Breaking News
ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...      NIA: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ NIA     

Refund

Refund: বিবাহবিচ্ছেদ হতেই বিয়ের ফটোশ্যুটের টাকা ফেরত চাইলেন এক মহিলা!

এখন বিয়ে হলেই প্রথমে বর ও কনে মেতে ওঠে প্রি-ওয়েডিং (Pre-Wedding) ও পোস্ট-ওয়েডিং শ্যুটে। বিয়ের পিঁড়িতে বসবেন, কিন্তু প্রি-ওয়েডিং শ্যুট করবে না এমনটা কমই দেখা যায়। কিন্তু এবারে এমন এক ঘটনা ঘটলো যা আগে হয়তো দেখা যায়নি।  প্রি-ওয়েডিং শ্যুটের পর ফটোগ্রাফারের (Photographer) থেকে ফেরত চাওয়া হলো টাকা। তবে কেন এমন ঘটনা, তার কারণ জানলে অবাক হবেন। সেই ফটোগ্রাফার ও ওই ব্যক্তির কথোপকথনের মেসেজের স্ক্রিনশট ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার এক মহিলার ৪ বছর আগে বিয়ে হয়েছে কিন্তু তাঁর বিয়ের ৪ বছর পর ডিভোর্স হয়েছে। ফলে তিনি তাঁর সেই ফটোগ্রাফার ল্যান্স রোমিওকে মেসেজ করেছেন, যিনি তাঁদের বিয়েতে ফটোশ্যুট করেছিলেন। তাঁকে মেসেজ করে বলেছেন, তাঁকে যে টাকা দেওয়া হয়েছিল ফটোশ্যুট করার জন্য, সেটা তিনি ফেরৎ চান। ল্যান্স প্রথমে এই মেসেজটি দেখে মনে করেছিলেন যে, হয়তো তিনি মজা করছেন। কিন্তু সেই মহিলা সত্যিই ল্যান্সের থেকে টাকা চাইতেই ল্যান্সও স্পষ্ট জানিয়ে দেন যে, ফটোশ্যুটের পর টাকা ফেরৎ দেওয়া হয় না।

তাঁদের মধ্যেকার সেইসব মেসেজের স্ক্রিনশট করে সমাজমাধ্যমে শেয়ার করতেই ভাইরাল হয়েছে এটি। ল্যান্স নিজেই ক্যাপশনে লিখছেন, তাঁর জীবন সিনেমার থেকে কম কিছু নয়।

11 months ago
Chitfund: পৈলান গ্রুপের আমানতকারীদের টাকা ফেরানো শুরু করল কমিশন

পৈলান চিটফান্ডের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া শুরু করল তালুকদার কমিশন। মঙ্গলবার মোট ৫০০ জন আমানতকারী, যাদের ১০ হাজার টাকার নিচে বকেয়া ছিল, তাদের ডেকে পাঠিয়ে পাওনা মিটিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে।

এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট অরিন্দম দাস কী জানিয়েছেন, আসুন শুনে নিই।

অবশ্য, তালুকদার কমিশন এই একটিমাত্র চিটফান্ড কোম্পানি নিয়েই পড়ে নেই। কমিশনের বিচারাধীন রয়েছে নয় নয় করে ৫৩টি কোম্পানি। এক মধ্যে তিনটি কোম্পানির টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। আরও ১২ থেকে ১৩টি কোম্পানির পর্যাপ্ত অর্থ কমিশনের ঘরে এসেছে। সেটাও আগামীদিনে ফেরত দেওয়া শুরু হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।  তাই অন্য কোম্পানির আমানতকারীরাও কমিশন অফিসে আসছেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে। তেমনই একজন কী বলছেন, শোনা যাক।

2 years ago