Breaking News
Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে     

ModiInAustralia

Modi: অস্ট্রেলিয়ায় ধর্মীয়স্থান ভাঙচুরের ঘটনায় সরব মোদী, কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রী আলবানিজের

অস্ট্রেলিয়া (Australia) সফরে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে গিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের (Anthony Albanese) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন প্রধানমন্ত্রী মোদী। সেখানকার ধর্মীয়স্থান ভাঙচুরের ঘটনার বিরুদ্ধে বৈঠকেই সরব হয়েছেন তিনি। আবার এসব ঘটনার বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ নেওয়া হবে তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

রবিবার অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছতেই সেখানকার প্রবাসী ভারতীয়দের মধ্যে দেখা যায় উন্মাদনা। নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এরপর এক সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী মোদী। তাঁকে 'বস' বলে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী আলবানিজ। এরপরই তাঁরা দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেই বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দুই দেশের কূটনৈতিক-অর্থনৈতিক সম্পর্ক নিয়ে কথা হয়। এছাড়া জ্বালানি, ব্যবসা-বাণিজ্য এবং প্রতিরক্ষা ক্ষেত্র নিয়েও আলোচনা হয়। এর পাশাপাশি সেদেশের ধর্মীয়স্থানে ভাঙচুরের ঘটনা নিয়েও আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং আমি অস্ট্রেলিয়ায় ধর্মীয়স্থান ভাঙচুরের বিষয়টি নিয়ে কথা বলেছি। কেন এমনটা হল তা নিয়ে কথা হয়েছে। আগেও কথা হয়েছিল। এবারও আলোচনায় এই প্রসঙ্গটি উত্থাপন করা হয়েছে।' তিনি আরও জানান, এমন কিছু করা উচিত না যার ফলে ভারত-অস্ট্রেলিয়া সম্পর্কের মধ্যে বন্ধুত্ব এবং বিশ্বাস কমে যায়। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী আলবানিজ আমাকে আজ বারংবার আশ্বস্ত করেছেন যে এই ঘটনা যাতে না ঘটে তিনি তা দেখবেন এবং আগামী দিনে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।'

উল্লেখ্য, বৈঠকের পাশাপাশি বিশ্বকাপের খেলা দেখার জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন মোদী। চলতি বছরেই পুরুষদের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ হবে ভারতে। আর তা দেখতেই আমন্ত্রণ করেছেন প্রধানমন্ত্রী মোদী।

11 months ago
Modi: 'প্রধানমন্ত্রী মোদী হলেন দ্য বস', সিডনিতে মোদীর প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ

ত্রিদেশীয় সফরে বেরিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিন দেশের সফরে বেরিয়ে একেবারে শেষপর্বে পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ায় (Australia)। রবিবার রাতে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী। এরপর আজ মঙ্গলবার তিনি পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ার ভারতীয় প্রবাসীদের অনুষ্ঠানে। অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী ভারতীয়দের মধ্যে উপস্থিত হয়েছিলেন তিনি। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও (Anthony Albanese)। আর সেই অনুষ্ঠানে মোদীর প্রশংসায় পঞ্চমুখ সেদেশের প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে মোদীকে 'বস' বলে সম্বোধন করেছেন আলবানিজ। এছাড়াও প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতায় একাধিকবার উঠে এসেছে ভারত-অস্ট্রেলিয়ার সম্পর্কের কথা।

সিডনির কুদোস ব্যাঙ্ক এরিনায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী প্রবেশ করতেই সেই জায়গা প্রবাসী ভারতীয়দের করতালিতে সেই জায়গা গমগম করছিল। সেখানে প্রধানমন্ত্রী মোদী এক বক্তৃতা দেওয়ার আগেই প্রধানমন্ত্রী আলবানিজ মোদীকে উদ্দেশ্য করে বলেন, 'ব্রুস স্প্রিংটিনকে শেষ বার আমি এই স্টেজে দেখেছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অভ্যর্থনা পেলেন উনিও তা পাননি। প্রধানমন্ত্রী মোদী হলেন দ্য বস।' এই বক্তব্যের পরই আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন সেখানে উপস্থিত হাজার হাজার মোদী অনুরাগী।

এরপরই প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। শেন ওয়ার্নের মৃত্যু থেকে যোগাসন, টেনিস থেকে রিয়েলিটি শো মাস্টারশেফ-র কথা উঠে এসেছে তাঁর বক্তব্যে। তিনি বলেন, 'এর আগে ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ককে কমনওয়েলথ, ক্রিকেট, কারি দিয়ে বোঝানো হত। আবার অনেকে ডেমোক্রেসি, ডায়াসফোরা, দোস্তি অথবা এনার্জি, ইকোনমি, এডুকেশন দিয়ে বোঝানো হত। কিন্তু এখন অস্ট্রেলিয়া ও ভারতের সম্পর্ক এইসবের থেকেও ঊর্ধ্বে, পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার উপরে ভিত্তি করে রয়েছে।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও জানিয়েছেন, ভারত ও অস্ট্রেলিয়ার বন্ধুত্ব এতটাই গভীর হয়ে উঠেছে। তাই ব্রিসবেনে শীঘ্রই তৈরি হবে ভারতীয় দূতাবাস। ভারতীয়রা যেখানেই থাকুক, সেখানেই মানবিকভাব তাদের মধ্যে থাকে। তিনি আরও জানিয়েছেন, তিনি যখন ফের অস্ট্রেলিয়া সফরে আসবেন, তখন যেন প্রবাসী ভারতীয়দের পাশাপাশি অস্ট্রেলিয়াবাসীদেরও নিয়ে আসা হয় অনুষ্ঠানে। কারণ এতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। উল্লেখ্য, এই অনুষ্ঠানের পরই প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি।

11 months ago
Australia: এবারে অস্ট্রেলিয়া পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী মোদী, এই সফরের নেপথ্যে কী কারণ

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবারে পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ায় (Australia)। তিনি তিন দেশের সফরে বেরিয়েছেন। ত্রিদেশীয় সফরের একেবারে শেষ পর্বে তিনি পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ার সিডনিতে (Sydney)। দু'দিনের জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে বসবাসকারী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের অনুষ্ঠানে থাকবেন মোদী। আবার সিডনি শহরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গেও দেখা করবেন তিনি। সিডনি পৌঁছতেই ভারতীয় প্রবাসীদের কাছে উষ্ণ অভ্যর্থনা পান মোদী। যা দেখে আপ্লুত তিনি।

প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফরের প্রধান লক্ষ্য, সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করা। সূত্র্রের খবর অনুযায়ী, সেখানেও প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি। প্রথমেই তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সাক্ষাৎ করবেন ও তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এরপর সেদেশের গভর্নর জেনারেল ডেভিড হার্লের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সেদেশের জনপ্রিয় বিভিন্ন সংস্থার সিইও ভারতীয়দের উদ্দেশ্য বক্তৃতা দেবেন। সেখানে বসবাসকারী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। আবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর তরফে নরেন্দ্র মোদীর জন্য রাতের খাবারেরও আয়োজন করা হয়েছে।

আরও জানা গিয়েছে, প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করার আগেই প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী আলবানিজ সেই দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও শিল্পক্ষেত্রে সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করা হবে।

আবার প্রধানমন্ত্রী মোদী সেদেশে পা রাখার আগেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ টুইট করে জানান, 'চলতি বছরের শুরুতেই ভারতে গিয়ে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলাম। তারপর, অস্ট্রেলিয়ায় তাঁর সরকারি সফরের জন্য প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে পেরে আমি সম্মানিত।'

11 months ago