Breaking News
Summon: বাবা, মা ও অভিষেকের পরে অভিষেকের স্ত্রীকেও তলব ইডির      Abhishek: দিল্লির থানা থেকে বেরিয়ে কলকাতায় রাজভবন অভিযানের ডাক অভিষেকের      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক     

Mothersday

Indigo: মা-মেয়ে দুজনেই কেবিন ক্রু, মেয়ের কথাতে কেঁদে ভাসালেন মা, কী এমন বললেন তিনি

১৪ মে সারা বিশ্বজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃ দিবস (International Mother's Day)। রবিবার নেটদুনিয়ায় দেখা গিয়েছে, মায়েদের সম্মান ও শ্রদ্ধা জানাতে একাধিক ছবি-ভিডিও শেয়ার করা হয়েছে। কিন্তু এবারে আরও এক ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে আপনার চোখে জল আসবেই। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মা-মেয়ে একই বিমানের কেবিন ক্রু ও মায়ের কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করছেন মেয়েও। এই মা-মেয়ের মিষ্টি মুহূর্তের ভিডিও শেয়ার করা হয়েছে ইন্ডিগোর (Indigo) ট্যুইটার অ্যাকাউন্টে।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রাবিরা সাশমি নামের বিমানের এক ক্রেবিন ক্রু যাত্রীদের কাছে তাঁর মায়ের বিষয়ে কিছু ঘোষণা করছেন। এরপর তিনি তাঁর মাকে কাছে ডেকে নেন ও তাঁকে পরিচয় করিয়ে দেন। রাবিরা জানান, এই প্রথম বিমান ক্রু হিসাবে তাঁর মাকে একই ইউনিফর্ম ও একই বিমানে পেলেন তিনি।

রাবিরা বলেন, 'আমি তাঁকে কেবিনের সব কাজ করতে দেখেছি। আর আজ আমি তাঁরই সঙ্গে একই দায়িত্বে আছি। গত ছয় বছর ধরে, আমি তাকে এই পিএ-তে কথা বলতে দেখেছি। অবশেষে আজ আমার হাতে সেটি। আশা করি আজ আমি তাঁর গর্বের কারণ হয়ে উঠতে পারব।' এই বলার পর তাঁর মা আর চোখের জল ধরে রাখতে পারলেন না। আনন্দে কেঁদে ফেললেন তিনি। এরপর তাঁর মা তাঁকে কাছে টেনে স্নেহে ভরা চুম্বন করলেন। তাঁদের এমনভাবে দেখে বিমানযাত্রীরাও হাততালি দেন ও তাঁরাও আবেগপ্রবণ হয়ে পড়েন।

5 months ago
Parno: দৃষ্টিশক্তি হারিয়ে মা যেন শিশু, মাতৃ দিবসে হৃদয়স্পর্শী পোস্ট পার্নোর

অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mitra) ছোট থেকে বড় হয়েছিলেন মায়ের সান্নিধ্য পেয়েই। অন্যান্য সন্তানেরা ঠিক যেমনভাবে বড় হয় মায়ের কাছে, পার্নো ঠিক তেমনভাবেই পেয়েছেন মা কে। মা তাঁকে পরম আদরে বড় করেছেন। নিজের হাতে রান্না করে খাইয়েছেন, স্নান শেষে গা মুছিয়ে জামা পড়িয়েছেন, চুলে বিনুনি বেঁধে দিয়েছেন। এভাবেই বড় হয়ে উঠেছেন অভিনেত্রী পার্নো। শুধু বাড়েনি মায়ের বয়স। নানা শারীরিক সমস্যায়, মা যেন এখন তাঁরই সন্তান।

সিনেমায় ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করতেন পার্নো। এমনকি রাজনীতিতেও হাতেখড়ি করেছিলেন। কিন্তু হঠাতই সমস্ত কিছু থেকে খানিকটা যেন সরিয়ে নিয়েছেন নিজেকে। অধিকাংশ সময় এখন তিনি মায়ের জন্য রাখেন। ফিমার বোন ভেঙে গিয়েছে অভিনেত্রীর মায়ের। বাবাকে হারানোর কয়েক বছর পর মায়ের চোখে নেমে আসে অন্ধকার। সেই অন্ধকারেই মায়ের প্রদীপ সলতে হয়ে থাকতে চাইছেন অভিনেত্রী।

সাধারণত মা'কে নিয়ে তেমন কিছু লেখেন না। তবে মাতৃ দিবসে এই প্রথম মা'কে নিয়ে মনের সমস্ত অনুভূতি ব্যক্ত করেছেন। নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে পার্নো জানিয়েছেন, 'এই ভদ্রমহিলা আমি যাঁকে মা বলি, তাঁকে নিয়ে খুব কম কথা বলেছি। সে এখন আর আমার মা নেই। একজনই শিশু এবং টিনেজারের মধ্যে যুদ্ধ চলে। ভালো দিনে সে গান গাইবে, মজার কথা বলবে। আর খারাপ দিনে সে ৫ বছরের শিশুর মতো ব্যবহার করবে।'

View this post on Instagram

A post shared by parnomittrah (@parnomittra)

অভিনেত্রী আরও লিখেছেন, '২০১৬ সালে মা দৃষ্টি হারিয়েছেন। যে ৩৬ পদের রান্না করে রান্নাঘরে তুফান তুলতেন, সে এখন অধিকাংশ পদ চিনতে পারেন না।' পার্নো লিখেছেন, তাঁর মা এখন তেমন হাঁটতে পারেন না ঠিকই, তবে তিনিই পার্নোর চালিকা শক্তি।'


5 months ago
Virat: নিজের মা, অনুষ্কা এবং শাশুড়ি মা'কে মাতৃদিবসের শুভেচ্ছা বিরাটের, প্রশংসা নেট দুনিয়ায়

১৪ মে, রবিবার মাতৃদিবস (Mothers Day)। যিনি জন্ম দিয়েছেন, উষ্ণতা দিয়েছেন, হাঁটতে শিখিয়েছেন, সমস্ত বিপন্নতা থেকে রক্ষা করেছেন, করে চলেছেন আজ তাঁর দিন। তাই এই বিশেষ দিনে আবেগী হয়েছে নেট দুনিয়া। অনেকেই নিজের মায়ের সঙ্গে, কেউ বা শাশুড়ি মায়ের সঙ্গে, আবার অনেকে সন্তানকে পেয়ে মাতৃত্ব যাপনের ছবি দিয়েছেন সামাজিক মাধ্যমে। সেই তালিকা থেকে বাদ যাননি তারকারা। স্পোর্টস তারকা বিরাটও (Virat Kohli) এই বিশেষ দিনটিতে শুভেচ্ছা জানাতে ভোলেননি, নিজের মা-স্ত্রী এবং শাশুড়ি মা'কে।

নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে তিনটি ছবি পোস্ট করেছেন বিরাট। প্রথম ছবিতে দেখা গিয়েছে অনুষ্কা এবং তাঁদের কন্যা সন্তান ভামিকার না দেখা একটি ছবি। কোনও একটি খোলা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন অনুষ্কা, কোলে ছোট্ট ভামিকাকে আগলে রয়েছেন এক হাতে।

বিরাটের শেয়ার করা পরের ছবিতে এক ফ্রেমে বিরাটের মা সরোজ কোহলি এবং তাঁর শাশুড়ি মা অসীমা শর্মার ছবি। পারিবারিক অনুষ্ঠানে একফ্রেমে ধরা দিয়েছেন দুই বেয়ান, মুখে ঝলমলে হাসি। তাঁরা যখন একসঙ্গে নাচ করতে ব্যস্ত, তখনই মুহূর্তবন্দী হয়েছে ফ্রেমটি।

তিন নম্বর ছবিটিতে দুটি ছবির কোলাজ। একদিকে নিজের মায়ের সঙ্গে বিরাট, অন্যদিকে অনুষ্কার সঙ্গে তাঁর মা। নিজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ তিন মা'কে মাতৃ দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'হ্যাপি মাদার্স ডে'।

5 months ago