Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Myanmar

Myanmar: সরকার বিরোধী জমায়েতে জুন্টা সরকারের বিমান হানা, মৃত প্রায় ১০০ জন

মৃত্যুমিছিল মায়ানমারে (Myanmar)। মায়ানমারের পাজিয়াগি গ্রামে বিমান হামলায় প্রাণ হারালেন প্রায় শতাধিক মানুষ। মৃতের মধ্যে রয়েছে স্ত্রী ও শিশু। জানা গিয়েছে, সেদেশের জুন্টা সরকারের সামরিক বাহিনী নিরীহ মানুষদের উপরে এই হামলা চালিয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৮ টা নাগাদ একটি যুদ্ধবিমানের মাধ্যমে সেই জায়গায় বোমা ফেলা হয়। সাগাইং এলাকার কানবালু টাউনশিপের পাজিয়াগি গ্রামে মায়ানমার সরকারের বিরোধী পার্টির একটি স্থানীয় অফিস উদ্বোধনী অনুষ্ঠানের ফলে উপস্থিত ছিলেন প্রায় ১৫০ জন। এরপরেই শুরু হয় বোমা বর্ষণ। এই বোমা বিস্ফোরণের ফলেই প্রাণ হারিয়েছেন ১০০ জন। মৃতের মধ্যে ২০-৩০ জন মহিলা ও শিশু ছিলেন। আবার এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে বিরোধী দলের স্থানীয় নেতার।

এক প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, এই জমায়েতের আধ ঘণ্টা পর একটি হেলিকপ্টার এসে সেই এলাকায় বিস্ফোরণ ঘটায়। ইতিমধ্যেই মায়ানমারের জুন্টা সরকার স্বীকার করেছে যে, তারাই সেই জায়গায় হামলা চালিয়েছে। এই হামলার ঘটনাকে রাষ্ট্র সংঘের তরফে নিন্দা করা হয়েছে ও আমেরিকাও এই ঘটনাকে 'নারকীয়' ঘটনা বলে উল্লেখ করেছে।

one year ago
Heart: ব্যাঙ্কক-মুম্বইগামী বিমানে মাঝ আকাশে হার্ট অ্যাটাক, মায়ানমারে জরুরি অবতরণ

ফের মাঝ আকাশে হার্ট অ্যাটাক (Heart Attack) হয়ে মৃত্যু (Death) এক যাত্রীর। জানা গিয়েছে, বিমানের মধ্যেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন ওই প্রৌঢ় যাত্রী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিমানটিকে মায়ানমারে জরুরি অবতরণ করানো হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। ঘটনাটি ঘটেছে রবিবার ব্যাঙ্কক থেকে মুম্বইগামী ইন্ডিগোর (Indigo Flight) একটি বিমানে।

সূত্রের খবর, ৬ই-৫৭ বিমানটি বিকেল ৪টে নাগাদ ব্যাঙ্কক থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। বিমান তখন মাঝ আকাশে, ৫৭ বছর বয়সী ওই যাত্রী আচমকা অসুস্থতা বোধ করতে থাকেন। বিমানটি ছাড়ার ১ ঘণ্টারও কম সময়ের মধ্যে হৃদ্‌রোগে আক্রান্ত হন প্রৌঢ়। এরপর বিমানটি মায়ানমারে নামানো হয়। প্রায় ৫ ঘণ্টা পর মায়ানমারের ইয়াঙ্গন বিমানবন্দর থেকে ইন্ডিগোর বিমান আবার মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেয়।

উল্লেখ্য, দু'দিন আগেই রাঁচি থেকে পুনেগামী ইন্ডিগোর একটি বিমানেই ঘটে একই ঘটনা। বিমানের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক যাত্রীর। তড়িঘড়ি মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে বিমানটিকে অবতরণও করানো হয়। জরুরি অবতরণের পরই দ্রুত ওই ব্যক্তিকে ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের চিকিৎসকরা ওই যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন।

one year ago