাক্কার অভিঘাতে দুমড়ে-মুচড়ে যায় চার চাকার সামনের অংশ। এই দুর্ঘটনা দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন পুলিসকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি কমিশনারেটের বিধাননগর থানার পুলিস। এরপর প্রায় আধ ঘণ্টা চেষ্টার পর আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে তাঁদের মধ্যে দু'জনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।

one year ago
Accident: হরিপালে দুর্ঘটনাগ্রস্ত পিকনিক ফেরত গাড়ি! নয়ানজুলিতে উলটে মৃত এক, আহত ৩৫

মর্মান্তিক পথদুর্ঘটনা (road accident)! বুধবার ভোরবেলা দুর্ঘটনার কবলে পড়ে নয়ানজুলিতে উল্টে গেল পিকনিক (picnic) ফেরত এক পর্যটকবাহী বাস। ঘটনাটি হুগলির (Hooghly) হরিপালের ইলিপুরে অহল্যা বাই রোডের। দুর্ঘটনায় মৃত (death) ১, আহত (injured) ৩৫ জন যাত্রী। আহতদের মধ্যে ১৫ জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। আহতদের দেখতে বুধবার সকালে হরিপাল হাসপাতালে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না।

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, রায়দিঘির একটি ৬৭ জনের পিকনিক দল বাসে করে অযোধ্যা থেকে ফিরছিলেন। ফেরার পথে হরিপালের ইলিপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায়। ঘটনার পরেই বাস যাত্রীদের চেঁচামেচিতে রাস্তা দিয়ে যাতায়াতকারী অন্য গাড়ির লোকেরা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিস। তড়িঘড়ি আহতদের হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। যার মধ্যে তাপসী হালদার নামে এক মহিলার মৃত্যু হয়। ঘটনায় গুরুতর আহত ৮ জনকে কলকাতার পিজি ও মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনার খবর পেয়েই হরিপাল গ্রামীণ হাসপাতালে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবি মান্না।

one year ago


Highway: ঝা চকচকে রাস্তায় গতি প্রতিযোগিতার জের! বাসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনা, মৃত ৩

কলকাতা-বাসন্তী ঝা চকচকে স্টেট এক্সপ্রেসওয়েতে (Basanti Highway) গতির খেলায় বারেবারে দুর্ঘটনা (Road Accident) এবং ঝরে যাওয়া তরতাজা প্রাণ। গত ৫ বছরে এমন চারটি ঘটনা শিউরে ওঠার মতো। যে তালিকায় নবতম সংযোজন মঙ্গলবারের পথদুর্ঘটনা। মসৃণ রাস্তায় হালে বসেছে স্পিড লিমিটার। ট্রাফিকের এই নিয়ম কেউ মানেন, কেউ আবার তোয়াক্কা করেন না। তাই বারেবারে মৃত্যু (Death) বাসন্তী হাইওয়েতে।

বামনঘাটা বাজার থেকে চৌবাগা আসার পথে রাস্তায় একপাশে দাঁড়িয়ে থাকা ট্রাক কার্যত দেখতেই পায়নি রেস বা গতি প্রতিযোগিতায় মেতে ওঠা দুটি বাইকের চালক। একটি বাইক তাও শেষ মুহূর্তে খেয়াল করে ব্রেক কষার চেষ্টা করে, অপরটি তাও করতে পারেনি। দুটি বাইক দুমড়ে মুচড়ে তালগোল পাকিয়ে গিয়েছে। দুর্ঘটনার সময় বাইক দুটির গতিবেগ কমপক্ষে ৮০ কিলোমিটার ছিল বলে পুলিস সুত্রে খবর। গতির এই নেশায় অকালে ঝরে গেল তিনটে তরতাজা প্রাণ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইক রেষারেষির জেরেই বকডোবা এলাকার এই দুর্ঘটনা। প্রচণ্ড বেগে সায়েন্স সিটির দিকে যাওয়ার পথে একটি লরির পিছনে ধাক্কা মারলে দুটি বাইকের তিন জন সওয়ারির ঘটনাস্থলেই মৃত্যু হয়।  

লেদার কমপ্লেক্স থানার পুলিস এসে মৃতদেহ-সহ বাইক গুলো উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, মৃতদের নাম ১৯ বছরের রাকেশ দাস, ১৭ বছরের জয় গায়েন এবং ১৭ বছরের রাহুল নস্কর, এঁরা বামনঘাটার বাসিন্দা। তবে দ্বিতীয় বাইকে রাইডারের পিছনে বসা সওয়ারি (এখনও নাম জানা যায়নি) গুরুতর আহত অবস্থায় চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি। এ প্রসঙ্গে উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি ২০১৭, ৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩ এপ্রিল ২০২২ এবং ২৭ মে ২০২২; বাসন্তী হাইওয়েতে গতির বলি তরতাজা প্রাণ।


 

one year ago
Bihar: মর্মান্তিক! দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মৃত্যু বেশ কয়েকজন শিশু সহ ১২ জনের

মর্মান্তিক পথ দুর্ঘটনা (Road Accident)। রবিবার একটি দ্রুতগামী ট্রাকের (speeding truck) ধাক্কায় মৃত্যু (Death) হয়েছে বেশ কয়েকজন শিশুসহ অন্তত ১২ জনের। দুর্ঘটনায় নিহতরা একটি ধর্মীয় শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) বৈশালী জেলার মেহনার গ্রামে।নিয়ন্ত্রণে হারিয়ে ট্রাকের ধাক্কা? নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিস। তবে এই মর্মান্তিক দুর্ঘটনার কথা জানতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন। আহতদের জন্যও ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও শোক প্রকাশ করেছেন। এবং বলেছেন যে তিনি দুর্ঘটনায় "গভীরভাবে শোকাহত"। মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এক্স-গ্রেশিয়া দেওয়ার নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে। তিনি আহতদের যথাযথ চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুর্ঘটনাটিকে "অত্যন্ত বেদনাদায়ক" বলে অভিহিত করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

এদিকে ওই অভিযুক্ত ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিস। বৈশালী এসপি বলেছেন, চালক মদ্যপ অবস্থায়  ছিলেন কিনা তা ডাক্তারি পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে।

one year ago
Accident: চোপড়ার ফলব্রিজে পথ দুর্ঘটনা, আহত দুই পড়ুয়া সহ ৪

সাত সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনা (accident)। একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দুই পড়ুয়া সহ আহত (injured) ৪ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে। ঘটনায় চোপড়া (Chopra) থানার ফলব্রিজ এলাকায় চাঞ্চল্য। স্থানীয় তুলসিভিটা বিএসএফ ক্যাম্পের জওয়ানদের তত্পরতায় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে চোপড়া দোলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। 

জানা গিয়েছে, আহতদের বাড়ি চোপড়া থানার ডাংরাডাঙ্গি এলাকায়। মঙ্গলবার সকালে সাইকেল করে দুই পড়ুয়াকে স্কুলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। স্কুলে পৌঁছানোর আগেই ফলব্রিজ এলাকায় একটি পিকআপ তাদেরকে ধাক্কায় মারে। এই ঘটনায় দুই পড়ুয়া সহ আহত হয় ৪ জন। আহতদের মধ্যে এক অভিভাবকের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করা হয়েছে। ঘটনার খবর জানার পর চোপড়া দোলুয়া স্বাস্থ্যকেন্দ্রে ছুটে আসে স্কুল কর্তৃপক্ষ। এবং বিএসএফ জওয়ানদের ধন্যবাদ জানিয়েছেন স্কুলের এক শিক্ষিক।

মর্মান্তিক এই ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করে পুলিসে খবর দেয় স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিস।

one year ago


Rambha: পথদুর্ঘটনায় আহত অভিনেত্রী রম্ভা, গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন তাঁর কন্যা

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন দক্ষিণী তারকা (South Indian Actor) রম্ভা (Rambha)। ২০১০ সালে সিনে দুনিয়ায় থেকে দূরে চলে যান তিনি। অন্টারিওতে গিয়ে কানাডার (Canada) ব্যবসায়ী ইন্থিরানকে বিয়ে করে সংসার জীবন শুরু করেন। মঙ্গলবার সকালে এক ভয়াবহ দুর্ঘটনার (Car Accident) শিকার হন তিনি ও তাঁর বাচ্চারা। স্কুল থেকে বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরছিলেন। সেসময় একটি গাড়ি দ্রুত গতিতে এসে তাঁদের গাড়িতে ধাক্কা মারে। একেবারে দুমড়ে-মুচড়ে যায় তাঁদের গাড়ি। সকলেই অল্পবিস্তর চোট পান। কিন্তু রম্ভার ছোট মেয়ে সাশা গুরুতর আঘাত পান বলে জানান অভিনেত্রী। বর্তমানে সাশা হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কানাডার অন্টারিওতে। ইনস্টাগ্রামে নিজেই সে কথা জানিয়েছেন রম্ভা। ভাঙা গাড়ির ছবিও পোস্ট করেছেন তিনি। তবে তাঁর ছোট মেয়ে সাশার ছবি সবার আগে পোস্ট করেন এবং সকলকে বলেন সাশার জন্য যেন প্রার্থনা করেন। মর্মান্তিক সেই ছবিগুলি দেখে তাঁর ভক্তরা শিউরে উঠেছেন এবং সবার আরোগ্য কামনা করেছেন।

তাঁদের গাড়িতে ছিলেন ন্যানিও, তিনিও আহত হন। অভিনেত্রী হাসপাতাল থেকে মেয়ের ছবি পোস্ট করে লিখেছেন, “খুব খারাপ সময় যাচ্ছে। আমাদের গাড়িকে ধাক্কা মেরেছে আর একটি গাড়ি। আমরা সবাই ঠিক আছি। অল্পস্বল্প যা চোট লেগেছিল, সামলে উঠেছি। কিন্তু আমার ছোট্ট সাশাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। সবাই প্লিজ় ওর জন্য প্রার্থনা করুন।”

উল্লেখ্য,  বলিউডে ১৯৯৭ সালে ‘জুড়ওয়া’ ছবির মাধ্যমে সকলের মন জয় করেছিলেন রম্ভা। দক্ষিণে অসংখ্য ছবিতে কাজ করেছেন তিনি। রজনীকান্ত, কমল হাসন, বিজয় এবং অজিতের মতো মহারথীদের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছিলেন। রম্ভা বর্তমানে সিনেমা জগৎ থেকে দূরে। এক পুত্র ও দুই কন্যাও স্বামী নিয়ে ভালো রয়েছেন সংসারে। তবে এই গাড়ি দুর্ঘটনায় কিছুটা আতঙ্কিত তাঁরা।

one year ago
Accident: ফের ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশে, মৃত্যু ৪ জনের, আহত ৪৫ জনেরও বেশি

ফের উত্তরপ্রদেশে (Uttar Pradesh) সড়ক দুর্ঘটনা (Road Accident)। মৃত্যু (Death) হল ৪ জনেরও। আহতের সংখ্যা ৪৫ জনের বেশি। আহতদের সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সকলে চিকিৎসাধীন। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উত্তরপ্রদেশের ইটাওয়ার কাছে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে (Agra-Lucknow Expressway)।

জানা গিয়েছে , বাসটি উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে রাজস্থানের আজমির যাচ্ছিল। বাসে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন। রাত আড়াইটে নাগাদ এক্সপ্রেসওয়েতে বাসের সামনে থাকা একটি ডাম্পারের টায়ার ফেটে যায়। এরফলে ডাম্পারটি  নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পিছন থেকে দ্রুতগতিতে আসা বাসটি ডাম্পারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। বাকি ৪৫ জনকে উদ্ধার করে সাফাইয়ের পিজিআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এবং দ্রুত রাস্তা ফাঁকা করে দেওয়া হয়। যাতে অন্যান্য গাড়ি চলাচলে কোনও অসুবিধে না হয়।

প্রসঙ্গত, শনিবার মধ্যপ্রদেশেও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত হয়েছিল প্রায় ১৪ জন বা তারও বেশি। আহত হন ৪০ জন। সুহাগি পাহাড়ি এলাকায় ৩০ নম্বর জাতীয় সড়কে ট্রলির সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

2 years ago