Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

RichaGhosh

IPL: ওমেন আইপিএল-র নিলাম, স্মৃতি এবং বাংলার রিচা আরসিবি-তে! কোথায় আর কে গেলেন

মহিলাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Women IPL) নিলাম চলছে মুম্বইয়ে। জমে উঠেছে নিলাম অনুষ্ঠান। বাংলার রিচা ঘোষকে খেলতে দেখা যাবে স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (RCB)। রবিবার ভারতকে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতাতে বড় ভূমিকা নিয়েছেন রিচা ঘোষ (Richa Ghosh)। শিলিগুড়ির রিচাকে দলে নিয়েছে আরসিবি। রিচাকে নিয়ে নিলামে দর কষাকষিতে সামিল হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস (DC)। যদিও শেষ অবধি ১.৯০ কোটি টাকার বিনিময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যোগ দিলেন রিচা।

দিল্লি ইতিমধ্যেই নিয়েছে জেমাইমা রডরিগেজ ও শেফালি ভার্মাকে। জেমাইমার বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। তাঁকে ইউপি ওয়ারিয়রজ নিতে উৎসাহ দেখায়। লড়াই চলতে থাকে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। এরপর দর কষাকষিতে নামে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ অবধি জেমাইমাকে ২.২ কোটি টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটালস। ভারতের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক শেফালি ভার্মাও খেলবেন দিল্লি ক্যাপিটালসে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে পিছনে ফেলে তাঁকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। শেফালির দর উঠেছে ২ কোটি টাকা। অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিংকেও ১.১ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস।

শেফালি, জেমাইমা ও ল্যানিংয়ের মধ্যে কাকে অধিনায়ক করা হবে তা নিয়ে জল্পনা চলছে। রাধা যাদব, শিখা পাণ্ডেকেও নিয়েছে ক্যাপিটালস। সোফি ডিভাইন, এলিসা পেরি, রেণুকা সিং, রিচা ঘোষদের নিয়ে শক্তিশালী দল গড়ছে আরসিবি।

ভারতীয় দলের অপর গুরুত্বপূর্ণ সদস্য যস্তিকা ভাটিয়াকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পূজা বস্ত্রকারও খেলবেন এই দলের হয়ে। হরমনপ্রীত কৌরই মুম্বই ইন্ডিয়ান্সকে এই প্রিমিয়ার লিগে নেতৃত্ব দেবেন।

বাংলার দীপ্তি শর্মাকে নিলামে নিয়েছে ইউপি ওয়ারিয়রজ। লখনউয়ের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যাবে রাজেশ্বরী গায়কোয়াড়, অঞ্জলী সর্বাণীকেও। অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি, তাহলিয়া ম্যাকগ্রা, দক্ষিণ আফ্রিকার শবনিম ইসমাইলকে নিয়েছে ইউপি ওয়ারিয়রজ। দীপ্তি শর্মাকে নিতে আগ্রহ দেখিয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। শেষ অবধি তাঁকে ২.৬ কোটি টাকায় দলে নেয় ইউপি।

one year ago