
সি...রাজই রাজা
বৃষ্টির জন্য দেরি হলেও খেলার শুরুতেই সিরাজের কাছে হার মেনে নেয় শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ।
এশিয়া কাপের ফাইনালে রেকর্ড গড়লেন মহম্মদ সিরাজ। প্রথম ভারতীয় বোলার হিসেবে ১ ওভারে নিলেন ৪ উইকেট।
ইনিংসের চতুর্থ ওভারে বল করতে এসে এই সাফল্য পান সিরাজ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের প্রথম স্পেলেই ৫ উইকেট তুলে নিয়েছেন সিরাজ। মোট ৭ ওভারে ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি।
সিরাজই যেন কলম্বোয় রাজত্ব করলেন।
এশিয়া সেরা যেমন ভারত, তেমনই বিশ্ব সেরা যেন মহম্মদ সিরাজ।
ভারত-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। তার আগে, একেবারে শেষ মুহূর্তে দলে বদল আনল বিসিসিআই। ভারতীয় দলের পেসার মহম্মদ সিরাজ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ছাড়লেন। তিনি রবিচন্দ্রন অশ্বিন, কেএস ভারত, অজিঙ্ক রাহানে এবং নভদীপ সাইনির সঙ্গে দেশে ফিরে আসছেন। ইএসপিএন ক্রিকইনফো সূত্রের খবর, মহম্মদ সিরাজের ওপর প্রবল চাপ পড়ে যাচ্ছিল, এই কারণে তাঁকে বিশ্রাম দেওয়ার জন্য দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরেই এশিয়া কাপ খেলবে টিম ইন্ডিয়া। এশিয়া কাপের যথাযথ প্রস্তুতি হিসেবেই কার্যত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে দেখছে ভারতীয় দল। এশিয়া কাপের পরই বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করে দেবে রোহিত শর্মা অ্যান্ড কোং।