
সারা ভারতে রেকর্ড ব্যবসা করেছে শাহরুখ খান (Shahrukh Khan) অভিনীত সিনেমা 'পাঠান' (Pathan)। ওটিটিতে সিনেমাটি মুক্তি পেলেও একই প্রতিক্রিয়া দিয়েছেন দর্শকেরা। এমনকি বিদেশেও ভালো ব্যবসা করেছে সিনেমাটি। কিছুদিন আগেই মান্নতে শাহরুখের এক হাজারের বেশি ভক্ত 'ঝুমে জো পাঠান' সিনেমায় নেচে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন। এবার কেবল মানুষ নয়, পশুরাও বোধহয় শাহরুখ ভক্তের তালিকায় নাম লিখেয়েছে।
Hi sir,, I think my cat loves you😄😆#asksrk pic.twitter.com/6kPTgfxGld
— Tia Sri Irera (@tiasriirera8) June 12, 2023
সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় শাহরুখ খান। সম্প্রতি তাঁকে ট্যাগ করে এক ভক্ত একটি ভিডিও আপলোড করেছেন। সেখানে দেখা গিয়েছে, একটি বিড়াল সামনে রাখা মোবাইলে একদৃষ্টে পাঠান দেখছে। এই ভিডিওটি সামাজিক মাধ্যমে আপলোড করে এক ব্যক্তি লিখেছেন, 'স্যার, আমার বিড়াল মনে হয় আপনাকে ভালোবাসে।' বিড়ালের এই বিরল ভিডিও দেখে শাহরুখও মন্তব্য করেছেন।
Give my love to the cat….now just need some dogs to also start liking my films and I will be set!! https://t.co/DB2YWFG5hh
— Shah Rukh Khan (@iamsrk) June 12, 2023
ভিডিওটি রিট্যুইট করে শাহরুখ লিখেছেন, 'ওই বিড়ালটিকে আমার ভালোবাসা দিও। এবার কিছু কুকুর চাই যারা আমার ছবি দেখতে পছন্দ করবে।' ভিডিওর নিচে শাহরুখের অন্যান্য ভক্তরাও আদুরে ভালোবাসা প্রকাশ করেছেন। তবে শাহরুখের মন্তব্যে আবারও নেট দুনিয়ায় হাসির রোল পড়েছে।
শাহরুখ খানের (Shah Rukh Khan) পাঠানকে (Pathan) টক্কর রানী মুখোপাধ্যায়ের (Rani Mukherjee) ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ (Mrs Chatterjee Vs Norway)। সপ্তাহের শেষে বক্স অফিসে বলিউডের আগের সব নজির ভেঙে দিয়েছে এই ছবি। ৭৪৫ হাজার নরওয়েজিয়ান মুদ্রা এসেছে ছবির থেকে যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯ লক্ষ টাকা। সাম্প্রতিক কালের সবচেয়ে জনপ্রিয় ছবি ‘পাঠানকে’ও ছাপিয়ে গিয়েছে রানী অভিনীত এই ছবি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সেই অর্থে ভারতীয় ছবির জয়। এই ছবি দর্শকদের আবেগ ছুঁয়ে গিয়েছে।
সন্তানের অধিকার চেয়ে এক প্রবাসী মায়ের লড়াইয়ের কাহিনিতেই গড়ে উঠেছে এই ছবি। মায়ের চরিত্রে অভিনয় করছে রানি। বাংলার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকেও দেখা যাবে এই ছবিতে। প্রযোজক সংস্থার পক্ষ থেকে ছবিটির সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়েছে। প্রযোজক নিখিল আদবানী বলেন, “এক জন সাহসী লড়াকু মায়ের গল্প এত মানুষকে ছুঁয়ে গিয়েছে দেখে ভাল লাগছে। দর্শকদের প্রাণিত করতে এমন ছবি আরও তৈরি করব আমরা।”
জি স্টুডিয়োর কর্ণধার শরিক পটেল লিখেছেন, “এটি সেই ম্যাজিক তৈরি করেছে, যা জীবন থেকে উঠে আসা গল্প পারে। দর্শকের হৃদয়কে স্পর্শ করতে পারা ভাগ্যের ব্যাপার। সাগরপারের দর্শকও যে এতে সাড়া দিয়েছেন, তাতে আমরা আনন্দিত।”
এই ছবিটি মুক্তি পেয়েছে ১৭ মার্চ। নরওয়ের দর্শকের কাছ থেকে বিপুল ভালবাসাও পেয়েছে এই ছবি। বলিউডের অন্যতম ছবি হিসাবেও একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে অসীমা ছিব্বর পরিচালিত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’।
৪ বছর পর রাজার মতো কামব্যাক! শাহরুখ খানের সাম্প্রতিক ছবি পাঠান দেখে এই মন্তব্য করছেন সিনে সমালোচকরা। ইতিমধ্যে ৫০০ কোটির গণ্ডি পেরিয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির বক্স অফিস। আর জিরোর ব্যর্থতার পর তাঁকে আবার রাজার আসনে বসানোর জন্য দর্শক তথা অনুরাগীদের প্রতি কৃতজ্ঞ শাহরুখ খান। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন বলিউডের কিং খান।
এই সাক্ষাৎকারে সম্পূর্ণ অকপট ছিলেন শাহরুখ খান। তিনি জানান, 'মান্নতে একটি বাথরুম আছে, যেটায় তিনি ঢুকেছেন মানেই সকলে জানেন, তিনি কাঁদছেন। ঘণ্টার পর ঘণ্টা কেটেছে সেখানেই। বাড়ির বড়রা বলেন, যখন তুমি ব্যর্থ হবে, সবসময় তাঁদের কাছে যাবে যাঁরা তোমাকে নিঃশর্তে ভালবাসে। আমি বড়দের সে কথাই মেনে চলি, আমি বারবার আমার দর্শকের কাছে ফিরে আসি।'
So much love between THIS duo!🫠#Pathaan @iamsrk @TheJohnAbraham pic.twitter.com/2sT0Uqnmdm
— Yash Raj Films (@yrf) January 30, 2023
তাঁর দাবি, 'আমিও ভেঙে পড়ি, আমারও মন খারাপ হয়। কিন্তু ভগবান আমাকে একটা বারান্দা দিয়েছেন, আমি আমার দুঃখের সময়েও সেখানে আসি, আনন্দের সময়েও। এই ৪ দিন গত ৪ বছরকে ভুলিয়েছে।'
তিনি নাকি পেশা বদল করতে চেয়েছিলেন। এই প্রসঙ্গে শাহরুখ খান বলেন, 'আমি তো পেশা বদল করব বলে রান্নাবান্নাও শিখে নিয়েছিলাম! অতিমারি ও লকডাউনের ছুটিতে চুটিয়ে সময় কাটিয়েছেন ছেলেমেয়েদের সঙ্গে। রান্না করেছেন। এমনকি, পাঠান ছবির সেটেও কলাকুশলীদের খাইয়েছেন নিজের হাতের রান্না।'
সমস্ত বিতর্ককে পিছনে ফেলে বক্স অফিস কাঁপাচ্ছে 'পাঠান'(Pathan Movie)। চার দিনে ৪০০ কোটির গন্ডি পেরিয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। মন্নতের(Mannat) বাইরে শাহরুখ অনুরাগীদের উৎসবের মেজাজ। অপেক্ষা ছিল একজনেরই, তিনি বলিউড বাদশা শাহরুখ খান(Shahrukh Khan)। রবিবার একে ছুটির দিন, তার উপর ছবি মাত্র চার দিনেই ৪০০ কোটি ছুঁইছুঁই। ছুটির দিন সন্ধ্যা থেকেই ভিড় জমতে শুরু করে মন্নাতের সামনে। শুধু তার অনুগামীরাই নন,'পাঠান'এর এই সাফল্য়ে খুশি গোটা বলিউডও। যত সময় গড়িয়েছে বাদশাকে একঝলক দেখার উচ্ছ্বাস যেন বেড়েছে। অবশেষে 'দেবদর্শন'। মন্নতের ব্য়লকনিতে এলেন শাহরুখ খান। করজোড়ে ধন্য়বাদ জানালেন তার অনুগামীদের, আবার দু হাত ছড়িয়ে সেই বিখ্য়াত ভঙ্গিতেও দেখা গেল তাঁকে। পিছিয়ে নেই এই ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনও। মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে দেখা গেল তাঁকে। তবে দেখে চেনার উপায় ছিল না। আপাদমস্তক কালো পোশাকে ঢেকে এসেছিলেন তিনি।
একই দিনই অনুরাগীদের মাঝে 'পাঠান' ছবির দুই তারকা। ‘শাহরুখ শাহরুখ’ ধ্বনিতে গমগম করছে গোটা মন্নত চত্বর। শহরুখের পরনে ছিল কালো শার্ট, কালো ডেনিম, মাথায় ফেট্টি।‘ঝুমে জো পাঠান’-এর হুক স্টেপে পা মেলাতেও দেখা গেল তাঁকে। অন্য দিকে, মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলের বিখ্যাত প্রেক্ষাগৃহ গ্যালাক্সিতে দীপিকা পাড়ুকোন। নিজের পরিচয় গোপন রেখেই প্রেক্ষাগৃহে দর্শকের প্রতিক্রিয়া চাক্ষুষ করলেন দীপিকা। ‘পাঠান’ ছবির জন্য প্রথম বার নিয়ম ভাঙল মুম্বইয়ের জনপ্রিয় এই সিনেমা হল। শো শুরু হয় ১২টা থেকে। সময় পাল্টে সকাল ৯ টা থেকে শুরু হল শো। ছবির শেষে ওই হলেই অনুগামীদের সাথে দেখা করলেন অভিনেত্রী।
পাঠানের সাফল্য বলিউডের বাণিজ্যে বসতে লক্ষ্মী। এরই মধ্যে ট্যুইটারে নির্বাসন উঠেছে কঙ্গনার। তারপর থেকেই ফের চেনা ছন্দে তিনি। একের পর এক বোমা ফাটাচ্ছেন বলিউডের ক্যুইন। যদিও ‘পাঠান’কে গত দশ বছরে সেরা ছবি বলে মতপ্রকাশ করেছেন বলিউডের ‘ক্যুইন’। কিন্তু সেই সঙ্গে বলিউডকে ছেড়ে কথাও বলছেন না তিনি।
‘পাঠান’-এর সাফল্যে খুশি গোটা বলিউড। করণ জোহর থেকে আলিয়া ভাট— সকলের একটাই মত, 'পাঠানের বক্স অফিস সাফল্য ঘৃণার ঊর্ধ্বে উঠে ভালবাসার জয়।' তাঁদের বিরুদ্ধে নাম না নিয়েই সরব হয়েছেন কঙ্গনা। অভিনেত্রী প্রশ্ন তোলেন, কার ঘৃণা আর কার ভালবাসা? যাঁরা দাবি করছেন ‘পাঠান’ ঘৃণাকে হারিয়ে দিয়ে ভালবাসা পেয়েছে, তাঁরা যদি আরও এক বার এই কথা বলেন, তাঁদের রীতিমতো শিক্ষা দেবেন বলেই হঙ্কার কঙ্গনার।
সদ্য টুইটার থেকে নির্বাসন উঠেছে অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Actress Kangna Ranaut)। ফিরেই স্বমহিমায় বলিউডের ক্যুইন। পাঠানের (Pathan Movie) প্রাথমিক বক্স অফিস সংগ্রহ নিয়ে পরোক্ষে সরব ছিলেন অভিনেত্রী। এবার কঙ্গনার দাবি, 'গত দশ বছরে পাঠান শাহরুখের সেরা ছবি। দেশবাসীর মনোযোগ টেনে ভালবাসা পেয়েছে পাঠান।'
দেখা গিয়েছে কঙ্গনার এই ট্যুইটের নিচে এক নেটিজেন লিখেছেন, 'কঙ্গনা অভিনীত শেষ ছবি ‘ধকড়’ প্রথম দিনে মাত্র ৫৫ লাখ টাকা আয় করেছিল এবং এই ছবির মোট বক্স অফিস সংগ্রহ ২.৫৮ কোটি। এদিকে, পাঠান প্রথম দিনেই আয় করেছে ১০০ কোটির বেশি। এর চেয়ে হতাশাজনক আর কিছুই নয়।
তবে তাৎপর্যপূর্ণভাবে কঙ্গনা লেখেন, 'আমি বিশ্বাস করি, ভারতীয় মুসলিমরা দেশপ্রেমী। আফগানিস্তানের পাঠানদের মতো নন। তাই ভারত কখনও আফগানিস্তান হবে না। পাঠান-এর যে চরিত্র এই সিনেমায় রয়েছে, সে-ও ভারতীয় মুসলিম। চিত্রনাট্য তা-ই বলছে।' অভিনেত্রীর সাম্প্রতিক ট্যুইটে তাঁর মুখে বিদ্বেষের চেয়ে ভালবাসার ছোঁয়া বেশি পাওয়া গিয়েছে।
প্রসূন গুপ্ত: শাহরুখ খানের (Shahrukh Khan) পাঠান কি সর্বকালের শ্রেষ্ঠ বাণিজ্যিক ছবি, প্রশ্ন মুখে মুখে। কী এমন ঘটনার উপর দাঁড়িয়ে পাঠান যে, সিনেমাপ্রেমীরা উন্মাদ হয়ে গিয়েছে ছবির (Pathan) একটা টিকিট জোগাড় করতে? এমন কী হলো যে প্রথম দিনেই ১০০ কোটির বেশি বাণিজ্য (Box Office collection) করলো পাঠান। এরকম হাজারো প্রশ্ন কর্পোরেট অফিস থেকে চায়ের দোকানে। এই কলকাতায় ৫০-৬০-র দশকে ৪ বছর অশোক কুমারের 'কিসমত' ছবিটি ধর্মতলার রক্সি সিনেমায় চলেছিল। দুর্দান্ত হিট হিসাবে মোটেই নয় আসলে রক্সি হাউস বিক্রি হয়ে যাচ্ছিলো তাই জোর করে সিনেমাটি চালানো হয়েছিল।
এরপর বিগ হিট 'শোলে'। জ্যোতিতে কয়েক বছর চলেছিল, অবশ্যই সুপারহিট ছবি হিসাবে। এরপর মুম্বইয়ের মারাঠা মন্দিরে 'দিলওয়ালে দুলহনিয়া যে জায়েঙ্গে' ছবিটি ২৫ বছর ধরে শ্রেফ নুন শোয়ে চলেছে। পাঠান কি এদের থেকেও বড় হিট ছবি? ওভাবে আজকের সিনেমাকে বিচার করা যাবে না।
আজকের দিনে ভারতে সিনেমা হাউসের ৯০ শতাংশ উঠে গিয়েছে। এখন ছবি চলে মাল্টিপ্লেক্সে। এই মাল্টিপ্লেক্সগুলিতে অনেকগুলি স্ক্রিন বা আলাদা হল আছে। এখানে নিয়ম কানুনের বালাই নেই। ৫-৬টি শো হয় একেকটা স্ক্রিনে। যদি বিক্রির বহর কম থাকে তবে অনায়াসেই কাঙ্খিত সিনেমা পাল্টিয়ে অন্য ছবি দেখানো যেতেই পারে। ওই যুগে টিকিটের দাম ছিল ৯০ পয়সা থেকে বড় জোর ৫ টাকা। হয়তো ভাববেন তক্ষকের আমল আর আজকের আমলে মস্ত তফাত।
কিন্তু তাই বলে ৫০০ বা ১০০০ টাকার টিকিট? তুলনায় হয় না। যার পোষাবে দেখবে, না পোষালে দেখো না। কিন্তু যেভাবেই হোক দেখছেই। একটি ছবির পিছনে ১৫০-২০০ কোটি টাকা ন্যূনতম খরচ। ছবি এই স্ক্রিনগুলিতে সারা ভারতে রিলিজ করলে দু'সপ্তাহের মধ্যে টাকা উঠে লাভের মুখ দেখে ডিস্ট্রিবিউটররা। পাঠান ছবিও তাই।
এমনভাবে বিভিন্ন শহরে স্ক্রিন নিয়ে নেওয়া হয়েছে, যে কয়েকশো কোটি টাকা লাভ করবে সিনেমাওয়ালারা এই ছবি থেকে। তার অর্থ এই নয় যে শোলে বা ডিডিএলজি-র থেকে জনমানসে হিট ছবি। পাশাপাশি বাংলা ছবি ওই স্ক্রিন পাচ্ছে না বলে জনতার সেন্টিমেন্ট আদায় করতে চাইছে। কিন্তু হিন্দি বা বাংলা সব ছবিই ব্যবসা করতে নেমেছে, এখানে সেন্টিমেন্টের কোনও মূল্য নেই। মানুষ বিপুল পয়সা খরচ করে সিনেমা দেখতে যাচ্ছে তাই নিজের পছন্দই বেছে নেবে।
প্রায় দেড় বছরের পর কঙ্গনা রানাউতের ট্যুইটার নির্বাসন (Twitter) উঠলো। এই সোশাল সাইটে ফিরে পেলেন অ্যাকাউন্ট। আর ট্যুইটারে ফিরেই স্বমহিমায় বলিউডের ক্যুইন। এবার পাঠান ক্রেজ নিয়ে সরব কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ‘পাঠান’ ছবির (Pathan Movie) মুক্তির দিনেই বোমা ফাটালেন তিনি। তাঁর কথায়, 'ইন্ডাস্ট্রি মূর্খদের জায়গা। নোংরামি ছাড়া কিছু হয় না এখানে। যখনই কোনও সৃষ্টি বা রক্ত জল করা প্রয়াস সামনে আসে, আপনার মুখে ছুড়ে দেওয়া হবে অর্থের ঝঙ্কার। সিনেমা কতটা ভাল হল, তা মাপা হবে টাকার অঙ্কে। তা হলে শিল্পের আর দরকার কী? করুণা হয়।'
‘পাঠান’ ভাল, না খারাপ, তা নিয়ে অবশ্য ব্যক্তিগত মতামত জানায়নি কঙ্গনা। ট্যুইটারে ফিরে এসে কঙ্গনা জানান, 'এখানে ফিরে এসে ভাল লাগছে।' ‘ইমার্জেন্সি’-র ছবি প্রসঙ্গে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী জানান, 'ছবির শুটিং ভাল ভাবে শেষ হয়েছে'।
একাধিকবার বিদ্বেষমূলক মন্তব্যের জন্য বলিউডে বিতর্কের মুখে পড়েন কঙ্গনা। বারবার টুইটারের কম্যুনিটি নিয়মভঙ্গের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগে ২০২১-র মে মাসে বন্ধ করে দেওয়া হয় অভিনেত্রীর অ্যাকাউন্ট।
প্রসূন গুপ্ত: কোনও কিছু না দেখে, না বুঝে প্রতিবাদ (পড়ুন ঝামেলা) করার যুক্তি কোথায়? ভারতীয় রাজনীতিতে এ হেন কাণ্ডকারখানা প্রায়শই হয়ে থাকে। সিনেমা 'বয়কট'-এর রাজনীতি নতুন কিছু নয়। এক সময়ে জেমিনি ফিল্মসের 'শতরঞ্জ' এ রাজ্যে নকশালরা বন্ধ করে দিয়েছিল ৪ সপ্তাহ পর। ছবির অপরাধ, চিনে আটক এক নর্তকীকে নিয়ে ছিল ছবি। এরপর দেব আনন্দের 'প্রেম পূজারী' বন্ধ করে দেওয়া হয়েছিল, যেহেতু ভারত-পাক যুদ্ধে চিনের ভূমিকা দেখানো হয়েছিল। এরকম উদাহরণ ভূরি ভূরি আছে। যারাই এই ঘটনার নেপথ্যে, তাঁদের উগ্র প্রতিবাদের অর্থ খুঁজে পাওয়া যায়নি।
এরকমই চলছে সাম্প্রতিক শাহরুখ খানের 'পাঠান' ছবি নিয়ে। কিছু সংগঠন এই ছবি রিলিজ করতেই দেবে না ঠিক ছিল। সম্প্রতি বিজেপির দিল্লির সাংগঠনিক সভায় খোদ প্রধানমন্ত্রী অপ্রাসঙ্গিক বিষয়ে অযথা মন্তব্য করতে না করেছেন। তাঁর লক্ষে ছিল কি 'বয়কট ট্রেন্ড' প্রসঙ্গ? কোনওরকম বিবাদ-প্রতিবাদ করতে নাকি তিনি নিষেধ করেছেন। তারপরেও অরাজনৈতিক কিছু সংগঠন সারা ভারতজুড়ে ছবি বয়কট করার ডাক দিয়েছিল।
অবশেষে ছবিটি বুধবার ভারতজুড়ে বড়পর্দায় মুক্তি পেয়েছে। এই ছবির একটি গান ঘিরে প্রতিবাদ উঠেছিল। নিঃসন্দেহে গানটা হিট। কিন্তু দীপিকার পোশাক বিতর্কের কেন্দ্রে ছিল। সেই গানকে সেন্সরের চাপে আপাতত বাদ দেওয়া হয়েছে। যদিও এরকম দৃশ্য 'রাম তেরি গঙ্গা মৈলিতে' অনেকবার দেখানো হয়েছে। কিন্তু কোনও প্রতিবাদ ছিল না।
রাজ কাপুরের অন্য ছবিতেও এই ধরণের দৃশ্য প্রচুর দেখা গিয়েছে। শুধু রাজ কাপুর কেন, বহু পরিচালকের ছবিতেও হট দৃশ্য ছিল। শুধু তবে পাঠান কেন প্রশ্ন ছিল সিনেমাপ্রেমীদের। ক্রোধ কি শুধু শাহরুখের বিরুদ্ধে? আজ ছবি দেখার পর মানুষ বলছে শাহরুখ তো এই ছবিতে এক দেশপ্রেমীর চরিত্রে অভিনয় করেছেন এবং উগ্রপন্থীদের হাত থেকে দেশকে রক্ষা করতে বন্দিজীবন থেকে বেড়িয়ে লড়াই করছেন। সম্পূর্ণ এক দেশপ্রেমীর কাহিনী। না দেখেই যারা হৈ-চৈ করছেন, উচিত তাঁদের আমন্ত্রণ করে ছবিটি দেখানো। শাহরুখ তা পারবেন কি?
পাঁচ বছর পর মুক্তি পেল শাহরুখ খানের ছবি। অগ্রিম টিকিট বুকিংয়ের নিরিখে ইতিমধ্যে বলিউডের অনেক তাবড় ছবিকে পিছনে ফেলেছে পাঠান। এবার ছবি মুক্তির প্রথমদিনেই কলকাতাজুড়ে শাহরুখ প্রেমীদের উন্মাদনা। হাজরা বসুশ্রী সিনেমা হলের অনুরাগীদের ব্যাপক ভিড়। শাহরুখ ফ্যান ক্লাবসের সদস্য থেকে শুরু করে অনুরাগীরা রীতিমতো উৎসব উদযাপন করছেন। পাঁচ বছর পর শাহরুখ খানের ছবি দেখতে পাবেন বড় পর্দায়। বেহালা শাহরুখ খান ফ্যানস ক্লাবের সদস্যরা এদিন ভিড় করেন দক্ষিণ কলকাতার এই প্রেক্ষাগৃহে।
এদিকে, পাঠান ছবি নিয়ে ইতিমধ্যে দেশজোড়া বিতর্ক। প্রজাতন্ত্র দিবসের একদিন আগে ছবি মুক্তি ঘিরে অনুগামীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতোন। অনুরাগীরা ফুলমালা নিয়ে হাজির বলিউডের 'বাদশাহ' শাহরুখ খানকে বড় পর্দায় বরণ করতে। 'উই লাভ শাহরুখ' স্লোগানে মুখরিত হাজরা চত্বর। ফার্স্ট ডে ফার্স্ট শো কিংবা সেকেন্ড শো দেখতে ভিড় জমান শাহরুখ ফ্যানরা।
শাহরুখ কারও প্রথম প্রেম, অবার কেউ পাঠান সিনেমাকে ঘিরে সেলিব্রেশনের মুডে। কেক কাটিং থেকে শুরু করে মাথায় টিকা দেওয়া থেকে আরতি নিয়ে হাজির শাহরুখের ভক্তরা। এমনকি 'জব তক হে জান' ছবির শাহরুখের স্লোগানে মেতে উঠেন দর্শকরা। ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের টিকিট হাতে পেয়ে অনেকেই উচ্ছ্বসিত।
এদিকে, দক্ষিণ কলকাতায় যখন পাঠান ছবি ঘিরে অনুরাগীদের মধ্যে উন্মাদনা, তখন পিছিয়ে নেই শহরতলিও। বুধবার সকালে নাগেরবাজার মোড়ে জমায়েত হয়েছিলেন শাহরুখ খান ফ্যানস ক্লাবের সদস্যরা। শাহরুখের ছবি-ব্যানার নিয়ে বাদ্যযন্ত্রের তালে তাল মিলিয়ে একটা পদযাত্রা হয় সেখানে। নাগেরবাজার মোড়-ডায়মন্ড প্লাজা মলের সামনে এসে শেষ হয় তাঁদের র্যালি।
সেখানে শাহরুখের ছবিতে মালা পরিয়ে, আরতি করে ও দুধ দিয়ে স্নান করিয়ে পাঠান ছবির মুক্তি উপলক্ষে আনন্দে মাতেন 'ভক্ত'রা। এরপর ডায়মন্ড প্লাজা মলের পিভিআর হলে শাহরুখ অভিনীত পাঠান ছবি দেখতে প্রবেশ করে তাঁর। এই ছবি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে শাহরুখ, দীপিকা, জন অভিনীত এই ছবি নিয়ে উৎসাহের কোন ভাঁটা নেই। এদিন সকালের প্রথম শো দেখতে এসে দর্শকরা জানাযন, 'এটা শাহরুখ খানের কাম ব্যাক মুভি, বলিউডেরও কাম ব্যাক মুভি। তাই সবার এটা দেখা উচিত।'
২৫ জানুয়ারি অর্থাৎ বুধবার মুক্তি পাচ্ছে বহু অপেক্ষিত ছবি 'পাঠান' (Pathaan)। শাহরুখ খান (Shah Rukh Khan) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অভিনীত এই ছবির জন্য বহুদিন ধরেই অপেক্ষায় বসে ভক্তমহল। ইতিমধ্যেই প্রথম দিনের আগাম বুকিং-র সংখ্যার কাছে হার মেনেছে বহু বিগ বাজেটের বলিউডি ছবি। দীর্ঘ চার বছর বিরতির পর কিং খানের বড় ধামাকার জন্য প্রহর গুনছেন অনুরাগীরা। তার মধ্যে সিনেমা মুক্তির একদিন আগে মঙ্গলবার পুণেতে এক প্রেক্ষাগৃহের সামনে থেকে খুলে ফেলা হল ছবির পোস্টার। এর পিছনে রয়েছে এক সংগঠন।
ছবির প্রথম গান রিলিজ হওয়া থেকেই সেই সংগঠন প্রতিবাদ দেখাতে শুরু করছিল। ভক্তদের উন্মাদনা বাড়াতে পুণের রাহুল থিয়েটারের বাইরে বাদশার ফ্যান ক্লাবের তরফে টাঙানো হয়েছিল পাঠানের বড় পোস্টার। সেই পোস্টার প্রথমে সরিয়ে ফেলার দাবি জানায় সেই সংগঠন। তারপর নিজেরাই প্রেক্ষাগৃহের সামনে থেকে খুলে দেয় ‘পাঠান’-এর পোস্টার। ক্যামেরায় ধরা পড়ে সেই গোটা ঘটনা।
উল্লেখ্য, দীপিকার গেরুয়া মনোকিনিই নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। গেরুয়া রংয়ের দীপিকার মনোকিনি ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে বলে অভিযোগ করে কয়েকটি সংগঠন। নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে 'বয়কট পাঠান' ট্রেন্ড। শাহরুখ-দীপিকার কুশপপুতুল দাহ করেও পাঠানের বিরুদ্ধে প্রতিবাদের সুর চড়ানো হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে।
অন্যদিকে, রিলিজের দিন যতই এগিয়ে আসছিল ‘পাঠান’ নিয়ে শাহরুখ-ভক্তদের উন্মাদনা তুঙ্গে ছিল। এর আগেও শাহরুখ-দীপিকা জুটি একাধিক সুপাহিট সিনেমা উপহার দিয়েছে। রিপোর্ট বলছে, এটা হয়তো এই জুটির এযাবৎকাল সবথেকে বড় হিট হতে পারে।
প্রসূন গুপ্ত: ভারতবর্ষের সিনেমার ইতিহাসে বাণিজ্যিক প্রশ্নে বহু রেকর্ড আছে। ৭০ দশকের গোড়ায় 'তালাশ' নামে একটি হিন্দি ছবিতে ১ কোটি টাকা ঢালা হয়। তখনকার দিনে এই খরচ অভূতপূর্ব। টাকা কোনওমতে প্রযোজক তুলেছিলেন বটে, কিন্তু লাভের মুখ দেখতে পারেনি। এরপর রাজ কাপুর, 'মেরে নাম জোকার' প্রায় ২ কোটি টাকা খরচ করে তৈরি করে দেউলিয়া হয়ে যান। আজকের দিনে ওসব এক কোটি-দু'কোটিতে সম্ভবত বাংলা ছবিও হয় না। আজকের দিনে প্রযোজক কয়েকশো কোটি ঢালে সিনেমায়। এ বিষয়ে অগ্রগণ্য অবশ্য দক্ষিণ ভারতীয় ছবি। কিন্তু খুব পিছিয়ে নেই হিন্দি সিনেমাও। এখন নাকি অক্ষয় কুমার একটি ছবির জন্য দাবি করেন ১২০ কোটি টাকা! খুব পিছিয়ে নেই শাহরুখ খান। প্রায় ৫ বছর বাদে তাঁর নতুন ছবি 'পাঠান' রিলিজ করতে চলেছে আগামী সপ্তাহে। টিকিট বিক্রির ট্রেন্ডে পরিষ্কার ছবির বাণিজ্যে নাকি লক্ষ্মী বসতে চলেছে।
১৯৭৫-এ হিন্দি ছবির বক্স অফিসে বিপ্লব এনে 'শোলে' রিলিজ করেছিল। প্রায় ৪ ঘন্টার ছবি। সেই সময় সারা ভারতে ৫ দিন আগে থেকে টিকিট বিক্রি হতো এবং ৩টি শো মিলিয়ে প্রেক্ষাগৃহে 'হাউস ফুল' বোর্ড ঝুলতো। এরপর এরকম রেকর্ড ব্রেকিং ওপেনিং করেছে দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙে বা ডিডিএলজি।
কিন্তু সেসব ছবির টিকিট বিক্রি আজ পাঠানের কাছে ক্ষুদ্র মাত্র। এই মুহূর্তে খবর ৩টি ভাষায় রিলিজ করছে পাঠান। হিন্দি, তামিল ও তেলেগুতে এবং সারা বিশ্বে সাব টাইটেল করে রিলিজ করছে একইসঙ্গে। বিদেশে বিক্রি সব থেকে বেশি নাকি ব্রিটেন এবং জার্মানিতে। ইতিমধ্যে ভারতের বিভিন্ন প্রান্তে টিকিট বিক্রি শুরু হয়েছে। মাল্টিপ্লেক্সে মূলত সিঙ্গল স্ক্রিনে ইতিমধ্যে ৯০ হাজার টিকিট বিক্রি হয়। সর্বোচ্চ মূল্য শোনা যাচ্ছে ২ হাজার টাকারও বেশি। প্রথম দিনের শোতে যশরাজ ফিল্মসের ঘরে আসতে পারে ২৫ থেকে ৩০ কোটি টাকা। পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানান, 'পাঠান' এক বাণিজ্যিক বিপ্লব নিয়ে আসছে ভারতের বাজারে।
প্রথম সপ্তাহে বক্স অফিসে ঢুকতে পারে ৩০০ কোটি টাকার বেশি। শাহরুখ কিন্তু চুপচাপ। কী হবে বা হতে পারে, তা নিয়ে রা কাটছেন না। যদি সত্যি এ ঘটনা ঘটে, তবে ভারতীয় সিনেমায় এ এক অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে। যদিও দর্শকদের আগাম একটিই আফসোস যে 'বেশরম রং' গানটি সেন্সর কোপে ছবিতে দেখা যাবে না।
নানারকম বিপত্তি পেরিয়ে ৫ বছর পর ফের বড় পর্দায় শাহরুখ খান (Shahrukh Khan)। ২০২৩ সালে মেগা চলচ্চিত্র 'পাঠান' (Pathan)। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে ছবির টিজার, এমনকি গান ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। দীপিকা পাডুকোনের (Deepika Padukone) পোশাকের রং ও ধরণ নিয়েও বিতর্ক। ছবি নির্মাতারা আগে থেকেই তটস্থ ছিলেন যাতে কোনওরকম বির্তক ছাড়াই বড় পর্দায় মুক্তি পায় এই ছবি।
তবে টিকিটের অগ্রিম বুকিং দেখে ভরসা পাচ্ছেন নির্মাতারা। সময়ের আগেই যেভাবে টিকিট বুকিং হয়েছে তা ইতিমধ্যেই ১ লাখ ছাড়িয়েছে। ব্যবসায়ীদের অনুমান, ছবি মুক্তির দিন ২৫ কোটি টাকার উপরে ব্যবসা করবে পাঠান। সপ্তাহ খানেকের মধ্যে এই ছবি বিশ্বব্যাপী ৩০০ কোটির উপর বক্স অফিসে আয় করবে বলে আশা ফিল্ম সমালোচকদের। তবে এই ছবি শুধু হিন্দিতে নয়,তামিল,তেলেগু ভাষাতেও মুক্তি পাবে। তাতে ব্যবসা আরও বাড়ার সম্ভাবনা।
ইতিমধ্যেই নব্বই হাজারের উপর টিকিট বিক্রি হয়েছে প্রথম দিনের জন্য। দেশের এক মাল্টিপ্লেক্স চেনে বিক্রি হওয়া টিকিটের পরিসংখ্যান অনুযায়ী ১৯ তারিখ রাতে ৩০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। অপর একটি মাল্টিপ্লেক্স চেন প্রায় ৩৫ হাজরের মতো আর বাকিরা প্রায় ২৫ হাজারের মতো টিকিট বিক্রি করেছে। এভাবে টিকিট বিক্রি হতে থাকলে আশার আলো দেখছেন ছবি ব্যবসায়ীরা।
প্রসূন গুপ্ত: শাহরুখ খান কি বয়সের কারণে চরিত্র চিত্রন পাল্টিয়ে ফেলছেন, এমনটাই প্রশ্ন শাহরুখ ভক্তদের। বলিউড বাদশা তো সিনেমায় এসেছিলেন রাজেশ খান্না পরবর্তী রোমান্টিক নায়ক হিসাবে। শাহরুখের কয়েক বছর আগের ছবিগুলি তার প্রমাণ। নায়িকা ছিলেন প্রথম দিকে জুহি চাওলা, কাজল, মাধুরী দীক্ষিত অথবা রানি মুখার্জী। এই নায়িকারা আজ প্রাক্তন, কেউ বা ঘোর সংসারী। নায়িকাদের এটাই সমস্যা, বয়স বাড়ার সঙ্গে নায়িকা চরিত্র থেকে বিদায় নিতে হয়। একসময় রেখা, হেমামালিনী কিংবা শর্মিলা ঠাকুর বা রাখী প্রমুখদের বিশাল বাজার ছিল ওই ৭০-৮০-র দশকে। পরে হেমা বা রাখী মায়ের চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু আজকাল জুহি, মাধুরীদের প্রযজোকরা নিতে চাইছেন না, যদি না তেমন চরিত্র থাকে।
রাজ কাপুর থেকে আজকের শাহরুখ বা সলমনের বয়স বাড়লেও তাঁদের বয়স অনুযায়ী চরিত্র তৈরি হচ্ছে। তাঁরা অনায়াসেই হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে অভিনয় করছেন। ইদানিং শাহরুখের নিয়মিত নায়িকা যেমন দীপিকা পাডুকোন।
গত ৩-৪ বছরের বেশি সময়ে শাহরুখ আর রোমান্টিক নায়কের চরিত্রে অভিনয়ে নেই এবং ইচ্ছেটা চলে গিয়েছে নেতিবাচক চরিত্র করার। তবে স্বদেশ, চাক দে ইন্ডিয়া বা দিয়ার জিন্দেগির মতো ছবিতেও প্রশংসনীয় অভিনয় কিং খানের।
সাম্প্রতিক শাহরুখের ছবিগুলো দেখলেই বোঝা যাবে ডন -২, রইস, হ্যাপি নিউ ইয়ার ইত্যাদি ছবিতে শাহরুখের চরিত্রগুলো দেখুন। ডনে বিশ্ব অপরাধ জগতের মানুষ। রইসে মাফিয়া, হ্যাপি নিউ ইয়ারে চোর ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রশ্ন থাকতেই পারে এগুলি কি নেতিবাচক চরিত্র? মোটেই কিন্তু তা নয়।
ছবির শেষে দেখা যাচ্ছে শাহরুখ দর্শকের সেন্টিমেন্ট পাচ্ছেন। 'পাঠান' ছবিও প্রায় সেরকম। যতই রাজনৈতিক চাপ আসুক পাঠানের গান ঘিরে। ছবির চিত্রনাট্যে পাঠান কিন্তু দেশপ্রেমী। তাঁকে সম্ভবত কোনও নির্মম কাজের জন্য বনবাসে পাঠানো হয়। পরে আসে জন আব্রাহামের নেতৃত্বে একটি সন্ত্রাসবাদী দল ভারতে বড়সড় নাশকতা ঘটাতে প্রস্তুত। তখন পাঠানকে ফেরায় ভারতীয় গোয়েন্দা বিভাগ। পাঠানরূপী শাহরুখ দেশকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ে। এটাই ট্রেলার দেখে বোঝা গিয়েছে পাঠানের মূল চিত্রনাট্য। নিঃসন্দেহে জমজমাট অ্যাকশন ছবি, সঙ্গে অবশ্যই লাস্যময়ী দীপিকার সঙ্গে রোমান্স। এবারে অপেক্ষা বড় পর্দায় পাঠান মুক্তির।
'পাঠান' (Pathan Movie) ছবির ট্রেলার আসার আগেই উঠেছিল বিতর্কের ঝড়। যদিও সেই বিষয়ে মাথা ঘামাননি ছবির মূল চরিত্ররাই। শাহরুখ (Shahrukh Khan) যদিওবা তাঁর অনুরাগীদের সঙ্গে কথা বলেছিলেন। কলকাতা চলচ্চিত্র উৎসবে (KIFF) ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন শাহরুখ। মুখবন্ধ ছিল দীপিকার, তবে এবার তিনিও মৌনতা ভাঙলেন।
১০ জানুয়ারি মুক্তি পেয়েছে বহুচর্চিত 'পাঠানের' ট্রেলার। বুধবার মুম্বইয়ের বিমানবন্দরে ট্রেলার নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। এদিন আলোকচিত্রীদের ক্যামেরার সামনে হাসিমুখে দেখা গিয়েছে 'পাঠান গার্লকে'। শুধু তাই নয় তাঁদের সঙ্গে প্রশ্ন উত্তরেও মেতেছিলেন অভিনেত্রী। আলোকচিত্রীদের কাছে দীপিকার কৌতুহলি প্রশ্ন, 'তোমরা পাঠানের ট্রেলার দেখেছ? ভাল লেগেছে?'সকলেই মাথা নেড়ে সম্মতি জানান।
প্রসঙ্গত, ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘যশরাজ ফিল্মস স্পাই ইউনিভার্স’-এর শাহরুখ দীপিকার ছবি ‘পাঠান’। ছবি মুক্তির আগেই অভিনেত্রীর গেরুয়া পোশাক পরা নিয়ে স্যোশাল মিডিয়ায় উঠেছিল জোর বিতর্ক। প্রশ্ন হলো হলঘরে 'পাঠান' তার বিতর্ক মুছে ফেলতে পারে কিনা।