Breaking News
Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...     

Mela

Trafficking: ১০ মাস লড়াইয়ের পর মাদক মামলা থেকে মুক্তি বিজেপি নেত্রী পামেলার

মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়াও চলছে এই রাজ্যে। এমন দাবি করলেন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। ২০২১ সালে যাঁর নাম জড়িয়েছিল মাদক পাচার মামলায়। তারপর যদিও আইনি লড়াইয়ে নেমেছিলেন পামেলা। মামলার জল কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিমকোর্ট- গড়িয়েছে সর্বত্রই। বহুবার তাঁকে ক্লিনচিট দেওয়া হলেও, রাজ্য সরকারের তরফ থেকে বারবার আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে পদক্ষেপ নেওয়া হয়েছে, শুধুমাত্র তাঁকে ফাঁসানোর জন্য। এমনই দাবি করেন পামেলা।

বারবার মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, দাবি পামেলার। তবে শেষ পর্যন্ত এই মামলা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেলেন পামেলা। তাঁর নামে রইল না আর কোনও অভিযোগ। এদিন, সত্যের এই জয়ই ভাগ করে নেন বিজেপি কর্মী সমর্থকরা। পামেলাকে কেন্দ্রে রেখে, মালা পরিয়ে, হাতে সত্যেমেব জয়তে লেখা প্ল্যাকার্ড নিয়ে চলল মিছিল।

পামেলার আইনজীবীও জানান, এই মামলা বাকিদের বিরুদ্ধে এখনও চললেও, পামেলার বিরুদ্ধে সমস্ত অভিযোগের নিস্পত্তি ঘটেছে।

তবে বিরোধী মহল শুক্রবার খুশি, কারণ সত্যের জয় হয়েছে। মাদক সঙ্গে রাখা এবং পাচারের অভিযোগে যোগ হওয়া কালো দাগ মুছল পামেলার জীবন থেকে। পামেলা যদিও আগেও বলেছিলাম, তাঁকে ফাঁসানো হয়েছে। পুরোটাই রাকেশ সিং ও রাজ্য সরকারের মিলিত চাল। তবে এই পরিকল্পনাতে জড়িয়ে কে বা কারা, তা জানা যাবে মামলার সম্পূর্ণ নিষ্পত্তিতে।

2 months ago
Makar Sankranti: শীত উপেক্ষা করে গঙ্গাসাগরে স্নান লক্ষ লক্ষ পুণ্যার্থীর, ভিড় কলকাতার বাবুঘাটেও

মকর সংক্রান্তি উপলক্ষ্যে দেশজুড়ে উৎসবের মেজাজ। গঙ্গাসাগর থেকে শুরু করে কলকাতার বাবুঘাট, শাহী স্নান করতে মানুষের ভিড়। শীত উপেক্ষা করেই গঙ্গার জলে ডুব সাধারণ মানুষের। রাত ১২ টা ১৩ মিনিট থেকে শুরু হয়েছে শাহী স্নান। ফলে ভোরের আলো ফোটার আগেই কয়েক লক্ষ মানুষ এদিন স্নান করতে পৌঁছে যান গঙ্গাসাগরে।

এবার সাগরের ভিড়ের নিরিখে সর্বকালীন রেকর্ড তৈরি হবে। এমনটাই মনে করা হচ্ছে। মেলায় ৬৫ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে রবিবার বিকেল পর্যন্ত। এমনটাই প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এই সংখ্যাটা এদিন আরও ছাড়িয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

সে মতো গঙ্গাসাগর জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা রাত থেকেই অ্যালার্টে রয়েছেন। পাশাপাশি নৌবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও অ্যালার্টে রাখা হয়েছে। সমুদ্রের মধ্যে চলছে কড়া নজরদারি। অন্যদিকে কলকাতার বাবুঘাট সহ অন্যান্য ঘাটগুলিতেও মানুষের ভিড়। ভোররাত থেকেই কার্যত শুরু হয়েছে এই স্নানপর্ব। কলকাতা পুলিসের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে। গঙ্গাবক্ষেও বিপর্যয় মোকাবিলা বাহিনী চালাচ্ছে নজরদারি। মাইকের মাধ্যমে সতর্কমূলক প্রচার।

একই ছবি বিভিন্ন জেলাগুলিতেও। সোমবার মকর সংক্রান্তি উপলক্ষে মকর স্নানের জন্য যাঁরা নদী ঘাটে স্নান করতে নামছেন, তাঁরা যাতে বেশি জলে না নামেন তার জন্য বারবার সতর্ক করছে প্রশাসন। সোমবার মকর স্নান উপলক্ষে আসানসোলের বিভিন্ন নদীঘাট গুলিতে জমায়েত হয়েছে সাধারণ মানুষ।

3 months ago
Gangasagar Mela: 'সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার', মেলার নিরাপত্তা ও পুণ্যার্থীদের জন্য় বিশেষ ব্য়বস্থা প্রশাসনের

রবিবার গঙ্গাসাগরে পুণ্যস্নান। রবিবার রাত থেকে শুরু পৌষ সংক্রান্তির পুণ্যস্নান। কনকনে শীত থাকলেও পুণ্যার্থীদের সমাগম কিন্তু কমে নি। সূত্রের খবর, শনিবার দুপুর ১২ টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪৫ লক্ষ পুণ্যার্থী এসেছেন। এই সংখ্যা আরও রেকর্ড হবে এই বছরে। তাই তীর্থযাত্রীদের সুবিধার্থে শুরু হয়েছে বিশেষ ব্যবস্থা। চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। রয়েছে পুলিস বাহিনী মোতায়েন।  আজ, রবিবার রাত ১২টা ১৩ মিনিট থেকে সোমবার রাত ১২ টা ১৩ মিনিট পর্যন্ত মকর সংক্রান্তির পূণ্য স্নান-এর তিথি। 

উন্নততর যাত্রী নিবাস সহ ২২ টি জেটি, ২৫০ টি বাস, ৬ বার্জ ও ১০০ টি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। তাছাড়া জলযানের অবস্থান সঠিক ভাবে চিহ্নিত করতে ব্যবহৃত হচ্ছে ইসরোর টেকনোলজি। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ১৪ হাজার পুলিস কর্মী। বাবুঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত ১১৫০ সিসিটিভি। এছাড়াও ৪৩ টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজর রাখছে ১৮ টি অ্যান্টি ক্রাইম টিম। পুণ্যার্থীদের সুরক্ষায় তৈরি হয়েছে ১১ টি ফায়ার স্টেশন, নিয়োজিত ৩৫৩ জন কর্মী। থাকছে ৭০ টি ফায়ার মোটর সাইকেলের ব্যবস্থা এবং ৩টি সাব স্টেশন। খোলা হয়েছে মেগা কন্ট্রোল রুম। 

জলপথে পুণ্যার্থীদের নিরাপত্তায় রয়েছে মহিলা এনডিআরএফের আধিকারিক সহ ৭০ জনের টিম। যার মধ্যে ১২ জন মহিলাকে উদ্ধার কার্যের মূল দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে দিন-রাত নজরদারি চালাচ্ছে ৬ টি বোট। এই নজরদারির পাওয়ায় খুশি মহিলা এনডিআরএফ কর্মীরা। ৮ থেকে ১৮ই জানুয়ারি এই নজরদারি চলবে বলে জানিয়েছেন এনডিআরএফ আধিকারিক পুষ্পেন্দ্র কুমার। 

3 months ago


Birbhum: সময় কম! এবছরও হচ্ছে না শান্তিনিকেতনের পৌষমেলা, জানাল শান্তিনিকেতন ট্রাস্ট

শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী মেলা হল পৌষমেলা। এ বছরও শান্তিনিকেতনে আয়োজিত হচ্ছে না পৌষমেলা। তিন বছর পর মেলা হওয়ার আশঙ্কা জুগিয়েছিল, কিন্তু সেই আশাও ভেস্তে গেল। সোমবার, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট যৌথভাবে একটি বৈঠক করে আসন্ন পৌষ মেলা নিয়ে। আর সেই বৈঠকে সব পক্ষের উপস্থিতিতে আলোচনা হয়, এই বছর মেলা হবে না।

তবে আগের বৈঠকে জানানো হয়েছিল, তিনবছর পর এবার ছোট করে হলেও পূর্বপল্লির মাঠে পৌষমেলা হতে পারে বলে জানানো হয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষের পক্ষ থেকে। এই খবর শুনে খুশি হয়েছিল হোটেল ব্যবসা থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা। তবে শান্তিনিকেতন ট্রাস্টের পক্ষ থেকে জানা খবর শুনে হতাশ হয়ে পড়েছে তারা।

এ বছর কেন তাদের পক্ষে মেলা আয়োজন করা হবে না তার পরিপ্রেক্ষিতে তাঁরা পাঁচটি কারণ তুলে ধরেছেন। সেই সকল কারণের মধ্যে রয়েছে হাতে অল্প সময় অর্থাৎ সময়ের অভাব। হাতে অল্প সময় থাকার কারণে স্টল বুকিং থেকে শুরু করে পুকুর ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করা সম্ভব নয়। এছাড়াও বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্টের অর্থনৈতিক ও অন্যান্য পরিকাঠামো সীমিত হওয়ার কারণে এই অল্প সময়ের মধ্যে তারা মেলার আয়োজন করতে পারবে না বলেই শেষমেষ জানিয়ে দিল।

5 months ago
Jyotipriya: মাদক পাচারকারীকে মেয়ে বলে দাবি বালুর! বিস্ফোরক পামেলা

অমৃতা সিং ওরফে সুইটি। মাদক পাচার মামলায় ২০২১ সালে অমৃতার কাছ থেকে উদ্ধার হয় মাদক। উদ্ধার হয় বিপুল পরিমানে কোকেন ও ৮ লক্ষ ৫০ হাজার টাকা। প্রায় ১ বছর জেলে ছিলেন তিনি। মাদকপাচারকারী হিসেবে পুলিসের খাতায় নাম থাকা এক বছর জেলবন্দী অমৃতা সিংয়ের সঙ্গেই নাম জড়িয়েছে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। স্যোসাল মিডিয়াতে এই অমৃতার সঙ্গে জ্যোতিপ্রয়র ছবি এখন ভাইরাল। আর এই ছবি প্রকাশ্যে আসার পরই নানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। মাদকপাচারকারীর সঙ্গে জ্যোতি যোগ খুঁজতে গিয়ে সিএন এর হাতে আসে হাইকোর্টের একটি হলফনামা। যাতে জ্যোতিপ্রিয় এই অমৃতাকে কন্যাসম বলে দাবি করেছেন। এ ব্যাপারে জানতে অমৃতার কাছে গেলে তিনিও জানান  জ্যেতিপ্রিয় তার পিতৃতুল্য। দীর্ঘ ৪০ বছর ধরে অমৃতার পরিবারের সঙ্গে জ্যোতিপ্রিয়র পরিবারের সম্পর্ক।

এদিকে জ্যোতিপ্রিয়-অমৃতার সম্পর্ক নিয়ে সরব হয়েছেন পামেলা গোস্বামী। কে এই পামেলা গোস্বামী? পামেলা গোস্বামীও মাদক পাচারে গ্রেফতার হয়েছিলেন। এবং অমৃতা সিং ও পামেলা গোস্বামী একই জেলে ছিলেন। সেই সূত্রেই পামেলা চেনেন অমৃতাকে। পরবর্তীতে পামেলাকে মাদক মামলা থেকে অব্যাহতি দেয় কলকাতা হাইকোর্ট। সেই পামেলা আবার সিএন এর মুখোমুখি হয়ে দাবি করেন  'জেলে থাকার সময় বালুদার সঙ্গে যোগাযোগ রাখত অমৃতা' এখানেই শেষ নয়, পামেলার দাবি শুধু রেশন নয়, গরু-কয়লা পাচারেও যুক্ত জ্যোতিপ্রিয়।

'সন্দেশখালির শাজাহান জ্যোতিপ্রিয় মল্লিকের কাছের মানুষ' 'শাজাহানের সঙ্গে মিলে রোহিঙ্গাদের অনুপ্রবেশ করানোর অভিযোগও তোলেন পামেলা। পামেলার কথায় কোটি কোটি টাকা লেনদেনের বিনিময়ে অনুপ্রবেশের অভিযোগ করেছেন পামেলা গোস্বামী জ্যোতিপ্রিয়ওর বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগও তোলেন পামেলা।

মাদক পাচার মামলার চার্জশিটে অভিযুক্ত হিসাবে সুইটির নাম থাকার পরেও, জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠতার পেছনে আসল কারণ কি? শুধু মাদক পাচারের সঙ্গেই যুক্ত থাকার অভিযোগ নয়, তোলাবাজির অভিযোগ রয়েছে সুইটির বিরুদ্ধে।যদিও মানতে নারাজ অমৃতা। আর এখানে প্রশ্ন উঠতে শুরু করে তবে কি রেশন দুর্নীতির কালো টাকার ভাগীদার  অমৃতা ?পামেলার দাবি রেশন দুর্নীতির কালো টাকার ভাগীদারও হয়েছেন সুইটি। জ্যোতিপ্রিয় মল্লিক এর কাছ থেকে আর্থিকভাবে লাভবান হয়ে, একাধিক ব্যবসা করেছেন তিনি। যদিও সেই অভিযোগ অস্বীকার করে অমৃতা।

সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাকে জড়িয়ে তার বিরুদ্ধে চক্রান্ত করছেন বিবাহ বিচ্ছেদের মামলা চলা তার স্বামী সন্দীপ আগারওয়াল। সিএন-এর ক্যামেরার সামনে এমনটাই অভিযোগ করেছেন মাদক পাচারে ধৃত অমৃতা সিনহা ওরফে সুইটি।

তবে তদন্তের স্বার্থে ইডির তদন্তকারী আধিকারিকরা ডাকলে জিজ্ঞাসাবাদে সহযোগীতা করতে  রাজি অমৃতা। রেশন দুর্নীতি সঙ্গে জ্যোতিপ্রিয়া মল্লিক আদৌ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত হোক চান সুইটি নিজেও। জ্যোতিপ্রিয়কে নিয়ে কে ঠিক বলছেন অমৃতা না পামেলা উত্তর দেবে সময়।

6 months ago


Rozgar Mela: রোজগার মেলায় ৫১ হাজার নিয়োগপত্র চাকরিপ্রার্থীদের দিলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার ৫১ হাজার তরুণ-তরুণীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন ভিডিও কনফারেন্সিং করে রোজগার মেলার (Rozgar Mela) মাধ্যমে নিয়োগপত্রগুলো নতুন চাকরিপ্রার্থীদের হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী। সারা দেশের ৪৬ টি জায়গায় একসঙ্গে রোজগার মেলা অনুষ্ঠিত হয়। অন্যদিকে দিল্লির রাইসিনা রোডে ন্যাশনাল মিডিয়া সেন্টারে থেকে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে অংশ নেন। নিয়োগপত্র তুলে দেওয়ার পর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বক্তব্য রাখেন তিনি।

সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমেই চাকরীপ্রার্থীদের উদ্দেশে বলেন, '২০৪৭-এ আরও উন্নত ভারতের পথে এগোচ্ছে দেশ। আর কয়েক বছরের মধ্যে দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে। এই সময়কালে প্রতিটি সরকারি কর্মীরা বড় ভূমিকা নিতে পারেন। তাই আপনারা সব সময় নাগরিকদের আগ্রাধিকার দিয়ে কাজ করবেন।'

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ অগাস্টেই ৫০ হাজার নিয়োগপত্র দেওয়া হয়। আর এবারে আজ, ২৬ সেপ্টেম্বর যুবক-যুবতীদের হাতে তুলে দেওয়া হল নিয়োগপত্র। মোট আটটি রোজগার মেলার আওতায় সাড়ে পাঁচ লক্ষের বেশি প্রার্থীকে নিয়োগপত্র বিতরণ করা হয়। মঙ্গলবার সেই সংখ্যা ছাড়িয়ে গেল ৬ লক্ষের গণ্ডি।

7 months ago
Rozgar Mela: রোজগার মেলায় ফের ৭০ হাজারের বেশি নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ফের ৭০ হাজারের বেশি নিয়োগপ্রাপ্তদের হাতে তুলে দিলেন নিয়োগপত্র। ২২ জুলাই, শনিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোজগার মেলার (Rozgar Mela) অধীনে নতুন নিয়োগপ্রাপ্তদের এই নিয়োগপত্র তুলে দেন ও সেই অনুষ্ঠানে তাঁদের উদ্দেশে বক্তৃতা দেন।

গত বছরের অক্টোবরে রোজগার মেলার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর লক্ষ্য দেশে ধাপে ধাপে ১০ লক্ষ কর্মসংস্থান। ফলে শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭০ হাজারের বেশি নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী। সরকারি বিবৃতি অনুযায়ী, সারা দেশের ৪৪টি স্থানে রোজগার মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই উদ্যোগকে সমর্থন করে কেন্দ্রীয় সরকার বিভাগ, রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নিয়োগগুলি চলছে৷

এদিন রোজগার মেলায় যুবক-যুবতিদের ভার্চুয়াল ভাবেই জয়েনিং লেটার পাঠিয়ে মোদী বলেন, দেশ নতুন দিগন্তে এগিয়ে চলেছে। কেন্দ্রের লক্ষ্য হল চলতি বছর ১০ লক্ষ চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া। প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, 'স্বাধীনতার অমৃত মহোৎসবে যখন দেশ উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে, তখন সরকারি চাকরিতে যোগ দেওয়া আপনার জন্য বড় সুযোগ। এটা আপনাদের পরিশ্রমের ফল।' 

9 months ago
Rozgar Mela: রোজগার মেলায় ৭১ হাজার জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী

দেশের যুব তরুণদের কর্মসংস্থান দিতে কেন্দ্র সরকারের এক বড় পদক্ষেপ হল রোজগার মেলা (Rozgar Mela)। ১৬ মে,মঙ্গলবার ফের রোজগার মেলা অনুষ্ঠানের মাধ্যমে ৭১ হাজার চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন ও বক্তৃতা রাখলেন। দেশের মোট ৪৫ টি জায়গায় রোজগার মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

২০২২ সালে কেন্দ্র সরকারের তরফে এই রোজগার মেলার উদ্যোগ নেওয়া হয়েছিল। এরপর ধাপে ধাপে দেশের যোগ্য ছেলে-মেয়েদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে। দেশের ছেলে-মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে ও তাঁদের কর্মসংস্থানের জন্য নরেন্দ্র মোদী এই রোজগার মেলার উদ্বোধন করেছিলেন। তাঁর প্রতিশ্রুতি মতই চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নিয়োগপত্র। আর এবারে ৭১ হাজার পুরুষ-নারীদের হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হল। এই নিয়ে মোট ৫ বার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে যে, এই উদ্যোগকে সমর্থন করে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিভিন্ন বিভাগগুলিতে নিয়োগ করা হচ্ছে।

11 months ago


Ranbir: মন্দিরের সামনে আলিয়ার জুতো রাখলেন রণবীর, চরম কটাক্ষ নেট দুনিয়ায়

প্রয়াত পরিচালক যশ চোপড়ার (Yash Chopra) স্ত্রী পামেলা চোপড়া (pamela Chopra) পরলোক গমন করেছেন ২০ এপ্রিল। যশরাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়া এবং উদয় চোপড়ার মা'কে শেষ শ্রদ্ধা জানাতে চোপড়া হাউজে ঢল নেমেছিল বলিউডের তারকাদের।

শাহরুখ খান, ভিকি-কৌশল, দীপিকা-রণবীর, রানী মুখোপাধ্যায়, সোনু নিগম জাভেদ আখতার, জয়া বচ্চন, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন-সহ জনপ্রিয় তারকারা উপস্থিত ছিলেন পামেলা চোপড়ার শেষ যাত্রায়। গিয়েছিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। পামেলা চোপড়ার বাড়িতে ঢোকার মুখে রণবীর এমন কান্ড করেন, যার সমালোচনায় মুখর হয়েছে নেট দুনিয়া। কী এমন করলেন রণবীর?

প্রয়াত পামেলা চোপড়ার নিথর দেহ যে বাড়িতে শায়িত ছিল, সেই বাড়িতে ঢোকার মুখে একটি ছোট ঠাকুরের সিংহাসন রাখা ছিল। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে, সদর দরজা দিয়ে ঢোকার মুখে আলিয়া ভাট তাঁর জুতো খুলে রাখেন। কিন্তু রণবীর আলিয়ার জুতো জোড়া হাতে তুলে নেয়। বাড়ির ভিতরে রাখেন, ছোট্ট মন্দিরের অদূরে। এই ভিডিও বর্তমানে ভাইরাল নেট দুনিয়ায়।        

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এই ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই সমালোচনা করেছে রণবীরের। আবার আলিয়ার জুতো হাতে তোলা নিয়ে রণবীর ভক্তদের অনেকে বেশ প্রশংসা করেছেন।

12 months ago
Jaya: যশ পত্নীর শেষ যাত্রায় মেজাজ হারালেন জয়া, ক্যামেরা দেখেই বিরক্তি প্রকাশ

বরাবর তিরিক্ষি মেজাজ নিয়ে চলেন জয়া বচ্চন (Jaya Bacchan)। সম্প্রতি পামেলা চোপড়ার (Pamela Chopra Death) শেষ যাত্রার অনুষ্ঠানেও মেজাজ হারালেন প্রবীণ অভিনেত্রী। সাদা পোশাকে পরে মাস্ক ঢাকা মুখে চোপড়া বাংলোয় পৌছনো মাত্র তাঁকে ঘিরে ধরে ক্যামেরা। কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তীব্র প্রতিবাদ জানিয়ে হাত তোলেন জয়া বচ্চন। তাঁকে সঙ্গ দিয়েছিলেন মেয়ে শ্বেতা বচ্চন। তিনি ক্যামেরার দিকে তাকালেও একরাশ বিরক্তি মুখে জয়া চিত্র সাংবাদিকদের আঙুল দেখিয়ে বলেন দূরে যেতে। তাঁর এই আচরণ সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই মন্তব্য ভেসে আসে, 'পরিস্থিতি যা-ই হোক, জয়ার মেজাজ সেই একই!' একজন আবার বলেছেন, 'স্বামী-স্ত্রীর ব্যবহারে কত ফারাক।'

View this post on Instagram

A post shared by @varindertchawla

এদিকে, পরিচালক-প্রযোজক যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়ার প্রয়াণের খবর পেয়ে শোকাহত অমিতাভ বচ্চন। পামেলার আকস্মিক মৃত্যুসংবাদে অমিতাভের মনে হয়েছিল, 'জীবন যেন থমকে গিয়েছে।' বৃহস্পতিবার অর্থাত্ ২০ এপ্রিল, মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন পামেলা চোপড়া। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মেনেছেন রানি মুখোপাধ্যায়ের শাশুড়ি।

12 months ago


Amitabh: 'একে একে সবাই ছেড়ে চলে যায়', হঠাৎ কেন এই প্রসঙ্গ লিখলেন অমিতাভ

বলিউড (Bollywood) প্রযোজক যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া প্রয়াত হওয়ার সংবাদ পেয়েই শোকাহত বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। বৃহস্পতিবার, সকালে শুটিং চলাকলীন পামেলার আকস্মিক মৃত্যুসংবাদে অমিতাভের মনে হয়েছিল, 'জীবন যেন থমকে গিয়েছে।' বৃহস্পতিবার অর্থাত্ ২০ এপ্রিল, মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন পামেলা চোপড়া। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মেনেছেন রানি মুখোপাধ্যায়ের শাশুড়ি। বেলা ১১টা নাগাদ শেষকৃত্য‌ সম্পন্ন হয়েছে ৭৪ বছরের পামেলার।

সম্প্রতি ‘প্রজেক্ট কে’-র শুটিংয়ের সময় পাঁজরে চোট পেয়েছিলেন অমিতাভ। প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনিও। সেরে উঠে আবার কাজ শুরু করেছেন। শুটের প্রথম দিনটির বর্ণনা দিয়ে অমিতাভ তাঁর সর্বশেষ ব্লগ শুরু করেন। লেখেন, “প্রথম দিনগুলি কখনও প্রত্যাশার দিন এবং অজানা উপাদানের দিন... এবং আজকের প্রথম দিনটি আলাদা ছিল না। মানুষ, ক্রু, কাজকর্ম। সমস্ত অজানা এবং আশ্চর্যের মধ্যে প্রত্যাশা জেগে ছিল।' এরপরই অমিতাভ লেখেন, 'সবাই একে একে আমাদের ছেড়ে চলে যায়। সব আনন্দ সঙ্গে নিয়ে চলে যায়।'

12 months ago
YRF: যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া প্রয়াত, শোকস্তব্ধ সিনে দুনিয়া

৭৪ বছরে প্রয়াত হলেন বলিউড পরিচালক যশ চোপড়ার (Yash Chopra) স্ত্রী পামেলা চোপড়া (Pamela Chopra)। বৃহস্পতিবার মুম্বইতে প্রয়াত হয়েছেন তিনি। জানা গিয়েছে, মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ১৫ দিন ভেন্টিলেশনে ছিলেন তিনি।  নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন বলে খবর। স্বামী যশ চোপড়ার সঙ্গে বহু কাজ করেছেন। যশরাজ ফিল্মসের ব্যানারে তিনি লেখক, কস্টিউম ডিজাইনার, এবং গায়িকা হিসেবেও কাজ করেছেন।

চাঁদনী সিনেমার 'ম্যায় সসুরাল নেহি যাউঙ্গি', দিলওয়ালে দুলহনিয়া সিনেমার 'ঘর আজ পরদেশী' গানে গলা দিয়েছেন পামেলা। ১৯৭৬ সালে যশ চোপড়ার 'কভি কভি সিনেমা লিখেছিলেন তিনি। ১৯৮১ সালের 'সিলসিলা' সিনেমার জন্য তিনি ডিজাইনারের সম্মান পান। যশ রাজ ফিল্মসের অন্যতম ভিত্তি ছিলেন পামেলা।

View this post on Instagram

A post shared by Yash Raj Films (@yrf)

গভীরভাবে শোকাহত যশ চোপড়া ও পামেলা চোপড়ার দুই পুত্র আদিত্য চোপড়া এবং অভিনেতা উদয় চোপড়া গভীরভাবে শোকাহত। বৃহস্পতিবার যশরাজ ফিল্মসের সামাজিক মাধ্যমে একটি পোস্টার দিয়ে পামেলা চোপড়ার প্রয়াণ বার্তা দেওয়া হয়েছে।

সেখানে লেখা হয়েছে, 'খুব ভারাক্রান্ত হৃদয়ে, চোপড়া পরিবার জানাচ্ছে, ৭৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন পামেলা চোপড়া। মুম্বইতে সকাল ১১টায় তাঁর  শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আপনাদের প্রার্থনার জন্য আমরা কৃতজ্ঞ। তাঁর পরিবার বর্তমানে একান্ত শোকজ্ঞাপনের সুযোগ চাইছে। '

12 months ago
Kultali: মেলা থেকে নাবালিকাকে অপরহরণ এবং গণধর্ষণ! কুলতুলিতে গ্রেফতার ২

দিদির বাড়িতে বেড়াতে এসে কুলতুলিতে গণধর্ষণের (Gangrape in Kultali) শিকার এক নাবালিকা। অভিযোগ, 'তাকে (Minor Girl) মেলা থেকে অপহরণ নিয়ে গিয়ে প্রথমে বাড়িতে এবং পরে মাঠে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেছে আবদুল মোল্লা-সহ এক নাবালক।' 

জানা গিয়েছে, মাঠে ধর্ষণের সময় নাবালিকা চিৎকার করলেও কেউ শুনতে পায়নি। কারণ মেলার মাঠে মাইকের শব্দে সেই চিৎকার ঢাকা পড়েছিল। এরপর কুকর্ম সেরে অভিযুক্তরা নাবালিকাকে অসুস্থ অবস্থায় রাস্তার ধারে ফেলে চম্পট দেয়। মেলা ফেরত মানুষরা নির্যাতিতাকে উদ্ধার করে পরিবারকে খবর দেন। সেখান থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একটু সুস্থ হলে নাবালিকা মাকে সব খুলে বলে।

কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিস। ওই নাবালিকার শারীরিক পরীক্ষার করা হয়েছে। পুলিস সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার রাতেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার অভিযুক্তদের বারুইপুর আদালতে তোলা হয়। ধৃত দু'জনের বিরুদ্ধে গণধর্ষনের মামলা রুজু হয়েছে।

এদিকে, নির্যাতিতার পরিবার অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে সরব।

one year ago


Jaynagar: মেলা চলাকালীন গ্যাস বেলুন সিলিন্ডার ব্লাস্ট, দুই শিশু-সহ মৃত ৪

অনুষ্ঠান উপলক্ষে বসা মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে (Cylinder Blast) মৃত ৪। আহত অন্তত ১০ জন। জানা গিয়েছে, জয়নগরের (Jaynagar Incident) রাজাপুর-করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটরা গ্রামে রবিবার রাতে বসেছিল একটি অনুষ্ঠানের আসর। আর সেই অনুষ্ঠান উপলক্ষে রাস্তার ধারে বসেছিল হরেক রকম দোকান। তেমনি গ্যাস বেলুনের (Gas Baloon) সিলিন্ডার নিয়ে বসেন বেলুন বিক্রেতা মুচিরাম হালদার। সাড়ে ন'টা নাগাদ সেই গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণে আহত হন অন্তত দশ জন। এই বিস্ফোরণে মুচিরাম-সহ ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গিয়েছে, যারা মৃত এবং আহত, এঁদের অনেকেই ওই অনুষ্ঠান উপলক্ষে জমায়েত হয়েছিলেন। বিস্ফোরণে গুরুতর আহত চারজন কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন, কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী। ঘটনাস্থলে যায় লাগোয়া বকুলতলা থানার পুলিসও। 

জানা গিয়েছে, যেখানে মেলা বসেছিল, সেই এলাকার কিছুটা বকুলতলা থানার অংশ। স্থানীয়রা জানান, 'জলসার অনুষ্ঠান চলাকালীন গ্যাস বেলুন সিলিন্ডার ফাটে। সিলিন্ডার থেকে ধোঁয়া বেরোতে দেখে অন্যরা বেলুন বিক্রেতাকে সতর্ক করলেও তিনি কর্ণপাত করেননি।' এই বিস্ফোরণ-কাণ্ডে স্থানীয় এক মাদ্রাসা সদস্য বলেন, 'দুর্ঘটনার খবর কানে আসতেই আমরা জখমদের চিকিৎসাধীন করি। স্থানীয় প্রশাসন আমাদের সাহায্য করেছে। তবে এই জলসা চলছিল অনুমতি ছাড়া। মাদ্রাসা কমিটির অনুমতি ছাড়াই জলসা চলছিল।' এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় সোমবার সকালেও এলাকায় শোকের ছায়া।

one year ago
Tamil Nadu: মেলায় ক্রেন ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত ৪, শিশু-সহ আহত অন্তত ৯

মুহূর্তের মধ্যে আনন্দ পরিণত হল শোকে। মেলায় ক্রেন ভেঙে মৃত্যু (Death) হল চার জনের। গুরুতর আহত এক শিশুকন্যা-সহ প্রায় ৯ জন। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) রানিপেট জেলায়। সেখানে একটি মন্দিরকে কেন্দ্র করে শুরু হয়েছিল মেলা। সেখানেই রবিবার রাতে ক্রেন (Crane) ভেঙে এই দুর্ঘটনা। ইতিমধ্যে পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

জানা গিয়েছে, ক্রেন ভেঙে পড়ার সময় সেখানে প্রায় ১৫০০ দর্শনার্থী ছিলেন। আহতদের উদ্ধার করে পুন্নাই সরকারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, আরাককোনাম সরকারি হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্রেন চাপা পড়েই চার জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। পুলিস জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেলেও একজনের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, ক্রেনের একেবারে মুখে একটি মঞ্চ সাজানো হয়েছে  আলো এবং ফুল দিয়ে। সেখানে রাখা হয়েছে দেবতার মূর্তি। আর মঞ্চের মধ্যে রয়েছেন ৮ জন। নিচ থেকে ভক্তরা মালা ছুড়ে ছুড়ে দিচ্ছেন। আর মঞ্চে থাকা সকলে সেই মালাগুলি দেবতাকে পরিয়ে দিচ্ছেন। হঠাৎ চিত্র বদলে গেল।

হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ক্রেনটি। হইচই পড়ে যায়। সকলে প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে শুরু করেন। আর ভেসে আসে কান্নার শব্দ। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন পোর্টাল। উল্লেখ্য, ইতিমধ্যে ক্রেনচালককে গ্রেফতার করেছে পুলিস।

one year ago