Breaking News
Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ      High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার      Gardenrech Controversy: গার্ডেনরিচের বহু অবৈধ নির্মাণ প্রশাসনের ঔদাসীন্যতা! উঠছে প্রশ্ন...     

KolkataMetro

Metro: প্রতীক্ষার অবসান! মেট্রোর অরেঞ্জ লাইন পরিষেবা চালু

এমনিতেই শুক্রবার কলকাতা মেট্রোর কাছে একটি ঐতিহাসিক এবং স্মরণীয় দিন। এই দিনই প্রথম গঙ্গার তলা দিয়ে ভারতের বুকে যাত্রী নিয়ে ছুটে চলল মেট্রো। আবার এই শুক্রবারই চালু হল বহু প্রতীক্ষিত অরেঞ্জ লাইনের মেট্রো।

প্রাথমিক ভাবে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত যাত্রী পরিষেবা চালু হলো মেট্রোর তরফে। শুক্রবার সকাল ৯'টায় প্রথমবার এই রুটে যাত্রী নিয়ে কবি সুভাষ স্টেশন থেকে পাড়ি দিল মেট্রো। প্রথম যাত্রার সাক্ষী থাকতে এদিন মেট্রো ভ্রমণ করলেন বহু মানুষ। যাতায়াতের সুবিধা হওয়ায় খুশির আবহ যাত্রীদের মধ্যে।

অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত চলবে মেট্রো।  কিন্তু আপাতত চারটি স্টেশন নিয়ে চালু এই পরিষেবা। ধীরে ধীরে বিমানবন্দর পর্যন্ত ছুটবে অরেঞ্জ লাইনের মেট্রো। তবে মেট্রো সূত্রে খবর, সোমবার থেকে শনিবার ২০ মিনিটের ব্যবধানে চলবে এই মেট্রো। তবে শনি ও রবিবার কোনও পরিষেবা থাকবে না। তবে একই দিনে দুই স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে পেরে আনন্দের আবহ শহরবাসীর মধ্যে।

2 weeks ago
Metro: কলকাতা মেট্রোর ঐতিহাসিক দিন! গঙ্গার তলা দিয়ে চালু হলো মেট্রো

অবশেষে প্রতীক্ষার অবসান। শুক্রবার, সকাল থেকে দেশে প্রথমবারের মতো গঙ্গা নদীর তলদেশ দিয়ে চালু হলো মেট্রো। সাধারণ যাত্রীদের জন্য খুলে গেল মেট্রো পরিষেবা। গত ৬ মার্চ কলকাতা সফরে এসে এসপ্ল্যানেড থেকে হাওড়া-ময়দান পর্যন্ত মেট্রো রেল পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জানা গিয়েছে, এই রুটে প্রতিদিন সকাল ৭টায় ছাড়বে প্রথম মেট্রো। অন্যদিকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। প্রতি সপ্তাহের সোম থেকে শনিবার পর্যন্ত ১২ থেকে ১৫ মিনিটের ব্যবধানে ওই রুটে চলবে মেট্রো। রবিবার সারাদিনই বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। এই রুটে রয়েছে ৪টি স্টেশন, হাওড়া-ময়দান, হাওড়া, মহাকরণ এবং এসপ্ল্যানেড।

তবে গঙ্গার তলদেশ দিয়ে এই নতুন মেট্রো রুটে খুব কম সময়ে যাতায়াতে, সুবিধা হয়েছে সাধারণ মানুষের। আর তাই সকাল থেকেই স্টেশনে লক্ষ্য করা গেল প্রচুর উচ্ছ্বসিত  মানুষের ভিড়। কেউ কেউ এই ঐতিহাসিক বিষয়ের প্রথমবার সাক্ষী থাকার জন্য ভোর ৪টে  থেকেই লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছেন। একটি টিকিটের মাধ্যমে তিন লাইনের মধ্যে ইন্টারচেঞ্জ করে সফর করা যাবে৷ তাই একটি লাইন থেকে অন্য লাইনে সফর করতে হলে আলাদা আলাদা টিকিট কাটার প্রয়োজন নেই। তবে এই ঐতিহাসিক মেট্রো সফর ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

এছাড়াও শুক্রবার মেট্রো পরিদর্শনে এলেন হাওড়ার বিজেপির প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী। এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

সব মিলিয়ে কলকাতা মেট্রো তথা সমগ্র দেশবাসীর কাছে এই মুহূর্ত গর্বের বলেই মনে করছেন প্রত্যেকে। দেশে প্রথম কোনও নদীর নিচ দিয়ে যাত্রী নিয়ে ছুটল মেট্রো। আর এই মুহূর্তের সাক্ষী থাকল সমগ্র বাংলা তথা দেশবাসী।

2 weeks ago
Metro: দেশের মাটিতে এই প্রথম! গঙ্গার নীচ দিয়ে চলবে মেট্রো

শহরের বুকে প্রথমবার অত্যাধুনিক প্রযুক্তির কল্যাণে এবার গঙ্গার তলা দিয়ে যাতায়াত করবে মেট্রো। ভারতের মাটিতে যা প্রথমবার অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে নতুন মেট্রোর রুট। শহরের বুকে গঙ্গার তলা দিয়ে যাতায়াত করবে এই  মেট্রো। জানা গিয়েছে, গঙ্গার গভীরতা ১৩ মিটার। তার থেকে আরও ১৩ মিটার নীচে দিয়ে তৈরি করা হয়েছে টানেল। সেই টানেল দিয়েই মোট ৫২০ মিটার রাস্তা অতিক্রম করবে এই মেট্রো। এবার সেই ৫২০ মিটার রাস্তাকেই সুন্দর আলো দিয়ে সাজিয়ে আরও আকর্ষণীয় করে তোলা হলো।

ইতিমধ্যেই ট্রায়াল রান হয়ে গিয়েছে এই মেট্রোর। খুব শীঘ্রই এই মেট্রো চালু হবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।  আর তাই গঙ্গার তলা দিয়ে মেট্রোতে চড়ার স্বাদ নিতে মুখিয়ে রয়েছেন শহরবাসী। 

2 months ago


Metro: বড়দিনে মাঝ রাত পর্যন্ত চলবে মেট্রো! বিশেষ সুবিধা যাত্রীদের জন্য

বড় দিন উপলক্ষ্যে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রো পরিষেবা দেওয়া হবে বলেই মেট্রো রেল সূত্রে খবর। বড় দিনে পার্ক স্ট্রিটে সব থেকে বেশি ভিড় হয়। সেই কারণে ভিড় নিয়ন্ত্রণের জন্যই সকাল থেকে মেট্রো পরিষেবা দেওয়া হবে বলেই মেট্রো রেল সূত্র খবর।

বড় দিন উপলক্ষে মেট্রো চালু থাকবে সকাল থেকেই। ২৫ তারিখ সকাল ৮ টা ৫৫ মিনিট  থেকে পরিষেবা শুরু হবে বলে মেট্রো রেল সূত্রে খবর। ৮ টা ৫৫ মিনিটে প্রথম মেট্রো দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে। তারপর সকাল ৯ টা থেকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে। অন্যদিকে ওই দিন রাতে শেষ পরিষেবা ১০ টা ৫৮ মিনিট দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত। যা অন্যান্য দিনের থেকে বেশ কিছুটা সময় অতিরিক্ত। বড়দিন উপলক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে খুশি হবেন যাত্রীরা।

3 months ago
Metro: টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর, রবিবার থাকছে অতিরিক্ত মেট্রো পরিষো

টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা দেওয়ার ঘোষণা কলকাতা মেট্রো রেলের। জানা গিয়েছে, রবিবার হওয়া সত্ত্বেও ওইদিন অতিরিক্ত মেট্রো চালানো হবে। কলকাতা মেট্রোর তরফে একটি প্রেস বিবৃতি জারি করে এবিষয়ে জানানো হয়েছে। ওইদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মোট ২৩৪ টি মেট্রো চালানো হবে।

২৪ ডিসেম্বর রয়েছে টেট পরীক্ষা। পাশাপাশি ওইদিন লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানও রয়েছে। ফলে কলকাতায় ভিড়ের বিষয়টি মাথায় রেখেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। মেট্রো রেল সূত্রে খবর, রবিবার ২৪ তারিখ মোট ২৩৪ টি মেট্রো চলবে আপ ও ডাউন মিলিয়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। তারমধ্যে ১১৭টি আপ এবং ১১৭টি ডাউন রেক চলবে। অন্যান্য দিনের মতোই এই পরিষেবা থাকবে বলেই মেট্রো রেল সূত্রে খবর। প্রথম মেট্রো সকাল ৬:৫০ মিনিটে দমদম থেকে কবি সুভাষের দিকে এবং সকাল ৬:৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকে।

অন্য সপ্তাহের রবিবার প্রথম মেট্রো চলে সকাল ৯টা থেকে। ছুটির দিন থাকায় মেট্রো চলাচল শুরু হয় কিছুটা দেরিতে। কিন্তু যেহেতু এই সপ্তাহে একই দিনে টেট এবং গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে, সেকারণে অতিরিক্ত সময়ে চলবে মেট্রো।

3 months ago


Kolkata Metro: আবারও রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে আত্মহত্যা! ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবারও রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে আত্মহত্যা।বৃহস্পতিবার সকাল ৮.৫০-এ মেট্রোর রবীন্দ্রসদন স্টেশনে আপ লাইনে দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন  এক অজ্ঞাত পরিচয় যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। দুর্ঘটনার জেরে ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা। অফিস টাইমে ঘটনাটি ঘটায় ভোগান্তিতে নিত্যযাত্রীরা। আপাতত দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছে। বেলা পৌনে ১০টা থেকে পরিষেবা স্বাভাবিক হয়েছে।

4 months ago
Metro: গুরু নানক জয়ন্তীতে উত্তর-দক্ষিণ করিডোরে চলবে কম মেট্রো, ঘোষণা কর্তৃপক্ষের

শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ও প্রথম ধর্মগুরু গুরু নানকের জন্মদিন সোমবার। গুরু নানক জয়ন্তী মানেই ছুটির দিন। সেকারণে এদিন কলকাতা মেট্রোর তরফে মেট্রো পরিষেবা কম থাকবে বলে ঘোষণা করেছে। সোমবার, সপ্তাহের শুরু দিন শহরের অন্যান্য দিনের থেকে মেট্রো পরিষেবা অনেকটাই কম থাকবে৷ বাড়ি থকে বেরনোর আগে দেখে নিন মেট্রোর সমসূচি৷

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামিকাল অর্থাৎ সোমবার উত্তর-দক্ষিণ করিডোরে (নীল লাইন) ২৮৮টি মেট্রোর পরিবর্তে ২৩৪টি মেট্রো চলবে। যার মধ্যে ১১৭টি আপ ও ১১৭টি ডাউন মেট্রো পরিষেবা। এই লাইনে প্রথম এবং শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।

প্রথম পরিষেবা শুরু হবে:

০৬:৫০ টায়। দমদম থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)

০৬:৫০ টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (পরিবর্তন নেই)

০৬:৫৫ টায় দমদম থেকে দক্ষিণেশ্বর। (পরিবর্তন নেই)

০৭.০০ টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)

শেষ পরিষেবা শুরু হবে:

৯:২৮ টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)

৯:৩০ টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (পরিবর্তন নেই)

৯:৪০ টায়। দমদম থেকে কবি সুভাষ। (পরিবর্তন নেই)

৯:৪০ টায়। কবি সুভাষ থেকে দমদম। (পরিবর্তন নেই) 

গ্রীন লাইন এবং পার্পল লাইনে পরিষেবা অপরিবর্তিত থাকবে।

4 months ago
Metro: ফের রহস্যমৃত্যু শহরে, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের থেকে উদ্ধার দেহ

ফের রহস্যমৃত্যু শহরে। রবীন্দ্র সরোবর মেট্রো (Metro) স্টেশন থেকে উদ্ধার করা হল এক মৃতদেহ। বুধবার সকালে যখন নিত্য অফিসযাত্রীরা মেট্রোয় চড়ে অফিসে যাচ্ছিলেন সেসময়ই হঠাৎ থেমে যায় মেট্রো পরিষেবা। জানা যায়, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছ থেকে দেহ উদ্ধার করা হয়েছে। কোথা থেকে এল দেহ? কার দেহ? এখনও তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। তবে এটি খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে উঠছে প্রশ্ন।

সূত্রের খবর, বুধবার সকাল ৯টা ৪৭ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবর ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মাঝে ডাউন লাইনে একজনের দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি। দেহটি পুরুষ না মহিলার, তাও এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রবীন্দ্র সরোবর মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন এক ব্যক্তি। তার জেরে আপাতত আপ ও ডাউন উভয় লাইনেই মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। রবীন্দ্র সদন স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত আপাতত কোনও পরিষেবা চলছে না। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

4 months ago


High Court: মেট্রোর কাজে গাছ কাটা! ভারসাম্য বজায়ের নির্দেশ কোর্টের

ময়দান চত্বরে মেট্রোর কাজের জন্য গাছ কাটার মামলায় মেট্রোর কাজে দায়িত্বপ্রাপ্ত সংস্থা আরভিএনএল, কেন্দ্র ও রাজ্যের কাছে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

এদিন সওয়াল জবাবের সময় আবেদকারী সংস্থার আইনজীবী জানান, মেট্রোর কাজের দায়িত্বপ্রাপ্ত সংস্থা আরভিএনএল-কে ময়দান এলাকায় গাছ কাটার কারণ জানাতে বলেছিল আদালত। কিন্তু গত শুনানিতেও তারা উত্তর দেয়নি। আমাদের দাবি মেট্রো স্টেশন অবশ্যই মানুষের স্বার্থে। কিন্তু তার জন্য গাছ কাটার কী কারণ।

প্রধান বিচারপতি বলেন, ময়দান কি রাজ্যের তত্ত্বাবধানে? উত্তরে রাজ্যের আইনজীবী মহম্মদ গাল জানান, না, এই ক্ষেত্রে রাজ্যের কোনও বিশেষ ভূমিকা নেই।

আরভিএনএলএর আইনজীবী সাক্ষ্য সেন জানান, এই মেট্রো পথ আর্মির অনুমোদন নিয়ে তৈরি হচ্ছে।মেট্রো প্রচুর দুর্ভোগ সামলেছে এই প্রোজেক্ট করতে গিয়ে। জমি জট থেকে অন্য সমস্ত সমস্যা। এই প্রোজেক্টের তিনটি স্টেশন হবে এই চত্বরে মেশিন সহ অন্যান্য সামগ্রী রাখা ও ব্যবহারের জন্য কিছু গাছের ডাল ও সামান্য কিছু গাছ কাটা হয়ছে। সেই জায়গায় আমরা অতিরিক্ত গাছ বসিয়ে দেবো।

আরভিএনএলএর আইনজীবী সাক্ষ্য সেনের কথা শুনে প্রধান বিচারপতি জানান, মেট্রো কখনই তাদের দায় এড়াতে পারে না। ময়দান এলাকায় প্রচুর জায়গা ।যেখানে গাছ আছে সেটা অনেক বেশি স্পর্শকাতর। মেট্রোকে ভেবে কাজ করতে হবে।আমরা গর্বিত কলকাতা মেট্রো অতি প্রাচীন। এশিয়ার প্রথম। গাছগুলোর জায়গায় পুনরায় নতুন গাছ বসাতে হবে। ব্যালেন্স বজায় রেখে কাজ করতে হবে মেট্রোকে। প্রযুক্তি এখন অনেক উন্নত, প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। হাইকোর্টের ক্লাবও আছে ময়দান চত্বরে যেখানে বাড়তি নির্মাণ সম্ভব নয়।

উল্লেখ্য, মোমিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর কাজের জন্য ময়দান চত্বরে প্রায় ৭০০ গাছ কাটার চিন্তাভাবনা চলছিল।তাঁর বিরোধিতা করেই পিপল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন ক্যালক্যাটা নামক একটি বেসরকারি সংস্থা, দেদার গাছ কাটা হচ্ছে ময়দানে, এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। ২৬ অক্টোবর এই মামলার শুনানিতে অন্তর্বর্তী স্থাগিতাদেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ও বিচারপতি বিভাস রঞ্জন দে’র ডিভিশন বেঞ্চ। তারপরেই ১৭ নভেম্বর শুক্রবার এই মামলার শুনানি ছিল। শুক্রবার হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

4 months ago
Metro: কালীপুজোতে বিশেষ মেট্রো পরিষেবা, শেষ ট্রেনই বা কখন? দেখে নিন সময়সূচি

কালীপুজো উপলক্ষে বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে ১২ অক্টবর বুধবার মেট্রোর প্রথম এবং শেষ পরিষেবার সময়সূচি জানানো হয়েছে।

মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে প্রকাশিত সময়সারণিতে জানানো হয়েছে, ১২ অক্টোবর, কালীপুজোর দিন স্বাভাবিক মেট্রো সময়সূচি অনুযায়ী মেট্রো চলবে। কেবল  কালীপুজোর রাতে ভক্তদের দক্ষিণেশ্বর এবং কালীঘাট মন্দিরে যাওয়ার সুবিধার্থে উত্তর-দক্ষিণ করিডোরে দুটি বিশেষ পরিষেবা পরিষেবা চালাবে মেট্রো। রাত ১০ টায় কবি সুভাষ ও দক্ষিনেশ্বর থেকে ছাড়বে এই বিশেষ মেট্রো পরিষেবা।একটি যাবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। এই পরিষেবা দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছাবে ১১:০৩-এ। আরেকটি যাবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত। আর মেট্রো কবি সুভাষে পৌঁছবে রাত ১১:০১ মিনিটে। যাত্রাপথে মধ্যবর্তী সব ক’টি স্টেশনে থামবে এই স্পেশাল মেট্রোগুলি। ফলে পুজোর দিন রাতে বাড়ি ফেরা নিয়ে আর চিন্তা থাকছে না আপনার।

5 months ago


Metro: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর! ইডেনে বিশ্বকাপের ম্যাচে শনিবার রাতে বিশেষ মেট্রো ঘোষণা

শনিবার ইডেনে হাইভোল্টেজ ম্যাচ। এদিন বিশ্বকাপের ( মহারণে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ও পাকিস্তান। ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা রাখছে। ইডেনে বাইশ গজের মহারণ শেষে দর্শকদের বাড়ি ফেরার জন্য বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে রাতে। ম্যাচ শেষে এসপ্ল্যানেড স্টেশনে দর্শকদের জন্য অপেক্ষায় থাকবে মেট্রো। ইডেনের ম্যাচ শেষের পর এসপ্ল্যানেড স্টেশন থেকে এক জোড়া স্পেশাল মেট্রো ছাড়বে।এই বিশেষ মেট্রো পরিষেবাগুলি উত্তর-দক্ষিণ মেট্রো করিডোরের (ব্লু লাইন) এসপ্ল্যানেড - দক্ষিণেশ্বর এবং এসপ্ল্যানেড - কবি সুভাষ রুটের মধ্যে চালানো হবে৷

রাত পৌনে ১১টায় (১০:৪৫) এসপ্ল্যানেড স্টেশন থেকে ছাড়বে এই বিশেষ মেট্রো পরিষেবা। এটি যাবে দক্ষিণেশ্বরের দিকে এবং অন্যটি যাবে কবি সুভাষের দিকে। দু’টি মেট্রোই রাত ১১টা ১৮ মিনিটে পৌঁছে যাবে দক্ষিণেশ্বর ও কবি সুভাষে। যাত্রাপথে মধ্যবর্তী সব ক’টি স্টেশনে থামবে না এই স্পেশাল মেট্রোগুলি। ফলে খেলা দেখে রাতে বাড়ি ফেরা নিয়ে আর চিন্তা থাকছে না আপনার। ইডেনের ম্যাচ শেষের পর খুব অল্প সময়ের মধ্যেই আপনি বাড়ি পৌঁছে যেতে পারবেন।

5 months ago
Kolkata Metro: যাত্রীদের মনোরঞ্জনের জন্য নয়া উদ্যোগ, কার্টুন দেখাবে মেট্রোরেল

যাত্রীদের মনোরঞ্জনের জন্য নয়া উদ্যোগ কলকাতা মেট্রোর। এবার লম্বা পথের যাত্রা আর একঘেয়ে লাগবে না। কারণ যাত্রীদের জন্য এবার মেট্রো কামরাতেই 'টম অ্যান্ড জেরি' কিংবা 'ছোটা ভীম'-এর মতো জনপ্রিয় কার্টুন দেখানোর ব্যবস্থা করল কলকাতা মেট্রো রেল।

শুক্রবার থেকেই এই বিশেষ ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। মূলত স্কুল পড়ুয়াদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল। এতদিন মেট্রো রেলের ভেতরের বোর্ডে পরবর্তী স্টেশনের নাম দেখানো হত।

সেই বোর্ডেই এবার থেকে স্টেশনের পাশাপাশি এই সব জনপ্রিয় কার্টুন দেখানো হবে। আপাতত দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত চলাচল করা নর্থ-সাউথ মেট্রোতেই এই কার্টুন পরিষেবা পাবেন যাত্রীরা।

6 months ago
Metro: নবসাজে কলকাতা মেট্রো, থাকছে চার্জিং পোর্ট-কোভ লাইট, দেখুন সেই ছবি

নতুন সাজে সেজে উঠছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। সিটি অফ জয়ের সঙ্গে শহরতলির সংযোগ স্থাপনের পাশাপাশি নতুন রুপে সেজে উঠবে মেট্রো। থাকছে চার্জিং পোর্ট-কোভ লাইট। রেকগুলিতে থাকছে বাংলার ব্রাইডাল এবং টেরাকোটা শিল্পকর্মের কারুকার্য। মসৃণ, আরামদায়ক এবং দ্রুত রাইডিং অভিজ্ঞতা প্রদানের জন্য এই ব্যবস্থা গ্রহণ করছে কলকাতা মেট্রো।

শীঘ্রই হুগলি নদীর তলদেশে চলবে কলকাতা মেট্রো। নতুন গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি, কলকাতা মেট্রো তার যাত্রীদের মসৃণ, আরামদায়ক এবং দ্রুত রাইডিং অভিজ্ঞতা প্রদানের জন্য এই ব্যবস্থা গ্রহণ করতে চলেছে। পরিবর্তন আসছে কোচেও। নয়া মেট্রো কোচ কেমন দেখতে হবে এবং তাতে কী কী ধরণের সুযোগ সুবিধা থাকবে, প্রেস বিজ্ঞপ্তির মধ্যে তা জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ।


রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মেট্রো সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, নতুনভাবে ডিজাইন করা এই এসি রেকগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হবে। বাংলার ব্রাইডাল এবং টেরাকোটা শিল্পকর্ম থেকে অনুপ্রেরণা নিয়ে এই রেকগুলি ডিজাইন করা হচ্ছে। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে এই রেকের প্রতিটি কোচে স্থানীয় শিল্প ও কারুশিল্প তুলে ধরা হবে। এছাড়া প্রতিটি কোচের দুই পাশে থাকবে ইউএসবি চার্জিং পোর্ট।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ও মেট্রো যাত্রা আরও আরামদায়ক করা জন্য থাকছে বিশেষ হ্যান্ডেল, অ্যান্টি-স্কিড ফ্লোরিং এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা। এছাড়া জরুরি কোনও পরিস্থিতিতে, যাত্রীরা 'টক টু ড্রাইভার ইউনিট'-এর মাধ্যমে মোটরম্যানের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে সক্ষম হবেন। রিয়েল-টাইম ভিত্তিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কোচের ভিতরে কৌশলগতভাবে সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হবে।


দিনের ব্যস্ত সময়ে প্রচণ্ড ভিড়ের কথা মাথায় রেখে, যাত্রীদের ভেস্টিবুলে দাঁড়াতে না দেওয়ার জন্য কোচে থাকবে উন্নতমানের 'রুফ গ্র্যাব হ্যান্ডেল'। তথ্যপ্রযুক্তি সামগ্রী প্রদর্শনের জন্য রেকের ভিতরে বিশেষ ডিজিটাল ডিসপ্লে বোর্ডও স্থাপন করা হবে। কোচের ভিতরে উষ্ণ পরিবেশ তৈরি করার জন্য, বিশেষ কোভ আলোর ব্যবস্থা থাকবে। যাত্রীদের সুবিধার জন্য কোচের প্রবেশপথে এবং রেকের ভিতরে বসার বেঞ্চের উপরে মজবুত গার্ড রেল এবং গ্র্যাব পোল দেওয়া হবে।

কবে থেকে সেজে উঠবে নতুন রূপে মেট্রো? নতুন সাজের জন্য কত খরচ পড়ছে? প্রেস বিজ্ঞপ্তিতে জালালেন কৌশিক মিত্র। নতুন ধরনের এই রেকগুলি ২০২৬ সাল নাগাদ চালু করা যাবে বলে আশা করছেন মেট্রো কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে ৮৫টি নতুন রেক অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে৷ নতুন এই রেকের জন্য ব্যয় হবে ৬ হাজার কোটি টাকা, যা রেলমন্ত্রক ইতিমধ্যেই মঞ্জুর করেছে বলে জানানো হয়েছে।

নতুন এই রেক চালু হলে মেট্রো যাত্রা আরও নিরাপদ ও আরও আরামদায়ক হয়ে উঠবে বলেই মনে করছেন কর্তৃপক্ষ। মেট্রোর এই ব্যবস্থাপনা শুরু হলে কলকাতার মেট্রো পরিষেবা পরিবহন ব্যবস্থার শিখরে পৌঁছবে। যতদিন যাচ্ছে মেট্রোর ইতিহাসে রচিত হচ্ছে নতুন অধ্যায়ের। মেট্রোর এই নতুন রুপ দেখার জন্য দিন গুনছেন এখন বঙ্গবাসী।

7 months ago


Metro: দেশের মধ্যে প্রথম কলকাতা মেট্রোয় এই অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে

ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকবে আগামী ১৯ ও ২৬ অগাস্ট। সল্টলেক সেক্টর-ফাইভ থেকে শিয়ালদহ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড- ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুই বিচ্ছিন্ন অংশকে সফটওয়্যার এবং হার্ডওয়্যার প্রযুক্তির মাধ্যমে যোগ করার কাজ শুরু করে দিয়েছে কলকাতা মেট্রো। তার ফলেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। ফলে, শনিবার যাঁদের এই মেট্রো ধরে কর্মক্ষেত্রে যেতে হয়, তাঁদের ১৯ ও ২৬ অগাস্ট বিকল্প রাস্তায় যেতে হবে। দুই শনিবার ট্রেন না চলার ফলে মেট্রোর ইঞ্জিনিয়াররা পর পর দু'সপ্তাহ ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের সুযোগ পাবেন।

উল্লেখ্য, পরিকাঠামো উন্নয়নে বাড়তি গুরুত্ব দিচ্ছে কলকাতা মেট্রো। সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে বসানো হবে ‘ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম’। দেশের মধ্যে প্রথম কলকাতা মেট্রোয় এই অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে। এর ফলে বিদ্যুৎ বিপর্যয় হলেও সুড়ঙ্গের মধ্যে আর মেট্রোর রেক আটকে পড়বে না।

7 months ago
Metro: বেড়েছে যাত্রী সংখ্যা! জোকা-তারাতলা মেট্রো নিয়ে বড় ঘোষণা, জানুন কী

যাত্রীসংখ্যা বাড়ার কারণে পাল্লা দিয়ে বাড়ছে জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা (Kolkata Metro)। বুধবার জানিয়েছেন কলকাতা মেট্রোর সিপিআরও (CPRO) কৌশিক মিত্র। কলকাতা মেট্রোর মানচিত্রে এই রুট পার্পল লাইন নামে পরিচিত। এই রুটে মেট্রো চলাচল শুরু হওয়া ইস্তক আপ-ডাউন মিলিয়ে মোট ১২টি মেট্রো চলেছে। কিন্তু আগামী পয়লা থেকে অতিরিক্ত ১২টি মেট্রো চলবে পার্পল লাইনে। অর্থাৎ যাত্রীদের সুবিধার্থে আরও পরিষেবা দেবে মোট ২৪টি মেট্রো। চালু হওয়ার পর থেকে এই রুটে ২টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান ছিল ৬০ মিনিট। ১ ঘণ্টা অন্তর মেট্রো পেতেন যাত্রীরা। পয়লা মে থেকে সময় কমিয়ে ৪০ মিনিট অন্তর মেট্রো পাবেন যাত্রীরা। এতদিন দুপুর ১২টা-৩টে পর্যন্ত এই রুটে কোনও মেট্রো চলত না। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এই সময়ের মধ্যেও মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

জানা গিয়েছে, জোকা স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা ৫৫ মিনিটে। এদিকে তারাতলা থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ২০ মিনিটে। জোকা-তারাতলায় দিনের শেষ মেট্রো ছাড়বে যথাক্রমে বিকেল ৪টে ২০ এবং বিকেল ৪টে ৪০ মিনিটে। এই প্রসঙ্গে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, 'অফিসযাত্রী এবং পড়ুয়াদের সুবিধার্থেই দৈনিক মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

11 months ago