
বর্তমানে বলিউডের অন্যতম চর্চিত যুগল হল পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডা (Raghav Chadha)। তাঁদের প্রেমের সম্পর্কের গুঞ্জনের শুরু থেকেই তাঁদের নিয়ে চর্চা জোরকদমে। কিছুদিন আগে ধুমধাম করে বাগদান পর্ব সেরে নিয়েছেন দু'জনেই। পাপারাৎজিদের (Paparazzi) সামনাসামনি হয়ে একাধিক প্রশ্নের উত্তরও দিয়েছেন। পরিকে সবসময় হাসিমুখে সবার সঙ্গে কথা বলতেই দেখা গিয়েছে। কিন্তু এবারে এমন এক কাণ্ড করে বসলেন তিনি যে, তাঁর ব্যবহার নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
২৪ জুন, শনিবারও পরিণীতিকে পাপারাৎজিদের সঙ্গে মিষ্টি মুখে কথা বলতে দেখা গিয়েছে। তাঁকে যখন প্রশ্ন করা হয় যে, বিবাহিত জীবন কেমন চলছে। তখন তিনি বলেন, 'এখনও আমার বিয়ে হয়নি।' কিন্তু রবিবার একেবারেই তার বিপরীতটা দেখতে পেল পাপারাৎজিরা। আর সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল।
দেখা গিয়েছে, পরিণীতিকে ক্যামেরাম্যানরা আজ ক্যামেরাবন্দি করতে চাইলে তিনি গম্ভীর মুখ নিয়ে হঠাৎ বলে ওঠেন, 'অভি ইয়ার বস বস'। তাঁর এমন 'অভব্য ব্যবহারে' হতবাক ক্যামেরাম্যানরা। তাঁকে দেখে বোঝাই যাচ্ছে যে, তিনি একেবারেই ছবি তোলা বা কথা বলার মুডে নেই। খানিকটা ক্লান্তও দেখাচ্ছিল তাঁরকে। তবে তাঁর এই ভিডিও দেখে নেটিজেনরা কটাক্ষ করতে শুরু করেছে। নেটিজেনদের বেশিরভাগ অংশ তাঁর ব্যবহার নিয়ে কথা বলতে শুরু করেছে।
২০২০ সালে প্রয়াত হয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। টেলিভিশনে অভিনয় দিয়ে যাত্রা শুরু হয়েছিল। এরপর বড় পর্দাতেও কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। চারিদিকে এত ভক্ত যে জনপ্রিয়তা ঘিরে ধরেছিল সুশান্তকে। অভিনেতার মৃত্যুকে কেন্দ্র করে সামনে এসেছিল নেপোটিজম তত্ব।বলিউডে অভিনেতার কোনও গড ফাদার নেই, তাই নাকি তাঁকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল। এত বছর পর আবারও সেই বিতর্ক উসকে দিলেন চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ বলেন, 'সুশান্তের হাসি তো ফাসি ছবিতেও অভিনয় করার কথা ছিল। আমরা অভিনেত্রী হিসেবে পরিনীতিকে বেছে নিয়েছিলাম। তবে পরিণীতি জানিয়েছিলেন, তিনি টেলিভিশন অভিনেতার সঙ্গে সিনেমা করতে চান না। আমরা পরিনীতিকে সুশান্ত কে সেই অসম্পর্কে বিশদে জানিয়েছিলাম। অভিনেত্রী তাও রাজি হননি। এরপর প্রযোজনা সংস্থা থেকে সুশান্তকে ওই সিনেমা থেকে বাদ দেওয়া হয়।'
যদিও অভিনেত্রী পরিণীতি চোপড়া 'শুদ্ধ দেশি রোমান্স সিনেমায় সুশান্তের সঙ্গে অভিনয় করেছিলেন। তবে 'হাসি তো ফাসি' সিনেমাটিও নাকি তালিকায় ছিল। অবশেষে তাঁর জায়গায় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে নেওয়া হয়েছিল। তবে অনুরাগের মন্তব্য দেখে নেট দুনিয়ায় সুশান্ত ভক্তরা আবারও নিজেদের রাগ উগড়ে দিচ্ছেন।
চলতি বছরের ১৩ মে বাগদান সেরেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। পরিবার, এবং ঘনিষ্ঠ মানুষদের নিয়ে দিল্লির কপুরথালা হাউজে তাঁদের বাগদান পর্ব হয়েছিল। বাগদান হয়েছিল গোপনে। শোনা যাচ্ছে, চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই দুই তারকা। তার আগে চুটিয়ে প্রেম যাপন করছেন দু'জনে। তবে এবার নিজেদের দেশে নয়, একেবারে বিদেশের মাটিতে উড়ে গিয়েছেন হবু দম্পতি।
ভারত এবং অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড টেস্ট ফাইনাল দেখতে লন্ডনে গিয়েছেন পরিণীতি-রাঘব। নিজেরা সামাজিক মাধ্যমে এই নিয়ে কোনও পোস্ট দেননি। বাগদানের পরেও নিজেদের সম্পর্কের গোপনীয়তা বজায় রাখতে চাইছেন তাঁরা। কিন্তু এই দম্পতির জনপ্রিয়তা এতই যে লন্ডনেও তাঁদের ক্যামেরাবন্দি করেছেন কেউ বা কারা। সেই ছবি বর্তমানে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
সম্ভবত চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পরিণীতি-রাঘব। বাগদানের মতোই বিয়ে নিয়েও গোপনীয়তা বজায় রাখতে চাইছেন তাঁরা। তবে শোনা যাচ্ছে, রাজস্থানে রাজকীয় কায়দায় বিয়ে করতে চলেছেন তাঁরা। পরিণীতি ইতিমধ্যেই সেখানে গিয়ে বিভিন্ন প্যালেস ঘুরে দেখেছেন। আর মাস কয়েক পরেই যে বলিউডে ধুমধাম করে বিয়ের সানাই বাজতে চলেছে তা দেখার অপেক্ষায় রয়েছেন নেটিজেনরা।
অভিনেত্রী (Actress) পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এমনিই খোশমেজাজী স্বভাবের। তাঁর মুখে দর্শক সর্বক্ষণ হাসি দেখে এসেছেন। তবে বর্তমানে তাঁর হাসির আরও একটি কারণ রয়েছে। প্রেমে রয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগেই বাগদান সেরেছেন। অন্যদিকে তাঁর অভিনীত সিনেমাও মুক্তি পেতে চলেছে। তিনি এখন জীবনের সব দিক থেকেই সুখী। এমন সময় নিজেকে শুধু বলছেন নিশ্চিন্ত হয়ে আনন্দ করতে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে পরিণীতি একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওতে দেখা গিয়েছে, সঙ্গীতশিল্পী আবিদা পারভীন এবং নাসিবো লালের গাওয়া বিখ্যাত গান 'তু ঝুম' গাইছেন। স্টুডিওতে মাটিতে বসেই গান গেয়েছেন অভিনেত্রী। প্রত্যেকটি শব্দের সঙ্গে মিশিয়ে দিয়েছেন নিজের অনুভূতি। প্রসঙ্গত অভিনয়ের পাশাপাশি গানেও সমান পারদর্শী পরিণীতি। ক্লাসিক্যাল গানের তালিম নিয়েছেন। সঙ্গীত নিয়ে বিএ পাশ করেছেন। 'মানা কি হাম ইয়ার নেহি', 'তেরি মিট্টি'র মতো গান গেয়েছেন তিনি।
ভিডিওটি সামাজিক মাধ্যমে আপলোড করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, 'কখনও সবচেয়ে ভালো মুহূর্ত অপ্রত্যাশিতভাবে ঘটে যায়। একটি ডাবিং স্টুডিওতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে আমার সবচেয়ে পছন্দের এই গানটি গাওয়ার লোভ সামলাতে পারিনি। নির্মল আনন্দ।' ভিডিওর কমেন্ট সেকশনে পরীর ভক্তরা প্রশংসায় ভরিয়েছেন।
বলিউড (Bollywood) অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) বর্তমানে আকর্ষণের কেন্দ্রবিন্দু। বহু জল্পনার পর ১৩ মে 'আম আদমি পার্টি'র পাঞ্জাবের সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে বাগদান সারেন। কিন্তু সেখানে শেষ হয়নি জল্পনা। চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুই তারকা। জোর কদমে নাকি বিয়ের প্রস্তুতি চলছে। বাগদানের মতো স্বপ্নের বিয়ে নিজের মতোই সাজিয়ে নিতে চাইছেন অভিনেত্রী।
শোনা যাচ্ছে, পরিণীতি এবং রাঘবের আত্মীয় মিলিয়ে জমাটি হতে চলেছে বিবাহ বাসর। বিদেশে নয়, দেশেই বিয়ে করতে চাইছেন দুই তারকা। তবে রাজকীয় ভঙ্গিতে। বেছে নিতে চাইছেন রাজস্থান। এর আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নিকে, ভিকি-ক্যাটরিনা এমনকি কিয়ারা-সিদ্ধার্থও রাজস্থানের বিলাসবহুল প্রাসাদে নিজেদের বিয়ে সেরেছেন। পরিণীতি রাঘবও তেমনটাই চাইছেন। রাজস্থানে গিয়ে পরিণীতি খোদ এই প্যালেস থেকে ওই প্যালেস ঘুরে বিবাহ বাসর ঠিক করছেন।
আগে শোনা গিয়েছিল অক্টোবর মাসে বিয়ে করতে চলেছেন পরিণীতি এবং রাঘব। কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে, রাজস্থানে গিয়ে প্যালেস কর্তৃপক্ষর সঙ্গে সেপ্টেম্বর মাস নিয়ে নাকি আলোচনা করছেন অভিনেত্রী। সম্প্রতি তাকে বিমানবন্দরে দেখে পাপারাৎজিরা প্রশ্ন করেন, 'বিয়ের তারিখ কবে বলুন না?' বাগদানের আগের মতোই শুধুমাত্র হাসিমুখে পরিণীতি এড়িয়ে গিয়েছেন সেই প্রশ্ন। তবে সাত পাক ঘোরা যে আর কিছু মাসের অপেক্ষা তা নিয়ে বি-টাউনে জোর চর্চা।
ডেস্টিনেশন ম্যারেজ বলিউডে বেশ ট্রেন্ডিং। অনুষ্কা-বিরাট থেকে শুরু করে প্রিয়াঙ্কা-নিক কিংবা দীপিকা-রণবীর, অনেকেই দেশের বাইরে ডেস্টিনেশন ম্যারেজ করেছেন। আবার হালফিলে একেবারে দেশের বাইরে না গিয়ে রাজস্থানে (Rajasthan) রাজকীয় কায়দায় বিয়ে করেছেন বহু তারকা। এই যেমন ধরুন ভিকি-ক্যাটরিনা, সিদ্ধার্থ-কিয়ারা বিয়ের জন্য দিল্লি-মুম্বই বা বিদেশ বেছে না নিয়ে রাজস্থানের প্রাসাদপম হোটেল বেছে নিয়েছিলেন। পরিণীতি এবং রাঘবও (Parineeti-Raghav) সেই পথেই হাঁটতে চলেছেন বলে খবর।
শোনা যাচ্ছে, নিজের স্বপ্নের বিয়ে নিজের মতো করে সাজাতেই অভিনেত্রী খোদ পৌঁছে গিয়েছেন রাজস্থান। জয়পুর এবং কিষানপুর ঘুরে দেখলেও নাকি অভিনেত্রীর বেশি পছন্দ হয়েছে উদয়পুর। সেখানে ট্যুরিজম ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। সেপ্টেম্বরে রাজস্থানের আবহাওয়া কেমন থাকবে, পরিণীতি নাকি সেই খবর জানতে চাইছিলেন। যদিও ট্যুরিজম ডিপার্টমেন্ট তাঁকে অক্টোবর মাসের কথা বলেছেন।
পরিণীতি-এবং রাঘবের বিয়েতে নাকি অতিথি সংখ্যা অনেক হতে চলেছে। যাকে 'বিগ ফ্যাট পাঞ্জাবি ওয়েডিং' এক কথায় দুই তারকার বিয়েতে সেই জাঁকজমক দেখা যাবে। তবে মেহেন্দি-সঙ্গীত এবং বিয়ের মাঝে অতিথিরা যাতে রাজস্থানের সৌন্দর্য ঘুরে দেখতে পারেন, সেই ব্যবস্থাও নাকি খতিয়ে দেখছেন পরিণীতি।
১৩ মে বাগদান সেরেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডা (Raghav Chadha)। তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছিল বাগদানের আগে থেকে। বাগদানের পরেও এই দুই তারকাকে নিয়ে চর্চা থামেনি। তাঁদের বাগদানের অনেক না দেখা মুহূর্ত ধরা পড়ছে নেট মাধ্যমে। এইবার নতুন একটি ভিডিও দেখা গিয়েছে নেট মাধ্যমে। যেখানে রাঘবকে বলতে শোনা গিয়েছে তাঁর নাকের সার্জারির (Nosejob) কথা।
সম্প্রতি নেট মাধ্যমে রাঘব-পরিণীতির বাগদানের অন্দরের একটি ভিডিও দেখা গিয়েছে। সেখানে উপস্থিত এক আত্মীয় রাঘবকে চেহারার বাহ্যিক বদল নিয়ে প্রশ্ন করেন। উত্তরে রাঘবকে বলতে শোনা গিয়েছে, 'নাকের সামান্য বদল এনেছি কাকিমা। কারণ নাকটা মায়ের মতো ছিল। তাই অপারেশন করিয়ে বাবার মতো করেছি।' যদিও রাঘব মজার ছলেই এই কথা বলেছিলেন। কিন্তু ভিডিও নিয়ে চারদিকে শোরগোল পড়তেই ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়।
রাঘব আম আদমি পার্টির, পাঞ্জাবের সাংসদ। তাঁকে বেশ পছন্দ করেন নেটিজেনরা। অন্যদিকে বলিউডের তারকা অভিনেত্রী পরিনীতিকেও বেশ পছন্দ করেন সকলেই। দুজনের বাগদান নেটিজেনদের কাছে স্বপ্নের মতো। সকলের অগোচরেই বাগদান সেরেছেন তাঁরা। চলতি বছরের অক্টোবর মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা।
অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং আপ সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) নিয়ে কতই না চর্চা হয়েছে কিছু মাস আগে পর্যন্ত। সমস্ত জল্পনাকে সত্যি করে ১৩ মে দিল্লির কপুরথালা হাউজে, পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে বাগদান সারেন পরিণীতি এবং রাঘব। বাগদান (Engagement) সেরে দুই তারকা নিজেদের সম্পর্কের ঘোষণা করেন সামাজিক মাধ্যমে। সেই প্রথম পরিণীতি এবং রাঘবকে এমন আন্তরিক মুহূর্তে দেখেছিলেন নেটিজেনরা।
এরপরও দর্শকেরা রাঘব-পরিণীতির বাগদানের আরও অনেক টুকরো টুকরো মুহূর্ত দেখেছেন সামাজিক মাধ্যমে। দেখে বুঝেছেন, চোপড়া পরিবারের হাসিখুশি দস্যি মেয়েটি রাঘবের ভালোবাসায় আত্মহারা। নেটিজেনরা আরও দেখেছেন, তাঁরা এতদিন যে রাজনীতিক রাঘবকে দেখেছেন, তিনি সেই বর্ম ভেঙে পরিণীতির কাছে ভালোবাসার আত্মসমর্পণ করেছেন। এইবার প্রকাশ্যে এলো তাঁদের বাগদানের ভিডিও। ভিডিও সৌজন্যে: ওমেগা প্রোডাকশনস
এলাহী আয়োজনে বাগদান সেরেছিলেন পরিণীতি এবং রাঘব। বলিউডের তারকাদের ভিড় দেখা যায়নি ঘনিষ্ঠ অনুষ্ঠানে। বিদেশ থেকে উড়ে এসেছিলেন পরিণীতির তুতো বোন প্রিয়াঙ্কা চোপড়া। অন্যদিকে রাঘবের রাজনৈতিক গুরু অরবিন্দ কেজরিওয়াল, পি চিদম্বরম সহ কয়েকজন। আংটি বদল করেছিলেন হবু দম্পতিরা। তবে তাঁদের ধর্মগুরুরাও উপস্থিত ছিলেন। সেই ভিডিও এবার প্রকাশ্যে সামাজিক মাধ্যমে।
পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডার (Raghav Chadha) বাগদান হয়েছে চলতি বছরের ১৩ মে। কিন্তু সেই মোহ এখনও কাটছে না তাঁদের ভক্তদের। পরিণীতি বলেছেন, এই বাগদান তাঁর কাছে স্বপ্নের মতো। এত সুন্দর স্বপ্নের ঘোর কি এত সহজে কাটে! পরিণীতি বাগদানের আগে নিজেদের সম্পর্ককে ঠিক যতটা গোপনে রেখেছিলেন, বর্তমানে এই বিষয়টি একেবারে উলটো। দিল্লিতে বাগদান সেরে মুম্বইতে ফিরলেও পরিণীতি এখনও বাগদানের সুন্দর মুহূর্তে আবদ্ধ। সম্প্রতি বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেই ছবির তালিকায় ধরা পড়ল দেশি গার্লও (Priyanka Chopra)।
পরিণীতির শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া তাঁর তুতো বোনের জামাই অর্থাৎ রাঘবকে আশীর্বাদ করছেন। হাতে তাঁর সিঁদুর এবং চালের থালা। প্রিয়াঙ্কা রাঘবের মাথায় পরিয়ে দিচ্ছেন সেই সিঁদুর। মুখে যেন কিছু বলছেন। রাঘবের পাশে হাসিমুখে বসে রয়েছেন পরিণীতি। প্রিয়াঙ্কা যে বোনের বিয়েতে চুটিয়ে মজা করেছেন, তা ধরা পড়েছে ক্যামেরায়।
এর আগেও প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি রাঘবের বাগদানের ছবি শেয়ার করেছিলেন নেট মাধ্যমে। অভিনেত্রী বোনের বাগদানের ছবি আপলোড করেছিলেন। অভিনেত্রী হালকা রঙের একটি ওয়েস্টার্ন পোশাক পরেছিলেন। বোনের বাগদানে চুটিয়ে মজা করেছিলেন প্রিয়াঙ্কা। বহুদিন পরে পরিবারকে একসঙ্গে পাওয়া যেন উপরি পাওনা ছিল প্রিয়াঙ্কার জন্য।
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডা (Raghav Chadha) বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৩ মে একে অপরের সঙ্গে বাগদান (Engagement) সারেন। হবু দম্পতির ছবি প্রকাশ্যে আসতেই তাঁদের প্রেম নিয়ে স্পষ্ট ধারণা হয় নেটিজেনদের। কিন্তু রাজনীতিক এবং অভিনেত্রীর সম্পর্ক কীভাবে তৈরী হয়েছে, এই নিয়ে দর্শকদের মনে অনেক প্রশ্ন। দুই তারকাই পড়াশোনা করেছেন বিদেশে। জল্পনা চলেছিল, বিদেশে পড়তে গিয়েই তাঁদের মধ্যে সম্পর্ক তৈরী হয়েছিল। কিন্তু পরিণীতি কবে বুঝতে পারলেন, রাঘব তাঁর মনের মানুষ, জানালেন সামাজিক মাধ্যমে।শেয়ার করেছেন বেশ কিছু ছবি।
পরিণীতি নিজের ইনস্টাগ্রামে লিখলেন, 'একবার একসঙ্গে ব্রেকফাস্ট করেছিলাম। তখনই বুঝেছি আমার মনের মানুষের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। অন্যতম সুন্দর মানুষ যে আমাকে শান্ত করে, অনুপ্রাণিত করে। তাঁর সমর্থন, বিবেচনা ক্ষমতা, বুদ্ধি, বন্ধুত্ব আনন্দের। ও আমার বাড়ি।'
একইসঙ্গে পরিণীতি লেখেন, 'আমাদের বাগদান অনুষ্ঠান স্বপ্ন বাস্তব হওয়ার মতো ছিল। সেই স্বপ্নে ছিল ভালোবাসা, হাসি, আবেগ এবং অনেক নাচানাচি। রূপকথার স্বপ্ন দেখেছিলাম। সেই রূপকথা যখন বাস্তবে শুরু হল, তা বাস্তবের থেকেও সুন্দর ছিল।'
১৩ মে বাগদান সেরেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা (Raghav Chadha)। এই সম্পর্ক নাকি পরিণীতি এবং রাঘবের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বিয়ের দিকে এগোতে চলেছে। কিন্তু তার আগে রাঘব পরিণীতিকে বাগদানের (engagement) প্রস্তাব দেন, উত্তরে পরিণীতি 'হ্যাঁ' বলেন। বাগদানের ছবি দিয়ে পরিণীতি লিখেছিলেন, 'যা কিছু স্বপ্ন দেখেছিলাম, আমি হ্যাঁ বললাম।' অন্যদিকে রাঘব বাগদানের ছবি সামাজিক মাধ্যমে দিয়ে লিখেছিলেন,' 'যা কিছু স্বপ্ন দেখেছিলাম, সে হ্যাঁ বলেছে।' এইবার বাগদানের না-দেখা ছবি শেয়ার করলেন পরিণীতি চোপড়া।
রাঘব এবং পরিণীতি আংটি বদল করলেও, ভুলে যাননি নিজেদের শিকড়। দু'জনেই পঞ্জাবি-শিখ সম্প্রদায়ের। তাই জীবনের নতুন পদক্ষেপে ধর্মগুরুর আশীর্বাদ চেয়েছিলেন। তাঁদের আমন্ত্রণে হাজির হয়েছিলেন গিয়ানি হরপ্রীত সিং। ধর্মীয় গানের আয়োজন করা হয়েছিল বাগদানের অনুষ্ঠানে। মাথায় ঘোমটা দিয়ে আনত মাটিতে বসেছিলেন পরিণীতি। অন্যদিকে রাঘব মাথা ঢেকেছিলেন রুমালে।
প্রার্থনা সংগীত শেষে রাঘব পরিণীতি অরদাস করেছেন ঈশ্বরের কাছে। এরপর আংটি বদল করেছেন। এরপর অবশ্য হালকা মেজাজে কেক কেটেছেন। তারপর জমাটি অনুষ্ঠান হয়েছে। গান গেয়েছেন মিকা সিং। একে অপরের সঙ্গে হাত ধরে নেচেছেন রাঘব-পরিণীতি। সেই ভিডিও দেখেছে নেটিজেনরা। এখনও বাগদানের ছবি দেখে মন ভরে যাচ্ছে নেটিজেনদের।
সমস্ত জল্পনাকে সত্যি করে ১৩ মে বাগদান সারেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। বাগদানে উপস্থিত ছিলেন পরিণীতি এবং রাঘবের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিত্বরা। যে নেটিজেন এতদিন তাঁদের প্রেম নিয়ে কেবল জল্পনা বুনে গিয়েছেন, তাঁরা এই প্রথম প্রকাশ্যে দেখতে পেয়েছেন রাঘব পরীর প্রেম। তাঁরা একে অপরের হাত ধরেছেন প্রকাশ্যে। আদর চুম্বন এঁকেছেন গালে। বাগদানে যে তাঁরা ভীষণ খুশি সেই ঝলক দেখেছে অনুরাগীরা।
তবে বাগদানের পাট চুকে গিয়েছে শনিবারে। ভীষণ ব্যস্ত রাঘব-পরিণীতি। তাই কিছুটা সময় একসঙ্গে কাটিয়ে এবার ফিরতে হবে কাজে। রাঘব আবারও রাজনীতির চর্চা শুরু করবেন। অন্যদিকে পরিনীতিকেও ফিরতে হবে শ্যুটিংয়ে। বুধবার সকালে দিল্লি থেকে বিমানে উড়ে যাচ্ছেন পরিণীতি। তবে হৃদয় ভারাক্রান্ত। তাই উড়ে যাওয়ার সময় দিল্লি বিমানবন্দরের ছবি তুলেছেন। দিল্লিকে বিদায় জানিয়েছেন, একইসঙ্গে রাঘবের জন্য রেখে গিয়েছেন প্রণয়ের চিহ্ন।
পরিণীতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি পোস্ট করে লিখেছেন, 'বিদায় দিল্লি, হৃদয় রেখে যাচ্ছি।' নেটিজেনদের আর বুঝতে বাকি নেই, পরীর হৃদয় আসলে রাঘব। তাঁকে ছেড়ে যেতেই মন কাঁদছে পরীর।
পরিণীতি এবং রাঘবের সম্পর্কের জোর চর্চা চলেছিল বেশ কিছু মাস ধরে। রেস্তোরাঁর বাইরে, এয়ারপোর্টের বাইরে আবার কখনও আইপিএলের খেলা দেখতে স্টেডিয়ামেও দেখা মিলেছিল দুই তারকার। গুঞ্জন শুরু হয়েছিল, একদা একসঙ্গে বিদেশে পড়তে যাওয়া দুই বন্ধু বর্তমানে একে অপরের প্রেমে মজেছেন। এই বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী পরিণীতি (Parineeti Chopra)। আপ সাংসদ রাঘব (Raghav Chadha) সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, 'আমরা বিয়ে করলে আপনাদের ডাকব।' সব জল্পনাকে সত্যি করে ১৩ মে বাগদান সারেন তাঁরা।
বাগদান শেষে রাঘব এবং পরিণীতি সামাজিক মাধ্যমে নিজেদের বেশ কিছু রোম্যান্টিক ছবি পোস্ট করেছিলেন। ছবিতে স্পষ্ট দুজনের আঙুলে বাগদানের আংটি। বাগদানের বেশ কিছু ভিডিও প্রকাশিত হয়ে সামাজিক মাধ্যমে। পরিণীতি এবং রাঘব যে একে অপরের প্রেমে ডুবে গিয়েছেন সেই প্রমাণ দিয়েছেন জনসমক্ষে। অভিনেত্রী এবং রাজনীতিক একেবারে গোপনে বাগদান সেরেছেন ঠিকই। তবে সোমবার সকালে একটি বিশেষ বার্তা দিয়েছেন সামাজিক মাধ্যমে।
রাঘব এবং পরিণীতি দুজনেই নিজেদের সামাজিক মাধ্যমে বিশেষ বার্তা দিয়ে একটি পোস্টার আপলোড করেছিলেন। দুটো পোস্টেরই সারমর্ম এই যে, 'গত বেশ কয়েকটি সপ্তাহে ভালোবাসা এবং সদর্থক প্রতিক্রিয়া পেয়ে আমরা আপ্লুত। বিশেষ করে আমাদের বাগদানে। আমরা দুজনেই আলাদা জগৎ থেকে আসছি। আমাদের মিলনের সঙ্গে যে দুই জগতের মিলন ঘটেছে, এতেই আমরা খুশি।'
হবু দম্পতি আরও লিখেছেন, 'আমরা যা কিছু দেখেছি, পড়েছি তাঁর জন্য আপনাদের ভালোবাসা জানিয়ে শেষ করতে পারব না। ' এই পোস্টে সাংবাদিকদেরও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন পরিণীতি-রাঘব।
শনিবার রাতে গোটা নেট দুনিয়া মুগ্ধ হল রাঘব (Raghav Chadha) ও পরিণীতির (Parineeti Chopra) বাগদানের ছবিতে। গত এক মাস ধরে রাঘব পরিণীতিকে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে যত্রতত্র। তবে সম্পর্ক নিয়ে মুখে তালা দিয়েছিলেন দু'জনেই। ১৩ মে তাঁরা বাগদান সারবেন, এই খবর জানা গিয়েছিল আগেই। অবশেষে শনিবারের গোধূলি বেলায়, মাহেন্দ্রক্ষণে একে অপরের হাতে পরিয়ে দিলেন আংটি। একসঙ্গে জীবনের আরও একটি ধাপে পদার্পণ করলেন রাঘব-পরিণীতি। অবশ্য শুধু আংটি বদল নয়, 'ওয়াহেগুরু'র আশীর্বাদ নিয়ে শুরু করলেন সহযাপনের প্রস্তুতি।
বাগদানে পরিণীতি এবং রাঘব দু'জনেই সিম্পল পোশাক পরেছিলেন। আইভরি রঙে সেজে উঠেছিলেন তাঁরা। বাগদানের পরের ভিডিও প্রকাশ পেতেই নেট দুনিয়া দেখতে পেলেন দুই তারকার আনন্দের ছোট ছোট মুহূর্ত। বাগদানের পর ঝলমলে পরিণীতি হবু বরের হাত ধরে গানে গলা মেলালেন, অন্যদিকে রাঘব বাগদত্তাকে এমন মিষ্টি মুহূর্তে দেখে গালে চুমু না খেয়ে থাকতে পারলেন না। ভিডিও সৌজন্যে: ভাইরাল ভিয়ানি।
বাগদানের পর সামাজিক মাধ্যমে নিজেদের সম্পর্কের ইজহার করলেন পরিণীতি রাঘব। ইনস্টাগ্রামে নিজেদের ছবি দিয়ে লিখেছেন, তাঁদের স্বপ্ন বাস্তবের কথা। এরপর তাঁদের বাগদানস্থল 'কপুরথালা হাউজ' থেকে বেরিয়ে পাপারাৎজিদের সঙ্গে সাক্ষাৎ করলেন যুগলে। দু'জনের মুখেই একগাল হাসি। কঠোর রাজনীতিবিদ যে পরিণীতির প্রেমে বুঁদ হয়ে রয়েছেন তা এই প্রথম দেখল নেটিজেনরা। হাজারও ক্যামেরার সামনে পরিণীতির গালে চুমু খেলেন রাঘব। সেই ভিডিও বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল। জানা গিয়েছে আগামী অক্টোবর মাসেই তাঁদের চার হাত এক হবে। ভিডিও সৌজন্যে: ভাইরাল ভিয়ানি।
পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডার (Raghav Chadda) সম্পর্ক নিয়ে জোর চর্চা চলেছে এতদিন ধরে। তাঁদের সম্পর্কের সঙ্গে জড়িয়ে গিয়েছিল ১৩ মে দিনটি। জানা গিয়েছিল, এই বিশেষ দিনেই বাগদান (Engagement) সারবেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপ সাংসদ রাঘব চাড্ডা। এই গুঞ্জনে মান্যতা দিয়েছিলেন বলি পাড়ার ব্যক্তিত্ব থেকে আম আদমি পার্টির রাঘব ঘনিষ্ঠ নেতা। পরিণীতি-রাঘব মুখে কিছু না বললেও, বাগদানের প্রস্তুতি চাপা থাকেনি।
শনিবার বিকেলে দুই তারকার বাগদানের আসর বসবে দিল্লিতে। শিখ ধর্ম মতেই বাগদান সারবেন তাঁরা। ১৫০ জনের মতো অতিথিকে আমন্ত্রণ করা হয়েছে। উপস্থিত থাকবেন রাঘব-পরিণীতির কাছের আত্মীয় স্বজন এবং রাজনৈতিক নেতারা। উপস্থিত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার সকালে দিল্লি পৌঁছেছেন পরিণীতির তুতো বোন প্রিয়াঙ্কা চোপড়া। বিকেল ৫টা থেকে শুরু হবে অনুষ্ঠান।
বাগদানে মনীশ মালহোত্রার পোশাক পরতে চলেছেন পরিণীতি। তাঁকে নাকি হালকা রঙের লেহেঙ্গায় দেখা যাবে আজকে। রাঘবকে দেখা যাবে পরিণীতির সঙ্গে মানানসই পোশাকে। বিখ্যাত এই ফ্যাশন ডিজাইনারও উপস্থিত থাকবেন পরিণীতি রাঘবের বাগদানে।
শিখ-মতে বাগদানের পর পার্টির আয়োজন করেছেন পরিণীতি রাঘব। অতিথিদের জন্য রয়েছে এলাহী খাবারের আয়োজন। কাবাব থেকে নিরামিষ পদ সব থাকবে সেখানে। আংটি বদল করেই নাকি সামাজিক মাধ্যমে নিজেদের সম্পর্কের ঘোষণা করবেন পরিণীতি এবং রাঘব।