Breaking News
Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ      High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার      Gardenrech Controversy: গার্ডেনরিচের বহু অবৈধ নির্মাণ প্রশাসনের ঔদাসীন্যতা! উঠছে প্রশ্ন...     

KunoNationalPark

Cheetah: কুনোর জঙ্গলে মৃত্যু ৯ চিতার, বর্ষাকে দায় করেছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যানে (Kuno national park) একের পর এক চিতার মৃত্যুতে বেড়েছে উদ্বেগ। পাঁচ মাসে মৃত্যু হয়েছে ৯টি চিতার। তার মধ্যে অষ্টম এবং নবম চিতার মৃত্যু হয়েছে বর্ষাজনিত সংক্রমণেই। এমনই দাবি করেছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব।

ভূপেন্দ্র যাদব বলেন, ”এই নিয়ে আলাদা করে কোনও পরিকল্পনা নেই। বর্ষাকালের পোকার কামড় থেকে তৈরি হওয়া সংক্রমণের বিষয়টি আমার নজরে পড়েছে। দু’টি চিতা ওই সংক্রমণেই মারা গিয়েছে। দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার বিশেষজ্ঞদের সঙ্গে এই নিয়ে কথাও হয়েছে।” উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর পরিকল্পনা মেনে আফ্রিকার একাধিক দেশ থেকে ভারতে চিতা আনা হয়। ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয় কুনোর জঙ্গলে। এ বছর ১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আসে ভারতে।

মধ্য প্রদেশের কুনো ন্যাশনাল পার্কে গত ৩ অগাস্ট মৃত্যু হয় নবম চিতা ধাত্রীর। এর আগেও কুনোর জঙ্গলের তিন তিনটি চিতার মৃত্যু হয়েছে এই ব্যাকটেরিয়া ইনফেকশনের জেরেই। সপ্তম মৃত চিতা তেজস এবং অষ্টম সূরযের ময়নাতদন্তে রিপোর্টে সেপ্টিসেমিয়ার উল্লেখ করা হয়।

8 months ago
Cheetah: কুনো জাতীয় উদ্যানে ফের ১ আফ্রিকান চিতার মৃত্যু, ৪ মাসে মৃতের সংখ্যা ৭

ফের আফ্রিকান চিতার (African cheetah) মৃত্যু কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park)। একের পর এক আফ্রিকান চিতার মৃত্যুতে চিন্তিত কুনো ন্যাশনাল পার্কের কর্মাধ্যক্ষরা। এই নিয়ে গত চার মাসে মোট ৭টি আফ্রিকান চিতার মৃত্যু হল সেখানে। বন দফতরের এক বর্ষীয়ান আধিকারিক জানিয়েছেন, সম্ভবত নিজেদের মধ্যে মারামারি করতে গিয়েই মৃত্যু হয়েছে আফ্রিকান চিতা তেজসের। গত ফেব্রুয়ারি মাসে তাকে দক্ষিণ আফ্রিকা থেকে কুনোতে নিয়ে আসা হয়েছিল।

ভারতে চিতা পুনর্বাসন নিয়ে সরকারি ভাবে জাঁকজমক করে যে উদ্যোগ নেওয়া হয়েছিল, পর পর ৭টি চিতার মৃত্যুর পর, ফের তা একবার ধাক্কা খেল।  গত ২৭ মার্চ, সাশা নামের একটি চিতা, কিডনি সংক্রান্ত সমস্যায় মারা যায়। সাশাকে নামিবিয়া থেকে আনা হয়েছিল। এরপর, ১৩ এপ্রিল, দক্ষিণ আফ্রিকা থেকে আনা আরও একটি চিতা মারা যায়। তার নাম ছিল উদয়। গত ৯ মে, 'দক্ষ' নামে একটি পুরুষ চিতার মৃত্যু হয়। একেও আনা হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে।

এই তিন জন ছাড়াও, নামিবিয়া থেকে আনা মাদি চিতা 'জ্বালা' গত মার্চে যে চার জন সন্তানের জন্ম দেয়, তাদের মধ্যে তিন জনই ডিহাইড্রেশনে মারা গিয়েছিল। 'তেজস'-কে নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল সাত।

9 months ago
Cheetah: পরপর তিনটি, ফের ২টি চিতাশাবকের মৃত্যু কুনো জাতীয় উদ্যানে

ফের কুনো জাতীয় উদ্যানে (Kuno National park) চিতার (Cheetah) মৃত্যু। চলতি বছরের প্রথম থেকেই একের পর এক চিতার মৃত্যু ঘটেই চলেছে। এবারে দুটো শাবকের মৃত্যু হল। কয়েকদিন আগেই একটি দু'মাসের শাবকের মৃত্যু হয়েছে। আর এবারে বৃহস্পতিবারেও একসঙ্গে দু'টি শাবক (Cheetah Cub) প্রাণ হারাল। ফলে একের পর এক চিতার মৃত্যুতে উদ্বিগ্ন হয়ে পড়েছে বন দফতর থেকে প্রশাসন।

চলতি বছরের ২৪ মার্চ জ্বলা নামের মহিলা চিতা চারটি শাবকের জন্ম দিয়েছিল। আর এই চারজনের মধ্যে তিনটিরই মৃত্যু হয়েছে। যে একমাত্র চিতাটি বেঁচে রয়েছে, তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশে চিতার বংশবৃদ্ধি করতে নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে চিতা আনা হয়েছিল। সবগুলো চিতাই মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ছাড়া হয়েছিল। কিন্তু একে একে সাশা, উদয়, দক্ষ নামের চিতা শারীরিক অসুস্থতার কারণে মারা যায়। আর এবারে চিতাশাবকেরও মৃত্যু হয়ে চলেছে। ফলে কুনো জাতীয় উদ্যানে বর্তমানে মোট ১৭ টি পূর্ণবয়স্ক ও ১ টি শাবক চিতা রয়েছে।

বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, প্রথম যে শাবকটি মারা গিয়েছে, সেটি অপুষ্টিজনিত কারণে বা দুর্বল হওয়ার কারণে মারা গিয়েছে। তবে পরের দু'টি শাবকের ঠিক কী কারণে মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। আরও জানা গিয়েছে, জ্বলা নামের চিতাটি অর্থাৎ মা চিতাটির স্বাস্থ্য ভালো আছে।

10 months ago


Cheetah: তিনমাসের মধ্যে তিনবার! ফের এক চিতার মৃত্যু কুনো জাতীয় উদ্যানে

ফের এক চিতার (Cheetah) মৃত্যু কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park)। এই নিয়ে তিন মাসের মধ্যে মোট ৩ টি চিতার মৃত্যু হল। জানা গিয়েছে, এবারে যে মহিলা চিতার মৃত্যু হয়েছে তার নাম দক্ষ (Daksha)। দেশে চিতার বংশবৃদ্ধি করতে নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে দু'ধাপে চিতা আনা হয়েছিল। মোট ২০ টি চিতা আনা হয়েছিল। কিন্তু এবারে দেশে মোট চিতার সংখ্যা দাঁড়াল ১৭। দেশে ক্রমশ চিতার মৃত্যু সংখ্যা বাড়ায় কপালে চিন্তার ভাঁজ বনদফতরের আধিকারিকদের।

সূত্রের খবর, তবে এবারে চিতার মৃত্যু কোনও রোগের কারণে হয়নি। এক পুরুষ চিতা ফিন্ডার আক্রমণে তার মৃত্যু হয়েছে। শুধুমাত্র ফিন্ডা নয়, বায়ু ও অগ্নি নামের চিতা দুটো এই আক্রমণের সঙ্গে যুক্ত ছিল। ফলে জাতীয় উদ্যানে চিতার সঙ্গে লড়াই করতে গিয়েই মৃত্যু হয় দক্ষের।

উল্লেখ্য, সাশা ও উদয় মার্চ ও এপ্রিল মাসে মারা যায়। সাশার কিডনির অসুখ ছিল আর উদয়ের কার্ডিও-পালমোনারি-ফেলিওর-এর ফলে মৃত্যু হয়। আর এবারে চিতা চিতায় মারামারি করতে গিয়েই প্রাণ হারাল আরও এক চিতা।

11 months ago
Cheetah: কুনোর উদ্যানে ফের মৃত্যু চিতার, কোন রোগে ভুগছিল উদয়

রবিবার কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) ফের এক চিতার (Cheetah) মৃত্যু হয়েছে। সাশার পর দক্ষিণ আফ্রিকা থেকে আনা উদয় (Uday) নামের চিতার মৃত্যু হয়েছে। কিন্তু রবিবার জানা যায়নি, ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে। জানা গিয়েছিল, সোমবার তার দেহের ময়নাতদন্ত করা হবে, তারপরেই রিপোর্ট দেওয়া হবে। ফলে রিপোর্ট আসার পর জানা গিয়েছে, কুনোর এই দ্বিতীয় চিতার মৃত্যুর কারণ, কার্ডিয়ো পালমোনারি ফেলিওর। এই রিপোর্ট ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে।

বন দফতরের পশু চিকিৎসা বিশেষজ্ঞ জানিয়েছেন, উদয়ের মৃত্যু হয়েছে কার্ডিয়ো পালমোনারি ফেলিওর-এর ফলেই। চিতাটির হৃদযন্ত্র এবং ফুসফুসে সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণেই মৃত্যু হয়েছে উদয়ের। বন দফতরের প্রধান বন্যপ্রাণ সংরক্ষক জেএস চৌহান বলেছেন, ‘পশু চিকিৎসকেরা চিতাটির মৃতদেহের ময়নাতদন্ত করে দেখেছেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মৃত্যুর কারণ কার্ডিয়ো পালমোনারি ফেলিওর।’

চিফ কনজার্ভেটার অফ ফরেস্ট অ্যান্ড হেড অফ ফরেস্ট ফোর্স জসবীর সিং জানিয়েছেন, সোমবার ময়নাতদন্তের পরই উদয়ের শেষকৃত্য করা হয়েছে।

11 months ago


Cheetah: এক মাসে দ্বিতীয়বার! সাশার পর উদয় নামক চিতার মৃত্যু কুনো জাতীয় উদ্যানে

ফের মৃত্যু বিদেশ থেকে আনা চিতার (Cheetah)। রবিবার মধ্যপ্রদেশের (MadhyaPradesh) কুনো জাতীয় উদ্যানে মৃত্যু হল উদয় (Uday) নামক চিতার। রোগে ভুগে রবিবার বিকালে মারা যায় চিতাটি। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার চিতা মৃত্যুর ঘটনা ঘটলো এই জাতীয় উদ্যানে।

নামিবিয়ার পর চলতি বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি মাসে আফ্রিকা থেকেও মোট ১২টি চিতা আনা হয়েছিল। তাদের মধ্যেই ছিল এই উদয় নামের মৃত চিতাটি। রবিবার এই খবর দিয়েছেন মধ্যপ্রদেশের চিফ কনজার্ভেটার অফ ফরেস্ট জেএস চৌহান। রবিবার সকালের দিকে বন দফতরের কর্মীরা লক্ষ্য করেন যে, উদয়কে অসুস্থ দেখাচ্ছিল, কেমন যেন ঝিমিয়ে পড়েছিল এটি। এরপর তাকে ঘুমের ওষুধ দিয়ে বেলা ১১টার দিকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তবে চিকিৎসায় সাড়া দেয়নি উদয়। চিকিৎসা চলাকালীন বিকেল ৪টে নাগাদ মৃত্যু হয় তার। যদিও ঠিক কোন রোগে তার মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। পোস্টমর্টাম করার পরই তা জানা যাবে। এই পোস্টমর্টামের পুরো প্রক্রিয়ার ভিডিও করা হবে জানা গিয়েছে।

এক মাসের মধ্যেই দুটি চিতার মৃত্যুতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে বন দফতরের কর্মীদের। প্রসঙ্গত, আগে থেকেই মোট ৮টি চিতা ছিল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। চিতার সংখ্যা বাড়াতে আরও ১২টি চিতা আনা হয়। তবে মোট ২০টি চিতার মধ্যে থেকে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দুটি চিতার। ফলে, এখন মোট ১৮টি চিতা রয়েছে এই জাতীয় উদ্যানে। উল্লেখ্য, গত মাসে অর্থাৎ মার্চ মাসে সাশা নামে একটি চিতা কিডনির অসুখে মারা যায়।

11 months ago
Cheetah: নামিবিয়া থেকে আনা চিতা ঢুকে পড়ল গ্রামে, চলছে তল্লাশি

প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন ২০২২-এর ১৭ সেপ্টেম্বর নামিবিয়া (Namibia) থেকে মধ্যপ্রদেশের কুনোর জঙ্গলে মোট ৮ টি চিতা আনা হয়েছিল। তারমধ্যে একটি চিতা 'সাশা' শারীরিক অসুস্থতার জন্য কিছুদিন আগেই মারা গিয়েছে। এবার খবরে এসেছে, মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান থেকে পালিয়ে ২০ কিমি দূরে একটি গ্রামে ঢুকে পড়েছে। ফলে আতঙ্কে গ্রামবাসীরা। জানা গিয়েছে, সেই চিতার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার জানিয়েছেন, চিতা 'ওবান' কুনো জাতীয় উদ্যান থেকে ২০ কিমি দূরে বিজয়পুরের ঝার বরোদা গ্রামে ঢুকে পড়েছে। ইতিমধ্যেই পরিদর্শনকারী দল এসে পৌঁছেছে গ্রামে। ওবান নামক চিতাটিকে অভয়ারণ্যে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। বন দফতর সূত্রে খবর, এটি সত্যি যে ওবান অভয়ারণ্য থেকে বেরিয়ে গ্রামে ঢুকে গিয়েছে, কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই। কারণ তাদের টিম প্রতি মুহূর্তে চিতাটির উপরে নজর রাখছে ও খুব শীঘ্রই তাকে ধরে ফেলা হবে ও অভয়ারণ্যে ফিরিয়ে আনা হবে।

12 months ago
Cheetah: নামিবিয়া থেকে ভারতে আনা মহিলা চিতা 'সাশা'র মৃত্যু, কারণ কী?

চিতার বংশবৃদ্ধি করতে মোদী সরকার উদ্যোগ নিয়ে ভারতে এনেছিলেন আটটি চিতা। কিন্তু বংশবৃদ্ধিতে বড় ধাক্কা। নামিবিয়া (Namibia) থেকে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যানে আনা আটটি চিতার মধ্যে একটি মহিলা চিতার মৃত্যু হল সোমবার। ২০২২ সালের ২২ ডিসেম্বর 'সাশা' নামের ওই চিতাটিকে ভারতে আনা হয়েছিল। কুনো জাতীয় উদ্যানের তরফে জানানো হয়েছে, ভারতে আসার পর থেকে তাকে ক্লান্ত ও অসুস্থ দেখাত। এরপর তার চিকিৎসা করাতেই ধরা পড়ে কিডনির অসুখে ভুগছে সাশা। এর জন্য চিকিৎসাও শুরু করেছিল বনদফতর। কিন্তু শেষরক্ষা হল না।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২তম জন্মদিনে ওই চিতাগুলিকে ছেড়ে দেওয়া হয়েছিল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যনে। এর মাত্র ৬ মাসের মধ্যেই মৃত্যু হল সাশার। একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাশার রক্ত পরীক্ষাতে দেখা গিয়েছিল ক্রিয়েটিনিনের মাত্রা বেশি ছিল। যার মানে তার কিডনিতে ইনফেকশন রয়েছে। তবে বাকি চিতাগুলি সুস্থ আছে বলে জানানো হয়েছে।

কুনো জাতীয় উদ্যান কর্তৃপক্ষ থেকে আরও জানানো হয়েছে, সাশাকে অসুস্থ দেখালে পশু চিকিৎসকদের একটি দলকে ডেকে পাঠানো হয়। চিতাটিকে পরীক্ষার পর প্রাথমিকভাবে চিকিৎসকরা জানান, ডিহাইড্রেশন এবং কিডনির সমস্যা রয়েছে প্রাণীটির। সেই মতো চিকিৎসাও শুরু হয়। প্রাথমিকভাবে তাতে সাড়াও দেয় সাশা। কিন্তু সোমবার তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

12 months ago