Breaking News
CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের     

Mimi

Mimi: রাজনীতি আমার জন্য় নয়, মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা মিমির!

যাদবপুরের সাংসদ পদ থেকে ইস্তফা নিলেন মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার মুখ্য়মন্ত্রীর কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। অপমানের অভিযোগ তুলেছিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী।যদিও এখনও পর্যন্ত ইস্তফা গ্রহন করা হয়নি। বিধানসভা থেকে বেরিয়ে মিমি জানিয়েছেন, রাজনীতি আমার জন্য় নয়। পলিটিক্স আমি বুঝতে পারি না। লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চাই না। দিদিকে আমি আমার সমস্য়ার কথা জানিয়েছি। 

সূত্রের খবর, এদিন দুপুরে মিমি চক্রবর্তী বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে বৈঠক করেন তিনি। মুখ্য়মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করে বেরিয়ে মিমি নিজেই জানান, তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। যদিও দিদি এখনও পর্যন্ত ইস্তফা গ্রহন করেননি। তবে দিদি দ্রুত ব্য়বস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

অনেকের মতে, তবে কি এবার দেবের পথ ধরেই হাঁটতে চলছেন  তৃণমূল সাংসদ মিমি। সম্প্রতি ঘাটালের সাংসদ দেব নিজের সাংসদ পদে ইস্তফা দিয়েছিল। কিন্তু তারপর ফের রাজনীতিতেই ফিরেছেন অভিনেতা। তাই এবার সকলের দেবে মতই কি দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন মিমি! 

2 months ago
Mimi: 'রক্তবীজ'-এ 'রণং দেহি' মিমি, সিনেমায় কেমন তাঁর চরিত্রটি

এবার পুজোয় পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় দর্শকদের উপহার দিতে চলেছেন 'রক্তবীজ' (Raktabeej)। ইতিমধ্যেই সিনেমার টিজার মুক্তি পেয়ে গিয়েছে। শনিবার মুক্তি পাবে সিনেমার ট্রেলার। সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty)। প্রসঙ্গত, 'পোস্ত' সিনেমার পর এই সিনেমা দিয়েই আবারও তিনি উইন্ডোজ প্রোডাকশনে ফিরছেন। 


বাংলা সিনেমা জগতে বেশ কিছু বছর কাটিয়ে ফেলে মিমি এখন পরিণত। তাই যেমন তেমন চিত্রনাট্যে তাঁকে আর দেখা যাবে না। এখন থেকে তিনি বাছাই করা চরিত্রেই অভিনয় করবেন। রক্তবীজ-এ মিমির চরিত্রটি বেশ অন্যরকম। এই প্রথম তাঁকে পর্দায় পুলিসের চরিত্রে দেখা যাবে। সংযুক্তা মিত্র, এসপি বর্ধমান।  সিনেমায় অসুরের বিনাশ করবেন তিনিই। 


ইতিমধ্যেই অভিনেত্রীর চরিত্রের বেশ কিছু ঝলক পাওয়া গিয়েছে সামাজিক মাধ্যমে। মিমিকে এবার দেখা যাবে তাঁর অভিনেত্রীসুলভ গ্ল্যামার ছেড়ে গ্রামের রাস্তায় বুলেট নিয়ে ঘুরতে, রহস্যের সমাধান করতে। আপাতত তিনি নিজের সিনেমা নিয়ে মিশ্র অনুভূতিতে রয়েছেন। রক্তবীজ-এর পাশাপাশি পুজোয় একগুচ্ছ ছবি মুক্তি পাবে। সব মিলিয়ে উত্তেজনা তুঙ্গে।  


7 months ago
Ankush: 'দাঁত মাজবেন?', মিমির সঙ্গে ঠাণ্ডা লড়াই ঘুচিয়ে 'রক্তবীজ'-এ আইটেম নম্বরে অঙ্কুশ

'কি করে তোকে বলব', 'ভিলেন', 'কেলোর কীর্তি', 'জামাই ৪২০' ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। শোনা যায়, তারপর থেকেই নাকি তাঁদের সম্পর্কে অবনতি ঘটতে শুরু করে। ইন্ডাস্ট্রিতে রটনা শুরু হয়, তাঁরা নাকি আর একসঙ্গে কাজই করবেন না। কিন্তু অভিমানের বরফ বোধহয় গলছে। কারণ এবার একই ছবিতে দেখা যাবে, অঙ্কুশ ও মিমিকে। শিবপ্রসাদ এবং নন্দিতা পরিচালিত 'রক্তবীজ' সিনেমাতেই এই অসম্ভব, সম্ভব হয়েছে।

যদিও তাঁরা বোধহয় একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন না। রক্তবীজ ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমায় দেখা যাবে মিমি চক্রবর্তীকে। অন্যদিকে সেই সিনেমায় আইটেম নম্বরে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে। সুরজিৎ চট্টোপাধ্যায়ের গাওয়া গান, 'গোবিন্দ দাঁত মাজে না' গানে দেখা যাবে অঙ্কুশকে। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে গানটি মুক্তি পেয়েছে। কুলির পোশাকে দেখা গিয়েছে অভিনেতাকে। প্রথম গানেই রক্তবীজের আসর জমিয়েছেন অঙ্কুশ।

তবে মিমির সঙ্গে কাজ করার প্রসঙ্গে অঙ্কুশ এক সংবাদমাধ্যমকে বলেন, এর আগে তিনি শিবপ্রসাদ ও নন্দিতার সঙ্গে কাজ করেননি। তাই অফার পেয়েই রাজি হয়ে যান। চলতি বছর পুজোয় মুক্তি পাবে, রক্তবীজ। বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় ও মিমিকে দেখা যাবে মুখ্য ভূমিকায়। এই পরিচালক জুটির সিনেমা এমনিই বাঙালির পছন্দের। তাই পুজো যে এবার জমে যাবে, তা নিয়ে সন্দেহ নেই।

7 months ago


Tamim: এখনও পিঠের চোট! বাংলাদেশের একদিনের দলের নেতৃত্ব থেকে ইস্তফা তামিমের

বাংলাদেশের একদিনের দলের নেতৃত্ব থেকে ইস্তফা দিলেন তামিম ইকবাল। পিঠের চোট এখনও ঠিক হয়নি। তাই আসন্ন এশিয়া কাপ থেকেও সরে দাঁড়িয়েছেন। আশা করা হচ্ছে, অবসর ভেঙে ফিরে ওয়ানডে বিশ্বকাপে খেলবেন।

লন্ডনে চিকিৎসকের পরামর্শ নেন তামিম। দেশে ফিরে বোর্ড সভাপতি ও ক্রিকেট অপারেশন চেয়ারম্যানের সঙ্গে নেতৃত্ব ছাড়ার ইচ্ছেপ্রকাশ করেন তামিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েই নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি।

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ চলাকালীন হঠাৎ করে সিরিজের মাঝপথে অবসর নেন তামিম ইকবাল। চোট নিয়ে এবার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তামিম ইকবালের।

9 months ago
Tamim: বিশ্বকাপের ৩ মাস বাকি থাকতেই একদিনের ক্রিকেট থেকে অবসর তামিমের

আর মাত্র ৩ মাস বাকি ওয়ানডে বিশ্বকাপের (World Cup)। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) থেকে অবসর নিলেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল (Tamim Iqbal)। বৃহস্পতিবার চট্টগ্রামে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন তামিম।

সাংবাদিক বৈঠকে হঠাৎ অবসর ঘোষণা করবেন, তা ভাবতে পারেননি কেউই তিনি বলেন. "এটাই আমার শেষ। নিজের সেরাটা দিয়েছি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ১৬ বছরের যাত্রাপথে পাশে থাকার জন্য সতীর্থ, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও পরিবারকে ধন্যবাদ।" বাংলাদেশেক সমর্থকদেরও ধন্যবাদ জানান তামিম। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ চলছে। এভাবে সিরিজের মাঝপথে অবসর নেওয়ার বিষয় মুখ খোলেননি তামিম।

এই সিরিজে তামিমের পরিবর্তে শাকিব আল হাসান ও লিটন দাসের হাতেই দায়িত্ব তুলে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উপমহাদেশে বিশ্বকাপ হওয়ায় ভাল ফলের আশা করছে বাংলাদেশ ক্রিকেটপ্রেমীরা।

10 months ago


Mimi: বধূবেশে ছবি আপলোড করলেন মিমি, বিয়ে নিয়ে হইচই নেট দুনিয়ায়

বাংলা বাণিজ্যিক ছবির (Tollywood) প্রথম সারির অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা ফেলেছেন। পশ্চিমবঙ্গের জনগণের কাছে জনপ্রিয় মুখ তিনি। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের স্বভাবত কৌতূহল থাকে, মিমি সেই তালিকা থেকে বাদ যান কীভাবে! সামাজিক মাধ্যমে অভিনেত্রী যাই পোস্ট করেন, তাই নিয়ে আলোচনা হয় বিস্তর। তবে এইবার মিমির বিয়ে (Wedding) নিয়ে চর্চায় মুখর তাঁর ভক্তরা।

সম্প্রতি মিমি বধূবেশে একটি ছবি আপলোড করেছেন নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে। লাল বেনারসী পরেছেন আটপৌরে ধাঁচে। মাথায় শোলার মুকুট, লাল ওড়না, আর গা ভর্তি গয়নায় একেবারে বাঙালি বধূর সাজে ছবিতে ধরা দিয়েছেন তিনি। ক্যাপশনে কিছুই লেখেননি। এই ছবি থেকেই মিমির বিয়ে-চর্চার প্রসঙ্গের পালে হাওয়া লেগেছে। নেটিজেনদের অনেকে তো ধরেই নিয়েছেন, মিমি চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন। যদিও পরে বোঝা গিয়েছে, এক গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনের জন্যই মিমির এই সাজ।

View this post on Instagram

A post shared by Mimi Chakraborty (@mimichakraborty)

রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির প্রেম নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল একসময়। যদিও রাজ শুভশ্রীকে বিয়ে করার পর নাকি প্রেম-বিমুখ হয়েছিলেন মিমি।মাঝে জল্পনা শুরু হয়েছিল অভিনেত্রীর মন মজেছে বিদেশির প্রেমে। এক সিনেমার শ্যুটিংয়ে তুরস্কে গিয়েই নাকি প্রেমে পড়েছিলেন লাইন প্রোডিউসার মিলি গুলহানের সঙ্গে। যদিও সেই খবরে এখনও রটনায় রয়ে গিয়েছে।

   

11 months ago
Mimi: 'আমারও একটা চাই', মিমির আবদার মেটালেন শাহরুখ! কী এমন চেয়েছিলেন

টলিউডের (Tollywood) অভিনেত্রী হয়ে সাংসদের দায়িত্বও পালন করে চলেছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অভিনেত্রী, সাংসদ হওয়ার পাশাপাশি তিনি শাহরুখ খানের (Shah Rukh Khan) এক বড় ভক্তও বটে। ফলে একজন ফ্যান হয়ে কিং খানের কাছে এমন এক আবদার করে বসলেন, যা শুনে অবাক। তবে তাঁর সেই আবদার শেষপর্যন্ত মেটালো শাহরুখের টিম কেকেআর (KKR)। তবে তিনি এমন কী চেয়েছিলেন, সেই নিয়ে কৌতুহল বাড়ছে মিমি অনুরাগীদের মনে।

জানা গিয়েছে, টুইটারে মিমির এক বান্ধবীকে দেখেছিলেন, কেকেআর-এর কাস্টমাইজড জার্সি পরে টুইটারে ছবি দিতে। ব্যাস, এই দেখেই মিমিও চেয়ে বসেন এমনি এক জার্সি, যেখানে নাম লেখা থাকবে নিজের। এই কথা টুইটেই তিনি জানিয়েছিলেন। এরপর আবদার করার পরপরই ইচ্ছাপূরণ হয়ে গেল তাঁর। শাহরুখের টিম কেকেআর-এর থেকে পাঠানো হয়েছে মিমির নাম লেখা বেগুনি রংয়ের কেকেআর-এর জার্সি। আজই ইডেনে পঞ্জাব কিংসের সঙ্গে খেলা আছে কেকেআর-এর। তার আগেই হাতে পেয়েছেন নিজের পছন্দের সেই জার্সি। এরপর সেই জার্সি হাতে নিয়ে ছবিও শেয়ার করেছেন মিমি।

এর আগে টুইটে মজা করেই শাহরুখকে জিজ্ঞাসা করেছিলেন, তাঁকে পাঠান ছবিতে নেবে নাকি। কিন্তু সেই প্রশ্নের কোনও উত্তর আসেনি। এসআরকে-কে ট্যাগ করে মিমি লেখেন, 'পাঠান ২-এ তুমি কি আমাকে নিচ্ছ?' এরই পাশাপাশি সম্প্রতি ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসার জন্য ধন্যবাদও জানান তিনি। কিন্তু এত টুইটের মাঝে মিমির টুইটের উত্তর দিতে দেখা যায়নি শাহরুখকে। কিন্তু এবারে শাহরুখের টিমকে এক আবদার করাতেই তা পূরণ করা হল। ফলে এই নিয়ে বেজায় খুশি মিমি ও তাঁর অনুরাগীরাও।

12 months ago
Mimi: বিমানে মিমি চক্রবর্তীর খাবারে চুল! সাংসদ-অভিনেত্রী বিমান সংস্থাকে একহাত নিলেন

কয়েক দিন আগেই অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর জন্মদিন ছিল। আর তা সেলিব্রেশন করতে পাড়ি দিয়েছিলেন ভালোবাসার শহর প্যারিসে। সেই শহরেই জন্মদিনের কেক কেটে উদযাপন করলেন তিনি। প্যারিস ভ্রমণের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ছুটি কাটিয়ে ফিরতে গিয়ে এমিরেটস (Emirates) উড়ান সংস্থার পরিষেবা নিয়ে বেজায় চটে যান অভিনেত্রী। মিমি টুইটারে (Twitter) একটি ছবি পোস্ট করে জানান, বিমানসংস্থার পক্ষ থেকে দেওয়া খাবারে ছিল চুল। অভিযোগ জানানোর পরও কোনও প্রতিক্রিয়া মেলেনি। এতেই ক্ষিপ্ত অভিনেত্রী তথা রাজনীতিবিদ।

টুইটারে গোটা বিষয়টি জানিয়েছেন মিমি। শেয়ার করেছেন খাবারের প্লেটের ছবি। যেখানে খাবারের মাঝে একটি লম্বা কালো চুল দেখা গিয়েছে। মিমি জানান, ক্রস্যাঁ (একধরনের ফরাসি খাবার) খাচ্ছিলেন তিনি। সেই সময়ই চুলটা মুখে পড়ে। কিন্তু তা জানানো সত্ত্বেও বিমান সংস্থার তরফে কোনও উত্তর মেলেনি। এমনকি পরিষেবার জন্য ক্ষমাও চায়নি।

টলি অভিনেত্রী বিমানসংস্থাকে ট্যাগ লেখেন, “মনে হয় আপনারা এত বড় হয়ে গিয়েছেন যে যাত্রীদের খেয়াল রাখার প্রয়োজন বোধ করেন না। খাবারে চুল থাকা কোনও ছোটখাটো বিষয় নয় বলেও আমার ধারণা। আপনাদের টিমকে মেল করা হয়েছে কিন্তু কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি কিংবা ক্ষমাও চাওয়া হয়নি। এই জিনিসটাই ক্রস্যাঁ খাওয়ার সময় আমার মুখে পড়ে।” উল্লেখ্য, ৩৪-এ পা দিলেন মিমি। বেশ চুটিয়ে মজা করেছেন জন্মদিনটা তা সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবি থেকেই স্পষ্ট।

one year ago


Mimi: চলছে লোকসভা, কিন্তু প্যারিস সফরে ব্যস্ত সাংসদ মিমি! দেখুন 'বার্থ ডে' গার্লের ভ্রমণ ছবি

চলছে সংসদের গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন (Parliament Session)। কিন্তু এই মুহূর্তে ভারতেই নেই তৃণমূল সাংসদ (TMC MLA Mimi) মিমি চক্রবর্তী। দিব্য প্যারিস ভ্রমণে মত্ত যাদবপুরের এই ঘাসফুল সাংসদ। তাঁর সাম্প্রতিক প্যারিস ভ্রমণের (Paris Tour) ছবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু ১১ ফেব্রুয়ারি আবার মিমি চক্রবর্তীর জন্মদিন। তাই প্রিয় 'বনুয়া'কে শুভেচ্ছা জানাতে ভোলেননি অপর এক তৃণমূল সাংসদ নুসরত জাহান। টলিউড ইন্ডাস্ট্রির এই দুই পরিচিত মুখ পর্দার বাইরে একে অপরের প্রিয় বন্ধু।

জানা গিয়েছে, যাদবপুরের সাংসদ প্যারিসে থাকলেও বসিরহাটের সাংসদ বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন। তাও মিমিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি নুসরৎ। ‘বার্থডে গার্ল’-এর ছবি দিয়ে নুসরত লেখেন 'শুভ জন্মদিন।'

এদিকে, প্যারিস ভ্রমণের একাধিক ছবি এখন মিমির ইনস্টাগ্রামে। তবে লোকসভা চলাকালীন তাঁর এই বিদেশ সফর ঘিরে সমালোচনা তুঙ্গে।

one year ago
Incident: 'হোম গার্ডের চাকরির জন্য মুখ্যমন্ত্রীকে আবদার', সংবর্ধনা পেয়ে আপ্লুত মহম্মদ মানিক

উত্তরবঙ্গে মাল নদী (Mal Incident) দুর্ঘটনায় সাহসিকতার পরিচয় দেওয়া মানিক-সহ ৭ জনকে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী। এই সাত জনই প্রাণের তোয়াক্কা না করে দশমীর (dashami Mishap) সন্ধ্যায় হড়পা বানের (Flash Floods) মধ্যেই নদীতে ঝাঁপ দিয়ে একাধিক প্রাণ বাঁচিয়েছেন। তাঁদের হাতে সাহসিকতার শংসাপত্র তুলে দেওয়ার পাশাপাশি এক লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে।


এদিন মুখ্যমন্ত্রী সাহসী এই ৭ জনকে চাকরির প্রস্তাবও দেন। এই প্রসঙ্গে মাল দুর্ঘটনার পর সবচেয়ে বেশি প্রশংসিত হওয়া মহম্মদ মানিক জানান, আমি খুব আপ্লুত। মুখ্যমন্ত্রী আমার নাম ধরে ডাকবেন ভাবতেই পারিনি। উনাকে কাছ থেকে দেখতে পাবো ভাবতেই পারিনি। আগামি দিনেই সামাজিক কর্মে এগিয়ে যাবো। উনি চাকরির ব্যাপারে বলেছেন। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবদার করেছি যদি হোমগার্ডের চাকরি আমাকে দেওয়া যায়।

এ প্রসঙ্গে উল্লেখ্য, এদিন সরকারির চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে মাল-কাণ্ডে নিহতদের পরিবারের একজন করে সদস্যদের হাতে। মঞ্চে দাঁড়িয়ে থেকে মুখ্যমন্ত্রীর এই বিষয়টা তদারকি করেন।

2 years ago