Breaking News
ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষকের বাড়িতে ইডি হানা!      Ragging: যাদবপুরে ফের র‍্যাগিংয়ের অভিযোগ! প্রথম বর্ষের ছাত্রকে ফোন করে দেওয়া হত হুমকি...      Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান      SSKM: বেড নেই এসএসকেএম-এ! দেড় বছরের শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে      BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!     

NarendraModi

Namo Bharat: দেশের প্রথম আরআরটিএস-এর উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে, 'নমো ভারত'-এ স্কুলপড়ুয়াদের সঙ্গে চড়লেন মোদী

ভারতের প্রথম রিজিওনাল র‌্যাপিড ট্রানজিট সিস্টেম (RRTS) 'নমো ভারত'-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ২০ অক্টোবর, শুক্রবার সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ এই ট্রেনকে সবুজ পতাকা দেখান প্রধানমন্ত্রী। আঞ্চলিক সেমি-হাইস্পিড ট্রেনের প্রথমে নামকরণ করা হয়েছিল র‍্যাপিড-এক্স। উদ্বোধনের আগের দিনই ট্রেনের নাম বদলে রাখা হয় 'নমো ভারত' (Namo Bharat)।

উত্তরপ্রদেশের সাহিবাবাদ থেকে দুহাই ডিপো স্টেশন পর্যন্ত চালানো হবে এই আঞ্চলিক র‌্যাপিড ট্রেনটি। উদ্বোধনের পর এদিন এই ট্রেনে সফরও করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিল স্কুলপড়ুয়া কচিকাঁচার দল। তাদের সঙ্গে খোশ মেজাজে গল্প করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। পাশাপাশি র‌্যাপিড-এক্স ট্রেনের কর্মীদের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে। সব মিলিয়ে এদিন প্রধানমন্ত্রীক এক অন্য মুডেই দেখা যায়।


উল্লেখ্য, সতেরো কিমি দীর্ঘ দিল্লি-গাজিয়াবাদ-মিরাট আরআরটিএস করিডর এদিনের উদ্বোধনের পরে ২১ অক্টোবর থেকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। ২০১৯-এর ৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি-গাজিয়াবাদ-মিরাট আরআরটিএস করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

2 months ago
DA: মোদী সরকারের উপহার! উৎসবের মরশুমে বৃদ্ধি করা হল মহার্ঘ ভাতা

উৎসবের মরশুমে খুশির খবর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটালো মোদী সরকার (Modi Government)। দীপাবলির আগেই বৃদ্ধি করা হল মহার্ঘ ভাতা (DA Hike)। সূত্রের খবর, ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে ডিএ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বৃদ্ধিতে অনুমোদন দেওয়া হয়েছে। মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা ৪২ শতাংশ থেকে ৪৬ শতাংশে পৌঁছে গিয়েছে। তবে এখনও এই বিষয়ে সরকারিভাবে ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হবে।

সূত্রের খবর, ১৮ অক্টোবর, ২০২৩ বুধবার একটি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে মহার্ঘ ভাতা বৃদ্ধি অনুমোদন করা হয়েছে। মহার্ঘ ভাতা বৃদ্ধির সঙ্গে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের অক্টোবর মাসের বেতন দেওয়ার সম্ভাবনা রয়েছে। আবার গত ১ জুলাই থেকে নতুন হারে ডিএ কার্যকর হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। অর্থাৎ আগামী নভেম্বর মাস থেকেই বেতন বাড়বে তাঁদের। জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ধিত ডিএ-র টাকা যুক্ত হবে কর্মীদের বেতনের সঙ্গে। জুলাই থেকে সেপ্টেম্বরের বকেয়াও কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের অক্টোবর মাসের বেতনের সঙ্গেই দেওয়া যেতে পারে বলে সূত্রের খবর।

2 months ago
ISRO: ২০৪০ সালের মধ্যেই চাঁদে পাঠানো হবে মানুষ! ইসরোকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০৪০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠানোর চেষ্টা করবে ভারত, চন্দ্রযান-৩-এর সাফল্যের পরই ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) আরও জানালেন, ২০৩৫ সালের মধ্যে স্পেস স্টেশন তৈরির নকশাও বানাতে হবে ইসরোকে। আজ অর্থাৎ মঙ্গলবার, ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গগনযান মিশনের প্রথম প্রদর্শনী উড়ানের প্রস্তুতি পর্যালোচনা করেন। গগনযান মিশনের লক্ষ্য, মহাকাশে মানুষ পাঠানো। পর্যালোচনা বৈঠকেই প্রধানমন্ত্রী বিজ্ঞানীদের জানান, ২০৪০ সালের মধ্যেই চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিতে হবে ইসরোকে।

সূত্রের খবর, ১৭ অক্টোবর, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের মহাকাশ গবেষণার নানা দিক খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। মূলত, গগনযান মিশনের নানা দিক নিয়ে আলোচনা হয় সেই বৈঠকে। এর পরই ২০৪০ সালের মধ্যে চাঁদে প্রথম ভারতীয় পাঠানোর সময় বেঁধে দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, ২০৩৫ সালের মধ্যে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন বা ইন্ডিয়ান স্পেস স্টেশন তৈরি করার কথাও জানালেন তিনি। তবে শুধু চাঁদ নয়, মঙ্গল এবং শুক্রগ্রহেও অভিযানের জন্যও বিজ্ঞানীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ফলে সত্যিই কি ২০৪০ সালের মধ্যে চাঁদের প্রথম ভারতীয় নভোশ্চর পৌঁছতে পারবে কিনা, তারই অপেক্ষায় থাকবে সারা দেশবাসী।

2 months ago


Narendra Modi: নবরাত্রিতে গান লিখলেন নরেন্দ্র মোদী! মহালয়ার দিন মুক্তিও পেল 'গারবো'

এবারে এক অন্য রূপে দেখা গেল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)। দেশের প্রধানমন্ত্রী যে গান লিখতেও জানেন, তা প্রায় অনেকেরই অজানা। ঠিকই শুনছেন, গুজরাতি ভাষায় একটি গোটা গান লিখে ফেলেছেন মোদী। আবার সেটি মহালয়ার দিন মুক্তিও পেল। ইতিমধ্যেই সেই গানের ভিউ ১০ লক্ষ পেরিয়ে গিয়েছে। গানটির নাম 'গারবো' (Garbo), গানটি লিখেছেন অর্থাৎ গীতিকার নরেন্দ্র মোদী, গেয়েছেন ধ্বানি ভানুশালি ও সংগীত পরিচালক তনিষ্ক বাগচি।

গীতিকার হিসাবে সংগীত জগতে ডেবিউ করাতে অবাক প্রায় সকলেই। শনিবার  মহালয়া দিন তথা দেবীপক্ষের সূচনালগ্নে তাঁর গান লেখার কথা সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে ভাগ করে নেন ও সঙ্গে গানটির ভিডিও শেয়ার করেন মোদী। তিনি ক্যাপশনে ভিডিও শেয়ার করে সংগীত পরিচালক তনিষ্ক বাগচি ও ধ্বানি ভানুশালিকে ধন্যবাদ জানিয়েছেন।

গানটি প্রকাশের পরেই ভক্তদের কমেন্টস সেকশনে মন্তব্যের বন্যা বইতে শুরু করে। ইতিমধ্যেই মোদীর লেখা গান ১০ লক্ষের বেশি মানুষ দেখেছেন। আবার নরেন্দ্র মোদীর এই প্রতিভা দেখে প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রধানমন্ত্রীর এমন কাজ অনুপ্রেরণামূলক বলেও জানান তিনি।

2 months ago
Modi: দেবভূমি সফরে মোদী, শঙ্খ-ঘণ্টা-ডুগডুগি বাজিয়ে শিব-পার্বতীর পুজো-অর্চনায় মগ্ন প্রধানমন্ত্রী

একগুচ্ছ প্রকল্প নিয়ে উত্তরাখণ্ড (Uttarakhnad) সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে গিয়ে তিনি শিব-পার্বতীর আরাধনায় মগ্ন ছিলেন। এদিন উত্তরাখণ্ডের পিথোরাগড়ে পার্বতী কুণ্ডে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আদি-কৈলাশের কাছে মাথা নত করে আশীর্বাদ কামনা করেন তিনি। তাঁকে এদিন এক বিশেষ ধরণের স্থানীয় পোশাকে দেখা যায় তাঁকে। মাথায় সাদা পাগড়ি এবং পরনে সাদা ঝুলওয়ালা বিশেষ বস্ত্র ছিল তাঁর।

সূত্রের খবর, উত্তরাখণ্ডে ৪২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্দেশেই দেবভূমিতে এসেছেন তিনি। কিন্তু তাঁর কর্মসূচির মাঝেই এদিন তিনি প্রথমে শিব-পার্বতীর আশীর্বাদ নিতে পৌঁছে যান পিথোরাগড়ে। সেখানে পার্বতী কুণ্ডের ধারে শিব-পার্বতী মন্দিরে আরতি করেন প্রধানমন্ত্রী। শঙ্খ, ঘণ্টা এবং ডুগডুগি বাজিয়ে পূজা-অর্চনা করতে দেখা যায় তাঁকে। এছাড়াও আদি কৈলাসের সামনে বসে তাঁকে আরাধনা করতে দেখা গিয়েছে। এর পর তিনি স্থানীয় বাসিন্দা ও ভারতীয় সেনাবাহিনী, আইটিবিপি জওয়ানদের সঙ্গেও দেখা করেন। তাঁর সেই ছবিগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্রধানমন্ত্রী নিজের এক্স অ্যাকাউন্টে লেখেন, 'দেবভূমি উত্তরাখণ্ডের প্রতিটি মানুষের উন্নয়নের জন্য আমাদের সরকার দায়বদ্ধ। উন্নয়নের কাজে আরও গতি আনতেই আমি পিথোরাগড়ে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করব।'

2 months ago


DA Hike: দশেরার উপহার! বৃদ্ধি পেতে পারে কেন্দ্রের সরকারি চাকুরীজীবীদের মহার্ঘ ভাতা

উৎসবের মরশুমে কেন্দ্র সরকারের কর্মচারীদের জন্য সুখবর। মনে করা হচ্ছে পুজোর আগেই কেন্দ্রের সরকারি চাকুরিজীবীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে। সূত্রের খবর, আজ, ১১ অক্টোবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এই বৈঠকেই কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DA Hike) আরও ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এমনটা হলে মহার্ঘ ভাতা ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৫ শতাংশে পৌঁছতে পারে।

সূত্রের খবর, ১৫ অক্টোবর থেকে ২৪ অক্টোবরের মধ্যেই ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হতে পারে। ১৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে নবরাত্রি। তার আগে এটিই হতে চলেছে মন্ত্রিসভার শেষ বৈঠক। বিশেষজ্ঞরা মনে করছেন, এদিনের মন্ত্রিসভার বৈঠকে নবরাত্রির আগে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের বড় উপহার দিতে পারে মোদী সরকার। বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্তের উপর কেন্দ্রীয় মন্ত্রিসভা সিলমোহর দিতে পারে বলে মনে করা হচ্ছে।

যদি মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় তবে তা চলতি বছরের পয়লা জুলাই থেকে কার্যকর হবে। সেক্ষেত্রে জুলাই থেকে সেপ্টেম্বরের বকেয়াও কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের অক্টোবর মাসের বেতনের সঙ্গে দেওয়া হবে। ফলে নভেম্বর মাসের শুরুতেই সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে মোটা টাকা আসতে পারে।

2 months ago
Netanyahu-Modi: যুদ্ধের মাঝেই নরেন্দ্র মোদীকে ফোন ইজরায়েলের প্রধানমন্ত্রীর

ইজরায়েল-প্যালেস্তাইনের (Israel-Palestine War) মধ্যে শুরু হয়েছে মহাযুদ্ধ। ক্রমশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে গাজায়। মৃতের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে ইজরায়েলের পাশে থাকার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। যুদ্ধ পরিস্থিতিতে মঙ্গলবার হঠাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। এই কথা নিজেই টুইটে জানালেন মোদী। ইজরায়েলে হামাস গোষ্ঠী হামলা করার পর প্রথম থেকেই ইজরায়েলের পাশে রয়েছে ভারত। এদিনও ফের ইজরায়েলের পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইজরায়েলের সঙ্গে হামাস জঙ্গিদের যুদ্ধ যখন ৪ দিনে পড়ল, সেই সময় টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি জানান, ইজরায়েলের প্রধানমন্ত্রী তাঁকে ফোন করে যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে অবগত করেন। এরপরই প্রধানমন্ত্রী জানান, এই কঠিন পরিস্থিতিতে ভারত সব সময় ইজরায়েলের পাশে রয়েছে। ভারত দৃঢ়ভাবে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং নিন্দা করে বলেও জানান প্রধানমন্ত্রী।

রাশিয়া-ইউক্রেনের সংঘাতের পরই ভারত নিরপেক্ষ অবস্থান করে। কিন্তু ইজরায়েলে হামাস গোষ্ঠীর হামলার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের কী অবস্থান তা স্পষ্ট করেছেন। ফলে এমন পরিস্থিতিতে খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন মোদীকে ফোন করলে তা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

2 months ago
Asian Games 2023: এশিয়ান গেমসে ভারতের পদকের 'সেঞ্চুরি', বিজয়ীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

২০২৩-এর এশিয়ান গেমস (Asian Games 2023) শুরু হওয়ার আগেই ১০০ পদক দেশকে উপহার দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মুখেও শোনা গিয়েছিল ১০০ পদক জয়ের বার্তা। প্রচার মাধ্যমে বলা হয়ছিল ‘ইস বার ১০০ পার’। এবারে সেটাই করে দেখালেন ভারতীয় অ্যাথলিটরা। বিশ্বের দরবারে ভারতের নাম আরও উজ্জ্বল করলেন তাঁরা। এশিয়ান গেমসের ইতিহাসে সেরা পারফরম্যান্স করল ভারত। গেমসের ইতিহাসে প্রথমবার ১০০ পদক জয়ের নজির গড়ল ভারতীয় অ্যাথলিটরা। শনিবার সকাল সকাল এল সুখবর। ১০০ পদক জয়ের স্বপ্ন এবারে সত্যি হল। এই খবর পেয়ে আনন্দে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভারতীয় অ্যাথলিটদের তাঁদের এই জয়ের জন্য তাঁর এক্স অ্যাকাউন্টে অভিনন্দন জানালেন।

শনিবার সকালেই ভারতীয় মহিলা কবাডি দল পেয়েছে স্বর্ণপদক। এটিই ভারতের ১০০ তম পদক। চলতি বছরের এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটরা ২৫টি সোনা, ৩৫টি রূপা ও ৪০টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ১০০টি পদক পেয়েছে। এর আগে ১০০ পদকের ধারের কাছে আসতে পারেননি ভারতীয় অ্যাথলিটরা। গতবার ৭০টি পদক পেয়েছিলেন ভারতীয় অ্যাথলিটরা। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'সব খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানাই। তাঁদের পরিশ্রমই ভারতকে এই ঐতিহাসিক মাইল ফলকে পৌঁছতে সাহায্য করেছে।' তিনি আরও জানিয়েছেন, আগামী ১০ অক্টোবর তিনি ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

2 months ago


NIA: প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি! দাবি ৫০০ কোটি টাকা ও লরেন্স বিষ্ণোই-এর মুক্তিও

ফের প্রাণনাশের হুমকি পেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুধু তাই নয়, নরেন্দ্র মোদী স্টেডিয়ামও উড়িয়ে দেওয়ার হুমকি ই-মেল এসেছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, এবারে সরাসরি হুমকি ই-মেল এসেছে জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) কাছে। প্রধানমন্ত্রীর প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি ৫০০ কোটি টাকা ও লরেন বিষ্ণোইকে মুক্তি দেওয়ার দাবিও জানানো হয়েছে।

সূত্রের খবর, বৃহস্পতি এনআইএ-এর কাছে হুমকি ভরা ই-মেল এসেছে, যেখানে হিন্দিতে লেখা রয়েছে, "তোমার সরকারের থেকে আমাদের ৫০০ কোটি আর লরেন্স বিষ্ণোই চাই। নয়তো কাল আমরা নরেন্দ্র মোদীর সঙ্গে নরেন্দ্র মোদী স্টেডিয়ামও উড়িয়ে দেব। হিন্দুস্তানে সব কিছু বিক্রি হয়, আমরাও কিছু কিনে নিয়েছি। যতই নিরাপত্তা নিশ্চিত কর আমাদের থেকে বাঁচতে পারবে না। যদি কথা বলতে হয় তো এই মেলের মাধ্যমে কথা বল।"

তবে কে বা কারা বা কোন গোষ্ঠীর তরফে এই হুমকি মেল দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং বা ঘনিষ্ঠের তরফেই ই-মেলটি করা হতে পারে বলে গোয়েন্দাদের অনুমান।

2 months ago
LPG Price: ফের কমল রান্নার গ্যাসের দাম! ৬০০ টাকায় কারা কিনতে পারবেন এলপিজি সিলিন্ডার, জানুন

নিম্নবিত্তদের কিছুটা স্বস্তি দিতে ফের রান্নার গ্যাসের (LPG Gas) দাম কমাল কেন্দ্রীয় সরকার। এবারে গৃহস্থের কাজে ব্যবহৃত এলপিজির দামই (LPG Price) কমানো হয়েছে। জানা গিয়েছে, উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীদের জন্য এলপিজি সিলিন্ডার প্রতি ভর্তুকি ২০০ টাকা থেকে ৩০০ টাকা করা হল। অর্থাৎ সিলিন্ডার প্রতি ভর্তুকি আরও ১০০ টাকা করে বাড়ানো হল। এখন থেকে উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীরা এলপিজি সিলিন্ডার মাত্র ৬০০ টাকায় কিনতে পারবেন।

সূত্রের খবর, বুধবার মন্ত্রিসভার এক বৈঠকের পর, রান্নার গ্যাসের ভর্তুকি বাড়ানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। চলতি বছরের অগাস্টেই গৃহস্থের কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভর্তুকি অনুমোদন করেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তার আগে থেকেই উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকি পেতেন। কিন্তু এবার উজ্জ্বলা যোজনার অধীনে সুবিধাভোগীরা ২০০ টাকার বদলে ৩০০ টাকার ভর্তুকি পাবেন।

বর্তমানে বাড়ির রান্নার গ্যাসের দাম ৯০৩ টাকা প্রতি সিলিন্ডার৷ কিন্তু ভর্তুকি বৃ্দ্ধি পাওয়ার পর উজ্জ্বলা যোজনায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম পড়ছে ৬০৩ টাকা। কলকাতায় এখন থেকে উজ্জ্বলা যোজনার উপভোক্তারা ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস পাবেন মাত্র ৬২৯ টাকায়।

2 months ago


Gandhi Jayanti 2023: গান্ধী জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

আজ, ২ অক্টোবর মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) জন্মদিন। গান্ধী জয়ন্তীতে (Gandhi Jayanti 2023) এদিন সকাল সকাল দিল্লির রাজঘাটে (Rajghat) পৌঁছে যান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মহাত্মা গান্ধীর সমাধিস্থলে পুস্পাঞ্জলি প্রদান করেন তিনি। তবে তিনি একাই নন, জাতির জনককে শ্রদ্ধার্ঘ্য জানাতে উপস্থিত ছিলেন অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও। টুইটেও জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

সূত্রের খবর, সোমবার সকালে ৭টা নাগাদ দিল্লির রাজঘাটে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। এর পর মহাত্মা গান্ধীর সমাধিস্থলে পুষ্প অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য জানান। ফুল দেওয়ার পরই প্রণাম করেন তিনি। মোদী ছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর এবং লোকসভার স্পিকার ওম বিড়লাও রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। আবার সকালেই প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেল থেকে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেন। টুইটে তিনি লেখেন, 'গান্ধী জয়ন্তীর বিশেষ ক্ষণে আমি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাই। ওনার কালজয়ী শিক্ষা আজও আমাদের পথকে আলোকিত করে। বিশ্বব্যাপী প্রভাব রয়েছে মহাত্মা গান্ধীর।'

অন্যদিকে দুপুর ১ টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সাংসদ ও মন্ত্রীরা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য জানাতে যাবেন। এরপরে তাঁরা অবস্থান বিক্ষোভ দেখাবেন।

2 months ago
Modi: ভোটমুখী তেলেঙ্গানায় ১৩,৫০০ কোটি প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী মোদী

২০২৪ লোকসভা ভোটের আগেই চলতি বছরের বিধানসভা নির্বাচন রয়েছে তেলেঙ্গানায় (Telangana)। আর তার আগেই সেই রাজ্যে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটমুখী রাজ্যে প্রচারে গিয়েছেন তিনি। তবে প্রচারের পাশাপাশি একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন তিনি। সূত্রের খবর, রবিবার দুপুরে তেলেঙ্গানায় গিয়ে সাড়ে ১৩ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

রবিবার নির্বাচনী প্রচারে তেলেঙ্গানা সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক জনসভা করার পাশাপাশি মেহবুবনগরে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকেই ১৩,৫০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, এই প্রকল্পগুলির মধ্যে রাস্তা, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ উৎপাদন, রেলওয়ে পরিকাঠামো-সহ একাধিক ক্ষেত্র রয়েছে। 

প্রধানমন্ত্রী দফতরের দেওয়া বিবৃতি থেকে জানা গিয়েছে, বিজয়ওয়াড়া ইকোনমিক করিডোর, ১৬৩জি জাতীয় সড়ক শাখার ওয়ারাঙ্গাল থেকে খাম্মাম পর্যন্ত ১০৮ কিলোমিটার দীর্ঘ চার লেনের গ্রিনফিল্ড হাইওয়ে এবং খাম্মাম থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত ৯০ কিলোমিটার দীর্ঘ গ্রিনফিল্ড হাইওয়ে রয়েছে। এছাড়াও হায়দরাবাদ থেকে রায়চূড় পর্যন্ত ট্রেন পরিষেবার সূচনা করেছেন ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে। আবার হায়দরাবাদে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন তিনি।

2 months ago
Swachhata Abhiyan: ঝাড়ু হাতে নোংরা পরিষ্কার করছেন প্রধানমন্ত্রী! স্বচ্ছতা অভিযানে যোগ দিয়ে সঙ্গে নিলেন কাকে

২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে তার আগের দিন, অর্থাৎ ১ অক্টোবর সারা ভারত জুড়ে 'স্বচ্ছতা'-র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেপ্টেম্বরের শেষ সপ্তাহের রবিবার 'মন কি বাত'-এ প্রধানমন্ত্রী ১ অক্টোবর দেশবাসীকে এক ঘণ্টার জন্য স্বচ্ছতা অভিযানে নামার আহ্বান জানিয়েছিলেন। আর সেই আহ্বানে সাড়া দিয়েছেন দেশবাসী। রবিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে স্বচ্ছতা অভিযানে নেমেছেন দেশবাসীর একাংশ। তবে এক্ষেত্রে পিছিয়ে থাকেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও রবিবার সকালে স্বচ্ছতা অভিযানে অংশ নেন ও হাতে তুলে নেন ঝাড়ু।

রবিবার সকালেই দেখা যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিয়েছেন স্বচ্ছতা-ই-সেবা অভিযানে। তাঁর সঙ্গে অংশ নেন এক ফিটনেস ইনফ্লুয়েন্সার তথা কুস্তিগির অঙ্কির বাইয়ানপুরিয়া। তাঁরা একটি সবুজে ঘেরা একটি জায়গায় ময়লা পরিষ্কার করেন ও পাশাপাশি ফিটনেস নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রীকে দেখা যায় ঝাড়ু হাতে নিয়ে মাটিতে পড়ে থাকা আবর্জনা একজায়গায় করে তা ডাস্টবিনে ফেলছেন। তাঁকে সাহায্য করতে দেখা গেল অঙ্কিতকে। তাঁদের কাজের ও কথোপকথনের একটি ভিডিও শেয়ার করা হয়েছে প্রধানমন্ত্রীর এক্স অ্যাকাউন্টে।

তবে শুধুমাত্র প্রধানমন্ত্রী নন, এদিন তাঁর আহ্বানে সাড়া দিয়ে দেশের নেতা-মন্ত্রীদেরও এই অভিযানে যোগ দিতে দেখা গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডাকেও এদিন হাতে গ্লাভস ও ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করতে দেখা গেল।

2 months ago


Rozgar Mela: রোজগার মেলায় ৫১ হাজার নিয়োগপত্র চাকরিপ্রার্থীদের দিলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার ৫১ হাজার তরুণ-তরুণীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন ভিডিও কনফারেন্সিং করে রোজগার মেলার (Rozgar Mela) মাধ্যমে নিয়োগপত্রগুলো নতুন চাকরিপ্রার্থীদের হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী। সারা দেশের ৪৬ টি জায়গায় একসঙ্গে রোজগার মেলা অনুষ্ঠিত হয়। অন্যদিকে দিল্লির রাইসিনা রোডে ন্যাশনাল মিডিয়া সেন্টারে থেকে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে অংশ নেন। নিয়োগপত্র তুলে দেওয়ার পর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বক্তব্য রাখেন তিনি।

সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমেই চাকরীপ্রার্থীদের উদ্দেশে বলেন, '২০৪৭-এ আরও উন্নত ভারতের পথে এগোচ্ছে দেশ। আর কয়েক বছরের মধ্যে দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে। এই সময়কালে প্রতিটি সরকারি কর্মীরা বড় ভূমিকা নিতে পারেন। তাই আপনারা সব সময় নাগরিকদের আগ্রাধিকার দিয়ে কাজ করবেন।'

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ অগাস্টেই ৫০ হাজার নিয়োগপত্র দেওয়া হয়। আর এবারে আজ, ২৬ সেপ্টেম্বর যুবক-যুবতীদের হাতে তুলে দেওয়া হল নিয়োগপত্র। মোট আটটি রোজগার মেলার আওতায় সাড়ে পাঁচ লক্ষের বেশি প্রার্থীকে নিয়োগপত্র বিতরণ করা হয়। মঙ্গলবার সেই সংখ্যা ছাড়িয়ে গেল ৬ লক্ষের গণ্ডি।

2 months ago
প্রজাতন্ত্র দিবসে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ মোদীর

প্রজাতন্ত্র দিবসে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে (Joe Biden) প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কুচকাওয়াজ কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট। যদিও এর সরকারি কোনও ঘোষণা এখনও অবধি হয়নি। তবে , আমেরিকার রাষ্ট্রদূত জানান জি২০ সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন বাইডেন ও মোদী, তখনই আমন্ত্রণ সেরে রেখেছিলেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত , ২০১৮ সালে নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত সরকারের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে।

3 months ago