Breaking News
Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...     

MadhyaPradesh

Vote: অঙ্ক কষেই তিন মুখ্যমন্ত্রী, কিন্তু জটিলতাও আছে...

প্রসূন গুপ্তঃ কেউই আশা করেনি বোধকরি যে রাজস্থান, মধ্যপ্রদেশ বা ছত্রিশগড়ে অজানা অখ্যাত এমন তিন মুখ্যমন্ত্রী হতে পারে। প্রথমত, এঁরা অখ্যাত তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। মুম্বই বা ব্যাঙ্গালুরু শহরে এ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কজন নেতার নাম জানে? ভারতের বিভিন্ন প্রান্তে কজন রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নাম শুনেছে? কিন্তু মহুয়া মৈত্রর নাম আজ সকলের মুখোমুখি। সদ্য জেতা তিন রাজ্যে মহুয়ার মতো খ্যাতনামা কাউকেই মুখ্যমন্ত্রী করা হয়নি। অথচ এক ডজন সাংসদকে পার্লামেন্ট থেকে ইস্তফা দিয়ে এই তিন রাজ্যের বিধানসভার প্রার্থী করা হয়েছিল, ভাবা যাচ্ছিলো এদেরই মধ্যে থেকে মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে। কিন্তু গোটা বিষয়টি পাল্টে গেলো স্রেফ মোদী, অমিত শাহের হস্তক্ষেপে বলেই সংবাদ।

দ্বিতীয়ত, এমন তিনজন মুখ্যমন্ত্রী হলেন যাঁদের পূর্ব অভিজ্ঞতা কিছুই নেই। ছত্রিশগড়ের নয়া মুখ্যমন্ত্রী আদিবাসী প্রতিনিধি বিষ্ণু সাই এক সময়ে মোদী মন্ত্রিসভায় ছিলেন, কিন্তু কর্মদক্ষতার এভাবে তাঁকে বাতিল করা হয়। সেই বিষ্ণু সাই আজ মুখ্যমন্ত্রী। কারণ আদিবাসী ভোটের দিকেই নজর আগামী লোকসভায়। মোহন যাদব, মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী, যাঁর বিধানসভার অভিজ্ঞতাটাই ছিল না। কিন্তু নজরে লোকসভায় ওবিসি যাদব ভোট কাজেই তাঁকে আনা হলো। ভজনলাল শর্মা, রাজস্থানের এবারের মুখ্যমন্ত্রী। ব্রাহ্মণ পরিবার ভুক্ত। তিনিই সম্ভবত দেশের বিজেপির একমাত্র মুখ্যমন্ত্রী যিনি চূড়ান্ত উচ্চবর্ণের। লক্ষ ব্রাহ্মণ ভোট।

তৃতীয়ত, বিজেপি দলটি কংগ্রেস বা মধ্যপন্থী দলগুলির মতো নয়। একেবারে সংগঠনশীল দল। রেজিমেন্টেড। কাজেই দল যা বলবে বা আরএসএস, তাই মোক্ষ হিসাবে মেনে নিতে হবে। কিন্তু টানা ১০ বছর রাজত্ব করা হয়ে গিয়েছে বিজেপির। অনেক নিয়মকেই প্রয়োজনে পাল্টে ফেলা হয়েছে। শিবরাজ সিং চৌহান বা বসুন্ধরা রাজে সিন্ধিয়া শোনা যায় লালকৃষ্ণ আদবানি ঘনিষ্ঠ, তাঁদেরকেই ছেঁটে ফেলা হলো। এই দুই সদ্য প্রাক্তনীর মানসিক অবস্থা যে ভালো নয় তা হাবেভাবে তাঁরা বুঝিয়ে দিয়েছেন। রেজিমেন্টেড পার্টিতেও সংকট আসে, উদাহরণ রাশিয়া থেকে জার্মানি হয়ে বিশ্বযুদ্ধের ইতালি। কাজেই লোকসভা অবধি কি কি ঘটনা গোচরে ঘটে তাই দেখার।

4 months ago
MP CM: শেষ হল শিবরাজের 'রাজত্ব'! মধ্যপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব

শেষ হল শিবরাজের 'রাজ'। মধ্যপ্রদেশে নয়া মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব। বিজেপি শাসিত রাজ্যে নতুন মুখেই ভরসা রাখল গেরুয়া শিবির। বিদায়ী রাজ্য সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। এবার উজ্জিয়নী দক্ষিণ আসন থেকে জয়লাভ করেছেন তিনি। ফলে আর চারবারের মুখ্যমন্ত্রী শিবরাজ নন, উজ্জয়িনীর বিধায়ক মোহন যাদবকেই বেছে নিয়ে চমক দিল বিজেপি।

সমস্ত জল্পনার অবসান করে সোমবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নাম ঘোষণা করা হল। টানা দু'সপ্তাহ ধরে আলোচনার পর সোমবার ভোপালে রাজ্য বিজেপির দফতরে দলের বিধায়কদের নিয়ে বৈঠকে তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক–হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, রাজ্যসভা সাংসদ কে লক্ষ্মণ এবং ঝাড়খণ্ডের রাঁচীর মেয়র তথা দলের জাতীয় কর্মসমিতির সদস্য আশা লারকা নতুন মুখ্যমন্ত্রী হিসাবে মোহন যাদবের নাম ঘোষণা করলেন। শীঘ্রই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। 

4 months ago
Madhya Pradesh: কংগ্রেসকে কুপোকাত করে ফের ভোপালের মসনদে পদ্ম

ভোপালের মসনদে কমল ফুটল। কমল নাথ কিছু করতে পারলেন না। মোদী ম্যাজিকে এবারও মধ্যপ্রদেশ কার্যত নিজেদের দখলে রাখল বিজেপি। লোকসভা ভোটের আগে অন্যতম বড় রাজ্য নিজেদের দখলে রেখে স্বস্তিতে দিল্লিতে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতারা।

প্রাথমিক গণনার পর কংগ্রেস নেতা কমল নাথ দাবি করেছিলেন, কংগ্রেস আসছে। কিন্তু বেলা বাড়তে ফল পাল্টে গেল। ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় ম্যাজিক ফিগার পেরিয়ে কার্যত ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে বিজেপি।

রাজনৈতিক মহলের দাবি, বিরাট কোনও অঘটন না ঘটলে ভোপালের গদিতে শিবরাজেই আস্থা ঢেলে দেবেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। পাশাপাশি মধ্যপ্রদেশের ফল সবচেয়ে বেশি স্বস্তি দিল বিজেপি সভাপতি জেপি নাড্ডাকেও। 

5 months ago


Kartik Aaryan: কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে কার্তিক আরিয়ান! অবশেষে মুখ খুললেন অভিনেতা

আগামী ৭ নভেম্বর মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বিধানসভা নির্বাচন। ফলে ভোটমুখী রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রচারে ব্যস্ত। এই পরিস্থিতিতে কংগ্রেসের বিজ্ঞাপনের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে। ফলে কংগ্রেসের বিজ্ঞাপনের ভিডিওতে কার্তিককে দেখেই জল্পনা তুঙ্গে। তিনি কংগ্রেসের হয়ে প্রচার করছেন কিনা, সেই নিয়েই একাধিক প্রশ্ন কার্তিক অনুরাগীদের মনে। তবে এই নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেতা।

কমলনাথের নেতৃত্বে মধ্যপ্রদেশে কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতি বিজ্ঞাপনে দেখা যায় 'ভুলভুলাইয়া টু'-র নায়ক কার্তিককে। এইভাবে কোনও বলিউড তারকাকে দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি প্রচার করতে দেখা যায়নি কোনও দলকে। ফলে এই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় জল্পনা। ভিডিওতে উঠে এসেছে কংগ্রেসের বেশ কিছু জনমুখী প্রকল্পের কথা। কার্তিক আরিয়ান এই বিজ্ঞাপনে নিজেকে কংগ্রেসি বলেও পরিচয় দিতে দেখা গিয়েছে। কৃষকদের ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুব, ২ লক্ষ সরকারী চাকরি, মহিলাদের প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা, বয়স্ক-আদিবাসীদের জন্য বিশেষ সুবিধার কথা কংগ্রেসের এই বিজ্ঞাপনে তুলে ধরা হয়েছে। বিজ্ঞাপনের শেষে বলা হয়েছে, দুঃখের দিন এবার শেষ হবে, কারণ ৩ ডিসেম্বর কমলনাথই আসবেন।

কিন্তু কার্তিককে নিয়ে জল্পনা শুরু হতেই অবশেষে এই রহস্যের সমাধান করলেন তিনি। তিনি ভিডিওকে একেবারেই ভুয়ো বলে ব্যাখ্যা করলেন। কার্তিক তাঁর এক্স হ্য়ান্ডেলে আসল ভিডিও শেয়ার করে বুঝিয়ে দিলেন, কংগ্রেসের ভিডিওটিতে তাঁর এক অন্য বিজ্ঞাপনী ভিডিওর কিছুর অংশ এডিট করা হয়েছে। ডিজনি-হটস্টারের সেই ভিডিও শেয়ার করেছেন কার্তিক।

6 months ago
India Alliance: মধ্যপ্রদেশে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতেই ফাটল ইন্ডিয়া জোটে!

মধ্যপ্রদেশ নির্বাচনের নির্ঘন্ট ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। এর মাঝেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। এদিকে ভোটের দিনক্ষণ সামনে আসতে ইন্ডিয়া জোটে ফাটল! টিকিট বণ্টন নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে দড়ি টানাটানি অব্যাহত। মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে ভোটগ্রহণ। ভোট গণনা হবে ৩রা ডিসেম্বর। লোকসভা নির্বাচনের আগেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন যেন ইণ্ডিয়া জোট ও বিজেপির কাছে সেমিফাইনাল।

মধ্যপ্রদেশে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির (এসপি) মধ্যে জোটের সম্ভাবনা ইতিমধ্যেই শেষ হয়েছে। কংগ্রেস মধ্যপ্রদেশ সহ তিনটি রাজ্যের প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। আসলে, মধ্যপ্রদেশের সাতটি আসনের মধ্যে যেগুলিতে সমাজবাদী পার্টি তাদের প্রার্থী দিয়েছে, কংগ্রেসও সেই আসনগুলির মধ্যে চারটিতে প্রার্থী দিয়েছে। এসপি আরও নয়জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। যে চারটি আসনে কংগ্রেস এবং সমাজবাদীপার্টি উভয়ই প্রার্থীর নাম ঘোষণা করেছে সেগুলি হল চিত্রাঙ্গী, মেহগাঁও, ভান্ডার এবং রাজনগর। গতবার চিত্রাঙ্গী ছাড়া তিনটি আসনেই জিতেছিল কংগ্রেস। ভোপাল এবং লখনউয়ের এসপি নেতৃত্বও ক্ষুব্ধ যে কংগ্রেসও ছতরপুর জেলার বিজাওয়ার থেকে প্রার্থী দিয়েছে, যেখানে ২০১৮ সালের নির্বাচনে সমাজবাদী পার্টি জিতেছিল। যদিও এই আসন থেকে এখনও প্রার্থী ঘোষণা করেনি অখিলেশের দল।

মধ্যপ্রদেশের সমাজবাদী পার্টি প্রধান রামায়ণ সিং প্যাটেল বলেছেন, কংগ্রেসের সঙ্গে জোটের সব সম্ভাবনা শেষ। কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আমাদের কিছু কথা হয়েছিল, কিন্তু সব শেষ হয়ে গেল রবিবার। আমরা নিজেরাই আসনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং আগামী বছরের নির্বাচনেও ভাল পারফর্ম করব। অখিলেশ যাদবের ঘনিষ্ঠ বলে মনে করা একজন প্রবীণ নেতাও কংগ্রেস সম্পর্কে একই রকম মন্তব্য করেছেন এবং অসন্তোষ প্রকাশ করেছেন। অখিলেশের ঘনিষ্ঠ এক এসপি নেতা একটি বড় অভিযোগ করেছেন এবং বলেছেন যে কংগ্রেস বিজেপিকে হারাতে চায় না। তিনি বলেছেন যে সমাজবাদী পার্টি কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছে, কিন্তু তারা বিজেপিকে হারাতে জোট গঠনে আগ্রহী নয়। মনে হচ্ছে বিজেপি নয়, এসপিকে হারানোই কংগ্রেসের লক্ষ্য।

তিনি বলেন, “মধ্যপ্রদেশে আমরা একাই নির্বাচনে লড়ব। কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা হয়েছিল এবং আমরা স্পষ্ট করে দিয়েছিলাম ১০ টি আসন আমাদের চাই। কিন্তু কংগ্রেস আরও কম আসন রফা করে। তারপর হঠাৎ করে আমাদের না জানিয়ে কীভাবে প্রার্থীপদ ঘোষণা করল কংগ্রেস”? সমাজবাদী পার্টির আরেক নেতা বলেছেন, যে দল মধ্যপ্রদেশের ৩০ থেকে ৩৫টি আসনে প্রার্থী দিতে চলেছে। বিজাওয়ার আসন নিয়েই চিন্তায় রয়েছে দল। ইতিমধ্যেই কংগ্রেস চরণ সিং যাদবকে সেই আসনের টিকিট দিয়েছে।

6 months ago


Vote: ভোট দিলেই ফ্রিতে পাওয়া যাবে পোহা ও জিলিপি!

সকাল সকাল ভোট দিলেই পাওয়া যাবে পোহা ও জিলিপি! এমনটাই ঘোষণা করা হল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore)। অবাক হচ্ছেন তো, তবে এটাই সত্যি। চলতি বছরের ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন (Assembly Election 2023)। সবকটি আসনে সেদিনই নির্বাচন হবে। ফলে সেদিন সকাল ৯টার মধ্যে যে ভোট দিয়ে আসবেন তাঁকেই সকালের জলখাবারে দেওয়া হবে পোহা ও জিলিপি। তবে আশ্চর্যের এটাই যে, এই ঘোষণা কোনও রাজনৈতিক দল থেকে করা হয়নি। এই উদ্যোগ নিয়েছে এক ফুড হাব '৫৬ দোকান।'

ইন্দোরের বিখ্যাত ফুড হাব '৫৬ দোকান।' এই ফুড হাবের তরফেই ঘোষণা করা হয় যে, ১৭ নভেম্বর যাঁরা সকাল ৯টার মধ্যে ভোট দিয়ে আসতে পারবে, তাঁদের ৫৬ দোকানে গেলেই ফ্রিতে পোহা ও জিলিপি খেতে দেওয়া হবে। জানা গিয়েছে,  ভোট দিতে উৎসাহ দেওয়া জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর।

'৫৬ দোকান ট্রেডার্স অ্যাসোসিয়েশনেটর প্রেসিডেন্ট গুঞ্জন শর্মা বলেন, "স্বচ্ছতার দিক থেকে ইন্দোর দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে। আমরা চাই, ভোটদানের ক্ষেত্রেও আমাদের শহর শীর্ষে থাকুক। সেজন্যই যাঁরা ভোট দেবে তাঁদের বিনামূল্যে পোহা ও জিলিপি দেওয়া হবে।" আরও জানানো হয়েছে, ১৭ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত এই অফার থাকবে। যাঁরা আঙুলের ভোটের কালি দেখাতে পারবে, তাঁদেরই এই জলখাবার ফ্রিতে দেওয়া হবে। ৯টার পর যাঁরা আসবেন, তাঁদের খাবারেও ১০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানা গিয়েছে।


6 months ago
Jobs: সরকারি চাকরিতে মহিলাদের জন্য় ৩৫ শতাংশ আসন সংরক্ষিত! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি চাকরি (Government Jobs) ক্ষেত্রে এবারে মহিলাদের ৩৫ শতাংশ আসন সংরক্ষিত করার ঘোষণা করা হল। তবে এই রাজ্যে নয়, ভোটমুখী মধ্যপ্রদেশে (Madhya Pradesh) এমনটা ঘোষণা করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরেই মধ্য়প্রদেশে বিধানসভা নির্বাচন (Assembly Election) হতে চলেছে। আর তার আগেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সে রাজ্যের মহিলাদের জন্য এক খুশির খবর দিলেন। বুধবার এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, এবার থেকে সরকারি চাকরির ক্ষেত্রে ৩৫ শতাংশ আসন সংরক্ষিত করা হবে মহিলাদের জন্য।

সূত্রের খবর, মধ্যপ্রদেশ সিভিল সার্ভিসেস রুলস, ১৯৯৭-এর অনুযায়ী, একমাত্র বন দফতর ছাড়া অন্য সরকারি ক্ষেত্রগুলিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ চাকরি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমস্ত বর্ণের মহিলাদের এই সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে। নারীদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করতেই এই সিদ্ধান্ত বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। বিধানসভার পরবর্তী অধিবেশনেই এ সংক্রান্ত বিল পাশ করানো হতে পারে বলে শাসকদল সূত্রের খবর।

নির্বাচনের আগে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের মহিলাদের মন জয় করতেই এমনটা সিদ্ধান্ত নিয়েছে শিবরাজ সরকারের, এমনটাই অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের।

7 months ago
Ujjain: বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল উজ্জয়িনীর যৌন নিগ্রহ কাণ্ডে অভিযুক্তের বাড়ি

মধ্যপ্রদেশের (MadhyaPradesh) উজ্জয়িনীর (Ujjain) ১২ বছরের কিশোরীর যৌন নিগ্রহ কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জেল হেফাজতে রয়েছে সে। এবারে তাকে আরও শাস্তি দিতে কড়া পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। মঙ্গলবারই জানানো হয়েছিল, তার 'বেআইনি' বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। মধ্যপ্রদেশ সরকারের নির্দেশ মতই অভিযুক্ত অটো চালকের বাড়ি এবারে বুধবার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল।

গত মাসে এক ১২ বছরের কিশোরীকে অর্ধনগ্ন-রক্তাক্ত অবস্থায় মধ্যপ্রদেশের উজ্জয়িনীর এক রাস্তায় দেখা গিয়েছিল। আর সেই দৃশ্যই ফুটে ওঠে সিসিটিভির ক্যামেরায়। সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় সারা দেশজুড়ে। এই ঘটনার তিন দিন পরই গ্রেফতার করা হয় অভিযুক্ত অটোচালক ভারত সোনিকে। এর পর আজ তার বেআইনি বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল।

মঙ্গলবার উজ্জয়িনী পুরসভা জানিয়েছিল, দীর্ঘ দিন ধরে সরকারি জমিতে বাড়ি তৈরি করে সেখানে থাকছে তার পরিবার। পুরসভার কমিশনার রোহন সিং জানিয়েছিলেন, যেহেতু সরকারি জমিতে অভিযুক্তের বাড়ি রয়েছে, তাই তা ভাঙার জন্য আগাম বিজ্ঞপ্তি জারির কোনও প্রয়োজন নেই। তাই বুধবারই মধ্যপ্রদেশ পুলিসের সঙ্গে মিলিত ভাবে পদক্ষেপ নিল পুরসভা।

7 months ago


Ujjain: বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে যৌন নিগ্রহ কাণ্ডে অভিযুক্তের 'বেআইনি' বাড়ি!

মধ্যপ্রদেশের (MadhyaPradesh) উজ্জয়িনীর (Ujjain) ১২ বছরের কিশোরী যৌন নিগ্রহের শিকার, একথা প্রকাশ্যে আসতেই সারা দেশজুড়ে শোরগোল পড়ে যায়। এমনকি, কিশোরীর অর্ধনগ্ন-রক্তাক্ত অবস্থার দৃশ্য সিসিটিভি-র মাধ্যমে সামনেও আসে। এবারে যৌন নিগ্রহের অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দিতে ফের হাতিয়ার করা হল বুলডোজারকে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় অভিযুক্ত অটো চালকের 'বেআইনি' বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে।

গত মাসেই এক ১২ বছরের কিশোরীর নির্মম দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা যায়, অর্ধনগ্ন-রক্তাক্ত অবস্থায় লোকের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চাইছে সে। কিন্তু কেউই এগিয়ে আসেননি। এর পর অবশেষে এক পুরোহিত তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ও হাসপাতালে ভর্তি করেন। পুলিসকেও খবর দেন তিনি। এই ঘটনার তিনদিন পরই ভারত সোনি নামে অভিযুক্ত অটো চালককে গ্রেফতার করা হয়েছে। এবারে তাকে আরও শাস্তি দিতে সিদ্ধান্ত নিয়েছে, আগামীকাল অর্থাৎ বুধবার তার বেআইনি বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।

উজ্জয়িনী পুরসভা জানিয়েছে, দীর্ঘ দিন ধরে সরকারি জমিতে বাড়ি তৈরি করে সেখানে থাকছে তার পরিবার। পুরসভার কমিশনার রোহন সিং জানিয়েছেন, যেহেতু সরকারি জমিতে অভিযুক্তের বাড়ি রয়েছে, তাই তা ভাঙার জন্য আগাম বিজ্ঞপ্তি জারির কোনও প্রয়োজন নেই। মধ্যপ্রদেশ পুলিসের সঙ্গে মিলিত ভাবে বুধবার পদক্ষেপ করবে পুরসভা।

7 months ago
Minor: যৌন নিগ্রহের শিকার নাবালিকাকে অর্ধনগ্ন-রক্তাক্ত অবস্থায় হাঁটতে হয়েছিল ৮ কিমি!

যৌন নিগ্রহের শিকার হয়ে অর্ধনগ্ন-রক্তাক্ত অবস্থায় মানুষের বাড়ি বাড়ি ঘুরছিল ১২ বছরের এক নাবালিকা (Minor)। কেউ সাহায্য করতে এগিয়ে না এলেও পরে এক আশ্রমের পুরোহিত তাকে সাহায্য করেন ও হাসপাতালে নিয়ে যান। এবারে মধ্য়প্রদেশের (MadhyaPradesh) উজ্জয়িনীর (Ujjain) এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। জানা গিয়েছে, এই নাবালিকাকে সাহায্যের জন্য প্রায় ৮ কিমি হাঁটতে হয়েছিল। আরও জানা গিয়েছে, এই ঘটনায় এক অটোচালককে গ্রেফতার করা হয়েছে ও তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।

বুধবার প্রকাশ্যে আসে এক গা শিউরে ওঠার মতো দৃশ্য। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বডনগরে এক ১২ বছরের নাবালিকাকে অর্ধনগ্ন ও রক্তাক্ত অবস্থায় মানুষের কাছে সাহায্য চাইতে দেখা যায়। এই নির্মম দৃশ্য সিসিটিভি ফুটেজের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে। এর পরই এই ঘটনা নিয়ে ব্যাপক হইচই পড়েছে মধ্যপ্রদেশে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে জন্য ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল পুলিস।

পুলিস সূত্রে খবর, জীবন খেড়ি এলাকা থেকে একটি অটোতে উঠেছিল ওই নাবালিকা। সিসিটিভি ফুটেজে এর প্রমাণ মিলেছে। সেই অটোচালক পলাতক ছিলেন। তাঁর অটোতে রক্তের দাগও মিলেছে। ওই অটোর ফরেন্সিক পরীক্ষাও করা হচ্ছে বলে জানা গিয়েছে। আটক হওয়া তিন জনের মধ্যেও এক জন অটোচালক রয়েছে বলে জানিয়েছে পুলিস। পরবর্তীতে আর কী কী তথ্য বেরিয়ে আসে, সেটাই এখন দেখার।

7 months ago


Dog: পোষ্য কুকুরদের মধ্যে ঝগড়া গড়াল মালিকদের মধ্যে, গুলিবিদ্ধ ২, আহত ৬

পোষ্য কুকুরদের (Dog) ঝগড়া ছড়াল মালিকদের মধ্যে। বিবাদ এতটাই চরম পর্যায়ে পৌঁছয় গুলি চালানো শুরু করলেন এক ব্যক্তি। গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ২ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬ জন। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore)। এই ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে মূল অভিযুক্তকে।

জানা গিয়েছে, অভিযুক্ত রাজপাল রাজাওয়াত তাঁর পোষ্য কুকুরকে নিযে হাঁটতে বেরিয়েছিলেন। তখনই তাঁর এক প্রতিবেশীও তাঁর পোষ্যকে নিয়ে বেরিয়েছিলেন। হঠাৎ দুই পোষ্য কুকুরের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়। এই নিয়ে দুই প্রতিবেশীর মধ্যেও তর্কাতর্কি শুরু হয়। কিছুক্ষণের মধ্যে লোকজন জড়ো হয়ে যায়। অভিযোগ এরপর, রাজপাল রাজাওয়াতের ককুরটিকে আঘাত করেছিলেন অপর ব্যক্তি। বচসা আরও তুঙ্গে ওঠে। রাজপাল ঘরে ঢুকে নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন।

ঘটনাস্থলেই গুলি লেগে দুই যুবকের মৃত্যু হয়। পুলিশ এসে আটক করে রাজপালকে। জানা গিয়েছে, নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করেন তিনি। রাজপালের বন্দুকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। গুলি চালানোর ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

8 months ago
Hospitalised: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ বিধানসভার স্পিকার ও স্বাস্থ্যমন্ত্রী, কেমন আছেন তাঁরা

সারা দেশজুড়ে যখন ৭৭ তম স্বাধীনতা দিবস (Independence day 2023) পালন করা হচ্ছে, সেই সময় ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। স্বাধীনতা দিবসের উদযাপনী অনুষ্ঠানের মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন মধ্যপ্রদেশের (MadhyaPradesh) স্বাস্থ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকার। এই জোড়া ঘটনা ভিন্ন সময়ে পৃথক জায়গায় ঘটেছে। সূত্রের খবর, মধ্যপ্রদেশের মউগঞ্জে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সময় মঞ্চেই পড়ে যান বিধানসভার স্পিকার গিরিশ গৌতম। আবার রাইসেনের এক অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ড. প্রভুরাম চৌধুরী।

সূত্রের খবর, মধ্যপ্রদেশের মউগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছিল। পতাকাল উত্তোলনের পর তিনি মঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন। আর সেসময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন বিধানসভার স্পিকার গিরিশ গৌতম। সেখানে উপস্থিত আধিকারিকরা তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। অন্যদিকে রাইসেনে পতাকা উত্তোলনের পর প্যারেড শুরু হয়েছে। আর সেসময় মঞ্চে চেয়ারে বসেছিলেন স্বাস্থ্য়মন্ত্রী ড. প্রভুরাম চৌধুরী। কিন্তু তখনই হঠাৎ চেয়ার থেকে পড়ে যান।  এরপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

তবে তাঁদের অসুস্থ হওয়ার পিছনে কী কারণ রয়েছে, তা এখনও জানা যায়নি। কিন্তু জানা গিয়েছে, স্পিকার গিরিশ গৌতম স্থিতিশীল রয়েছেন। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থা খারাপ কেন হয়ে যায়, তা পরীক্ষা করা হচ্ছে।

8 months ago
Raid: মাসিক বেতন ৪৫ হাজার টাকা, সরকারি কর্মীর বাড়ি থেকে উদ্ধার হল কোটি কোটি টাকার সম্পত্তি!

এক সরকারি কর্মীর অবসর নেওয়ার সময় তাঁর মাসিক বেতন ছিল ৪৫ হাজার টাকা। কিন্তু তাঁর বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হল কোটি কোটি টাকার সম্পত্তি ও লক্ষ লক্ষ টাকা ও লক্ষ লক্ষ টাকার গয়না। এক সরকারি কর্মীর বাড়িতে এত টাকা দেখে চক্ষু চড়কগাছ অভিযানকারীদের। জানা গিয়েছে, ঘটনাটি মধ্যপ্রদেশের ভোপালের। সূত্রের খবর, সেই রাজ্যের স্বাস্থ্য বিভাগের এক কর্মীর বাড়িতে অভিযান চালায় মধ্যপ্রদেশের লোকায়ুক্ত দল।

সূত্রের খবর, ভোপালের স্বাস্থ্য দফতরের এক স্টোর কিপারের কাজ করতেন আশফাক আলি। তিনি এখন অবসরপ্রাপ্ত। তবে এক গোপন সূত্রে খবর পেয়ে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালায় লোকায়ুক্ত দল। লোকায়ুক্ত দলের সূত্রে খবর, আশফাকের বাড়িতে তল্লাশি করে উদ্ধার করা হয়েছে ৪৬ লক্ষ টাকার গয়না ও ২০ লক্ষ টাকা নগদ।

এছাড়াও বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক দামি আসবাবপত্র। মডিউলার রান্নাঘর থেকে শুরু করে সারা বাড়িতে রয়েছে দামি টিভি, ফ্রিজ ইত্যাদি। এখানেই শেষ নয়, তাঁর নামে এক চার তলার বিল্ডিং রয়েছে, তারও খোঁজ পেয়েছে তাঁরা। আবার তিনি এক স্কুল চালান বলেও জানা গিয়েছে। স্ত্রী-সন্তানের নামেও ১.২৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে। ফলে মোট তাঁর নামে প্রায় ১০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছ লোকায়ুক্ত দলের আধিকারিকরা। ইতিমধ্যেই দুর্নীতি দমন আইনে আশফাকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

8 months ago


Cheetah: কুনোর জঙ্গলে মৃত্যু ৯ চিতার, বর্ষাকে দায় করেছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যানে (Kuno national park) একের পর এক চিতার মৃত্যুতে বেড়েছে উদ্বেগ। পাঁচ মাসে মৃত্যু হয়েছে ৯টি চিতার। তার মধ্যে অষ্টম এবং নবম চিতার মৃত্যু হয়েছে বর্ষাজনিত সংক্রমণেই। এমনই দাবি করেছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব।

ভূপেন্দ্র যাদব বলেন, ”এই নিয়ে আলাদা করে কোনও পরিকল্পনা নেই। বর্ষাকালের পোকার কামড় থেকে তৈরি হওয়া সংক্রমণের বিষয়টি আমার নজরে পড়েছে। দু’টি চিতা ওই সংক্রমণেই মারা গিয়েছে। দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার বিশেষজ্ঞদের সঙ্গে এই নিয়ে কথাও হয়েছে।” উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর পরিকল্পনা মেনে আফ্রিকার একাধিক দেশ থেকে ভারতে চিতা আনা হয়। ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয় কুনোর জঙ্গলে। এ বছর ১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আসে ভারতে।

মধ্য প্রদেশের কুনো ন্যাশনাল পার্কে গত ৩ অগাস্ট মৃত্যু হয় নবম চিতা ধাত্রীর। এর আগেও কুনোর জঙ্গলের তিন তিনটি চিতার মৃত্যু হয়েছে এই ব্যাকটেরিয়া ইনফেকশনের জেরেই। সপ্তম মৃত চিতা তেজস এবং অষ্টম সূরযের ময়নাতদন্তে রিপোর্টে সেপ্টিসেমিয়ার উল্লেখ করা হয়।

9 months ago
Madhya Pradesh: নাবালিকার যৌন নির্যাতন, অভিযুক্তদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল বুলডোজার দিয়ে

১২ বছরের নাবালিকাকে (Minor Girl) যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে দুই ব্যক্তির বিরুদ্ধে। এবারে তাদেরই বাড়ি বুলডোজার (Bulldozer) দিয়ে ভেঙে গুঁড়িয়ে ফেলা হল মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। সূত্রের খবর, যাদের বিরুদ্ধে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে তারা পেশায় দিনমজুর। তবে এই অভিযোগ উঠে আসার পরই মধ্যপ্রদেশের শিবরাজ সিং-এর সরকার শনিবার তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলার নির্দেশ দেন। এরপরই গুঁড়িয়ে দেওয়া হয় তাদের বাড়ি।

এর আগেও দেখা গিয়েছে, বিজেপি শাসিত রাজ্যে অপরাধে অভিযুক্তদের শাস্তি দিতে তাদের বাড়ি ভেঙে দেওয়া হয় বুলডোজার দিয়ে। এক্ষেত্রেও কিছু ব্যতিক্রম হয়নি। এই দুই দিনমজুরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠতেই তাদের বাড়ি ভেঙে ফেলা হল। জানা গিয়েছে, এই দুই অভিযুক্তের নাম রবীন্দ্র চৌধুরী ও অতুল বাধৌলিয়া। তাদের ইতিমধ্যেই কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। আর এবারে তাদের বাড়িও ভেঙে ফেলা হল।

পুলিস সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধে থেকে নিখোঁজ ছিল সাতনা জেলার বাসিন্দা ওই নাবালিকা। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পুলিসেশের দ্বারস্থ হয় পরিবার। এরপর শুরু হয় খোঁজ। এরপর শুক্রবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরের জঙ্গলে রক্তাক্ত অবস্থায় খুঁজে পাওয়া যায় নাবালিকাকে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলেই খবর। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ও ভেঙে ফেলা হয়েছে তাদের বাড়ি।

9 months ago