Breaking News
Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...     

LVM3

ISRO: ফের সফল উৎক্ষেপণ ইসরোর, ৩৬ টি বিদেশি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি

ফের ইতিহাল সৃষ্টি ইসরোর (ISRO)। ওয়ান ইন্ডিয়া মিশন-২-এর (One India Mission-2) সবচেয়ে বড় রকেট সফলভাবে উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। ৩৬ টি বিদেশি উপগ্রহ নিয়ে ভারতের সবচেয়ে বড় রকেট LVM3 মহাকাশে উৎক্ষেপণ করা হল। রবিবার সকাল ৯ টা নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই রকেট পৃথিবীর লোয়ার অরবিটের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

ওয়ানওয়েব মিশনের দ্বিতীয় রকেট এটি ও এই নিয়ে দু'বার বাণিজ্যিক উৎক্ষেপণ করা হয়েছে এলভিএম-থ্রি রকেটের। এর আগে ২০২২ সালে অক্টোবর মাসে ৩৬ টি বিদেশি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল ইসরোর রকেট। এবার ফের সফল উৎক্ষেপণ। ৪৩.৫ মিটার লম্বা ও ৬৪৩ টন ওজনবিশিষ্ট রকেটটি ৫হাজার ৮০৫ কেজি ওজনের উপগ্রহ নিয়ে পৃথিবীর কক্ষপথের উদ্দেশে পাড়ি দিয়েছে।


উল্লেখ্য, ওয়ানওয়েব ইংল্যান্ডের একটি সংস্থা। যারা সরকারি এবং বাণিজ্যিক কাজে ইন্টারনেট পরিষেবা সরবরাহ করে থাকে। ইংল্যান্ডের এই কোম্পানি পৃথিবীর নিম্ন কক্ষপথে কৃত্রিম উপগ্রহের একটি নক্ষত্রমণ্ডল তৈরি করতে চলেছে। তাই ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে একটি চুক্তি হয়। তাতে মোট ৭২টি উপগ্রহ পৃথিবীর কক্ষপথে নিয়ে যাওয়ার বরাত পায় নিউ স্পেস। সেই চুক্তি অনুযায়ীই রবিবারের উৎক্ষেপণ। ২০২২-এর ২৩ অক্টোবর প্রথম দফায় ওয়ানওয়েবের ৩৬টি উপগ্রহ উৎক্ষেপণ করেছিল ইসরো। ফলে এই মিশনের নাম দেওয়া হয়েছে ওয়ানওয়েব ইন্ডিয়া মিশন ২।

one year ago