Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

NandigramDiwas

Suvendu:'পিসি-ভাইপোকে একেবারে গ্যারাজ করবো',নন্দীগ্রামে শুভেন্দুর হুঙ্কার

সিপিএম-কে সাফ করেছি, এবার পিসি-ভাইপোকে গ্যারেজ করবো। নন্দীগ্রামের শহিদ দিবস (Nandigram Diwas) পালনের মঞ্চ থেকে এই হুঙ্কার ছাড়লেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তাঁর দাবি, 'পশ্চিমবঙ্গের গণতন্ত্র ধ্বংস। এমনি তো ঘরে ঢুকিয়ে দিয়েছি। আমি এই শহিদ বেদিকে সামনে রেখে বলে গেলাম, সিপিএম-কে সাফ করেছি। এবার পিসি-ভাইপোকে একেবারে গ্যারাজ করবো। আগামি বছর দেখা হবে, বাইরে থাকবে না ভিতরে থাকবে।' যদিও শুভেন্দুর এই মন্তব্যকে কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Minister Chandrima Bhattacharya)।

মঙ্গলবার বিরোধী দলনেতার মন্তব্য, 'লক্ষ্মণ শেঠদের যা অবস্থা হয়েছে আপনাদেরও সেই অবস্থা হবে।' এ প্রসঙ্গে উল্লেখ্য, নন্দীগ্রামে শহিদ দিবস উদযাপনের অনুমতি প্রাথমিক ভাবে বিজেপিকে দেয়নি রাজ্য পুলিস। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয় বঙ্গ বিজেপি। আদালত শর্তাধীনে এবং সময় বেঁধে দিয়ে বিজেপিকে নন্দীগ্রামে শহিদ দিবস পালনের অনুমতি দেয়।

মঙ্গলবার এই প্রসঙ্গ উল্লেখ করেই রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'শহিদ বেদীতে মাল্যদানের অধিকার সবার আছে। সব রাজনৈতিক দলের আছে। সব মানুষের আছে, যাবেন মালা দেবেন চলে যাবে। কী এমন যুদ্ধ এখানে? কেন্দ্রীয় বাহিনী, হাইকোর্ট, সাজোসাজো রব, যুদ্ধ হবে। মানুষ খেতে পায় না, চাকরি পায় না। বাংলার ছেলেরা গুজরাত, কর্নাটকে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন।'

শুভেন্দুর এই দাবিকে খোঁচা দেন মন্ত্রী চন্দ্রিমা। তিনি বলেন, 'অহঙ্কার পতনের কারণ। সেই অহং বারবার দেখা যাচ্ছে। ২০২৪-র ১৪ মার্চের আগে উনি গ্যারাজ করবেন সেই ক্ষমতা এখনও হয়নি। নিজে গ্যারাজড হবেন, না কোথায় থাকবেন আগে নিজে ঠিক করুন। শহিদদের স্মরণ করতে এসেছেন, সেটা উপলক্ষ্য মাত্র। আসল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ।' 

one year ago