Breaking News
ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...      NIA: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ NIA     

RishabhPant

Rishabh: দুর্ঘটনার পর ফের মাঠে ঋষভ, হাঁকালেন ছক্কা

অনুরাগীদের অপেক্ষার অবসান। ২২ গজে ফিরেই ছক্কা হাঁকালেন ঋষভ পন্থ। দুর্ঘটনার দীর্ঘ আট মাস পর মাঠে নামলেন টিম ইন্ডিয়ার তরুণ উইকেট কিপার। আর মাঠে ফিরেই চেনা ছন্দে ছক্কাও মেরেছেন। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে মুহূর্তেই।

বেঙ্গালুরুর এনসিএতে চলছে ঋষভের রিহ্যাব পর্ব। গতকাল অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন মাঠে ফিরেছেন ঋষভ। আর ফিরতেই এক্কেবারে ফর্মে ফিরে এসেছেন তিনি। যা দেখে বেজায় খুশি ভক্তরা।

গত বছর ৩০ ডিসেম্বর ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন পন্থ। এরপর একাধিক সার্জারি হয়েছে তাঁর। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তিনি। জারি ছিল লড়াই।

8 months ago
Rishabh: 'ভাগ্যিস তুমি নেই', আইপিএল ম্যাচে ঊর্বশীর উদ্দেশে করা পোস্ট ঘিরে জোর চর্চা

ক্রিকেট তারকা ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়ে কথা উঠলেই ঊর্বশী (Urvashi Rautela) প্রসঙ্গ উঠে আসে। তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন হয়েছে অনেক। ব্যক্তিগত জীবনে তাঁদের মধ্যে কি রসায়ন ছিল তা নেটিজেনরা জানতে না পারলেও, প্রকাশ্যে তাঁদের ঠান্ডা যুদ্ধ দেখেছে। নাম না করে প্রায়ই একে অপরকে তোপ দেগেছিলেন তাঁরা। ঋষভ -ভক্তর যে ঊর্বশীকে না পসন্দ, তা বোঝা গেল আইপিএলের ময়দানে।

বেশ কিছুদিন আগেই মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল ঋষভ পন্থের সঙ্গে। একের পর এক অপারেশন হয়েছে তাঁর শরীরে। ক্ষত এখনও সারেনি। তবে খেলা থেকে একেবারে দূরে থাকেন কীভাবে! না খেললেও মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন তিনি। সেই গ্যালারিতেই উপস্থিত এক দর্শকের প্ল্যাকার্ডে দেখা যায়, 'ধন্যবাদ ভগবান ঊর্বশী এখানে নেই। '

View this post on Instagram

A post shared by Urvashi Rautela (@urvashirautela)

এই পোস্ট ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। পোস্টটি দেখে চুপ থাকেননি ঊর্বশী। ওই পোস্ট নিজের ইনস্টাগ্রাম থেকে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'কেন ?' পোস্টের কমেন্টবক্সে একেবারে হামলে পড়েছে ঋষভের ভক্তরা। তাঁরাও প্ল্যাকার্ডের সুরেই গাইছে। যদিও কোনও প্রতিক্রিয়া দেননি পন্থ।

one year ago
Pant: হাতে ক্রাচ, পায়ে ব্যান্ডেজ! এ কোন অবতারে ঋষভ পন্থ

দুর্ঘটনার স্মৃতি ভুলে ক্রমেই স্বাভাবিক জীবনে ঋষভ পন্থ। হাসপাতাল পর্ব পেরিয়ে প্রথমবার আরপি-র ছবি প্রকাশ্যে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা গিয়েছে ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার ক্রাচ নিয়ে হাঁটছেন। নিজেই সেই ছবি পোস্ট করে পন্থ লেখেন, 'এক ধাপ এগিয়ে যাওয়া। এক ধাপ শক্তিশালী হয়ে ওঠা। এক ধাপ ভাল হয়ে ওঠার দিকে এগিয়ে যাওয়া।' অনেকেরই ধারণা, ২২ গজে ফিরতে এখন থেকেই প্রস্তুতি তুঙ্গে আরপি-র।

পন্থের পোস্ট করা যে ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, সাদা টি-শার্ট এবং কালো শর্টসে দু’হাতে ক্রাচ নিয়ে ধীরে ধীরে হাঁটছেন তিনি। ডান পায়ে মোটা করে একটি ব্যান্ডেজ বাঁধা রয়েছে। ডান হাতের কনুইয়ের কাছেও রয়েছে একটি ছোট ব্যান্ডেজ।

এদিকে, শিয়রে আইপিএল, এশিয়া কাপের মতো ক্রিকেট। এই টুর্নামেন্টের আগে কতটা ফিট হয়ে মাঠে ফেরেন ঋষভ পন্থ, সেদিকে তাকিয়ে ভক্তরা।

one year ago


Rishabh Pant: দুর্ঘটনা পর্ব পেরিয়ে ক্রমেই সুস্থ জীবন, কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন ঋষভ

মৃত্যুমুখ থেকে বেঁচে ফিরেছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Panth Accident)। ৩০ ডিসেম্বর ভোরে দিল্লি থেকে উত্তরাখণ্ডে (Delhi to Uttarakhand) নিজের বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মুম্বইয়ের হাসপাতালে (Mumbai Hospital) ভারতীয় ব্যাটার-উইকেট রক্ষকের হাঁটুর লিগামেন্টের অস্ত্রোপচার হয়েছে। আর প্রায় দশ দিন হয়ে গিয়েছে। এবার ঋষভ ভক্তদের জন্য সুখবর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি। বাড়িতেই বাকি চিকিৎসা চলবে।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, বাড়িতে থাকলেও কড়া পর্যবেক্ষণের মধ্যে থাকতে হবে  পন্থকে। হাসপাতালের সূত্রের খবর, ডাক্তার দীনশ পার্দিওয়ালা ও তাঁর দল এই সার্জারি করেছেন। প্রায় ৩ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয় ব্যাটার-উইকেট রক্ষকের। কোল্যাটেরাল লিগামেন্টে (এমসিএল) বড়সড় অস্ত্রোপচার হয়েছে। জানা গিয়েছে, ডাক্তার পার্দিওয়ালা সরাসরি বোর্ডের সঙ্গে যুক্ত চিকিৎসক এবং ক্রিকেটারদের ফিটনেস সম্বন্ধে অবগত। তাঁর অধীনেই চিকিৎসাধীন পন্থ।

ডাক্তার জানিয়েছেন, বাকি যে লিগামেন্টগুলিতে চোট লেগেছে, সেগুলি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দুর্ঘটনার দিন নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। গাড়িতে আগুন ধরে যায়। কোনওভাবে প্রাণে রক্ষা পান ঋষভ। প্রথমে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন হয়েছিলেন পন্থ। সেখান থেকে মুম্বইতে স্থানান্তরিত করা হয়েছিল।

one year ago
Rishabh: 'তুই একদম চিন্তা করিস না', উর্বশীর মায়ের ইঙ্গিতপূর্ণ পোস্টে জোর চর্চা

সব ঠিক আছে, তুই একদম চিন্তা করিস না। উর্বশী রৌতেলাকে (Urvashi Rautela) বার্তা অভিনেত্রী মায়ের। কে ঠিক আছে, কেনই বা অভিনেত্রীকে চিন্তা না করার পরামর্শ? এই প্রশ্নের উত্তর খুঁজতে নেমে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ঋষভ পন্থকে দেখে এই বার্তা মেয়ের উদ্দেশে পাঠালেন অভিনেত্রীর মা মীরা রৌতেলা। মুম্বইয়ের এক হাসপাতালে সম্প্রতি লিগামেন্টে অস্ত্রোপচার হয়েছে ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থের (Rishabh Pant)। দিল্লি থেকে সড়কপথে দেহরাদুন (Delhi-Dehradun) যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনার মুখে পড়েছিলেন ঋষভ। তাঁর গাড়ি দুমড়ে মুচড়ে যায়, আগুন ধরে যায় সামনের অংশে। বরাত জোরে গাড়ির উইন্ড স্ক্রিন ভেঙে বেড়িয়ে আসেন এই তরুণ ক্রিকেটার।

এই মুহূর্তে ক্রিকেটারের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিসিসিআই। তারাই এয়ার অ্যাম্বুলেন্সে ঋষভকে মুম্বই উড়িয়ে এনেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে 'প্রার্থনারত' লিখে ছবি দিয়েছেন অভিনেত্রী উর্বশী রৌতেলাও। কার জন্য প্রার্থনা করছেন উর্বশী, বুঝতে একটুও অপেক্ষা করতে হয়নি নেট দুনিয়াকে। নেটিজেনরা যদিও উর্বশীর সঙ্গে ঋষভের এই চর্চিত সম্পর্ক নিয়ে একেবারেই না খুশ। তাঁদের বরাবরের অভিযোগ, ‘‘মা-মেয়ে কিছুতেই স্বস্তি দিচ্ছেন না ছেলেটাকে।’’

এই পোস্টের পর ফের রোষের মুখে অভিনেত্রীর মা। কেউ লিখছেন, ‘‘যে কথাটা ফোনে বলা যায়, তা সমাজমাধ্যমে জানানোর কী দরকার!’’

one year ago


Pant: দুর্ঘটনাগ্রস্ত ঋষভের তিন ঘণ্টার অস্ত্রোপচার! এখন কেমন আছেন ক্রিকেটার

দুর্ঘটনার (Rishabh Panth Accident) পর এক সপ্তাহ কেটেছে। দেহরাদুন থেকে মুম্বইতে (Mumbai Hopsital) স্থানান্তরিত হয়েছে ঋষভ পন্থের চিকিৎসা। ভারতীয় এই ব্যাটার-উইকেট রক্ষকের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিসিসিআই (BCCI)। এবার মুম্বইয়ের এক হাসপাতালে ঋষভের লিগামেন্টের অস্ত্রোপচার হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার ডাক্তার দীনশ পার্দিওয়ালা ও তাঁর দল এই সার্জারি করেছেন। জানা গিয়েছে, ডাক্তার পার্দিওয়ালা সরাসরি বোর্ডের সঙ্গে যুক্ত চিকিৎসক এবং ক্রিকেটারদের ফিটনেস সম্বন্ধে অবগত। তাঁর অধীনেই চিকিৎসাধীন পন্থ।

প্রায় ৩ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয় ব্যাটার-উইকেট রক্ষকের। তবে এখনও সুস্থ হয়ে তাঁর মাঠে নামতে দীর্ঘ দিন সময় লাগবে। এ প্রসঙ্গে উল্লেখ্য, গাড়ি দুর্ঘটনার পরে প্রথমে দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি হয়েছিলেন পন্থ। কিন্তু সেখানে রেখে তাঁকে চিকিৎসা করাতে চায়নি বিসিসিআই। এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বইয়ে নিয়ে যাওয়া হয় পন্থকে।

one year ago
Rishabh Pant: উত্তরাখণ্ড থেকে মুম্বই উড়িয়ে আনা হচ্ছে পন্থকে, কেন এই তড়িঘড়ি সিদ্ধান্ত?

মৃত্যুমুখ থেকে বেঁচেছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Panth Accident)। ৩০ ডিসেম্বর ভোরে দিল্লি থেকে উত্তরাখন্ডে (Delhi to Uttarakhand) নিজের বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। গাড়িতে আগুন ধরে যায়। কোনওভাবে প্রাণে রক্ষা পান ঋষভ। দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন পন্থ। অসংখ্য অনুরাগী হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন তাঁদের প্রিয় ক্রিকেটারের শারীরিক অবস্থা কেমন তা জানতে।

কেউ কেউ দেখা করতে হাসপাতালের ভিতর প্রবেশ করছেন। এর ফলে যেমন বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছেন না ক্রিকেটার, তেমনই তাঁর সংক্রমিত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। পন্থের পরিবারের পক্ষ থেকে ভক্তদের অনুরোধ করা হলেও ভিড় কমার কোনও লক্ষণ নেই। সেকারণে পরিস্থিতি সামাল দিতে তাঁকে আইসিইউ থেকে প্রাইভেট স্যুইটে সরিয়ে নিয়ে যাওয়া হবে মুম্বই। এমনটাই দিল্লি ক্রিকেট সংস্থার কর্তা শ্যাম শর্মা জানান সংবাদমাধ্যমকে।

এ বিষয়ে শ্যাম জানিয়েছেন, 'সংক্রমণের আশঙ্কা থাকায় আমরা ঋষভ পন্থের পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষকে বলে ওকে প্রাইভেট স্যুইটে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। ও এখন ভাল আছে। ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। বুধবারই মুম্বই নিয়ে যাওয়া হবে। বাকি চিকিৎসা হবে ওখানেই।'

এর ঠিক কিছুদিন আগে শ্যাম শর্মা জানিয়েছিলেন, “সংক্রমণের ভয়ে আমরা পন্থের পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যাতে পন্থকে আলাদা কেবিনে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সেটা করেছেন। ও এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।” কিন্তু চিকিৎসকরা বলছেন, নির্ধারিত সময়ের পরেও অনেকে পন্থকে দেখতে আসছেন।

এর ফলে তাঁর বিশ্রামে ব্যাঘাত ঘটছে। দুর্ঘটনার ফলে যে চোট পেয়েছে, তার ফলে শরীরের বিভিন্ন জায়গায় এখনও যন্ত্রণা। এরই মধ্যে ওকে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হচ্ছে। এর ফলে ওর শারীরিক শক্তিক্ষয় হচ্ছে যা দ্রুত সুস্থ হয়ে ওঠার পক্ষে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ঋষভের বিশ্রামের জন্যই স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য,সম্প্রতি পন্থকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা অনিল কাপুর ও অনুপম খের। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও হাসপাতালে যান। এছাড়া প্রতিনিয়ত কেউ না কেউ পন্থকে দেখতে উপস্থিত হচ্ছেন।

one year ago
Rishabh: ঋষভকে দেখতে দেরাদুনের হাসপাতালে অনুপম-অনিল, এখন কেমন আছেন ক্রিকেটার

মৃত্যুমুখ থেকে বেঁচে ফিরেছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। ৩০ তারিখ ভোরে দিল্লি থেকে উত্তরাখন্ডে নিজের বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। গাড়িতে আগুন ধরে যায়। কোনওভাবে প্রাণে রক্ষা পান ঋষভ। এই মুহূর্তে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন পন্থ। হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন অসংখ্যা অনুরাগী। সকলের একটাই প্রশ্ন কেমন আছেন তাঁদের তরুণ ক্রিকেটার? সকলের মতোই ঋষভকে দেখতে এদিন দেরাদুনে পৌঁছে যান অনিল কাপুর ও অনুপম খের। তাঁরা জানালেন ঋষভের বর্তমান শারীরিক অবস্থা।

অনিল ও অনুপম জানান, আর পাঁচজন ভক্তের মতো তাঁরাও হাসপাতালের বাইরে গিয়ে অপেক্ষা করছিলেন। মুখে মাস্ক পরে থাকায় সেভাবে কেউ চিনতে পারেননি। কিন্তু একজন ডাক্তার তাঁদের চিনতে পেরে হাসপাতালের ভিতর নিয়ে যান। ঋষভের সঙ্গে দেখাও করেছেন বলে জানিয়েছেন। মন ভালো করতে হাসিয়েছেন  ঋষভকে। পরিবারের সদস্যদের সঙ্গেও কথাবার্তা হয়েছে বলে সাংবাদিকদের জানালেন অনিল ও অনুপম।

দুর্ঘটনার পর তাঁর অবস্থা কী? আগের তুলনায় ঋষভের পরিস্থিতি স্থিতিশীল। দ্রুত সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনা করেন তাঁরা। পন্থের শরীরের কোনও অংশই পুড়ে যায়নি। হাত বা পায়ের বা শরীরের কোনও হাড় ভাঙেনি তাঁর। পন্থের চিকিৎসার জন্য গঠন করা হয়েছে চিকিৎসকদের একটি দল।

উল্লেখ্য, যে চোট লেগেছে, তা সারতে অনেকটাই সময় লাগতে পারে। এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলার সম্ভাবনা কার্যত নেই। এমনকি, আইপিএলও তাঁর কাছে অনিশ্চিত।

one year ago


Rishabh: রুরকির কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে ঋষভ পন্থ, দুমড়ে গিয়েছে অভিজাত গাড়ি

দিল্লি থেকে উত্তরাখণ্ডে (Delhi-Uttarakhand) নিজের বাড়ি ফেরার পথে রুরকির কাছে দুর্ঘটনার কবলে ভারতীয় তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant injured)। ডিভাইডারে ধাক্কা মারে ঋষভ পন্থের বিএমডাবলু গাড়ি। ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটারের মাথায় গুরুতর চোট লেগেছে। গাড়িতে আগুনও ধরে গিয়ে দুমড়ে গিয়েছে বলে খবর।

আশঙ্কাজনক অবস্থায় মাথায় এবং পায়ে চোট নিয়ে চিকিৎসাধীন তিনি। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে দেহরাদুনের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিসকে প্রাথমিক বয়ানে পন্থ জানান, গাড়ির স্টিয়ারিং সিটে বসে সম্ভবত চোখ লেগে যাওয়ায় এত বড় দুর্ঘটনা। বড় কিছু হয়েছে বুঝতে পেরে তিনি গাড়ির উইন্ড স্ক্রিন ভেঙে বেড়িয়ে আসেন। উত্তরাখণ্ডের এক পুলিসকর্তা জানান, এই উপস্থিত বুদ্ধি না দেখালে আরও বড় বিপদ হতে পারতো ভারতীয় ক্রিকেটারের।

হাসপাতাল সূত্রে খবর, ভারতীয় এই ক্রিকেটারের এমআরআই করা হবে। সম্প্রতি বাংলাদেশ সফর থেকে দেশে ফিরে নিজের বাড়ি ফিরছিলেন পন্থ। সেই সময় শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ এই দুর্ঘটনা।


one year ago