Breaking News
CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের     

Martinez

Martinez: মেসি সমস্ত ফুটবলারদের ভগবান, কলকাতায় এসে বললেন মার্টিনেজ

তাঁরা ফুটবলার। আর মেসি (Messi) তাঁদের ভগবান। কারণ লিও অন্য গ্রহের বাসিন্দা। তাঁর সঙ্গে বাকি কারোর তুলনা হয় না। মঙ্গলবার কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানালেন কাতার বিশ্বকাপের (Wolrld Cup Football) সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Martinez)। মিলন মেলার মাঠে যোগ দিয়ে মার্টিনেজের দাবি, রোনাল্ডোর শুধু ফুটবল খেলেন। আর মেসি ফুটবলারদের কাছে ভগবান। এটাই পার্থক্য দুই তারকার মধ্যে। এদিন একইমঞ্চে কলকা-তার দুই প্রধানকে মেলালেন মার্টিনেজ।

সোমবার শহরে এসে মঙ্গলবার কলকাতায় প্রথম অনুষ্ঠানে যোগ দেন মার্টিনেজ। সদ্য কাতারে বিশ্ব ফুটবলকে সেরা ফাইনাল উপহার দিয়েছিল ফ্রান্স ও আর্জেন্টিনা। ফরাসি ফুটবলের রূপকথা শেষ হয়েছিল তাঁর হাতেই। সেই মার্টিনেজ কিন্তু কলকাতায় জানালেন মেসি ছাড়া আর্জেন্টিনা ভাবা সম্ভব নয়। মারাদোনাকে দূর থেকে দেখেছিলেন। কিন্তু মেসি তাঁদের কাছের মানুষ।

এমনকী, দিন কয়েক আগেও এশিয়া সফরে এসে বেজিং মাতিয়েছিলেন লিও। মার্টিনেজের দাবি, বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর গোটা দল যখন ভেঙে পড়েছিল, তখন নেতা মেসি-ই ছিলেন তাঁদের কাছে ভগবানের মতো।

10 months ago
Martinez: কিছুক্ষণের মধ্যে বাংলায় পা রাখতে চলেছেন আর্জেন্টাইন তারকা মার্টিনেজ

আর কয়েক ঘণ্টা। তার পরেই কলকাতায় পা রাখবেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা (Argentina) দলের গোলকিপার (GoalKeeper) এমিলিয়ানো মার্টিনেজ (Martinez)। এই প্রথম বিশ্বকাপ জেতার পরে কলকাতায় আসছেন কোনও খেলোয়াড়। যা নিয়ে উত্তেজনা তুঙ্গে। মার্টিনেজের সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার মোহনবাগান ক্লাবে যাবেন তিনি।

মার্টিনেজের সফরের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, বিশ্বজয়ীকে একটি স্মারক দেওয়া হবে। মোহনবাগান রত্নের আদলে তৈরি ওই স্মারক। তবে, মার্টিনেজকে মোহনবাগান রত্ন করা হচ্ছে না বলেই জানা গিয়েছে। স্মারকটি রুপোর তৈরি। মাঝখানটা সোনার। যাতে মার্টিনেজের নাম লেখা 'দিবু'। স্মারকের সঙ্গে দেওয়া হবে একটি পদকও।

বুধবারও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। সকাল ১১টা ৪৫ নাগাদ সন্তোষ মিত্র স্কয়্যারে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে মার্টিনেজকে। এরপর বাংলার বিভিন্ন ক্লাবের জুনিয়র ও সাব জুনিয়র পর্যায়ের গোলকিপারদের সঙ্গে কথা বলবেন তিনি। ওইদিনই সুজিত বোসের ক্লাব শ্রীভূমি এবং রিষড়ার যাওয়ার কথা তাঁর। দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। সোমবার রাজ্যের বিশিষ্ট ক্রিয়া উদ্যোগপতি শতদ্রু দত্ত এবং মার্টিনেজ একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তিনি। সে ছবি সোশ্যাল মাধ্যমে পোস্টও করেছেন শতদ্রু দত্ত।

10 months ago
Martinz: জুলাইতে কলকাতা আসছেন আর্জেন্টাইন তারকা এমি মার্টিনেজ, খেলবেন মোহনবাগানে

কলকাতায় (Kolkata) আসছেন ফুটবল (Football) বিশ্বের অন্যতম তারকা এমি মার্টিনেজ (Emi Martinez)। এমিলিয়ানো মার্টিনেজ নামটা গোটা জীবন মনে থাকবে গোটা পৃথিবীর ফুটবল প্রেমী ও আর্জেন্টাইন ভক্তদের। মেসির বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অধিকাংশটাই এমি মার্টিনেজের। এবার এই আর্জেন্টাইন তারমা এমি মার্টিনেজ কলকাতায় আসছেন জুলাই মাসের ৪ তারিখ। সূত্রের খবর, ২ দিনের জন্য শহরে আসছেন তিনি। কলকাতায় তিনি মোহনবাগান ক্লাবের একটি চ্যারিটি ম্যাচও খেলবেন ও সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। বলে সূত্রের খবর। সূত্রের খবর, ৪ তারিখ মোহনবাগান ক্লাবে আসার এই তথ্য ফেসবুক মাধ্যমে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষই জানিয়েছে।

মেসির বিশ্বকাপ জয়ের রাত ভোলেননি কোনো ফুটবলপ্রেমী, সঙ্গে ভোলেননি এমনি মার্টিনেজের ওই বিখ্যাত সেভগুলি। এক কথায় বলা চলে মার্টিনেজর গ্লাভস না থাকলে হয়তো বিশ্বকাপ অধরাই থাকতো লিওনেল মেসির। এবার শহরের অর্থাৎ কলকাতার এক ক্রিয়া উদ্যোগপতি শতদ্রু দত্তের প্রচেষ্টায় কলকাতায় আসছেন আর্জেন্টাইনদের 'হ্যান্ডস অফ গড' এমি মার্টিনেজ। ওই ক্রিয়া উদ্যোগ প্রতি শতদ্রু দত্ত বলেন,  'মার্টিনেজকে দেখবার জন্য উদ্বিগ্ন কলকাতা তথা শহরবাসী।' এর আগে শতদ্রুর প্রচেষ্টায় কলকাতায় এসেছিলেন মারাদোনা ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফুও।

এছাড়া শতদ্রু সিএন ডিজিটালকে আরও জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় শহরে থাকলে তার সঙ্গেও একটা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। মারাদোনার স্মরণে অনুষ্ঠান করার কথা, সেখানেও হাজির থাকবেন এমি। রিষড়াতেও আসবে বন্ধু বিকাশ সিংয়ের স্মরণে। কলকাতায় চ্যারিটির কিছু কর্মসূচিতে যোগ দেবেন মার্টিনেজ। সবচেয়ে বড় কথা, মোহনবাগানেও পা রাখবেন আর্জেন্টাইন তারকা। সেই পরিকল্পনা সাজাচ্ছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। এছাড়াও এক চ্যারিটি ম্যাচে প্রধান অতিথি হিসেবে থাকবেন মার্টিনেজ। আর স্পনসরের অনুষ্ঠান ছাড়া জুলাইতে এলে বাংলাদেশ নিয়ে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে। তবে যা হবে ২ দিনের মধ্যেই।

11 months ago