Breaking News
Abhishek: অভিষেককে ইডির হাজিরা দিতেই হবে! ডিভিশন বেঞ্চে জোর ধাক্কা তৃণমূল সাংসদের      ED: লিপস এন্ড বাউন্ডস প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ফের অভিষেককে তলব ইডির      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক     

Patralekha

Mourn: বাঙালি পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড, কী লিখলেন অজয়-অভিষেক

দীর্ঘকাল অসুস্থ থাকার পর শুক্রবার ভোর রাত ৩টে  নাগাদ প্রয়াত বলিউডের প্রবাদপ্রতিম পরিচালক প্রদীপ সরকার (Pradeep Sarkar)। তাঁর পরিচালনায় হিট হয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে আজও সমান জনপ্রিয় সঈফ আলি খান ও বিদ্যা বালন অভিনীত 'পরিণীতা' (Parineeta)। তাঁর পরিচালনায় পারদর্শিতার জন্য তিনি একাধিক পুরস্কার পেয়েছেন। এক ঝাঁক অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন পরিচালক। আজ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলি মহল। টুইটে শোকজ্ঞাপন করলেন তারকারা। সিনেমা নির্মাতা হনসল মেহেতা (Hansal Mehta) সবার প্রথম পরিচালকের প্রয়াণের খবর টুইটে প্রকাশ করেন। তিনি লেখেন, 'প্রদীপ সরকার। দাদা শান্তিতে থাকুন।' 

অজয় দেবগন টুইটে লেখেন, প্রদীপ সরকারের প্রয়াণের খবর মেনে নেওয়া আমাদের মতো কিছুজনের জন্য কঠিন। আমার গভীর সমবেদনা  এবং প্রার্থনা রইল যে জন চলে গিয়েছে, তাঁর জন্য ও তাঁর পরিবারের জন্য। শান্তিতে থাকুন দাদা। ' 

অভিষেক বচ্চন টুইটে লিখেছেন, 'ঘুম ভেঙেই মর্মান্তিক খবর।  শান্তিতে থাকবেন দাদা। ধন্যবাদ ভালোবাসার জন্য। আপনার জীবনে আমাকে একটি ছোট্ট অংশ করার জন্য ধন্যবাদ। আপনাকে খুব মনে পড়বে।'

অভিনেতা মনোজ বাজপেয়ী হনসল মেহেতার পোস্ট রিটুইট করে লিখেছেন, 'উফফ, এ মেনে নেওয়া যায় না, শান্তিতে থাকুন দাদা !' 

অভিনেত্রী পত্রলেখা টুইটে লিখেছেন, 'বিদায় দাদা , আপনাকে খুব মনে পড়বে। মূল্যবান স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ। আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি। ভালোবাসা  এবং সম্মান সর্বদা।' 

অভিনেতা নীল নিতিন মুকেশ লিখেছেন, 'দাদা কেন? আপনার  সজীব, শিশু সুলভ হৃদয় যা আমাকে অনেক কিছু শিখিয়েছে তাঁকে সর্বদা মনে রাখব। আপনার সৃষ্টি 'লাফাঙ্গে পরিন্দে'কে সবসময় আমার হৃদয়ের কাছের হয়ে থাকবে। পরিবারের জন্য আমার প্রার্থনা।'  

সুরকার স্বনন্দ কিরকিরে টুইটে শোক জ্ঞাপন করে লিখেছেন, 'চিত্র পরিচালক  এবং আমার প্রিয় বন্ধু প্রদীপ সরকার, পাগল মানুষটি আমাদের ছেড়ে চলে গিয়েছে আজ সকালে। শান্তিতে থাকবেন দাদা। সিনেমার শিল্পকলার প্রতি আপনার আবেগ, আপনার সিনেমায় রয়ে যাবে। সারা পৃথিবীর মাটি এক করার মানুষ, আজ স্বর্গের মাটি বাক্সবন্দী করুন।  ধন্যবাদ আমাকে এবং আমার শব্দগুলোকে ভালোবাসার জন্য।' 

প্রদীপ সরকার পরিচালিত 'পরিনীতা', 'লাগা চুনরি ম্যায় দাগ', 'মর্দানি' এবং 'হেলিকপ্টার ইলা' সমালোচকদের দ্বারাও প্রশংসিত। 'কোল্ড লস্যি এবং চিকেন মশলা', 'ফরবিডেন লাভ এন্ড এরেঞ্জ ম্যারেজ' এর মতো ওয়েবসিরিজও তিনি পরিচালনা করেছেন। তাঁর প্রয়াণে শ্রদ্ধা জ্ঞাপন করছেন, স্মৃতিচারণ করেছেন, সহকর্মী অভিনেতা ও বন্ধুমহল।       

6 months ago
পত্রলেখাকে রাজকুমারের উপহার প্রেমপত্র!

বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল, রাজকুমার রাও এবং তাঁর প্রেমিকা পত্রলেখা নাকি বিয়ে করতে চলেছেন। তবে তা গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছিলেন নায়ক। কিন্তু  কথায় আছে, যা রটে তার কিছু তো বটে। এক্ষেত্রে বলা যায়, যা রটে, তার অনেকটাই বটে। 

জানা গিয়েছিল, নভেম্বর মাসেই নাকি বিয়ে করছেন তাঁরা। তবে কত তারিখ, জানা যায়নি। এবার বলিউডে তুমুল শোরগোল, চণ্ডীগড়ে বিয়ে করছেন রাজকুমার রাও এবং পত্রলেখা মিত্র। গুঞ্জন অনুযায়ী বিয়ের অনুষ্ঠান ঘরোয়াভাবেই সারতে চলেছেন তাঁরা। ফিল্ম ইন্ডাস্ট্রির হাতে গোনা কয়েকজনই নিমন্ত্রণ পেয়েছেন বলে খবর।

তাঁদের বিয়েতে রয়েছে বিশেষ চমক। তবে সেই চমক বিয়ের আসরের সাজসজ্জা কিংবা তাঁদের পোশাকের বাহারে নয়। আবার খাবারের ঢালাও আয়োজন, তাও নয়। রাজকুমার পত্রলেখাকে দিতে চলেছেন উপহার। বর উপহার দেবে কনেকে, এ তো স্বাভাবিক বিষয়। এতে চমকের কী আছে? রাজকুমার  কোটি টাকার হিরের আংটি কিংবা দামি গাড়ি অথবা বিলাসবহুল বাড়ি উপহার দিচ্ছেন না। দিতে চলেছেন হাতে লেখা প্রেমপত্র। হ্যাঁ, শুনতে অদ্ভুদ লাগলেও বিয়ের উপহারে পত্রলেখা পেতে চলেছেন পত্র। 

রাজকুমার আর পত্রলেখা ১০ বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন। তবে কাজের জন্য তাঁদের অনেকদিন দেখা হত না। তখন রাজকুমার নিজের হাতে চিঠি লিখতেন। আর অনেক সময় সেই চিঠি দিয়ে উঠতে পারেননি। সেগুলো জমিয়ে রেখেছিলেন নিজের কাছে। আর তাই বিশেষ উপহার হিসেবে সেগুলিই দিতে চলেছেন পত্রলেখাকে।

তাঁদের প্রেম কীভাবে শুরু হল? এই প্রশ্নের উত্তরে পত্রলেখা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 'লাভ সেক্স ধোঁকা' ছবি দেখার পরই রাজকুমারকে ভালো লেগে গিয়েছিল পত্রলেখার। তারপর আলাপ। সেখান থেকে বন্ধুত্ব এবং প্রেম। বিয়ে নিয়ে এতদিন কোনও প্ল্যান ছিল না দুজনেরই।

রাজকুমার এক সাক্ষাৎকারে বলেছিলেন, দুজনেই এখন কেরিয়ারে ফোকাস করতে চান। বিয়ে নিয়ে এখনই তাঁদের কোনও চিন্তাভাবনা নেই। দীর্ঘ অনেকটা সময় একসাথে কাটানোর পর অবশেষে কি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। আপাতত, এই বিয়ে নিয়ে অফিসিয়াল কনফারমেশন অবশ্য পাওয়া যায়নি তাঁদের কারোর কাছ থেকেই।


2 years ago