Breaking News
ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...      NIA: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ NIA     

NatuNatu

Oscar: অস্কারজয়ী 'নাটু নাটু' গায়ক ক্ষমা চাইলেন সিনেমার দুই নায়কের কাছে, কিন্তু কেন?

৯৫তম অস্কারের (Oscar) মঞ্চে সেরা সঙ্গীত হিসাবে নির্বাচিত হয়েছে দক্ষীণের ছবি আরআরআর-এর 'নাটু নাটু'। আর তা নিয়েই মঞ্চে এক জমকালো পারফরম্যান্স রেখেছেন গানটির কণ্ঠশিল্পী কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ। এমনকি একের পর এক উচ্ছ্বসিত পোস্টও দেখা গিয়েছিল এই নিয়ে। এমনকি ভারতীয় উপস্থাপক হিসাবে মঞ্চে ছিলেন দিপীকা পাডুকোন। তাঁর ঘোষণার পরই ১২ মার্চ মঞ্চে ওঠেন ‘নাটু নাটু’ শিল্পীরা। সিনেমায় নাটু নাটু গানটি কালা ভৈরবেরই গাওয়া তারপরেও কেন ক্ষমা চাইতে হল গায়ককে? এই নিয়ে সমাজমাধ্যমে দেখা গেল তাঁর দীর্ঘ পোস্ট।  

এই ছবির পরিচালক রাজামৌলি নাটু নাটু গানের কম্পোজার কিরাবাণী-সহ সকলকে ধন্যবাদ জানালেও দুই প্রধান অভিনেতা রাম চরণ এবং জুনিয়র এনটিআর-এর নাম নিতে ভুলে গিয়েছিলেন। তাই নিজের ভুল শুধরে ক্ষমা চেয়ে টুইট করে লিখেছেন, “আমার কোনও সন্দেহ নেই যে, রামচরণ এবং জুনিয়র এনটিআর ‘আরআরআর’ এবং ‘নাটু নাটু’র সাফল্যের কারণ। আমি কেবল তাঁদেরকেই ধন্যবাদ জানিয়েছিলাম, যাঁরা অ্যাকাডেমি মঞ্চে পারফর্ম করার সুযোগ পেতে সাহায্য করেছিলেন। আর কিছুই নয়। কিন্তু আমি দেখছি, একটা ভুল বার্তা পৌঁছেছে। সে কারণে আমি সকলের কাছে ক্ষমা চাইছি আমার শব্দচয়নের জন্য।”

সিনেমার অভিনেতা রাম চরণ এবং জুনিয়র এনটিআর-এর অনুরাগীদের কাছে নিজের দোষ স্বীকার করলেন কালা ভৈরব। তিনি বলেন, সুরেও রয়েছে ভারতীয় সংস্কৃতির মাদকতা, যা পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবিকেও আন্তর্জাতিক উচ্চতা দিয়েছে। তাই সবাই মিলেই গর্বের ভাগিদার হয়েছেন। কেবল মাত্র মঞ্চে উঠে তিনি আর রাহুল পারফর্ম করেছেন বলে বাকিদের নাম সমাজমাধ্যমে উল্লেখ না করা অন্যায় হয়েছে তাঁর, এই বলেই ক্ষমা চাইলেন গায়ক।

এই ছবিতে দুই তারকার অনবদ্য পারফরম্যান্সই এই গানের দৃশ্যের আকর্ষণ, যা বিশ্ববাসীর মন কেড়েছে। এমনকি তারকাদের রসায়নও মুগ্ধ করেছে দর্শকদের। তবে জানা গিয়েছে, এই দুই তারকার মধ্যে নাকি দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা। আবার অস্কারের গৌরবে নাকি তা আরও জরালো হয়েছে। এ নিয়ে একাধিক প্রতিবেদন পড়ে শেষমেশ মুখ খুললেন রাম চরণ। 

রামচরণ জানান, “অনেক অল্প বয়স থেকে এনটিআরকে চিনি, তখন আমরা খুব ছোট ছিলাম। তবে চার-পাঁচ বছর আগে আমরা খুবই ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিলাম। আমি জানতামই না এনটিআর-এর সঙ্গে কাজ করতে চলেছি। এমনকি দু’জনের মধ্যে কে প্রথম ফোন পেয়েছিল আমি তাও জানিনা। আমি যখন রাজামৌলির বাড়িতে যাই, দেখি এনটিআর বসে আছে। তখন রাজামৌলি জানান ছবিতে তিনি দু’জনকেই নেওয়া হয়েছে। রাজামৌলি না হয়ে অন্য কোনও পরিচালক হলেও আমরা কোনও না কোনও দিন একই ভাবে কাজ করতাম।”

রাম চরণ আরও বলেন, “অনেকে বলেন, দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে আমাদের দুই পরিবারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। আমরা কখনও এটা ব্যক্তিগত ভাবে গায়ে মাখিনি। আমাদের একসঙ্গে নিয়ে কাজ করার বিষয়ে কারও ভরসার প্রয়োজন ছিল। রাজামৌলিই সেই মানুষ। তাঁর জন্যেই এটা সম্ভব হয়েছে।”

one year ago
Rehman: প্রসঙ্গ আরআরআর, 'ভারত থেকে ভুল ছবি অস্কারে যায়', অকপট রহমান

৯৫তম অস্কার পুরস্কার মঞ্চে ভারতের ঝুলিতে জোড়া অস্কার। প্রথম ভারতীয় ছবি হিসেবে 'আরআরআর'-র নাটু নাটু গান অস্কার জিতেছে। কিন্তু ভারত থেকে ঠিক ছবি অস্কারের জন্য পাঠানো হচ্ছে না বলে মনে করেন এআর রহমান। তেরো বছর আগে তাঁর হাতেও অস্কার উঠেছিল। নেপথ্যে স্লাম ডগ মিলিওনিয়রের 'জয় হো' গানের মিউজিক। 

রহমানকে এক সাক্ষাৎকারে এসে বলতে শোনা যায়, 'যে ধরনের ভারতীয় ছবি অস্কারে পাঠানো উচিত তেমন ছবি পাঠানো হচ্ছে না। আমরা ভুল করছি। আমরা খালি নিজেদের মতো করে ভাবছি। কখনও কখনও অন্য জুতোতেও পা গলাতে হয় বইকি!' আরআরআর ছবির নাটু-নাটু গানটি অস্কার পেলে দেশের ভালোই হবে এই কথা আগেই বলেছিলেন রহমান। তিনি আরও জানান, 'যদি পশ্চিমের দেশগুলিতে ভালো সিনেমা, ভালো গান করতে পারে। তবে ভারতে কেন হবে না?'

আমরা ওঁদের সঙ্গীত শুনলে, 'ওদের সিনেমা দেখি, ওরা কেন আমাদের দেখবে না? তাই ভাল মানের শিল্প সৃষ্টির দিকে জোর দিয়েছিলেন এআর রহমান।'  

one year ago
Modi: টিম নাটু-নাটু এবং এলিফ্যান্ট হুইস্পার্সকে মোদীর শুভেচ্ছা, ট্যুইটে কী লিখলেন

১৪ বছর পর রেড কার্পেটে জয় হিন্দ ধ্বনি। ভারতের ঝুলিতে জোড়া অস্কার (Oscar2023)। সেরা গানে অস্কার জয় নাটু-নাটুর (Natu Natu Song) আর ছোট তথ্যচিত্র বিভাগে অস্কার জয় 'দা এলিফ্যান্ট হুইস্পার্সের'। এদিকে অস্কার মঞ্চে ভারতের এই বিশ্বজয়কে কুর্নিশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। অস্কারজয়ীদের টুইট করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। ‘নাটু নাটু’র জয় প্রসঙ্গে তিনি লেখেন, 'ব্যতিক্রমী। বিশ্বব্যাপী জনপ্রিয়তা নাটু নাটুর। এটা এমন একটা গান, যেটা আগামী বহু বছর ধরে শ্রোতার মনে থেকে যাবে। এমএম কীরাবনী এবং চন্দ্র বোস-সহ পুরো টিমকে এই জয়ের জন্য শুভেচ্ছা। ভারত আপ্লুত এবং গর্বিত।'

অপরদিকে গুনীত মোঙ্গা প্রযোজিত ‘দা এলিফ্যান্ট হুইস্পার্স’ ছোট তথ্যচিত্রে অস্কার জিতেছে। দক্ষিণ ভারতের এক আদিবাসী দম্পতি বোমান এবং বেলির কাছে রঘু নামে এক হাতি শাবকের বেড়ে ওঠার কাহিনী তুলে ধরেছে এই তথ্যচিত্র। এই তথ্যচিত্রকে কুর্নিস জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, 'এই সম্মানের জন্য কার্তিকী এবং গুনীত-সহ পুরো টিমকে শুভেচ্ছা। আপনাদের কাজের মধ্যে দিয়ে খুব সুন্দর ভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা এবং তার উন্নতির গুরুত্বের উপর আলোকপাত করা হয়েছে।'

one year ago


Oscar: জয় হিন্দ! সেরা সং নাটু-নাটু আর সেরা ছোট তথ্যচিত্রে অস্কার ভারতের

১৪ বছরের খরা কাটিয়ে অস্কার জয় (Won Oscar) ভারতের। প্রথম থেকেই সম্ভাবনা ছিল। এবার অপেক্ষার অবসান। 'RRR'-ছবির 'নাটু নাটু' গানের মুকুটে নয়া পালক। ফের সেরার পুরস্কার ছিনিয়ে নিয়ে এসেছে। এর আগে গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছিল রাজামৌলীর 'RRR' ছবির 'নাটু নাটু' গানটি। এক কথায়, এবার রেকর্ড গড়েছে 'RRR'। বেস্ট অরিজিনাল সংয়ের পুরস্কার জিতে নিয়েছে অস্কারের মঞ্চে। উচ্ছ্বসিত গোটা দেশ।

অন্যদিকে, সোমবার লস অ্যঞ্জলসের ডলবি থিয়েটারে ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ডকুমেন্টরি শর্ট বিভাগে সেরা তথ্যচিত্র হিসাবে সম্মানিত হল 'The Elephant Whisperers'। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক কার্তিকি গঞ্জালভিজ। প্রযোজক গুনিত মঙ্গা। মানুষ আর পশুর মধ্য সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হয়েছে এই তথ্যচিত্র। হাতিদের রক্ষা করার বিশেষ বার্তাই দিয়েছে এই তথ্যচিত্রটি। ওদিকে অস্কার পেয়ে আপ্লুত প্রযোজক গুনিত মঙ্গা। টুইটে তিনি লেখেন, “ভারতীয় প্রযোজক হিসেবে এই প্রথম কেউ অস্কার পেল। দুজন নারীর জয় এটা। এখন কাঁপছি।”

রবিবার রাত থেকেই শ্বাসরোধ ছিল গোটা ভারতবাসীর। মোট তিন মনোনয়ন, সোমবার ভোর হতেই শুরু হয়ে যায় কাউন্টডাউন। মনোনয়ন পাওয়ার খবর শেয়ার করে আরআরআর-এর পক্ষ থেকে জানান হয়েছিল, ‘নাট্টু নাট্টু’ শ্রেষ্ঠ অরিজিনাল সং বিভাগে মনোনয়ন পেয়েছে। এই খবর শেয়ার করে আমরা গর্বিত। আন্তর্জাতিক এই পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন সুরকার কিরাবাণী।' গান গেয়েই তিনি ধন্যবাদ জানান পরিচালক এস এস রাজামৌলি ও ‘RRR’ সিনেমার গোটা টিমকে।

one year ago