Breaking News
Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...     

KuntalGhosh

CBI: হাইকোর্টে ধাক্কার মধ্যে, শনিবার অভিষেককে তলব সিবিআইয়ের

কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে (Abhishek Banerjee) নোটিশ সিবিআই-এর (CBI)। সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ শনিবার বেলা ১১ টার মধ্যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সিবিআই অফিসে হাজিরার নির্দেশ। সূত্রের খবর, আজ রাতেই নবজোয়ার সভা শেষ করে কলকাতায় ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজিরা সেরে তিনি ফের ২২শে মে সোনামুখী নবজোয়ার যাত্রায় যুক্ত হবেন।

কুন্তল ঘোষের চিন্তি সংক্রান্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় ইডি-সিবিআইকে কুন্তল ও অভিষেককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিল। এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অভিষেক। তখন অবশ্য এই রায়ের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ঘটনাক্রমে অভিষেকের অভিযোগে উপরোক্ত এই মামলারই বিচারপতি বদল হয়। বিচারপতি বদল হলেও নির্দেশ বদল হয় নি। অমৃতা সিনহা অবশ্য এই মামলায় জাস্টিস গাঙ্গুলির রায় বহাল রাখেন। অভিষেক ও কুন্তল দুজনেই এই মামলায় অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে শুক্রবার ডিভিশন বেঞ্চে গেলেও। ডিভিশন বেঞ্চ ওই মামলা শুনতে চায় নি।

যদিও অভিষেক বন্দোপাধ্যায় বিচারপতি অমৃতা সিনহার রায় শুনে বিচারপতিকে ধন্যবাদ জানান, সন্মান জানান, এবং বলেন, 'কেন্দ্রীয় সংস্থা দরকার নেই। এক হাতে প্রমান আনুন, অন্য হাতে ফাঁসির মঞ্চ।' যদিও তিনি বলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ডাকলে যাবো, কিন্তু আমাকে এই মামলায় জোর করে ঢোকানো হয়েছে, এই মামলার ত্রিসামানায় আমি নেই। কেন আমাকে এই মামলায় ঢোকানো হলো এর জন্য আদালতে গিয়েছিলাম। এখনও সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। 

11 months ago
Abhishek: হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের, ডিভিশন বেঞ্চ শুনল না অভিষেক-কুন্তলের আর্জি

হাইকোর্টের ফের ধাক্কা অভিষেকের (Abhishek Banerjee)। কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠি সংক্রান্ত মামলায় অভিষেকের আর্জিতে সাড়া দিলো না হাইকোর্টের (High Court) ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার হাইকোর্টে অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে বহাল থাকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিল ইডি-সিবিআই চাইলে এই মামলায় অভিষেক ও কুন্তলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারবে। এরপর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। বদল হয় সংশ্লিষ্ট মামলার বিচারপতির। বিচারপতি বদলে মামলা যায় জাস্টিস অমৃতার সিনহার এজলাসে।

যদিও এই মামলায় জাস্টিস গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখে অমৃতা সিনহা। ওই একই মামলায় কুন্তল ও অভিষেককে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করে জাস্টিস সিনহা। এবার এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় অভিষেক ও কুন্তল দুজনেই। কিন্তু তাঁদের আবেদনের এই আর্জি শুনতে রাজি নয় ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের তরফে সুব্রত তালুকদার ও সুপ্রতিম ভট্টাচার্য্যের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়। গ্রীষ্মের ছুটির আগে এই মামলা শোনা সম্ভব হবে না। গ্রীষ্মের ছুটির আগে এই শুক্রবার শেষ কোর্ট খোলা থাকবে। বিচারপতিরা বলেন, 'আমাদের অনেক কাজ, অনেক মামলার রায় দেওয়া বাকি আছে। এখন এই মামলা শোনা সম্ভব হবে না।

সূত্রের খবর, বিচারপতি সুব্রত তালুকদার বলেন, 'আমি আনঅফিসিয়ালি বলছি আপনি চাইলে অবসরকালীন বেঞ্চে যেতে পারেন।' যদিও এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।  

11 months ago
Court: অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক-কুন্তল দুজনই

কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠি সংক্রান্ত মামলায় বিচারপতি (Justice) অমৃতা সিনহার (Amrita Sinha) রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতির দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ইডি এবং সিবিআই জেরা করতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। একক বেঞ্চের সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়েছেন অভিষেক। নিয়োগ মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষও বিচারপতি সিনহার একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন।

বৃহস্পতিবার সকালেই কুন্তলের চিঠি সংক্রান্ত অভিষেকের মামলায় রায় দেয় আদালত। এই মামলায় এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন, তা বহাল রেখেই বিচারপতি সিন্‌হা বলেন, কুন্তলের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে জেরা করতে পারবে সিবিআই এবং ইডি। একই সঙ্গে অভিষেক এবং কুন্তল দু’জনকেই আদালতের সময় নষ্ট করার জন্য ২৫ লক্ষ টাকা করে জরিমানাও করেন বিচারপতি। সেই নির্দশকে চ্যালেঞ্জ জানিয়েই প্রধান বিচারপতির বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক।

একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে দ্রুত শুনানির আর্জি করেছিলেন অভিষেক এবং কুন্তল। যদিও প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলা দ্রুত শুনানির আর্জি এখনই মঞ্জুর করেনি। তবে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।

11 months ago


Abhishek: সিবিআই-ইডির জেরার মুখে পড়তেই হচ্ছে অভিষেককে! জরিমানার নির্দেশ বিচারপতির

কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠি সংক্রান্ত মামলায় আরও অস্বস্তিতে অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। সংশ্লিষ্ট ওই মামলায় কেন্দ্রীয় গোয়েন্দাদের (ED-CBI) জিজ্ঞাসাবাদ এড়াতে মরিয়া হয়ে গিয়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। কিন্তু আপাতত বিচারপতি অমৃতা সিনহার রায়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। এছাড়া বিচারপতির রায়ে বড় অঙ্কের টাকা জরিমানা দিতে হবে অভিষেক ও কুন্তলকে।

আজ অর্থাৎ বৃহস্পতিবার ওই মামলার শুনানি ছিল হাইকোর্টে। হাইকোর্টে এই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ করেছেন। অমৃতা সিনহা আরও নির্দেশ দিয়েছেন যে, এই টাকা কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে জমা দিতে হবে। যদিও তৃণমূল সূত্রে খবর, এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন অভিষেক বন্দোপাধ্যায়। 

সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় সিবিআই বা ইডি অভিষেককে জেরা করতে পারবে। অভিষেক বন্দোপাধ্যায় এ ঘটনার পরেই তড়িঘড়ি সুপ্রিম কোর্টে যান। এরপর এই মামলায় বদল হয় বিচারপতির। নতুন বিচারপতি হিসেবে মামলার বিচারের দায়িত্ব পান অমৃতা সিনহা। যদিও বিচারপতি বদল হবার পর হুকুম বদলায়নি। সেইমত অভিষেক আলাদাভাবে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলাটি থেকে রেহাই চেয়ে আবেদন করেন। কিন্তু তাতে কোনও লাভ হয় নি। ওই মামলার শুনানিতে অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা জরিমানা ঘোষণা করে বিচারপতি অমৃতা সিনহা।

11 months ago
Abhishek: কুন্তল ঘোষের মামলায় রেহাই মিলল না অভিষেকের, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল

কুন্তল ঘোষের (Kuntal Ghosh) মামলায় রেহাই চেয়ে আবেদন করেছিলেন বৃহস্পতিবার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjeee) আবেদনে একপ্রকার সাড়া মিলল না বিচারপতি (Judge) অমৃতা সিনহার এজলাসে। ফলে অস্বস্তি থেকেই গেল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এক প্রকার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পথেই হাঁটলেন নিয়োগ মামলায় নতুন বিচারপতি অমৃতা সিনহা।

কুন্তল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় কুন্তল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে মুখোমুখি বসিয়ে জেরা করার নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঐ নির্দেশকেই আপাতত বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে কোন বাধা রইল না ইডি ও সিবিআইয়ের। সিবিআই সূত্রে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রেহাই চাওয়ার আবেদনের শুনানি ফের সোমবার হবে।

সূত্রের খবর, সম্প্রতি এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেও কোন রক্ষাকবচ মেলেনি। ফলে বিচারক অর্থাৎ বিচারপতি বদল হলেও একপ্রকার অস্বস্তিতেই ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি-সিবিআইয়ের জেরা এড়াতে বৃহস্পতিবার তিনি অমৃতা সিনহার এজলাসে ওই মামলার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের পুনর্বিবেচনার আবেদন করেন। সেই মামলায় জট এখনো কাটল না। ফলে ইডি ও সিবিআই কুন্তল ঘোষ ও অভিষেক বন্দোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারবেন।

11 months ago


Kuntal: কুন্তল ঘোষের মুখে 'নবজোয়ার' প্রকল্পের নাম, কুন্তলের মামলায় অভিষেকের রেহাইয়ের আবেদনের শুনানি

'ভারতের যুবরাজের যাত্রায় জনজোয়ার।' কুন্তল ঘোষের (Kuntal Ghosh) মুখে ফের নাম না করে অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রসঙ্গ। সম্প্রতি অভিষেক বন্দোপাধ্যায়ের নাম কুন্তল ঘোষের মুখে বারবার উঠে আসছিল। কুন্তল ইডি-সিবিআইয়ের (ED) বিরুদ্ধে অভিযোগ করেন যে ইডির আধিকারিকরা কুন্তল ঘোষকে বলপূর্বক অভিষেক বন্দোপাধ্যায়ের নাম বলিয়ে নেওয়ার চেষ্টা করছে। এর পরেই ওই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়য়ের নির্দেশে বিপাকে পড়েন অভিষেক। শুক্রবার কুন্তলের মামলার শুনানিতে আদালতে ঢোকার সময় কুন্তলের মুখে অভিষেকের নবজোয়ার প্রকল্পের নাম শোনা যায়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুন্তল ও অভিষেককে মুখোমুখি বসিয়ে জেরা করার নির্দেশ দেয়। তারপরেই জল গড়িয়েছে অনেক দূর। বদল হয়েছে বিচারপতি। সংশ্লিষ্ট মামলায় নতুন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানিতে,  অভিষেক বন্দোপাধ্যায়ের আইজীবীকে বিচারপতি সিনহা প্রশ্ন করেন, ইডি-সিবিআইয়ের জেরায় আপনাদের এত আশঙ্কা কেন? যদিও এরপরে বৃহস্পতিবার অভিষেক বন্দোপাধ্যায়ের তরফে বিচারপতি সিনহার এজলাসে ওই মামলায় রেহাই চেয়ে আবেদন করা হয়। ওই মামলার শুনানি আজ অর্থাৎ শুক্রবার।

সম্প্রতি অভিষেক বন্দোপাধ্যায় 'নবজোয়ার' নামের জনসংযোগ যাত্রা শুরু করেন। ওই যাত্রায় নিয়ে এবার মুখ খুলল নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ। এর আগে অবশ্য বারবার কুন্তল ঘোষের মুখে অভিষেক বন্দোপাধ্যায়ের নাম শোনা যায়।

11 months ago
Kuntal: জাস্টিস গাঙ্গুলির এজলাস বদল, আদালতে ঢোকার আগে কিছুই বললেন না কুন্তল

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে শুক্রবার রাজ্যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দু’টি মামলা সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে একটির সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে তাঁর। কিন্তু নিয়োগ-কাণ্ডে ধৃত তৃণমূল যুব নেতা (বর্তমানে বহিষ্কৃত) কুন্তল ঘোষ শনিবার এ বিষয়ে কোনও মন্তব্যই করলেন না!

শনিবার বেলা ১১টা নাগাদ কুন্তলকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হয়েছিল। তাঁর কাছে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা জানতে চান, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে মামলা থেকে সরিয়ে দেওয়া নিয়ে কিছু বলবেন কিনা। সাধারণ ভাবে সাংবাদিকদের সামনে মুখ খুললেও কুন্তলকে এক্ষেত্রে ব্যতিক্রমী ভূমিকায় দেখা গেল। কোনও কথা না বলে আদালত ভবনের ভিতরে ঢুকে গেলেন তিনি।

প্রসঙ্গত, কুন্তলের চিঠি সংক্রান্ত ওই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর চলতি মাসেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ। এরপর শুক্রবার মামলা থেকেই সরানো হল তাঁকে। চিঠিতে কুন্তল অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় তদন্তকারীরা তাঁকে অভিষেকের নাম বলানোর জন্য ‘চাপ’ দিচ্ছেন।

আদালতকে চিঠি দেওয়ার পাশাপাশি, অভিষেকের নাম বলার জন্য চাপ দেওয়ার ঘটনায় হেস্টিংস থানায় কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে অভিযোগও জানান কুন্তল। অভিযোগ প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজের পর্যবেক্ষণে জানিয়েছিলেন, কুন্তলের চিঠির মামলায় প্রয়োজনে অভিষেককেও জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই-ইডি। যাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।

12 months ago
Kuntal: চিঠি নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কুন্তল ঘোষ

ইডি-সিবিআই (CBI) নিয়ে কুন্তলের (Kuntal Ghosh) অভিযোগ ছিল, নিয়োগ দুর্নীতিতে (Scam) ধৃত বহিস্কৃত কুন্তল বারবার অভিযোগ করেছিলেন ইডি-সিবিআই তাঁকে অত্যাচার করছেন এবং জোর করে অভিষেক বন্দোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছেন। সে বিষয়ে তিনি চিঠি দেন আদালতকে। এবার ওই চিঠি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সোমবার তাঁর মামলাটির শুনানি রয়েছে শীর্ষ আদালতে। এর আগে কুন্তলের চিঠি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ আগামী মঙ্গলবার পর্যন্ত ওই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়।

অভিষেকের নাম বলার জন্য চাপ দিচ্ছে ইডি। এই অভিযোগ তুলে গত ৩১ মার্চ নিম্ন আদালতে একটি চিঠি দেন কুন্তল। পরের দিন ওই চিঠি যায় হেস্টিংস থানায়। তদন্ত প্রভাবিত করতে মিথ্যা অভিযোগ করছেন কুন্তল, এই পাল্টা দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ইডি। গত ১৩ এপ্রিল বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণে জানান, ওই চিঠির প্রেক্ষিতে প্রয়োজনে কুন্তল এবং অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই এবং ইডি। এমনকি অভিষেকের শহিদ মিনারের সভার বক্তব্যও তদন্তের বাইরে রাখা উচিত নয়। পর্যবেক্ষণের এই অংশটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পেয়ে যান অভিষেক। এ বার কুন্তলও সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, কুন্তলের চিঠির প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ ছাড়া হেস্টিংস থানা কোনও পদক্ষেপ করতে পারবে না। এমনকি উচ্চ আদালতের অনুমতি ছাড়া রাজ্যের কোনও থানা নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই এবং ইডির আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করতে পারবে না। হাইকোর্টের ১৩ এপ্রিলের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে আবেদন জানান কুন্তল।

12 months ago


Kuntal: হেনস্থার অভিযোগের পর কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে বিজেপির মুখপাত্রের সঙ্গে তুলনা কুন্তলের

হেনস্থার অভিযোগের পর কেন্দ্রীয় সংস্থাকে বিজেপির মুখপাত্রের সঙ্গে তুলনা নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের। বিজেপির মুখপাত্র এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থার মুখপাত্র এক। বৃহস্পতিবার আলিপুর আদালত চত্বরে এমনটাই মন্তব্য করলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ। যদিও কোন কেন্দ্রীয় তদন্ত সংস্থার মুখপাত্রের কথা তিনি বলতে চেয়েছেন, তা স্পষ্ট করে জানাননি তৃণমূলের বহিষ্কৃত এই যুব নেতা। পাশাপাশি, আঙটিকাণ্ড নিয়ে তিনি যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ না করে সমর্থনই করছেন, তা-ও পরোক্ষে জানিয়ে দিলেন কুন্তল।

বর্তমানে রাজ্যে নিয়োগকাণ্ডের তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি এবং সিবিআই। তার মধ্যে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে কুন্তল গ্রেফতার হয়েছেন ইডির হাতে। সেই মামলাই চলছে আলিপুর আদালতে। বৃহস্পতিবার মামলার শুনানির জন্য কুন্তলকে আলিপুর আদালতে হাজির করানো হয়। আদালত চত্বর থেকে তিনি দাবি করেন, ‘একটাই কথা বলতে চাই যে, বিজেপির মুখপাত্র এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখপাত্র এক। আপনারা বুঝে নিন এ বার, যে তদন্ত কোন দিকে এগোচ্ছে।’

জেলের মধ্যেও আঙুলে আঙটি পরে থাকা নিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়তে হয় পার্থকে। বিচারকের দৃষ্টি আকর্ষণ করে ইডির আইনজীবী আদালতে জানান, ‘জেল কোড’ অনুসারে সংশোধনাগারে কোনও অলঙ্কার পরা যায় না। কিন্তু পার্থ সেই নিয়ম ভঙ্গ করেছেন। ইডির আইনজীবীর দাবি ছিল, এ থেকেই বোঝা যায় যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ কতটা প্রভাবশালী। যদিও পার্থ আদালতে জানান, স্বাস্থ্যের কারণেই ওই আঙটি তিনি পরে আছেন। আঙটিকাণ্ড নিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারকেও তলব করে আদালত।

এরপর বৃহস্পতিবার সকালে আদালতে ঢোকার মুখে সাংবাদিকেরা তাঁকে ঘিরে ধরতেই কুন্তল দু’হাত তুলে বলেন, ‘হাতে আঙটি নেই। ঘামাচি আছে!’ তাঁর এই মন্তব্যের পরই বিভিন্ন জল্পনা তৈরি হয়। প্রশ্ন উঠছিল, তা হলে কি পার্থকেই কটাক্ষ করে এমন মন্তব্য করলেন কুন্তল। যদিও তিনি কেন এ কথা বলেছেন, তাঁর কোনও ব্যাখ্যা তখন দেননি কুন্তল।

এর ঘণ্টাখানেক পর আদালত চত্বরে তাঁকে প্রশ্ন করা হয়, কেন তিনি আংটি প্রসঙ্গ তুলে আনলেন? তিনি কি নাম না করে পার্থকেই ইঙ্গিত করতে চেয়েছেন? জবাবে কুন্তল বুঝিয়ে দেন, প্রভাবশালী নন বোঝানোর জন্যই কটাক্ষ করে তিনি এই কথা বলেছেন। কুন্তল বলেন, ‘যদি একটা আঙটি পরে থাকার জন্য প্রভাবশালী বলা হয়, তা হলে তা লজ্জার ব্যাপার। তাই তো আমি দেখাচ্ছি, দেখুন আমার হাতে আঙটি নেই, ঘামাচি আছে। আমি কাউকে কিছু ইঙ্গিত করে বলিনি।’

12 months ago
kuntal: চাকরি দিতে দেরি হওয়াতে পার্থ-মানিকের গ্রেফতারির দোহাই কুন্তলের, চার্জশিটে দাবি ইডির

নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Scam) ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বিরুদ্ধে চার্জশিট (Charge Sheet) আদালতে পেশ করল ইডি। চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ইডির। ইডি জানিয়েছে, টাকা নিয়ে চাকরি দিতে দেরি হওয়ার কারণে, কুন্তল প্রার্থীদের জানিয়েছিল পার্থ ও মানিক জেলে তাই একটু দেরি হবে।

কুন্তলের চার্জশিটে দিব্যেন্দু বাগ নামের এক এজেন্টের কথা উল্লেখ করেছে ইডি। দিব্যেন্দুকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পেরেছে, একাধিক বার কুন্তলকে তিনিই বেআইনি নিয়োগে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সন্ধান দিয়েছেন। সেই সঙ্গে ওই প্রার্থীদের কাছ থেকে তোলা হয়েছে মোটা অঙ্কের টাকাও।

দিব্যেন্দু ইডিকে জানান, তাঁর নিজস্ব একটি সংস্থা রয়েছে। যার অধীনে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিএড, ডিএলএড-এর প্রশিক্ষণ দেওয়া হয়। দিব্যেন্দুর কাছে কুন্তল সরকারি পরীক্ষায় ফেল করা কিছু চাকরিপ্রার্থীর সন্ধান করেন, যাঁরা টাকার বিনিময়ে নিয়োগে ইচ্ছুক। এমন ১২ জন চাকরিপ্রার্থীর সন্ধান কুন্তলকে দিয়েছিলেন দিব্যেন্দু। প্রত্যেকের জন্য ৬ লক্ষ টাকা করে চাওয়া হয়েছিল বলে অভিযোগ। দিব্যেন্দুকে কুন্তল এ-ও আশ্বাস দিয়েছিলেন যে, আদালতে মামলার মাধ্যমে তাঁর এই প্রার্থীদের চাকরি নিশ্চিত করা হবে। এর পর বিকাশ ভবন থেকে এই প্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়।

দিব্যেন্দুর দাবি, তিনি কুন্তলকে ধাপে ধাপে মোট ৩ কোটি ১৩ লক্ষ টাকা দিয়েছেন। তার মধ্যে মাত্র ৪ লক্ষ ৪৫ হাজার টাকা ফেরত পেয়েছেন। প্রশ্ন উঠেছে, পার্থ, মানিক জেলের বাইরে থাকলে বেআইনি নিয়োগ কি সহজ হত? কুন্তল কি তাঁদের সহায়তাতেই বেআইনিভাবে নিয়োগের বন্দোবস্ত করে দিতেন? আদালতে এই প্রশ্ন তুলে দিয়েছে ইডির চার্জশিট।

12 months ago


Abhijit: কুন্তলের অভিযোগে ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়, নির্দেশ জাস্টিস গাঙ্গুলির

কোনও চালাকিই যেন তাঁর কাছে টিকবে না! কুন্তল ঘোষের (Kuntal Ghosh) করা ইডি-সিবিআইয়ের (Ed) বিরুদ্ধে অভিযোগ নিয়ে, বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) নির্দেশে ঠিক এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। বুধবার সংশ্লিষ্ট মামলায় ইডির মুখে সমস্ত কিছু শোনার পর আদালতে বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, 'কুন্তলের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কোনও পদক্ষেপই করতে পারবে না পুলিস। নিম্ন আদালতও এই বিষয়ে কিছু করতে পারবে না।'

শিক্ষা নিয়োগকাণ্ডে ইডি-সিবিআইয়ের তৎপরতায় গ্রেফতার হয়েছেন ১৫ জনের বেশি আধিকারিক। গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ তৃণমূলের একাধিক নেতা। এই নিয়োগকাণ্ডে গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষও। বুধবার কুন্তল অভিযোগ করেন,  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে। এ নিয়ে কলকাতা পুলিসের কাছে নালিশ করেছিলেন।

সূত্রের খবর, অন্তর্বর্তীকালীন মামলায় একই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, বুধবারের মধ্যেই কুন্তলের অভিযোগপত্র হাই কোর্টে পেশ করতে হবে দক্ষিণ ২৪ পরগনার জেলা বিচারককে। তাছাড়া প্রেসেডেন্সি জেল সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় যে কুন্তলের অভিযোগপত্র গিয়েছে সেটা আদালতে পেশ করতে হবে খোদ কলকাতার পুলিস কমিশনারকে। বুধবার দুপুর ৩টের মধ্যে তা পেশ করার নির্দেশ দিল হাই কোর্ট।

প্রসঙ্গত, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নালিশ জানিয়ে কলকাতা পুলিসের দ্বারস্থ হন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল। সম্প্রতি নিম্ন আদালতের বিচারকের কাছেও একই মর্মে অভিযোগ জানিয়েছেন তিনি। অন্যদিকে, ইডি এ নিয়ে আদালতে জানায়, প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় অভিযোগ জানিয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা। এর ফলে তাদের তদন্ত প্রভাবিত হতে পারে।

ইডির বক্তব্য শোনার পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘এটা মারাত্মক প্রবণতা। তদন্তকারী আধিকারিকদের হুমকি দেওয়া এবং তদন্তের গতি স্তব্ধ করার জন্য এ সব করা হচ্ছে। ন্যায়বিচারের স্বার্থে এ সব বন্ধ করতে হবে। এই অতিচালাকি বরদাস্ত করা যাবে না।’

12 months ago
Kuntal: ভুয়ো প্যানেল লিস্টে পর্ষদের স্ট্যাম্প! কুন্তলের বিরুদ্ধে ইডির গুরুতর অভিযোগ

ভুয়ো প্যানেল লিস্ট তৈরি করে সেই লিস্ট অযোগ্য চাকরিপ্রার্থীদের কাছে পৌঁছে দিয়েছিল কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। নিয়োগ দুর্নীতি-কাণ্ডের (Education Scam) তদন্তে নেমে এই দাবি করেছে ইডি (ED)। লিস্টে ব্যবহার করা হয় নকল স্ট্যাম্পও। চাকরি না পাওয়ায় অযোগ্য চাকরিপ্রার্থীরা টাকা ফেরতের জন্য চাপ সৃষ্টি করে কুন্তলের উপর। আর সেই কারণেই তৈরি করা হয়েছিল ভুয়ো প্যানেল লিস্ট, দাবি ইডির।

টাকা দিয়ে চাকরি পায়নি এরকম একাধিক চাকরিপ্রার্থীকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর থেকে একাধিক এজেন্ট ও চাকরিপ্রার্থীদেরকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা। সেই সমস্ত প্রার্থীদের থেকে একটি চাকরি প্রাপকের তালিকা উদ্ধার করে ইডি। এই তালিকা চাকরিপ্রার্থীদের কাছে পৌঁছে দিয়েছিলো কুন্তল ঘোষ। 

কুন্তল তাঁদের জানায়, 'যারা সম্পূর্ণ টাকা দিয়েছে তাঁদের চাকরি আগে হবে।  এই তালিকায় যারা সম্পূর্ণ টাকা দিয়েছিল তাদেরই নাম রয়েছে।' ইডি সূত্রে খবর, ভুয়ো তালিকা বের করে কুন্তল টাকা নিয়েছিল একাধিক চাকরিপ্রার্থীর থেকে। একই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের স্ট্যাম্পও নকল করেছিলেন। চাকরি না দিতে পারায় ভুয়ো চাকরির তালিকা তৈরি করে চাকরিপ্রার্থীদের প্রতিশ্রুতি দেয় তাঁদের চাকরি হবে। এমনকি তালিকায় নাম রয়েছে তাঁদের বলে আশ্বস্ত করা হয়। ২০১৪ সালে চাকরি দেওয়ার নামে এভাবেই কোটি কোটি টাকা চাকরিপ্রার্থীদের থেকে তুলেছিল কুন্তল।

12 months ago
Kuntal: অভিষেক বন্দোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে, বিস্ফোরক কুন্তল

'অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে।' কুন্তল ঘোষের (Kuntal Ghosh) এই বিস্ফোরক মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক (Politics) শোরগোল। শিক্ষা নিয়োগকাণ্ডে ধৃত শান্তনু বন্দোপাধ্যায় ঘনিষ্ঠ কুন্তল ঘোষের অভিযোগ সরাসরি কেন্দ্রীয় সংস্থার দিকে। বৃহস্পতিবার কুন্তলকে ব্যাঙ্কশালে স্পেশাল আদালতে তোলা হয়। সে সময় সাংবাদিকদের তিনি বলেন, 'জোর করে আমাকে দিয়ে অভিষেক বন্দোপাধ্যায়ের নাম বলিয়ে নেওয়ার চেষ্টা করছে ইডি।' এমনকি তিনি আরও বলেন, 'গোটা ঘটনা বিচারককে লিখিতভাবে জানানো হয়েছে।' কুন্তলের এই অভিযোগ নিয়ে শোরগোল সৃষ্টি হয়েছে।

অবশ্য কুন্তল আগেই দাবি করেছিলেন যে, ‘প্রভাবশালী’দের নাম বলার জন্য তাঁর উপর চাপ দিচ্ছেন তদন্তকারীরা।' তবে সেই সময় কোনও নাম উল্লেখ করেননি তিনি। বৃহস্পতিবার অভিষেকের নাম করলেন তিনি। তাঁর আইনজীবীও তদন্তকারীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। বৃহস্পতিবার এই কাণ্ডে তাপস মণ্ডলকে  প্রভাবশালীর নাম বলবেনা কিনা এই বিষয়ে জিজ্ঞেস করা হয়। এ প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানিয়ে দেন, 'কুন্তলের মুখেই শুনুন।' যদিও এ ঘটনার কিছুক্ষণ পর কুন্তল ঘোষকে জিজ্ঞেস করা হলে, প্রভাবশালীর নাম প্রকাশ্যে আনলেন কুন্তল। এর আগেও কুন্তল অভিষেকের দিকে ইঙ্গিত করে মন্তব্য করছেন। দাবি করেছেন, তাঁকে চাপ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে প্রকাশ্যে এনেছেন নিয়োগ দুর্নীতিতে যুক্ত একাধিক ব্যক্তির নাম।

one year ago


Kuntal: ইডি-সিবিআই জোর করে শীর্ষ নেতৃত্বর নাম বলানোর চেষ্টা করছে: কুন্তল

নিয়োগ দুর্নীতিতে (Scam) নাম জড়িয়েছে শান্তনু (Shantanu) ঘনিষ্ঠ কুন্তল ঘোষের (Kuntal Ghosh)। বৃহস্পতিবার কুন্তলকে আদালতে তোলার সময় বিস্ফোরক হয়ে ওঠে কুন্তল ঘোষ। সরাসরি ইডি-সিবিআইকে কাঠগড়ায় তুলে কুন্তল বলেন, 'জোর করে দলের শীর্ষ নেতৃত্বের নাম বার করার চেষ্টা করছেন। অভিষেক বন্দোপাধ্যায়ের নাম বার করার চেষ্টা করছে। আমাদেরকে ভয় দেখাচ্ছে বারবার। আমরা ওসব ভয়কে পাত্তা দিই না।' এর পরেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এই দুর্নীতিতে কি দলের শীর্ষ নেতৃত্ব জড়িত। কুন্তলের এই মন্তব্যে সরব হয়েছেন বিরোধীরা। পাশাপাশি রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই দুর্নীতির মূল মাথা কি তবে অন্যই কেউ!

কুন্তলের এই বক্তব্যকে কটাক্ষ করেন বাম নেতা সুজন চক্রবর্তী, তিনি বৃহস্পতিবার বলেন, 'কুন্তল ঘোষ মার্কা ফ্রেপবাজ বাহিনীর বুক চওড়া করে দিতে পারে অভিষেক, এটাই তো বাস্তব। ফ্রেপবাজ দের পিছনে, চাকরি বিক্রি বাহিনীর পিছনে যে অভিষেক আছেন, এবার সেটা কুন্তল বলছেন।' এ বিষয়ে কটাক্ষ করেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বৃহস্পতিবার বলেন, 'আমরা তো বারবার বলেছি এরা দলের শীর্ষ নেতা না হলেও, কমিশন নিয়ে কাজ করেছে। একটা প্রতিষ্ঠানিক দুর্নীতি এরা নাহলে সম্ভব না। হয়ত কুন্তল শীর্ষ নেতৃত্বের নাম বলে দিয়েছে। তৃণমূলের এরা এরকমই, রাজসাক্ষী হয়ে যায়, পরে বাইরে বেরিয়ে এসে বলবে জোর করে নাম বলানোর চেষ্টা চলছে।'

one year ago
Partha: দিলীপবাবু, সুজনবাবুরা নিজেদের দিকে তাকান: পার্থ চট্টোপাধ্যায়

কেউ দুষলেন কুন্তলকে, কেউ সুজন, শুভেন্দুকে। নিয়োগ কেলেঙ্কারিতে (Education Scam) গ্রেফতার হওয়া পার্থ, তাপস-সহ আরও ৭ অভিযুক্তকে বৃহস্পতিবার আলিপুর বিশেষ সিবিআই কোর্টে (CBI) তুলল কেন্দ্রীয় সংস্থা। আদালতে তোলার সময় তাপসের গলায় শোনা গেল অন্য সুর। তিনি বৃহস্পতিবার সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, 'ম্যাজিশিয়ান কুন্তল সব জানে।' তিনি যে কুন্তলকে টার্গেট করলেন সেটা স্পষ্ট। এই ঘটনায় আগেই গ্রেফতার হয়েছেন কুন্তল। কুন্তল আপাতত জেল হেফাজতেই আছেন।


ওদিকে পার্থ চট্টোপাধ্যায়কে কোর্টে আনার সময় তাঁকে উদ্দেশ্য করে চলতে থাকে 'চোর চোর স্লোগান', যদিও এ ঘটনা নতুন নয়। এর পূর্বেও পার্থকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিতে শোনা গিয়েছে। বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিককে বলেন, 'এখন দিলীপ বাবু, সুজন বাবু, বড় বড় কথা বলছেন, তাঁরা নিজের দিকে দেখুন, উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন? তাঁরা ২০০৯-২০১০-এ সিএজি রিপোর্ট পড়ুন, সমস্ত জায়গায় তদ্বির করেছেন, যেহেতু আমি তাঁদেরকে বলেছি আমি সাহায্য করতে পারবো না, আমি নিয়োগ কর্তা নই, আমি কোনও কাজ বেআইনি করতে পারবো না।'

বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীকেও টার্গেট করেছেন তিনি। তিনি বলেন, 'শুভেন্দু অধিকারীর ২০১১-২০১২ সালটা দেখুন না, ডিপিএসসি-টা দেখুন না, কী করেছিল তাঁরা।' প্রসঙ্গত, গত ১৬-ই মার্চ, ১৪ দিনের জেল হেফাজত শেষে পার্থ চট্টোপাধ্যায়-সহ ১৩ জনকে আলিপুর সিবিআই বিশেষ আদালতে পেশ করা হলেও ১৬ তারিখ বিভিন্ন কারণে পার্থ চট্টোপাধ্যায়-সহ ৭ জনের শুনানি হয়নি। তাই আদালত পরবর্তী দিন ধার্য করে ২৩ মার্চ। আদালতের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়-সহ ৭ জনকে আলিপুর সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয়েছে।

one year ago