Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Makalu

Piyali: মাকালু জয় করে তুষারঝড়ে আটকে পড়েছিলেন, অবশেষে বাধা কাটিয়ে বাড়ি ফিরলেন পিয়ালি

বাড়ি ফিরলেন পিয়ালি (Piyali Basak)। মাকালু (Makalu) জয় করে অবশেষে শনিবার চন্দননগরে ফিরেছেন বাংলার এই পর্বতারোহি। গত ১৭ মে সামিটের পর তুষারঝড়ের মধ্যে আটকে গিয়েছিলেন তিনি। এক রুশ এবং তাঁর শেরপার সাহায্য ওই দুর্যোগের হাত থেকে রেহাই পান তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত পিয়ালিকে ভর্তি করা হয়েছিল কাঠমান্ডুর হাসপাতালে। সেইসব ঝঞ্ঝা কাটিয়ে অবশেষে বাংলায় ফিরলেন পিয়ালি বসাক।

প্রবল তুষার ঝড়ে চোখ ও পায়ের সমস্যায় পড়েছিলেন পিয়ালি। বেশ কয়েকদিন ভর্তি ছিলেন কাঠমান্ডুর হাসপাতালে। সম্প্রতি সেখান থেকে ছাড়া পান। এরমধ্যে এই ঝড়ের ফলে তাঁর ব্যাগ থেকে অনেক মূল্যবান কাগজ হারিয়ে যায়। প্রথমবার কাঠমান্ডু বিমানবন্দরে গিয়েও তাঁকে ফিরে আসতে হয়েছিল। অবশেষে যাবতীয় চেষ্টার পর শনিবার নিজের বাড়িতে ফিরলেন প্রাথমিক স্কুলের শিক্ষিকা পিয়ালি।

11 months ago
Piyali: মাকালু থেকে ফেরার পথে নিখোঁজ, গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন পর্বতারোহী পিয়ালী

মাকালু জয়ের পর নিখোঁজ হয়ে গিয়েছিলেন পর্বতারোহী পিয়ালী বসাক (Piyali Basak)। যদিও পরে তাঁকে উদ্ধার করা হয়। মাকালু (Makalu) জয়ের পর বিপদ কাটেনি বাংলার পর্বতারোহী পিয়ালী বসাকের। অসুস্থ অবস্থায় কাঠমাণ্ডুর (Kathmandu) হাসপাতালে ভর্তি রয়েছেন পিয়ালী। তাঁর শারীরিক অবস্থা নিয়ে খানিকটা হলেও উদ্বেগ পরিবারের সদস্যদের। পিয়ালীর পরিবার সূত্রে খবর, আজ অর্থাৎ বৃহস্পতিবার পিয়ালীকে কাঠমান্ডুর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

গত সপ্তাহে অক্সিজেন ছাড়া মাকালু অভিযান শুরু করেন পিয়ালী। সফলভাবে শৃঙ্গজয়ের পরে নেমে আসার পথে সমস্যার শুরু, প্রথমে নিখোঁজ ছিলেন, পরে তাঁকে হেলিকপ্টারে উদ্ধার করে কাঠমাণ্ডু নিয়ে আসা হয়। পিয়ালীর দু'পায়েই প্রবল ফ্রস্টবাইট হয়েছে বলে খবর। নতুন করে নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছেন পিয়ালী। গত বছর এভারেস্ট জয়ের পর এ'বছর পিয়ালী প্রথমে অন্নপূর্ণা, তারপর মাকালু জয় করেন।

11 months ago
Piyali: এভারেস্ট, অন্নপূর্ণার পর মাউন্ট মাকালু জয় বাংলার কন্যা পিয়ালীর

বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু (Mount Makalu) জয় করলেন পিয়ালি বসাক (Piyali Basak)। হুগলি চন্দননগরের মেয়েটি কয়েকমাস আগেও একবার চেষ্টা করেছিলেন ওই শৃঙ্গ অভিযানে। বাবার অসুস্থতার কারণে ফিরে এসেছিলেন। ফের তাঁর জেদ ও সংকল্প তাঁকে বড় সাফল্য এনে দিতে সহায়তা করেছে। এভারেস্ট ও লোৎসে জয়ের পরে এবার এই শৃঙ্গ জয় করে মুকুটে নয়া পালক যোগ করলেন এই অভিজ্ঞ পর্বতারোহী। ১৭ মে সকালেই পিয়ালি মাউন্ট মাকালুর শৃঙ্গ স্পর্শ করেছেন।

৯ ই মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষ্যেই চন্দননগরের বাড়ি থেকে বেরিয়েছিলেন বঙ্গতনয়া। ১৭ এপ্রিল সোমবার গায়ে জ্বর নিয়েই অন্নপূর্ণা পর্বত শৃঙ্গ অভিযান করেছিলেন তিনি। কিন্তু পরে তিনি জানতে পারেন, বাবা অসুস্থ, পিয়ালি ফিরে আসেন বাড়িতে।

সব থেকে বড় বিষয় হল, পিয়ালির জেদ, একরোখা মনোভাব। ২৪ এপ্রিল বাড়ি ফিরে এসে তিনদিনের মধ্যেই তিনি রওনা হন মাকালুর উদ্দেশে। মে মাসের প্রথম সপ্তাহে মাকালু বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছিলেন। ফের আরও একটি আট হাজারি শৃঙ্গ জয় করে তিনি নজির গড়লেন। ২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয় করেন তিনি। ২০২২ সালে পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট আরোহন করেছিলেন। তার ঠিক পরেই লোৎসে সামিট করেন। এবারও পিয়ালি প্রমাণ করলেন তিনি থেমে থাকার মেয়ে নন।

11 months ago


Piyali: মাকালু-অন্নপূর্ণা কৃত্রিম অক্সিজেন ছাড়া জয় করতে চান এভারেস্টজয়ী পিয়ালী

মনি ভট্টাচার্য: পাহাড় যেমন সুন্দর তেমন মৃত্যুফাঁদও বটে, সবাই নিশ্চয় ভাবছেন, পাহাড়কে মৃত্যুফাঁদ কেন বলছি? এ পৃথিবীতে ৮ হাজারী পাহাড়ের সংখ্যা মোট ১৪টি। আর এই চূঁড়ায়  চড়তে গিয়ে জানি না কত মানুষের মৃত্যু হয় প্রতি বছর। কিছু আমরা খবর পাই, কিছু পাই না। এ পৃথিবীর ১৪টি ৮ হাজারী পাহাড়ের ৭টিই নেপালে (Nepal)। এবার সেই নেপালের দুটি অন্যতম শৃঙ্গ অভিযানে বেড়িয়েছেন বাঙালি পর্বতারোহী পিয়ালী (Piyali Basak) বসাক। পিয়ালী পৃথিবীর উচতম শৃঙ্গ এভারেস্ট (৮৮৪৮মি) বিনা অক্সিজেনে জয় করে পৃথিবীতে নজির গড়েছেন। তিনিই প্রথম বাঙালি যিনি কৃত্রিম অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্ট জয় করেছেন। পিয়ালী অবশ্য বলেন, 'এভারেস্ট অভিযানের শেষ ১০০ মিটারে অক্সিজেন প্রয়োজন হয়েছিল।' এবার তিনি নেপালের এই দুইটি আট হাজারী শৃঙ্গ, কৃত্রিম অক্সিজেন ছাড়া জয় করবেন, এমন লক্ষ্য নিয়ে রওনা হয়েছেন বলেই খবর। পিয়ালীর পরিবার সূত্রে খবর, এই মাস অর্থাৎ মার্চের ১৬ তারিখ তিনি রওনা দিয়েছেন।


তিনি নেপালের মাউন্ট মাকালু এবং নেপালের মাউন্ট অন্নপূর্ণা সামিট অভিযানে বেড়িয়ে পড়েছেন। নেপাল-তিব্বত বর্ডার রিজিয়নের পাহাড় হলো মাউন্ট মাকালু, যার উচ্চতা ৮৪৬৩ মিটার। মাকালু অভিযানকে কাঠিন্যের বিচারে ৪-ই গ্রেড করা হয়েছে (আল্পাইন গ্রেডিং লিঙ্ক)। এই অভিযান শুরু করার আগে পর্বতারোহীদের উপযুক্ত এবং শক্তিশালী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। মাকালু বিশ্বের সবচেয়ে কঠিন পর্বতগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। মাকালু অভিযান কঠিন, কারণ পর্বতটি তার খাড়া পিচ এবং ছুরির ধারের শিলাগুলির জন্য কুখ্যাত।


নেপালের মাকালু শিখর বিশ্বের পঞ্চম সবচেয়ে বিপজ্জনক। একটি আন্তর্জাতিক রিসার্চ সংস্থার রিপোর্ট অনুযায়ী, এখনও অবধি ২৩৪ জন আরোহীর মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে এই শিখরে পৌঁছতে। নাসার তথ্য অনুযায়ী, সাধারণত মাউন্ট মাকালুর সামিটের পথে, চতুর্থ শিবির থেকে মাউন্ট মাকালুর সামিট পর্যন্ত, প্রায় ৬০% পর্বতারোহী এই অংশে অক্সিজেন ব্যবহার করেন। এবার এই যাত্রা অক্সিজেন ছাড়াই চেষ্টা করবেন বলে জানিয়েছেন পিয়ালী। 

মাকালুর প্রসঙ্গে আমাদের প্রতিনিধিকে বুধবার পিয়ালী বলেন, 'মাকালু খুবই ভয়ানক শৃঙ্গ। মাউন্ট অন্নপূর্ণা থেকে নেমে তিনি মাউন্ট মাকালুর জন্য যাত্রা শুরু করবেন। সব ঠিক থাকলে এপ্রিলের ২৬ তারিখ থেকে মে মাসের ১৪ তারিখের মধ্যে তিনি মাকালু অভিযান সেরে ফেলবেন।'


এছাড়া তাঁর তালিকায় রয়েছে, পৃথিবীর দশম শৃঙ্গ ,উত্তর-মধ্য নেপালের মাউন্ট অন্নপূর্ণা (৮০৯১ মি)। অন্নপূর্ণা হিমালয়ের একটি অংশ যা অভিযানের দিক থেকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পর্বতমালার মধ্যে রয়েছে। নাসার তথ্য অনুযায়ী, ৬০টিরও বেশি প্রাণহানি এবং মৃত্যুর হার ৩২%-সহ এই পর্বত ৮০০০ মিটারের উপরে যেকোনও পর্বতের চূড়ার অনুপাতে সর্বোচ্চ প্রাণঘাতী। পর্বতটি নেপালে গন্ডকী নদীর পূর্বদিকে ৫৫-কিলোমিটার (৩৪ মাইল) রিজ বরাবর অবস্থিত। যা বিশ্বের গভীরতম নদী গিরিগুলির মধ্যে একটি খোদাই করেছে।

এটি একটি উচ্চঝুঁকিপূর্ণ তুষারপাত-প্রবণ এলাকা যেখানে কিছুটা প্রযুক্তিগত অসুবিধাও রয়েছে। এই অভিযানে উচ্চতায় গড়ে প্রতিদিন ৮ থেকে ১০ ঘন্টা হাটতে হবে দুর্গম পথে। কিছু দিন ১০ থেকে ১২ ঘন্টা পর্যন্ত দীর্ঘ হতে পারে।

সিএন ডিজিটালের তরফে পিয়ালীর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি আমাদের জানান, 'এই অভিযানে খরচ প্রায় ৩১ লক্ষ টাকা, সেই টাকার মধ্যে ১৪ লক্ষ টাকা এখনও জোগাড় হয়েছে।' তিনি এদিন আরও জানান, 'প্রথমে তিনি মাউন্ট অন্নপূর্ণার জন্য যাত্রা শুরু করবেন, অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে তিনি অন্নপূর্ণা সামিটের উদ্দেশে ১২-ই এপ্রিল যাত্রা শুরু করবেন এবং এই যাত্রা শেষ করবেন বা শেষ করার চেষ্টা করবেন এপ্রিলের ২৪ থেকে ২৬ তারিখের মধ্যেই।' বুধবার তিনি সিএন ডিজিটালকে বলেন, 'অন্নপূর্ণার এই ১২ থেকে ১৫ দিনের যাত্রায় রোজ গড়ে ১০ থেকে ১২ কিমি হাটতে হবে।'


বুধবার পিয়ালীর পরিবার সূত্রে জানা যায়, পিয়ালীর বাবা তপন বসাক অসুস্থ হয়ে শয্যাশায়ী, তিনি ব্রেন স্ট্রোক আক্রান্ত। চন্দননগর, কুমারপাড়ার বাসিন্দা পিয়ালী। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে  স্নাতক হয়ে, বর্তমানে পেশায় কানাইলাল বিদ্যামন্দিরের শিক্ষক তিনি। পিয়ালী মাউন্ট এভারেস্ট (৮৮৪৯মি) ২০২২ সালের মে মাসে, মাউন্ট ধৌলাগিরি পর্বত (৮১৬৭ মি) ২০২১ সালের অক্টোবর মাসে, মাউন্ট মাসানলু পর্বত (৮১৬৩মি) ২০১৮-তে জয় করে রেকর্ড গড়েছেন। এভারেস্ট থেকে ফেরার পর অর্থসংকটে পড়েছিলেন পিয়ালী, সেসময় বেশ কিছু সংস্থা তার পাশে দাঁড়ান, ফলে পিয়ালী সেসময় উপকৃত হয় বলে জানিয়েছে তাঁর পরিবার। নেপাল রিজিয়নের এই দুটি পাহাড় চড়তে অনেক খরচ হবে বলে জানিয়েছে পরিবার। এই অভিযানে যাওয়ার আগেও অর্থ সংকটে পড়েন তিনি।

এবার বাঙালি এই পাহাড় অভিযাত্রীর পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধী পিয়ালীকে ৫ লক্ষ টাকা অর্থ সাহায্য করেন। মঙ্গলবার পিয়ালী, তার ফেসবুক ওয়ালে প্রিয়াঙ্কা গান্ধীকে ধন্যবাদ জানিয়ে পোস্টও করেছেন। এবিষয়ে পিয়ালীর বোন তমালি বসাক বলেন, 'দিদির এই সাফল্যে আমার ভীষণ আনন্দই হচ্ছে।' যদিও পিয়ালী এদিন বলেন, '৩১ লক্ষের মধ্যে ১৪ লক্ষ টাকা জোগাড় হয়েছে। বাদবাকি টাকা কী ভাবে জোগাড় হবে সেটা এখনও জানি না।' এদিন তিনি বিভিন্ন সংস্থাকে তাঁর পাশে দাঁড়ানোর জন্য আর্জিও করেন।


চন্দননগরে পিয়ালী স্থানীয় চন্দননগর ব্যায়ামাগার নামক একটি ক্লাব, একটি ক্যারাটে ক্লাবের সঙ্গে যুক্ত, ওই ক্লাবের এক সদস্য দেবাশীষ মিত্র পিয়ালীর পরিবার বেশ ঘনিষ্ঠ। পিয়ালীর এই ৮ হাজারী অভিযান নিয়ে, ট্রেকার দেবাশীষ মিত্র বলেন, 'চন্দননগরবাসী হিসেবে আমরা চাই পিয়ালী সফল হোক, ওর মধ্যে একটা অদ্ভুত গুণ আছে, সমুদ্রপৃষ্ঠ থেকে যতই উপরে যায় পিয়ালী, ওর অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা সবার মত কমে না, একই থাকে। ও সফল হবেই।'

one year ago