Breaking News
Weather: ফের চড়বে পারদ, কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা, কতদিন চলবে জানুন...      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে     

MarkZuckerberg

Zuckerberg: ফেসবুক প্রতিষ্ঠাতা জুকারবার্গের নতুন 'শখ' পোশাক ডিজাইন করা! দেখুন সেই ছবি

মেটার (Meta) সিইও বা ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে (Mark Zuckerberg) এবারে এক অন্যরূপেই দেখা গেল। তাঁকে এবারে দেখা গেল ডিজাইনার হিসাবে। তবে প্রশ্ন হচ্ছে, কাদের জন্য পোশাক ডিজাইন করলেন তিনি? দেখা গিয়েছে, তাঁর মেয়েদের জন্য পোশাক বানিয়েছেন। তবে তিনি তাঁর মেয়েদের জন্য কোনও সাধারণ পোশাক বানাননি, তিনি ৩ ডি প্রিন্টিং (3D printing) টেকনোলজি ব্যবহার করে তা বানিয়েছেন। তার ছবি জুকারবার্গ সমাজমাধ্যমেও শেয়ার করেছেন, যা দেখে মুগ্ধ নেট দুনিয়া।

View this post on Instagram

A post shared by Mark Zuckerberg (@zuck)

কিছুদিন আগেই তৃতীয় সন্তানের বাবা হয়েছেন জুকারবার্গ। জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্য়ান তৃতীয় সন্তান অরেলিয়ার জন্ম দিয়েছেন। এছাড়াও তাঁদের আরও দুই মেয়ের নাম ম্যাক্স ও অগাস্ট। ফলে তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে বিশেষ সময় কাটাচ্ছেন ফেসবুক প্রতিষ্ঠাতা। তার মাঝেই তাঁর নতুন শখের কথা নেটিজেনদের জানিয়েছেন। তাঁর ডিজাইন করা পোশাক মেয়েদের পরিয়ে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, 'আমি নতুন জিনিস তৈরি করতে ভালোবাসি। তাই মেয়েদের সঙ্গে কিছু ৩ ডি প্রিন্টিং ড্রেস বানিয়েছি।'

জুকারবার্গের এই নতুন শখ দেখে অবাক নেটিজেনরা। তাঁর এই কাজের জন্য প্রশংসাও করেছেন অনেকে। তাঁর এই পোস্টটিতে প্রায় ৩ লক্ষের উপরে ভিউ এসেছে। আবার অনেকে লিখেছে, 'তাঁর বানানো ড্রেস মেট গালা-তেও পরা যাবে।'

12 months ago
Zuckerberg: জুকারবার্গ-প্রিস্কিলার ঘর আলো করে লক্ষ্মী, ফেসবুক কর্ণধারের তৃতীয় সন্তানের নাম কী

তৃতীয়বারের জন্য বাবা হলেন মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। জুকারবার্গ ও প্রিস্কিলা চ্যানের (Prischilla Chan) কোল আলো করে ফুটফুটে কন্যা সন্তান এসেছে। ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও মেটার চিফ এক্সিকিউটিভ অফিসার মার্ক জুকারবার্গ শুক্রবার নিজেই এই সুখবর সমাজমাধ্যমে শেয়ার করেন। শুক্রবার ইনস্টাগ্রামে সন্ধ্যার দিকে এই জানান যে, তাঁদের এই কন্যা সন্তানের নাম দেওয়া হয়েছে অরিলিয়া চ্যান জুকারবার্গ।

শুক্রবার দুটো ছবি শেয়ার করেছেন জুকারবার্গ, সঙ্গে লিখেছেন ক্যাপশনও। প্রথম ছবিতে দেখা যাচ্ছে সদ্যজাত শিশুকে নিয়ে রয়েছেন জুকারবার্গ নিজে, মুখে তাঁর চওড়া হাসি, পরের ছবিতে দেখা যাচ্ছে, তাঁর স্ত্রী প্রিস্কিলা চ্যান সন্তানকে নিয়ে শুয়ে রয়েছেন। মার্ক ক্যাপশনে লিখেছেন, 'অরেলিয়া চ্যান জুকারবার্গকে এই পৃথিবীতে স্বাগত। তুমি আশীর্বাদ।' এই ছবিটি সমাজমাধ্যম শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল ও বয়ে গিয়েছে শুভেচ্ছাবার্তার বন্যা। এই ছবিতে ১০ লক্ষের উপরে লাইক এসেছে।

View this post on Instagram

A post shared by Mark Zuckerberg (@zuck)


উল্লেখ্য, মার্ক জুকারবার্গ ও তাঁর স্ত্রীর আরও দুই কন্যাসন্তান হল ম্যাক্স ও অগাস্ট। গত বছরের সেপ্টেম্বরে তাঁর স্ত্রী তৃতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা হওয়ার খবর  সমাজমাধ্যমে দিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন, ম্যাক্স ও অগাস্টের জীবনে আগামী বছর ছোট বোন আসতে চলেছে। তাঁদের এই খবরে বেজায় খুশি হয়েছিলেন নেটিজেনরা।

one year ago
Facebook: সেলিব্রিটিদের মতো আপনারও কি ফেসবুকে ফলোয়ার সংখ্যা কমেছিল? নেট দুনিয়ায় বুধবার শুধুই চর্চা

একি! বুধবার সকাল থেকে তারকা-সহ আম নেটিজেনের ফেসবুকে (Facebook) ফলোয়ারের সংখ্যা (Follower) কমে যাওয়ায় হুলুস্থুলু কাণ্ড। অনেক তারকাকে দেখা গিয়েছে কীভাবে, কতটা তাঁর ফলোয়ার কমেছে, প্রোফাইলের সেই স্ক্রিনশট শেয়ার করতে। লক্ষ লক্ষ ফলোয়ার, এমনকি যাঁদের ফলোয়ার সংখ্যা কোটি, সেখান থেকে ৮-৯ হাজারের ঘরে এসে দাঁড়িয়েছিল। কেবল বলি-টলি-হলি তারকাদের ক্ষেত্রে নেওয়, স্বয়ং মার্ক জুকারবার্গেরও একই দশা হয়েছিল। সকাল থেকে এই 'বিপত্তি'র জন্য ফেসবুককে কম গালমন্দ খেটে হয়নি।

কিন্তু বেলা একটু বাড়তেও স্বস্তির খবর। কোনওরকম পরিশ্রম ছাড়া ফের আগের ফলোয়ার ফিরে পান তারকা থেকে আম নেটিজেন। এ প্রসঙ্গে উল্লেখ্য, বাইরে থেকে সংখ্যা কম দেখালেও নিজেদের প্রোফাইলে ঢুকলে পুরোনো সংখ্যাই দেখতে পাচ্ছিলেন প্রোফাইল মালিকরা। এমনটাই মেটা সূত্রে খবর।

তবে প্রথম দিকে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। অনেকেই ভেবেছিলেন কম্যুনিটি স্ট্যান্ডার্ডের দোহাই দিয়ে ফলোয়ার কমিয়েছে জুকারবার্গের সংস্থা। অনেকেই মনে করছিলেন, কোনও যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা ঘটেছে। পরে জানা যায়, ফেসবুকে নতুনত্ব কিছু করতে গিয়েই এমনটা হয়েছে। যবে থেকে নামবদল হয়ে 'মেটা' হয়েছে, তবে থেকে কিছু না কিছু পরিবর্তন আনার চেষ্টা চলছে।

2 years ago