
এ কি অবাক করা দৃশ্য! দু'জনেই শিল্পী, কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধা-সম্মান দেখে মন্ত্রমুগ্ধ সাধারণ মানুষ। কথা বলা হচ্ছে, অরিজিৎ সিং ও রণবীর কাপুরের বিষয়ে। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, শনিবার ভরা মঞ্চে অরিজিৎ সিংকে প্রণাম করেন রণবীর কাপুর। মঞ্চে প্রবেশ করতেই হাঁটু মুড়ে বসে প্রণাম জানান। এর পর কাছে যেতেই অরিজিতের পা ছুঁয়ে প্রণাম করেন। অন্যদিকে অরিজিতকেও হাঁটু মুড়ে প্রণাম করতে দেখা যায়। এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের বাঁধভাঙা ভালোবাসায় ভাসলেন অরিজিৎ ও রণবীর।
জানা গিয়েছে, শনিবার চণ্ডীগড়ে অরিজিতের কনসার্ট ছিল। অন্যদিকে সেই সময় সেখানে পৌঁছে যান রণবীর কাপুর। দেশের একাধিক শহরে ঘুরে রণবীর তাঁর আসন্ন ছবি ‘অ্যানিম্যাল’-এর প্রচার করছেন। শনিবার তিনি ছিলেন চণ্ডীগড়ে। আর সেখানে অরিজিতের অনুষ্ঠানের কথা জানতে পেরে সেখানে পৌঁছে যান অভিনেতা। গায়ক তখন ‘অ্যানিমেল’ ছবির ‘সাতরঙ্গা’ গানটি গাইছিলেন। এর পর অরিজিতের কাছে এসে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন রণবীর। অরিজিৎ সঙ্গে সঙ্গে অবশ্য বাধা দেন তাঁকে। এরপরেই ‘অ্যায় দিল হ্যায়’ মুশকিল ছবির জনপ্রিয় গান ‘চন্না মেরেয়া’ গানটি নায়কের সম্মানে গেয়ে ওঠেন। ফলে বেশ খানিকক্ষণ মঞ্চে চলল অভিনেতা-গায়কের যুগলবন্দি। দুই শিল্পীর একে অপরের প্রতি শ্রদ্ধা-সম্মান দেখলেন পুরো চণ্ডীগড়বাসী। তাঁদের ব্যহারে মুগ্ধ নেট দুনিয়া।
এবার এক নতুন চরিত্রের জন্য তৈরি হচ্ছেন অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)। তাঁর আসন্ন সিনেমা রামায়ণ (Ramayan)। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এই সিনেমা নিয়ে জোর চর্চা। এর আগেও বলিউডের অনেক অভিনেতা কাজ করেছেন রামায়ণের চরিত্রে। কিন্তু 'ব্রক্ষ্মাস্ত্র' সিনেমায় রণবীরের অভিনয় দেখে দর্শক তাঁর কাছ থেকে আরও বেশি কিছু আশা করছেন।
জানা যাচ্ছে, পরিচালক নীতিশ তিওয়ারির সিনেমা রামায়ণের জন্য রামের চরিত্রে নির্বাচিত করা হয়েছে অভিনেতার রণবীর কাপুরকে। মহাভারতের মূল চরিত্র শ্রী রাম। দেশজুড়ে বহু মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এই চরিত্রটির সঙ্গে। তাই এই মুহূর্তে সেই চরিত্রটির জন্য নিজেকে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেতা।
বেশ কিছু সংবাদ মাধ্যমের দাবি, শ্রী রাম হয়ে উঠতে রণবীর নাকি মাদক এবং মাংস ছাড়তে চলেছেন। প্রভু শ্রী রাম পবিত্র। তাই দায়সারাভাবে চরিত্রটিতে অভিনয় করতে চাইছেন না রণবীর। বরং অন্তর থেকে রামের পবিত্রতাকে ছুঁতে চাইছেন অভিনেতা। তাই এই পদক্ষেপ নিয়েছেন রণবীর।
জানা যাচ্ছে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হবে রামায়ণের শ্যুটিং। অগাস্ট মাসের মধ্যেই শ্যুটিং শেষ করে ফেলার পরিকল্পনা পরিচালকের। যদিও সিনেমায় অন্যান্য চরিত্রে কাদের দেখা যাবে, তার আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও হয়নি।
'মহাদেব ব্যাটিং অ্যাপ' মামলায় (Mahadev Betting App) বলিউড অভিনেতা রণবীর কাপুরকে (Ranbir Kapoor) তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৬ অক্টোবর, শুক্রবার অভিনেতাকে ছত্তিশগড়ের রায়পুরের ইডি অফিসে যেতে আবেদন জানানো হয়েছিল। যদিও রণবীরের তরফে আবেদন করা হয়েছিল, হাজিরার দিন যেন আরও দু'সপ্তাহ বাড়ানো হয়। কিন্তু ইডির ডাক আসতেই তাঁর যেন এক অন্য রূপই ধরা পড়ল পাপারাজ্জিদের ক্যামেরায়। জানা গিয়েছে, তিনি অসুস্থ, ফলে শনিবার তাঁকে ক্লিনিকে যেতেও দেখা গিয়েছে। আর সেই মুহূর্তেরই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
Ranbir Kapoor clicked at a clinic
— Ranbir Kapoor Online (@ranbirkapooron) October 6, 2023
today#RanbirKapoor #Bollywood pic.twitter.com/B43S1jUuU8
শনিবার এক ক্লিনিকের বাইরে দেখা যায় রণবীর কাপুরকে। তাঁকে দেখে অনুমান করা হয়েছে, তিনি অসুস্থ। তবে তাঁর পাশে দেখা যায়নি স্ত্রী আলিয়াকে। কিন্তু এখনও জানা যায়নি তাঁর ক্লিনিকে যাওয়ার আসল কারণ। তবে তাঁর চোখে-মুখে দুঃশ্চিন্তার ছাপ স্পষ্ট, মুখে নেই হাসি, এমনকি পাপারাজ্জিদের দেখে রেগে-বিরক্ত হয়ে বললেন, 'ভিতরে এসো না।' এদিন তাঁর পরনে ছিল গোলাপি টি-শার্ট, নীল জিন্স এবং সাদা জুতো। গোলাপি সোয়েটশার্টের পিছনে লেখা, ‘সো লো’। তিনি কি এই লেখার মাধ্যমেও কিছু বোঝাতে চাইছেন, এমনটাই প্রশ্ন তাঁর অনুরাগীদেরও। তবে ইডির ডাক আসায় যে রণবীর কিছুটা হলেও চিন্তিত, তা তাঁকে দেখেই বোঝা যাচ্ছে।
অভিনেতা রণবীর কাপুরকে (Ranbir Kapoor) সমন করেছেন ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ৬ অক্টোবর শুক্রবার, ছত্তিশগড়ের রায়পুরের ইডি এজেন্সিতে যেতে বলা হয়েছে অভিনেতাকে। একটি অনলাইন বেটিং অ্যাপ-এ যুক্ত থাকার অভিযোগে অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
জানা যাচ্ছে, অভিযুক্ত হিসেবে ইডির তালিকায় নাম নেই রণবীর কাপুরের। একটি সংবাদমাধ্যমের দাবি, রণবীর হয়তো এই ষড়যন্ত্রের অংশ নয়, তবে মহাদেব অনলাইন বেটিং অ্যাপ-এর দ্বারা আর্থিক তছরূপীর শিকড় পর্যন্ত পৌঁছাতে রণবীরকে জিজ্ঞাসাবাদ করা জরুরী। অভিনেতা এই অ্যাপটির হয়ে প্রচারের মুখ ছিলেন। এই কাজের জন্য তাঁকে যে পারিশ্রমিক দেওয়া হত, সেই টাকার উৎস কী? এই প্রশ্নই জানতে চাওয়া হবে রণবীরের কাছে।
সৌরভ চন্দ্রকার ও রবি উপ্পল পরিচালিত এই বেটিং কোম্পানির নিয়ন্ত্রিত করা হত দুবাই থেকে। বেটিং অ্যাপে নানা রকমের খেলার সম্ভার রাখা হয়েছিল। মূলত দারিদ্র সীমার নিচের দিকে থাকা মানুষরা এই অ্যাপের মূল লক্ষ্য ছিল। বেটিং এই অ্যাপটির খেলাগুলি এমনভাবে সাজানো ছিল যাতে সাধারণ মানুষের টাকা ডুবত, এবং লাভবান হতেন অ্যাপ এর মালিক।
তবে শুধুমাত্র রণবীর কাপুর নয়। এই অ্যাপ-এর সঙ্গে বলিউডের থেকে ১৫ জন তারকার জড়িত থাকার কথা জানা গিয়েছে। শ্রদ্ধা কাপুর, টাইগার শ্রফ, সোনাক্ষী সিনহা-সহ আরও অনেক অভিনেতারা ইডির স্ক্যানারে রয়েছেন। এক এক করে তাঁদের সকলকেই সমন করা হবে বলে মনে করা হচ্ছে।
কাপুর পরিবারে বিপর্যয়। অভিনেতা রণবীর কাপুরকে (Ranbir Kapoor) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আগামী ৬ মার্চ ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। অনলাইন বেটিং মামলার সঙ্গে জড়িত থাকার কারণেই অভিনেতাকে সমন করল ইডি। 'মহাদেব বেটিং অ্যাপের' সঙ্গে যুক্ত থাকার অভিযোগেই ইডির নজরে পড়েছেন রণবীর। কেবল অভিনেতাই নয়, বলিউডের আরও অনেক তারকাই রয়েছেন ভারতীয় তদন্তকারী সংস্থার নজরে।
মহাদেব বেটিং অ্যাপের বিরুদ্ধে কোটি কোটি টাকা কারচুপির অভিযোগ রয়েছে। এই অ্যাপের সঙ্গেই রণবীরের যোগ রয়েছে বলে জানা গিয়েছে। অ্যাপের মালিক সৌরভ চন্দ্রকার ইডির আসল লক্ষ্য। ভারত থেকে দুবাই গিয়ে চুপিসারে বিয়েও করেছেন তিনি। সেই বিয়েতে লক্ষাধিক টাকা চুক্তির বিনিময়ে অতিথি হিসেবে গিয়েছিলেন, কীর্তি খারবান্দা, নুসরাত বারুচা, ভাগ্যশ্রী, পুলকিত, টাইগার শ্রফ, সানি লিওনি, বিশাল দাদলানি, ভারতী সিং, আতিফ আসলাম, রাহাত ফতেহ আলী খান-এর মতো ব্যক্তিত্বরা। তাঁরাও রয়েছেন ইডির নজরে।
বলিউড জগতে জনপ্রিয় কাপুর পরিবার। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই পরিবার থেকে উঠে এসেছে সুপারস্টার। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে প্রায়ই একসঙ্গে দেখা যায় পুরো পরিবারকে। অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিয়ে হওয়ার পর আলিয়া ভাট বলেছিলেন, 'বাড়িতে আরতি হলেও পুরো কাপুর পরিবার একসঙ্গে থাকে। বিয়ের পর আমি বুঝেছি পরিবার কি।' কিন্তু ভিতরের গল্পটা কেমন? অভিনেতা ঋষি কাপুরের প্রয়ানের পর ছেলে-মেয়ের সঙ্গে এক ছাদের তলায় থাকেন না নীতু কাপুর (Neetu Kapoor)।
বয়সকালে যখন ছেলে মেয়েরাই হাতের লাঠি, তখন কেন আলাদা থাকেন নীতু? তাহলে কী কাপুর পরিবারে মিল নেই? অভিনেত্রী নিজেই এর উত্তর দিয়েছেন। নীতু বলেছেন, 'আমি চাই তারা জীবন নিয়ে ব্যস্ত থাকুক। আমি ওদের বলি, আমার হৃদয়ে থাকতে, মাথায় চড়ে না বসতে। প্যান্ডেমিকের সময় ঋদ্ধিমা যখন আমার সঙ্গে ছিল, আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমি রীতিমতো তাকে ঠেলে পাঠিয়েছিলাম। আমি আমার গোপনীয়তা বজায় রাখতে ভালোবাসি। আমি সেইভাবেই অভ্যস্ত।'
অভিনেত্রী আরও বলেছেন, 'ওরা যখন আমার বাড়িতে আসে, আমি খুশি হই। কিন্তু আমি চাই তারা নিজের বাড়িতে ফিরে যাক, এবং নিজের জীবনে স্থিত থাকুক। আমি চাই না আমরা রোজ দেখা করি, কিন্তু যোগাযোগটুকু যেন থাকে। আমি চাই না ওরা সারাক্ষণ আমার পাশে থাকে। আমি ভীষণ স্বতন্ত্র। যেমন আছে, সেইভাবেই আমি আমার জীবনকে ভালোবাসি।'
ব্রক্ষ্মাস্ত্র ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন রণবীর কাপুর (Ranbir kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। বাস্তবের এই জুটিকে পর্দায় দেখে খুব খুশি হয়েছিলেন ভক্তরা। তাঁদের আবারও কবে সিনেমায় দেখা যাবে? এরকম অনেক প্রশ্নে ছয়লাপ হয়েছিল নেট মাধ্যম। এই নিয়েই একটি গুঞ্জন ছড়িয়েছিল বেশ কিছুমাস আগে। শোনা গিয়েছিল, নিতেশ তিওয়ারি পরিচালিত ছবি 'রামায়ণ' আসছে। এই ছবিতে রামের চরিত্রে পরিচালকের নির্বাচন নাকি রণবীর কাপুর। সেই সিনেমায় নাকি সীতার চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে।
এই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে নেট মাধ্যমে। এবার নতুন গুঞ্জন আলিয়া নাকি এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। এই খবর পেয়েই মন ভেঙেছে অনেক 'রণলিয়া' (রণবীর ও আলিয়ার নাম মিলিয়ে দর্শকদের দেওয়া নাম) ভক্তদের। তবে আসল সত্যি অন্যকিছু। জানা গিয়েছে, সিনেমার পরিচালকরা খুব সন্তর্পণে পদক্ষেপ ফেলে এই সিনেমায় কাজ করতে চাইছেন। চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে কোনও পদক্ষেপ তাঁরা নিচ্ছেন না।
রামের চরিত্রে পরিচালকদের রণবীর কাপুরকেই পছন্দ এই তথ্য সত্যি। তবে সীতা-রাবণ-লক্ষণ-সহ অন্যান্য চরিত্রগুলির অভিনেতা এখনও নির্বাচিত হয়নি। ফলে আলিয়া সীতার চরিত্রে অভিনয় করবেন, সেই তথ্য একেবারেই সত্যি নয়। এই খবর রণলিয়া ভক্তদের কাছে হতাশাজনক। তবে ভবিষ্যতে রণবীর আলিয়াকে আবারও কোনও সিনেমায় দেখা যায় কি না এখন সেইটাই দেখার।
অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) এখন একাধারে রণবীরের স্ত্রী এবং অন্যদিকে রাহার মা। দশ বছর কাটিয়ে দিলেন সিনেমা জগতে। অভিনেত্রী হিসেবে তাঁর চাহিদা অনেক, দেশে বিদেশেও বিভিন্ন ব্র্যান্ড এমনকি হলিউডের সিনেমাতেও ডাক পাচ্ছেন। তবে চাহিদার এই শীর্ষে থেকেও তিনি পরিবারকেই বেছে নিতে চাইছেন। সম্প্রতি অভিনেত্রী স্পষ্টভাবে নিজের সিদ্ধান্তের কথা জানালেন।
এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, 'আমি সিনেমা জগতে এক দশক কাটিয়ে ফেলেছি। এই দশ বছরে আমার জীবনও অনেকটা বদলে গিয়েছে। আমার মনে আছে এমন একটা সময় ছিল যখন আমি যেকোনও রখম স্বার্থত্যাগ করতে তৈরী ছিলাম। ঘুম-পরিবার ছেড়ে আমি কেবল কাজ করে গিয়েছি। এখন আমার পরিবার রয়েছে, একটি মেয়ে রয়েছে, স্বামী রয়েছে। এই দশ বছরে আমি আমার মা-বাবা ও পরিবারের সঙ্গে একটুও সময় কাটায়নি।'
রণবীরের সঙ্গে বিয়ের পরেই আলিয়ার জীবনে এসেছে কন্যা সন্তান রাহা। ছোট্ট মেয়েকে নিয়েই 'রকি অউর রানী কি প্রেম কাহানি'র গানের শ্যুটিং সেরেছিলেন অভিনেত্রী কাশ্মীরে। মা হওয়ার পর আলিয়ার জীবনে এক অদ্ভুত বদল এসেছে। কোনও কিছুর পরিবর্তেই তিনি পরিবারকে হারাতে চান না। বরং পরিবারের জন্য যে তিনি সব করতে রাজি আছেন, সে কথাও জানিয়েছিলেন আগে।
বলিউড (Bollywood) অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor) পাপারাৎজিদের খুব পছন্দের। অভিনেতা যেখানে যান সেখানেই তাঁকে অনুসরণ করেন ক্যামেরার চোখ। স্বভাবত রণবীর বেশ মিষ্টি। জনসাধারণের মাঝে তাঁকে কোনওদিনই খারাপ ব্যবহার করতে দেখা যায় না। তবে সম্প্রতি কোনও কারণে সামান্য মেজাজ হারালেন অভিনেতা। পাপারাৎজিদের ধমকেও দিলেন সামান্য।
সম্প্রতি অভিনেতা আদিপুরুষ দেখতে গিয়েছিলেন সিনেমাহলে। সেখানে তাঁর ছবি তুলতে এগিয়ে যান পাপারাৎজিরা। অভিনেতা পোজ দিতে দাঁড়ান কিন্তু ছবি তুলতে গিয়ে অতি উৎসাহী ফটোগ্রাফাররা একটু চিৎকার করে ফেলেন। এমন সময় রণবীর নিচু স্বরেই ধমকে বলেন, 'চিৎকার করছ কেন?' একথা শুনে পাপারাৎজিরা ক্ষমা চান তাঁর কাছে।
এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের মনে পড়ছে প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের কথা। তাঁকে বেশ কয়েকবার মেজাজ হারাতে দেখা গিয়েছিল। পাপারাৎজিরা যে তাঁর কাছে কত ধমক খেয়েছেন তার হিসেবে নেই। তবে ঋষির পুত্রটি যেন মা নিতু সিংয়ের মতো। রণবীর পত্নী আলিয়া একবার সাক্ষাৎকারে বলেছিলেন, রণবীরের চিৎকার একেবারে না-পসন্দ। তিনি যেকোনও মুহূর্তে নিচু গলায় শান্ত হয়ে কথা বলতে ভালোবাসেন।
শাহরুখ (Shahrukh Khan) পুত্র আরিয়ান খানের (Aryan Khan) এই বছরটা বেশ ভালোই যাচ্ছে। কয়েক মাস আগেই ব্যবসায় হাতেখড়ি করেছেন। বাজারে নিয়ে এসেছেন নিজের পোশাকের ব্র্যান্ড। মাত্র একদিনেই সাড়া ফেলেছিল আরিয়ানের 'ডি ইয়াভল'। কিন্তু গুঞ্জন শুরু হয়েছিল, শাহরুখ পুত্র আরিয়ানকে কী সিনেমার পর্দায় দেখা যাবে না! জানা গিয়েছে, ব্যবসার পাশাপাশি আরিয়ান পা রাখতে চলেছেন বিনোদন জগতেও। তবে অভিনেতা হিসেবে নয়। তিনি থাকবেন ক্যামেরার পিছনে।
আরিয়ান বর্তমানে ব্যস্ত হয়েছেন নিজের ওয়েব সিরিজ পরিচালনায়। গল্প লেখা থেকে সিনেমার কাস্টিং নিয়ে নাকি যথেষ্ট পরিশ্রম করেছেন আরিয়ান। নতুন পাওয়া খবর অনুযায়ী, বাদশা পুত্র পরিচালিত ৬ এপিসোডের ওয়েব সিরিজে দেখা যাবে রণবীর কাপুরকে। সম্প্রতি নাকি সিরিজের শ্যুটিংয়ে 'সারপ্রাইজ ভিজিট' করেছিলেন অভিনেতা। কাজের অগ্রগতি দেখে নাকি আরিয়ানের প্রশংসা করেছেন। এমনকি কোনও সাহায্য প্রয়োজন হলে আরিয়ানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রণবীর। এই সিরিজে নাকি পরিচালক ও প্রযোজক করণ জোহরকেও দেখা যেতে চলেছে।
পরিচালনায় অবশ্য আরিয়ান এই প্রথম নয়। নিজের পোশাকের ব্র্যান্ড 'ডি ইয়াভল'-এর প্রোমোশনের জন্য ভিডিওর পরিচালনা করেছিলেন খোদ আরিয়ান। সেই বিজ্ঞাপনের পর্দায় শাহরুখ খানকে দেখা গিয়েছিল ছেলের পরিচালনায়। এবার আরও এক ধাপ এগিয়ে বড় পরিচালনার দিকে এগোচ্ছেন আরিয়ান।
দিনে দিনে বড় হচ্ছে আলিয়া (Alia Bhatt) ও রণবীর (Ranbir Kapoor) কন্যা রাহা কাপুর (Raha Kapoor)। এখনও পর্যন্ত দর্শক কেবল রাহার ঝলক দেখেছেন চেহারা দেখেননি। শুক্রবার আবারও কাপুর পরিবারের ছোট্ট সদস্যের ঝলক দেখতে পেলেন নেটিজেনরা। সম্প্রতি মেয়ে রাহাকে নিয়ে আলিয়া কিছুটা সময় কাটাতে গিয়েছিলেন তুতো ননদ তথা ইন্ডাস্ট্রির সহকর্মী করিনা কাপুর খানের বাড়িতে। একান্তে বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন তাঁরা।
কিন্তু যেখানে আলিয়া, যেখানে রাহা সেখানে পাপারাৎজিরা যে তাঁদের পিছু নেবে, এ আর নতুন কী! করিনার বাড়ি থেকে বেরোনোর সময় মেয়ের সঙ্গে ক্যামেরাবন্দি হন আলিয়া। মা ও মেয়ে দুজনেই সাদা রঙের পোশাক পরেছিলেন। কিন্তু সব আকর্ষণ চলে যায় রাহার দিকে। যদিও মা আলিয়া যথেষ্ট চেষ্টা করেছেন মেয়ের চেহারা ক্যামেরা থেকে লুকোতে। পাপারাৎজিরা রাহার ছবি ক্যামেরাবন্দি করলেও চেহারা প্রকাশ্যে আনেননি।
Taimur was saying bye to Alia Bhatt daughter raha.. So cute ♥️ pic.twitter.com/anm6nKFRJ3
— Hassan (@hassankadiri111) June 3, 2023
একইসঙ্গে ভাইরাল হয়েছে আরও একটি ভিডিও। করিনার বাড়িতে রয়েছে দুই ছোট সদস্য তৈমুর এবং জাহাঙ্গীর। জে অর্থাৎ জাহাঙ্গীর এখনও খুবই ছোট। তবে তৈমুর তার ছোট বোন রাহাকে দেখে খুব খুশি হয়েছে। মামী এবং বোনকে এগিয়ে দিতে গাড়ি পর্যন্ত গিয়েছিল টিমটিম (তৈমুরের ডাক নাম)। গাড়ি ছাড়ার আগে শেষবার চোখ ভরে দেখে নিয়েছিল ছোট্ট রাহাকে। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
অভিনেতা রণবীর কাপুরের (Ranbir Kapoor) সময় বেশ ভালোই যাচ্ছে। বলিউডের প্রথম সারির অভিনেতা তিনি। রণবীরের অভিনীত 'তু ঝুটি, ম্যায় মক্কার' সিনেমাটি মুক্তি পেয়েছে সম্প্রতি। তবে আবারও নতুন সিনেমার জন্য কোমর বাঁধছেন অভিনেতা। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল, প্রযোজক সংস্থার অফিসের বাইরে। রণবীরকে ক্যাজুয়াল পোশাকে দেখা গিয়েছে। তারকা যেখানে যায়, ভক্তরা পিছু নেয়। রণবীরকেও সেখানে ঘিরে ধরেছিলেন ভক্তরা। প্রায় সকলের সঙ্গেই সেলফি তোলার আবদার মিটিয়েছিলেন। এমন সময় এক পাপারাৎজিকে নিয়ে ইয়ার্কি মারতে দেখা যায়।
রণবীরের তারিফ করতে গিয়ে এক পাপারাৎজি বলেন, 'রণবীর কাপুর আপনার সিনেমা অপেক্ষা ...' উত্তরে রণবীর বলেন, 'কীসের অপেক্ষা করছ?' সদুত্তর না পেয়ে অভিনেতা পাপারাৎজির সঙ্গে মজা করে বলেন, 'দেখো আমার সিনেমার নামই জানে না।' এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। রণবীরকে খোশমেজাজে দেখে বেশ খুশি নেটিজেনরা। নতুন সিনেমায় রণবীরকে দেখতে আরও মুখিয়ে রয়েছেন তাঁরা। ভিডিও সৌজন্য: ভাইরাল ভিয়ানি
কাজের দিক দিয়ে এখনও দুটো সিনেমায় দেখা যাবে রণবীরকে। ব্যক্তিগত জীবনও জমজমাট রণবীরের। স্ত্রী আলিয়া এবং কন্যা রেহার সঙ্গে কাজের ফাঁকে সময় কাটান। সামাজিক মাধ্যমে সেই ছবি প্রকাশ পেলেই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকেন নেটিজেনরা। বলিউডে এখনও চকোলেট বয়ের তকমা ধরে রেখেছেন তিনিই।'
কখনও ভেবে দেখেছেন কি আপনার পছন্দের অভিনেতাদের (Actors) বয়স বাড়ার পর দেখতে কেমন হবেন? যদি তাঁদের সেই বৃদ্ধ অবস্থার ছবি কল্পনাতেও না আসে, তবে এবারে তা এআই-এর (Artificial Intelligence) দৌলতে দেখে নিন। কিছুদিন আগেই এআই বা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স-এর জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সহ সারা বিশ্বের তাবড় তাবড় নেতাদের 'রকস্টার' রূপ দেখতে পেয়েছিলেন। এবারে আপনাদের প্রিয় অভিনেতাদের বৃদ্ধ অবস্থার রূপ দেখে নিন।
এআই আর্টিস্ট এসকে এমডি আবু সাহিদ মিড জার্নি নামক অ্যাপের সাহায্যে শাহরুখ, রনবীর, শাহিদ কাপুর, হৃত্বিক রোশন থেকে শুরু করে প্রভাস, আল্লু অর্জুনের বৃদ্ধ অবস্থার ছবি তৈরী করেছেন। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে প্রায়ই একাধিক তারকদের ছবি দেখতে পাওয়া যায়। আর তা ঝড়ের গতিতে ভাইরালও হয়। আর এবারে বলিউড ও টলিউড অভিনেতাদের বয়স বাড়লে কেমন দেখতে লাগবে তা দেখে নিন। ছবিগুলোতে দেখা যাচ্ছে, প্রত্যেক অভিনেতাদের গালে পাকা দাঁড়ি, মাথায় পাকা চুল, মুখে বলিরেখা। এমন রূপ যে, তাঁদের তেনাই দায়!
তবে নেটিজেনদের এক বড় অংশ অভিনেতাদের এই ছবিগুলো তেমন পছন্দ করেননি। অনেকেরই মনে হয়েছে, ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছে না কে কোন অভিনেতা। তবে সত্যিই কি তাঁদের বয়স বাড়লে এমন দেখতে লাগবে?
বিয়ের বছর ঘোরার আগেই মা-বাবা হয়েছেন আলিয়া (Aliaa Bhatt) ও রণবীর (Ranbir Kapoor)। অনেকেই মনে করেছিলেন এত তাড়াতাড়ি মা-বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়ে তাঁরা ঠিক করেননি।। কিন্তু যে দায়িত্ব নিয়েছেন তাঁরা তা পালন করার চেষ্টা করছেন ঠিক ভাবেই। আলিয়া এবং রণবীর দুজনেই বিনোদন জগতের প্রতিষ্ঠিত মুখ। দুজনের হাতেই সিনেমা। শ্যুটিংয়েই চলে যায় অধিকাংশ সময়। কিন্তু এর মাঝেই সময় বের করেন তাঁরা ছোট্ট 'রাহা'র (Raha) জন্য।
এর আগে দেখা গিয়েছিল, মা-বাবার মর্নিং ওয়াকের সঙ্গী হয়েছে রাহা। এবার তাঁদের অবসর যাপনের ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। আলিয়া ভাট সম্প্রতি নিজের ক্যামেরায় বাবা-মেয়ের একান্ত মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন। নিজের সামাজিক মাধ্যমে আলিয়া একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, বাড়ির বারান্দায় গাছগাছালি এবং খোলা আকাশের দিকে মুখ করে বসে রয়েছেন রণবীর, পাশের বেবি স্ট্রলারে বসে রয়েছে রাহা। যদিও রাহাকে দেখা যায়নি। তবু ছবি দেখে বুঝতে অসুবিধা হয় না, যে ওই স্ট্রলারে রণলিয়ার দুনিয়া বসে রয়েছে।
সামাজিক মাধ্যমে আলিয়া এই ছবি শেয়ার করে লিখেছেন, '৬ নভেম্বর থেকে আমি সেরা ফটোগ্রাফার হয়ে গিয়েছি।' প্রসঙ্গত ২০২২ সালের ৬ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। তাঁদের সন্তান রাহার বয়স এখন প্রায় ৬ মাস। সন্তানের সঙ্গে তাঁরা যে মুহূর্ত যাপনে রয়েছেন তা স্পষ্ট এই ছবি থেকে।
প্রয়াত পরিচালক যশ চোপড়ার (Yash Chopra) স্ত্রী পামেলা চোপড়া (pamela Chopra) পরলোক গমন করেছেন ২০ এপ্রিল। যশরাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়া এবং উদয় চোপড়ার মা'কে শেষ শ্রদ্ধা জানাতে চোপড়া হাউজে ঢল নেমেছিল বলিউডের তারকাদের।
শাহরুখ খান, ভিকি-কৌশল, দীপিকা-রণবীর, রানী মুখোপাধ্যায়, সোনু নিগম জাভেদ আখতার, জয়া বচ্চন, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন-সহ জনপ্রিয় তারকারা উপস্থিত ছিলেন পামেলা চোপড়ার শেষ যাত্রায়। গিয়েছিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। পামেলা চোপড়ার বাড়িতে ঢোকার মুখে রণবীর এমন কান্ড করেন, যার সমালোচনায় মুখর হয়েছে নেট দুনিয়া। কী এমন করলেন রণবীর?
প্রয়াত পামেলা চোপড়ার নিথর দেহ যে বাড়িতে শায়িত ছিল, সেই বাড়িতে ঢোকার মুখে একটি ছোট ঠাকুরের সিংহাসন রাখা ছিল। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে, সদর দরজা দিয়ে ঢোকার মুখে আলিয়া ভাট তাঁর জুতো খুলে রাখেন। কিন্তু রণবীর আলিয়ার জুতো জোড়া হাতে তুলে নেয়। বাড়ির ভিতরে রাখেন, ছোট্ট মন্দিরের অদূরে। এই ভিডিও বর্তমানে ভাইরাল নেট দুনিয়ায়।
এই ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই সমালোচনা করেছে রণবীরের। আবার আলিয়ার জুতো হাতে তোলা নিয়ে রণবীর ভক্তদের অনেকে বেশ প্রশংসা করেছেন।