Breaking News
Senior Citizen: কেউ আতঙ্কে, কেউ আবার দিব্যি আছেন, শহর কলকাতায় কেমন আছেন একাকী বয়স্করা?      cctv: ঘুমের ব্যাঘাত হওয়ায় মারধর! সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার বৃদ্ধার পরিচারিকা      Mamata: 'বাংলায় বিনিয়োগ করলে...' দুবাইয়ের মঞ্চ থেকে বিনিয়কারীদের পথ দেখালেন মমতা      Parineeti-Raghav:শনিবার সকাল ১০টা বাজতেই শুরু হল পরিণীতি-রাঘবের বিয়ের অনুষ্ঠান      Manish: শর্ত সাপেক্ষে জামিন পেলেন অনুব্রতর হিসেব রক্ষক মনীশ কোঠারি      Summon: পুর-নিয়োগ দুর্নীতিতে আরও ৩৪ পুর-কর্মীকে তলব, চাপে মদনের পুরসভা কামারহাটি      Anubrata: পিছল ইডির করা মামলা, মেয়ের মত অনুব্রতরও পুজো কাটতে চলেছে তিহারে      Court: আদালতে কিছুটা স্বস্তি রাজ্যের, সমবায় দুর্নীতির তদন্ত সিবিআইয়ে আস্থা সার্কিট বেঞ্চের      Nipah virus: নিপা আতঙ্ক এবার বাংলাতেও, বেলেঘাটা আইডিতে ভর্তি কেরল ফেরত পরিযায়ী শ্রমিক      Abhishek: ফের আদালতে ধাক্কা অভিষেকের, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় মিলল না বাড়তি সময়     

Neeraj

Neeraj: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ভারতীয় হিসেবে সোনা অর্জন নীরজের

সোনার ছেলের গলায় আরও এক সোনার মেডেল, হাতে তেরঙ্গা। এই ছবি দেখবে বলেই রবিবার মাঝরাতে জেগে ছিল গোটা দেশ, স্বপ্ন সত্যি হল। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে জ্যাভলিনে সোনা জিতলেন নীরজ চোপড়া। ৮৮.১৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে স্বর্ণপদক ছিনিয়ে নেন নীরজ।

নিজের দ্বিতীয় থ্রোতেই সর্বোচ্চ দূরত্ব জ্যাভলিনটি ছোড়েন নীরজ, প্রথম থ্রোটি ফাউল হয়। রুপো জিতলেন পাকিস্তানের নাদিম। পড়শি দেশের দুই বন্ধুর একই সঙ্গে সোনা-রুপো জয়ে বিশ্ব অ্যাথলেটিক্সের মঞ্চে তৈরি হল এক অন্য ছবি। ২০২১ সালের ৭ অগাস্ট অলিম্পিক্সে প্রথমবার দেশকে জ্যাভলিনে সোনা এনে দিয়েছিলেন নীরজ। এবার এনে দিলেন বিশ্ব অ্যাথলেটিক্স-এর মঞ্চে।

তাঁর বর্শায় বিশ্ব অ্যাথলেটিক্সের মঞ্চে মঙ্গলকাব্য তৈরি করেছে ভারত। সোনার ছেলে নীরজ চোপড়া জানিয়েছেন, তিনি অভিভূত। টোকিও তাঁকে প্রথম সোনা দিয়েছিল। পুশকাসের দেশ হাঙ্গেরি তাঁকে খালি হাতে ফেরালো না। তবুও নিজের থ্রো নিয়ে খুশি নন নীরজ।

তিনি জানিয়েছেন, এই জয় ভারতের জয়। তিনি দেশের জন্য গর্বিত। খুব খারাপ ছুঁড়েও সোনা পেয়েছেন। সোনা সবসময় সোনা বলেই মনে করেন ভারতের সেরা জ্যাভলার। নীরজ জানিয়েছেন, আবার নিজের সেরা নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফিরবেন। টার্গেট থাকবে ৯০ মিটার।

বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতেছেন নীরজ চোপড়া। রবিবার মধ্যরাতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৮৮.১৭ মিটার ছুঁড়ে সোনা পেয়েছেন নীরজ। এরআগে জিতেছিলেন ডায়মন্ড লিগ।

4 weeks ago
Neeraj: অনুশীলনে চোট পেলেন নীরজ, নাম তুললেন প্রতিযোগিতা থেকে

অনুশীলনে চোট পেলেন অলিম্পিকের (Olympic) সোনাজয়ী অ্যাথলেট নীরজ চোপড়া (Neeraj Chopra)। আসন্ন নেদারল্যান্ডসের প্রতিযোগিতায় খেলতে পারবেন না তিনি। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন নীরজ। যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন।

সোমবার চোট পাওয়ার কথা নিজেই জানিয়েছেন নীরজ। জ্যাভলিন তারকা লেখেন, "চোট খেলার অঙ্গ। সম্প্রতি অনুশীলনের সময় পেশিতে চোট পেয়েছি। চিকিৎসকদেরও পরামর্শ নিয়েছি। চোট যাতে আর না বাড়ে, তার জন্য কোনও ঝুঁকি নিতে চাইছি না।"

আগামী ৪ জুন থেকে নেদারল্যান্ডসে ফ্যানি ব্ল্যাঙ্কার্স কোয়েন প্রতিযোগিতা আছে। সেই প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন নীরজ। কয়েকদিন আগেই জ্যাভলিন ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে এসেছেন নীরজ।

4 months ago
Neeraj: রেকর্ড ব্রেক করলেন সোনার ছেলে নীরজ, কিন্তু স্বপ্নপূরণ অধরাই

যখন তিনি জ্যাভলিন ছুড়ছিলেন, তখন নীরজ, নীরজ (Niroj) চিৎকারে নিজে আচম্বিত হয়ে পড়েছিলেন, আত্মবিশ্বাস সঙ্গে ছিল, এত মানুষের ভালোবাসা ও ভরসার জোরেই হয়ত ডায়মন্ড লিগে জ্যাভলিন ছুড়ে ফের ইতিহাস লিখলেন তিনি। সোনার ছেলে নীরজ চোপড়া। শুক্রবার রেকর্ড ব্রেক করলেও এবারও তাঁর ৯০ মিটারের স্বপ্নপূরণ হল না। দোহায় তাঁর জ্যাভলিন (javelin throw) থামল ৮৮.৬৭ মিটার দূরত্ব অতিক্রম করে।

গতবছরও এই লিগে প্রথম পদক জিতেছিলেন নীরজ। সামনে এশিয়ান গেমস, তার আগে এই সাফল্য নিঃসন্দেহে নীরজকে বাড়তি অক্সিজেন জোগাবে তা বলার অপেক্ষা রাখে না। শুক্রবার দোহার সুহেম বিন হামাদ স্টেডিয়ামে প্রথমবার জ্যাভলিন ছুড়েই চমক দেন নীরজ। প্রথমবারেই তাঁর জ্যাভলিন চলে যায় ৮৮.৬৭ মিটার। ২০২২ সালে জুরিখের ডায়মন্ড লিগে সফলতা পেয়েছিলেন নীরজ।

শুক্রবার মোট ৬ বার জ্যাভলিন ছোড়েন। প্রথমবার সেটা যায় ৮৮.৬৭ মিটার। বাকিগুলো অতিক্রম করে যথাক্রমে ৮৬.০৪ মিটার, ৮৫.৪৭ মিটার, ৮৪.৩৭ মিটার ও ৮৬.৫২ মিটার। ম্যাচ শেষে সোনার ছেলে নীরজ বলেন, ‘ এখনও আমি নিজের সেরা ফর্মে পৌঁছতে পারিনি। তবে এই সোনা আমাকে আমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’

নীরজের এই সাফল্যে উদ্বেলিত গোটা দেশ। এই নিয়ে ম্যাচ শেষে নীরজ বলেন, ‘অনেক মানুষ আজ আমায় সমর্থন জানাতে গ্যালারিতে এসেছিলেন। তাঁদের আনন্দ দিতে পেরে আমি খুশি।’

5 months ago


Neeraj: ভিন্নরূপে নীরজ! রানওয়ে ছেড়ে ডান্স ফ্লোর কাঁপালেন সোনার ছেলে, দেখে নিন সেই ভিডিও

সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। এতদিন তাঁকে জ্যাভলিনের (Javelin) রানওয়েতে একের পর এক রেকর্ড গড়তে দেখা গিয়েছে। টোকিও অলিম্পিক্সে সোনা জিতে ভারতের মুখ বিশ্বদরবারে উজ্জ্বল করেছেন তিনি। তবে এবারে তাঁকে এক অন্য মুডে, অন্য ছন্দে দেখা গেল। এককথায়, তাঁর যেন এক অন্য রূপ সবার সামনে ফুটে উঠল, যা দেখে 'ফিদা' নেটিজেনরা। নীরজকে এবারে রানওয়ে ছেঁড়ে ডান্স ফ্লোর কাঁপাতে (Dance) দেখা গেল। আর এই ভিডিও সমাজমাধ্যমে (Social Media) ঝড়ের গতিতে ভাইরাল।

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)


মুম্বইয়ের জুহুতে ভারতীয় ক্রীড়াজগতের এক অনুষ্ঠানে এসেছিলেন স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া। সেখানেই তাঁকে জনপ্রিয় কিছু ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সঙ্গে হার্ডি সান্ধুর 'বিজলি বিজলি' গানের সঙ্গে পা মেলাতে দেখা গিয়েছে। এই ভিডিও সমাজমাধ্যমে রাতারাতি ভাইরাল। মেয়েরা খাচ্ছে 'ক্রাশ'। এই ভিডিওতে ইতিমধ্যেই ৫০ হাজারের কাছাকাছি লাইক পড়েছে। আর বয়ে গিয়েছে কমেন্টের বন্যা। কেউ কমেন্টে দিয়েছে হার্ট ইমোজি। কেউ বলেছেন, 'কবুল হ্যাঁ'। আবার কেউ লিখেছেন, নীরজ তাঁদের এখন ক্রাশ হয়ে গিয়েছে। 

এর আগেও নীরজকে টিভির পর্দায় বিজ্ঞাপনে দেখা গিয়েছিল। তাঁর সেই রূপ, অভিনয় তাক লাগিয়ে দিয়েছিল নীরজ অনুরাগীদের। আর এবারে কোমর দুলিয়ে ডান্স ফ্লোর কাঁপালেন নীরজ।  

6 months ago
Commonwealth Games: কমনওয়েলথ গেমসের জন্য দুঃসংবাদ! চোটের কারণে অংশই নেবেন না নীরজ চোপড়া

সম্প্রতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships) ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। দ্বিতীয় ভারতীয় পুরুষ অ্যাথলিট হিসেবে রূপো জিতেছেন হরিয়ানার (Haryana) এই তরুণ। তবে বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে কুঁচকিতে চোট পেয়েছিলেন নীরজ। আর তার জেরেই এবার কমনওয়েলথ গেমসে (commonwealth games) নামতে পারবেন না তিনি। পদক জয়ের আশায় থাকা ভারতবাসী হতাশ হয়েছেন বলাই যায়।

ভারতের অলিম্পিক্স সংস্থার মহাসচিব রাজীব মেহতা বলেন, এবারের কমনওয়েলথ গেমসে খেলতে পারবেন না সোনার ছেলে নীরজ। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোট পান তিনি। সে কথা নিজেই জানিয়েছেন নীরজ। যে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিশ্বচ্যাম্পিয়নশিপে ৮৮.১৩ মিটার দূরত্বে থ্রো করে রূপো নিশ্চিত করেন নীরজ চোপড়া। তবে টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী, সোনা জয় থেকে কিছুটা পিছিয়ে পড়ায় হতাশ হলেও দেশবাসী খুশি তাঁর এই জয়ে। ২০০৩ সালে অঞ্জু ববি জর্জের পর বিশ্বচ্যাম্পিয়নশিপে আবার পদক জয় ভারতের।

প্রসঙ্গত, নীরজ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম থ্রোতে ৮৮.৩৯ মিটার ছুঁড়ে ফাইনালে নিজের জায়গা পাকা করেছিলেন। ২০১৭-এর পর এই প্রথমবার তিনি নামলেন। ২০১৯-এ চোটের কারণে অংশ নিতে পারেননি।

one year ago


Neeraj Chopra: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। দ্বিতীয় ভারতীয় পুরুষ অ্যাথলিট হিসেবে রুপো জিতলেন পানিপথের এই তরুণ। ৮৮.১৩ মিটার দূরত্বে থ্রো করে রুপো নিশ্চিত করেন নীরজ চোপড়া। তবে টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী সোনা জয় থেকে কিছুটা পিছিয়ে পড়ায় হতাশ হলেও দেশবাসী খুশি তাঁর এই জয়ে। ২০০৩ সালে অঞ্জু ববি জর্জের পর বিশ্বচ্যাম্পিয়নশিপে আবার পদক জয় ভারতের।

এদিন শুরুটা যদিও খুব একটা ভালো হয়নি নীরজের। তিনি নিজের প্রথম থ্রো-টি ফাউল করেন এদিন। সেখানে গ্রেনাডার জ্যাভলিন থ্রোয়ার অ্যান্ডারসন পিটারস ৯০.২১ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে নিজের পদক একপ্রকার নিশ্চিত করে দিয়েছিলেন। এরপর দ্বিতীয় ও তৃতীয় সুযোগে নীরজ যথাক্রমে ৮২.৩৯ ও ৮৬.৩৭ মিটার দূরত্ব অতিক্রম করেন। চতুর্থ পদক্ষেপে ৮৮.১৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে নিজের রুপো নিশ্চিত করেন নীরজ। তবে এদিন ২ বার ফাউল থ্রো করেছিলেন এই তরুণ। নিজের সেরা থ্রো ৯০.৫৪ মিটার ছুঁড়ে সোনা নিশ্চিত করেন পিটারস। চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভালদেজ ৮৮.০৯ মিটার জ্যাভলিন ছুঁড়ে ব্রোঞ্জ জেতেন। এদিন ভারতের আরেক জ্যাভলিন থ্রোয়ার রোহিত যাদবও ফাইনালে উঠেছিলেন। কিন্তু প্রথম তিনটি থ্রোয়ের পরই ছিটকে যান তিনি।

উল্লেখ্য, নীরজ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম থ্রোতে ৮৮.৩৯ মিটার ছুঁড়ে ফাইনালে নিজের জায়গা পাকা করেছিলেন। ২০১৭-এর পর এই প্রথমবার তিনি নামলেন। ২০১৯-এ চোটের কারণে অংশ নিতে পারেননি।

one year ago
Neeraj Chopra: ফের সোনা জয়, প্রতিকূল পরিস্থিতিতে বাজিমাত নীরজের

টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। এবার আরও একবার সোনা জিতলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। শনিবার ফিনল্যান্ডের কুওর্তান গেমসে সোনার পদক হাসিল করলেন পানিপথের তরুণ এই ভারতীয় অ্যাথলিট। ৮৬.৬৯ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়লেন নীরজ। অতিসম্প্রতি তিনি জাতীয় রেকর্ডও গড়েছেন। তবে সেই প্রতিযোগিতায় সোনা জেতা হয়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নীরজ জানিয়েছিলেন, তিনি ৯০ মিটার দূরত্ব অতিক্রম করতে মরিয়া। কমনওয়েলথ গেমসের আগে নীরজ সেই লক্ষ্যে আরও কিছুটা এগিয়ে গেলেন বলা যায়। এই অবস্থায় প্রথম পদক্ষেপেই ৮৬.৬৯ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন নীরজ। যদিও নিজের তৃতীয় পদক্ষেপে পা পিছলে পড়ে গিয়েছিলেন নীরজ। তবুও তাঁর সোনা জয় কেউ আটকাতে পারেনি। নীরজের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি টুইট করেছেন,'আরও একবার সোনা জিতেছেন নীরজ। অসাধারণ চ্যাম্পিয়ন।'

উল্লেখ্য, কিছুদিন আগেই নিজের নতুন ইউটিউব চ্যানেল লঞ্চ করেছিলেনন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী এই জ্যাভলিন থ্রোয়ার পরবর্তী প্রজন্মকে জ্যাভলিনে উদ্বুদ্ধ করতে ও বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করতেই এই উদ্যোগ নিয়েছেন। নিজের ওয়ার্ক আউট থেকে শুরু করে নানারকম কার্যকলাপের ছোট ছোট ভিডিও করে সেই চ্যানেলে পোস্ট করবেন নীরজ।

one year ago
Neeraj Chopra: টোকিও অলিম্পিক্সয়ের নিজের রেকর্ড ভেঙে জাতীয় রেকর্ড নীরজ চোপড়ার

এর আগে টোকিওতে ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতেছিলেন নীরজ। মঙ্গলবার নিজের গড়া রেকর্ডকেই ছাপিয়ে গেলেন তিনি। এবার ট্র্যাকে ফিরে জাতীয় রেকর্ড তৈরি করলেন নীরজ চোপড়া। পাভো নুরমি গেমসে দ্বিতীয় চেষ্টায় ৮৯.৩০ মিটার দূরত্ব অতিক্রম করেন পানিপথের এই তরুণ।

যদিও দ্বিতীয় থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। ফিনল্যান্ডের অলিভার হেল্যান্ডার প্রথম হয়েছেন। তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ ৮৯.৮৩ মিটার থ্রোয়ে। বিশ্ব চ্যাম্পিয়ন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স তৃতীয় হয়েছেন ৮৬.৬০ মিটার ছুঁড়ে।

মঙ্গলবার নীরজের ৮৯.৩০ মিটার জ্যাভলিন থ্রো এবছর বিশ্বে পঞ্চম সেরা।

প্রসঙ্গত, ২৪ বছরের নীরজ টোকিও অলিম্পিকের পর প্রথম কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামলেন। সোনা জয়ের পর দীর্গদিন কোনও প্রতিযোগিতায় অংশ নেননি। নিজেকে আগামীর জন্য প্রস্তুত করছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের চুলা ভিস্তা ট্রেনিং সেন্টারে গিয়ে তিনি প্রশিক্ষণ নেন। ১৪ কেজি ওজন কমিয়ে ফের ট্র্যাকে নামেন নীরজ। আর নেমেই জাতীয় রেকর্ড ভাঙলেন সোনার ছেলে।

চোপড়া সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বলেছিলেন, তিনি ৯০ মিটারের ওপরে নিক্ষেপ করার কথা ভেবে নিজেকে চাপের মধ্যে ফেলবেন না। বরং প্র্যাক্টিসের মাধ্যমে সে জায়গাটা অর্জন করতে চান। 

পাভো নুরমি গেমসের নামকরণ করা হয়েছে কিংবদন্তী ফিনিশ মিডল অ্যান্ড লং ডিসটেন্স রানারের নামানুসারে। এটি একটি বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর গোল্ড সিরিজ ইভেন্ট, যা ডায়মন্ড লিগ মিটিংয়ের বাইরে সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাগুলির মধ্যে একটি।

one year ago