Breaking News
Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!      Jyotipriya: এসএসকেএম-এও নেই স্বস্তি! সিসিটিভি ক্যামেরার নজরাধীন রাখার নির্দেশ আদালতের      CBI: কোথাও বিধায়ক, কাউন্সিলর, কোথাও ব্যবসায়ীর বাড়িতে হানা, রাজ্যজুড়ে ফের সক্রিয় সিবিআই      Mamata Banerjee: 'অনেক বিধায়কের কোটি কোটি টাকা', বিজেপি বিধায়কদের চাঁচাছোলা আক্রমণ মমতার      Amit Shah: লোকসভার আগে বিজেপির শাহী সভা যেন প্রেস্টিজ ফাইট, সভার লাইভ আপডেট      Suvendu: অসম্মানজনক আচরণ! শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু      Fraud: সেনা কর্মীর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার, বৃদ্ধের ব্যাংক থেকে উধাও দেড় লক্ষ টাকা     

LittonDas

Litton: ফিট হয়ে দলে যোগ দিলেন লিটন, সুপার ফোরে নামার আগে স্বস্তিতে বাংলাদেশ

সুপার ফোরের মঞ্চে নামার আগে বেশ কিছুটা স্বস্তিতে বাংলাদেশ ক্রিকেট টিম। শারীরিক অসুস্থতা সারিয়ে ফের দলে যোগ দিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস। ফলে বেশ কিছুটা আত্মবিশ্বাস বেড়েছে তাদের।

এদিকে শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ৮৯ রানের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। ফলে মনোবল বেশ কিছুটা মজবুত। এরসঙ্গে লিটন দলে ফিরে আসায় টাইগারদের আত্মবিশ্বাস তুঙ্গে। জ্বর সহ একাধিক সমস্যায় ভুগছিলেন লিটন। সেকারণে গ্রুপ পর্বের ম্যাচে খেলতে দেখা যায়নি তাঁকে। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছিল আনামুল হককে। পুরোপুরি ফিট হয়ে সোমবারই ঢাকা থেকে লাহোর উড়ে গেছেন লিটন।

এবিষয়ে বিসিবি-র নির্বাচক প্রধান মিনহাজুল আবেদিন জানিয়েছেন, "লিটন এখন পুরোপুরিভাবে সুস্থ রয়েছেন। পরবর্তী ম্যাচগুলির জন্য বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।"

3 months ago
litton: বাংলাদেশে জামাইষষ্ঠী খেলেন ক্রিকেটার লিটন দাস, সে ছবি আপলোড করলেন নিজেই

বাংলাদেশেও (Bangladesh) জামাইষষ্ঠীর (Jamaisasthi) উদযাপন। আর এই বিশেষ দিনের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন কেকেআরের হয়ে সদ্য আইপিএল খেলে যাওয়া বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস (Litton Das)। নীল পাঞ্জাবির সঙ্গে জিনস। আর সামনে শুধুই নানা পদ। জামাইষষ্ঠীর এই ছবিই বৃহস্পতিবার শেয়ার করেছেন লিটন। সেইসঙ্গে পোস্ট করেছেন এই কদিনে স্ত্রীর সঙ্গে নানা জায়গায় বেড়ানোর ছবি।

সম্প্রতি কলকাতা খেলতে এসেছিলেন লিটন। কিন্তু সুখকর হয়নি তাঁর আইপিএলের স্বপ্ন। অনেক কাঠখড় পুড়িয়ে ভারতে খেলতে এলেন হতাশ করেছিলেন কেকেআর সমর্থকদের। তাই নির্ধারিত সময়ের আগেই তাঁকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

6 months ago
KKR: সমস্ত জল্পনা উড়িয়ে রবিবারই নাইট শিবিরে লিটন দাস, সুযোগ পাওয়া অনিশ্চিত

সমস্ত জল্পনা উড়িয়ে আজ অর্থাৎ রবিবারই, নাইট (Kkr) শিবিরে যোগ দিচ্ছে বাংলাদেশি (Bangladesh) খেলোয়াড় লিটন দাস (Litton Das)। নাইট রাইডার্স দলে প্রথম থেকে লিটনকে পাওয়া যায়নি। ফলে লিটনের যোগদান যে বাড়তি সুবিধা দেবে কলকাতাকে সেটা ঠিক। কিন্তু প্রশ্ন উঠছে দলে জায়গা পাওয়া নিয়ে।

সূত্রের খবর, কলকাতা নাইট রাইডার্সের তরফে জানানো হয়েছে যে, লিটন দাস রবিবার দলের সঙ্গে যোগ দেবেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৪ এপ্রিল ম্যাচ রয়েছে কলকাতার। বাংলাদেশের উইকেটরক্ষক ওপেন করতে পারেন। কলকাতা দলে রয়েছেন আফগানিস্তানের রহমনউল্লাহ গুরবাজ। আফগানিস্তানের উইকেটরক্ষকও ওপেন করেন।

কলকাতার হয়ে ওপেন করেছেন প্রথম দু’টি ম্যাচে। ইডেনে বেঙ্গালুরুর বিরুদ্ধে অর্ধশতরানও করেন। তাঁর হাতে যে শট রয়েছে তা প্রমাণ করে দিয়েছে। আমেদাবাদেও যদি রান পেয়ে যান, তা হলে দলে নিজের জায়গা প্রায় পাকা করে ফেলতে পারবেন তিনি। সে ক্ষেত্রে লিটনের দলে ঢোকার ক্ষেত্রে অসুবিধা হবে। কলকাতা কাকে বেছে নেয়, সেটার দিকে নজর থাকবে।

8 months ago