
দীর্ঘ প্রতীক্ষার পর এবারে বাংলাদেশেও ঝড় তুলতে চলেছে কিং খানের (Shah Rukh Khan) 'পাঠান' (Pathaan)। দিনটা ছিল ২০২৩ সালের ২৫ জানুয়ারি, দীর্ঘ চার-পাঁচ বছর পর রূপোলি পর্দায় কামব্যাক করেছেন বলিউডের 'বাদশাহ'। স্বাভাবিকভাবেই তাঁর অনুরাগীদের উন্মাদনা ছিল তুঙ্গে। সারা বিশ্বজুড়ে ১০৫০ কোটির ব্যবসা করেছে ছবি। গড়েছে একের পর এক রেকর্ড। এবারে ১২ মে বাংলাদেশেও (Bangladesh) মুক্তি পেল এই ছবি। জানা গিয়েছে, ছবি মুক্তির আগেই আগামী দু'দিনের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ভারতের মতো সেদেশেও যে শাহরুখ ম্যাজিক ফের ছড়িয়ে পড়তে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
পাঠান ছবি বাংলাদেশে মুক্তি পাওয়ায় এক ইতিহাস তৈরি করেছে। কারণ ১৯৭১ সালের পর এই হিন্দি ছবি প্রথম বাংলাদেশে মুক্তি পেল। ফলে এই ছবি যে সেদেশের মানুষদের জন্য বিশেষ, তা বোঝাই যাচ্ছে। অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্টের সংস্থার আধিকারিক অনন্য মামুন জানিয়েছেন, বাংলাদেশ জুড়ে মোট ৪১ টি সিনেমা হলে এই ছবি মুক্তি পেয়েছে। আর প্রতিদিন ১৯৮ টি করে শো পেয়েছে এই ছবি। এমনকি এই ছবি মুক্তি পাওয়ার দু'দিন আগেই সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অর্থাৎ প্রতিটি সিনেমা হল হাউজ ফুল। ফলে এখন এটাই দেখার যে, বাংলাদেশে কত টাকার ব্যবসা করতে চলেছে শাহরুখ ও দীপিকা অভিনীত ছবি 'পাঠান'।
বক্স অফিসে সুপার-ডুপার হিট হয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) ও দীপিকা পাডুকোন (Deepika Padukone) অভিনীত 'পাঠান' (Pathaan)। রেকর্ড ভেঙেছে সাম্প্রতিক বলিউড সিনেমাগুলির। 'পাঠান'এর গানগুলিও দর্শকদের ভালোবাসা পেয়েছে। 'বেশরম রং', 'ঝুমে যো পাঠান' বর্তমানে শ্রোতাদের প্রিয় গানের লিস্টে সংযোজিত হয়েছে। কিন্তু এবার বিস্ফোরক মন্তব্য করলেন খোদ শাহরুখ খান। সম্প্রতি তিনি বলেছেন 'ঝুমে যো পাঠান' গান থেকে অনায়াসে দীপিকাকে সরিয়ে দিতে পারতেন। কিং খানের এই মন্তব্য বর্তমানে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন উঠছে, তিনি কেন এমন কথা বললেন?
একটি ভিডিওতে এক মহিলার উদ্দেশে শাহরুখকে আসলেই এই কথা বলতে শোনা যায়। দিন কয়েক আগে কিং খান সামাজিক মাধ্যমে আসেন ভক্তদের কিছু প্রশ্ন ও ভিডিওতে প্রতিক্রিয়া দিতে। সেই সময় শাহরুখের নজরে 'ঝুমে যো পাঠান' গানের একটি ভিডিও চোখে পড়ে। ওই গানে নেচে এক মহিলা ভিডিও দিয়ে ট্যাগ করেছিলেন 'কিং খান'কে, এই ভিডিও মনে ধরে তাঁর। শাহরুখকে বলতে শোনা যায়, 'এই ভিডিও সত্যিই হৃদয় ছুঁয়ে যায় যাওয়া, সুন্দর। ধন্যবাদ মীনা-জি এই ভিডিওটি করার জন্য। আমি যদি আপনাকে আগে দেখতাম, তাহলে দীপিকাকে এই নাচটি করতে বারণ করতাম, তাঁর বদলে আপনাকে নাচটি করতে বলতাম। আমি নিশ্চিত দীপিকা কিছু মনে করতেন না।'
ওটিটি'-তে মুক্তি পেয়েছে 'পাঠান' ছবির বাতিল হওয়া দৃশ্য। সিনেমার পাশাপাশি বাদ চলে যাওয়া দৃশ্যগুলি দেখে সপ্তম স্বর্গে শাহরুখ ভক্তরা। কিং খান ও দীপিকা পাডুকোন অভিনীত 'পাঠান' ছবি মুক্তি পেতেই ঝড় ওঠে বক্স অফিসে। বয়কট গ্যাঙের তোয়াক্কা না করেই, বহাল তবিয়তে ব্যবসা করে 'পাঠান।' দেশ বিদেশে মাল্টিপ্লেক্সের বক্স অফিসে পাঠানের সংগ্রহ, হিন্দি ছবির জগতে ইতিহাস তৈরি করে।
এখনও পর্যন্ত ১০০০ কোটিরও বেশি ব্যবসা করেছে সিনেমাটি। এবার দর্শকদের মন কেড়ে নিল সিনেমা থেকে বাদ যাওয়া দৃশ্যগুলি। 'অ্যামাজন প্রাইমে' মুক্তি পেয়েছে 'আনকাট' পাঠানের দৃশ্য। সিনেমার পাশাপাশি দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন সেই মুহূর্তগুলি। বাদ যাওয়া এই দৃশ্যগুলি সিনেমার মতো হিন্দি তামিল ও তেলেগু ভাষায় প্রকাশিত। ভক্তরা 'পাঠান'কে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে, এই বাদ যাওয়া দৃশ্যগুলি যেন তারই রিটার্ন গিফ্ট।
পাঠানের শুভমুক্তির ৪২ দিন পেরিয়ে গেলেও, অনুরাগীদের ভিড় একটুও কমেনি বললেই চলে। বিশ্বজুড়ে বক্স অফিসে হাজার কোটি টাকার গণ্ডি পেরিয়েছে অনেক দিন আগেই। মুক্তির ৪২ দিন পরে ‘পাঠান’-এর মোট ব্যবসা ১০৪০ কোটি টাকা।বিশেষজ্ঞদের ধারণা, এই টাকাই কিছু দিন পর ১০৫০ কোটিতে পৌঁছবে।
২০২৩-এর শুরুতেই আবার শাহরুখকে দেখা গেলো বাদশা রুপে বলিউড কাঁপাতে। প্রায় ৫ বছর পর শাহরুখকে দেখতে পাওয়া গেলো তার আগের ঝলকে। ২০১৮ সালে শাহরুখ-ক্যাটের জিরো ছবি কোনও জায়গা করতে পারেনি বক্স অফিসে। ফের এত বছর পরে আবার দেখা মিলল বলিউড বাদশার। পাঠানের প্রথম গানটি দর্শক মন জয় করে ফেলেছিল। পাঠানের এত সাফল্যের কারণে শাহরুখ একাধিকবার ধন্যবাদ জানিয়েছেন সকল দর্শক ও অনুরাগীদের।
পাঠানের সাফল্যের কারণে, বুধবার সমাজ মাধ্যমে শাহরুখ লেখেন, 'মানুষের মনোরঞ্জন করা ও তাঁদের মুখে হাসি ফোটানো আমাদের কাজ। আমরা সেই কাজকে ব্যক্তিগত দায়িত্ব বলেই মনে করি। তা না করলে কোনও দিন আমরা আকাশ ছুঁতে পারব না। জয় হিন্দ।'
বক্স অফিসে সফল পাঠান। একশো, পাঁচশোর গণ্ডি পেরিয়ে হাজার কোটি বক্স অফিস সংগ্রহের মুখে দাঁড়িয়ে এই ছবি। এবার পাঠানের প্রশংসা পরিচালক বিবেক অগ্নিহোত্রীর মুখে। পাঠানের সাফল্যকে তিনি বলেন পুরোটাই শাহরুখের কৃত্বিত্ব। তবে শুধু একা শাহরুখ নয়, এই ছবির সাফল্যের পিছনে ‘বয়কট গ্যাং’-এর ভূমিকা রয়েছে, জানান বিবেক।
দা কাশ্মীর ফাইলসের পরিচালক বলেন, 'আমার মনে হয়, একা শাহরুখ নয়, এই ছবি সফল হওয়ার পিছনে বয়কট গ্যাংয়েরও কৃতিত্ব প্রাপ্য। এই ছবি ঘিরে এরা বোকা বোকা মন্তব্য করেছে শুধু। আসলে এটা পুরানো বয়কট গ্যাংয়ের মতো নয়। এরা শুধুই বলিউডের সব কিছু বয়কট করতে চায়, এমনটা নয়। এবার যাদের দেখলাম তারা নতুন। এরা ভাঙচুর, পোস্টার পুড়িয়ে ফেলা এই ধরনের কাজে মন দেয় বেশি। আমার মনে হয়, এই ধরনের কীর্তিগুলোই প্রচারের কাজ করেছে। তাই ছবিও বেশি সফল।'
পাঠানের ব্যাপক সাফল্যে জব্দ বয়কট গ্যাং (Boycott Gang)। এই কানাঘুষো টিনসেল টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে। পাঠান (Pathaan Movie) মুক্তির আগে মুম্বইতে বলিউডের তাবড় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছিলেন যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখা হয়েছিল, বয়কট গ্যাংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। সে সময় কোনও প্রতিক্রিয়া মেলেনি যোগীর তরফে। কিন্তু পাঠান যখন সব বক্স অফিস রেকর্ড ভেঙেছে, তখন নীরবতা ভাঙলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের মু্খ্যমন্ত্রী বলেন, 'সিনেমা নির্মাণের সময় পরিচালকদের সচেতন থাকা উচিত। শিল্পীকে সবসময় সম্মান দেওয়া উচিত। তবে ছবি নির্মাণের প্রযোজক-পরিচালকদেরও সাবধানী হওয়া কাম্য। এমন কোনও ছবি বা দৃশ্য ব্যবহার করা উচিত নয়, যা সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত করে।'
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ছবি নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু নয়া নির্দেশিকা আনতে চলেছে যোগী সরকার।
শাহরুখের গুনগানে পঞ্চমুখ এবার ব্রাজিলের লেখক পাওলো কোয়েলহো (Paulo Coelho)। পাঠান ছবিটি (Pathaan) দেখে 'রিভিউ' দিলেন 'বাদশাহ'-র বন্ধু কোয়েলহো। বিশ্ববাসীর কাছে ফের জাহির করেছেন দু'জনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দেখা না হলেও বন্ধুত্বের মাঝে কোনও বাঁধা নেই দু'জনের দিক থেকেই। বরাবর বিশ্ববিখ্যাত লেখক পাওলো কোয়েলহো বন্ধুত্বের দরজা দিয়ে এসেছেন বলিউড বাদশাহকে। যদিও কাজের ব্যস্ততায় এখনও পর্যন্ত দেখা হয়নি একে অপরের সঙ্গে।
বৃহস্পতিবার 'পাঠান' দেখেছেন লেখক। সেই দেখে রীতিমতো আপ্লুত কোয়েলহো। সোশ্যাল মিডিয়ায় নিজের লেখক সত্ত্বা ফুটিয়ে তুলে লেখকের সংযোজন 'বাদশা', কিংবদন্তি বন্ধু। কিন্তু সব কিছুর উপরে তিনি অসাধারণ একজন অভিনেতা।' শাহরুখ যাঁদের কাছে অচেনা তাঁদের উদ্দেশে লেখকের দাবি, 'পশ্চিমের দেশগুলিতে যদি কেউ ওঁকে না চেনেন, বলে রাখি, ‘মাই নেম ইজ খান অ্যান্ড আই অ্যাম নট আ টেররিস্ট’ দেখে নিন। শাহরুখ কে তা বুঝে যাবেন।'
King. Legend . Friend. But above all
— Paulo Coelho (@paulocoelho) February 2, 2023
GREAT ACTOR
( for those who don’t know him in the West, I strongly suggest “My name is Khan- and I am not a terrorist”) https://t.co/fka54F1ycc
অন্যদিকে নিজের অনুরাগীদের ঝুলিতে ‘দ্য অ্যালকেমিস্ট’-এর লেখককে শুক্রবার জবাব দিয়েছেন শাহরুখ নিজেই। বাদশাহ লিখলেন,'বন্ধু পাওলো, তুমি সবসময় এমনই উদার এবং অকুণ্ঠ। এবার দেখা করো, যত তাড়াতাড়ি সম্ভব, তার চেয়েও বেশি তাড়াতাড়ি। ঈশ্বরের আশীর্বাদ সঙ্গে থাকুক।'
প্রেক্ষাগৃহে 'পাঠান' (Pathaan) ঝড় বজায় রাখতে দাম কমছে টিকিটের। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ, দীপিকা ও জন অভিনীত 'পাঠান'। ট্রেলার মুক্তির পর থেকেই ছবি নিয়ে জনতার উন্মাদনা ছিল তুঙ্গে। আমজনতার সেই আশায় জল ঢালেনি পাঠান, উল্টে মাত্র একসপ্তাহে সমস্ত রেকর্ড ভাঙতেও সক্ষম শাহরুখের (Shah Rukh Khan) ছবি। সেই রেকর্ড ভাঙার পর্যায় বজায় রাখতেই প্রায় ২৫ শতাংশ কমতে পারে এই ছবির টিকিটের দাম। এই সিদ্ধান্ত নিয়েছে ছবির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস (Yash Raj Flims)।
৪ বছর পর শাহরুখের এই প্রত্যাবর্তন ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশে। ৫৫০ কোটি টাকার গন্ডি ছাড়িয়েছে 'পাঠান'-এর বক্স অফিস কালেকশন। কোভিড আতঙ্ক শেষে ব্যাতিক্রমী কিছু বাংলা ছবি ও দক্ষিণী ছবি বাদ দিয়ে বলিউডের সমস্ত ছবিই মুখ থুবড়ে পড়েছে। তবে 'পাঠান' ঝড় তুলে বাদশা মুখ বজায় রেখেছেন বলিউডের। 'পাঠান'-এর এই ধারা বজায় রাখতেই টিকিট কমানোর সিদ্ধান্ত যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার।
যদিও সপ্তাহের মাঝে 'পাঠান'-এর রাশে টান ধরেছিল। টিকিট কিনতে হলের সামনে ভিড় বাড়াতে এবং বাদশার ছবিকে মধ্যবিত্তদের নাগালে আনতে ছবির প্রজোযনা সংস্থা এই সিদ্ধান্ত নিচ্ছে বলেই অনেকের দাবি। তবে সব জায়গায় কমবে না টিকিটের দাম।
দিন ও জায়গা বিশেষে ১০% থেকে ৩০% পর্যন্ত কমানো হবে ‘পাঠান’-এর টিকিটের দাম। যদিও কবে থেকে কমছে টিকিটের দাম তা এখনও ঠিক করা হয়নি। প্রধানত প্রেক্ষাগৃহে দর্শক কোলাহল বজায় রাখতে এই সিদ্ধান্ত বলে একাধিক মহলের দাবি।